PAYEL's your travel buddy

  • Home
  • PAYEL's your travel buddy

PAYEL's your travel buddy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PAYEL's your travel buddy, Travel Agency, .

22/11/2023

পৃথিবীতেই স্বর্গ আছে, হ্যাঁ আমাদের ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীরের কথা বলছি। আমরা SHIMANA CHHARIYE travel without boundaries এর পক্ষ থেকে আয়োজন করেছি কাশ্মীর ভ্রমণের। তারই একটা সংক্ষিপ্ত বিবরণ দেবার চেষ্টা করছি।

*30.3.24- শনিবার হাওড়া থেকে ১২৩৩১ হিমগিরি এক্সপ্রেসে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে যাত্রা শুরু।*
*31.3.24- রবিবার সারাদিন এবং রাত ট্রেনে সফর।*
*1.4.24- সোমবার জম্মুতে পৌঁছানো দুপুর একটা নাগাদ। জম্মু থেকে সোজা চলে যাবো কাটরা, একটু তাড়াতাড়ি ডিনার করে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু।*
*2.4.24- মঙ্গলবার সকালবেলায় দেবী দর্শন করে হোটেলে ফিরে সারাদিন হোটেলে বিশ্রাম এবং বিকেলে লোকাল মার্কেট থেকে কেনাকাটা।*
*3.4.24- বুধবার ব্রেকফাস্ট এরপর আমরা রওনা দেব পহেল গাওয়ের উদ্দেশ্যে, লাঞ্চ করবো যাত্রা পথে , এবং বিকেলে স্থানীয় মার্কেট থেকে কেনাকাটা।*
*4.4.24- বৃহস্পতিবার ব্রেকফাস্ট করে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়াড়ি ঘুরে দেখা লোকাল ট্যাক্সিতে।(খরচ নিজেদের)*
*5.4.24- শুক্রবার ব্রেকফাস্ট করে রওনা দেব শ্রীনগরের উদ্দেশ্যে, দেখে নেবো বিখ্যাত টিউলিপ গার্ডেন, মুঘল গার্ডেন, চশমা শাহী গার্ডেন ইত্যাদি, এবং লাঞ্চ রাস্তায়।*
*6.4.24- শনিবার ব্রেকফাস্ট সেরে আমরা যাবো গুলমার্গ পরিদর্শনে, এবং লাঞ্চ আমরা ওখানেই করবো। তারপর হোটেলে ফিরে রেস্ট নিয়ে লোকাল মার্কেটে শপিং।*
*7.4.24- রবিবার প্রাতরাশ করে সোনমার্গ ভ্রমণ এবং লাঞ্চ করবো সন্মর্গ এর বরফের মাঝে, হোটেলে ফিরে বিশ্রাম এবং বিকালে কেনাকাটা।*
*8.4.24- সোমবার প্রাতরাশ করে আমরা যাবো কাশ্মীরের একটি অফবিট জায়গায় দুধ পথরি ভ্রমণে, ও লাঞ্চ, তারপর হোটেলে ফিরে বিশ্রাম করে বিকেলে কেনাকাটা।*
*9.4.24- মঙ্গলবার ব্রেকফাস্ট সেরে বিখ্যাত ডাল লেকের শিকারা রাইড তারপর রওনা দেবো পাটনি টপের উদ্দেশ্যে ।*
*10.4.24- বুধবার ব্রেকফাস্ট এরপর পাটনি টপের দর্শনীয় স্থান দেখে যাত্রা শুরু জম্মু তাওয়াই স্টেশন, ১৩১৫২ কলকাতা এক্সপ্রেস রাত ২০:৩০মিনিটে।*
*11.4.24- বৃহস্পতিবার সারাদিন এবং রাত ট্রেনে সফর।*
*12.4.24- শুক্রবার কলকাতা স্টেশনে প্রত্যাবর্তন কমবেশি দুপুর 3 টে।*

*Inclusion*
*1) Family wise deluxe room*
*2) Deluxe coach for transport*
*3) all meal included i.e breakfast lunch evening snacks and dinner (except in train)*
*4) 60 minute boat ride (Shikara) on world famous Dal Lake.*
*5) All toll taxes and parking charges.*

*Exclusions*
*1) Any type of pony ride, cable car, pittu and helicopter charges.*
*2) Gulmarg Gandola ride.*
*3)Sonmarg Thajiwas Glacier etc.*
*4)Any type of entry fees.*
*5)Pahelgam sightseen i,e Betab valley,Aru valley and Chandaneari.*

*Contact-9674972103*
*email- [email protected]*

"শীতের হাওয়ায় লাগল নাচন আমলকির ওই ডালে ডালে"পৌষের শুরু তে শীতের পরশ গায়ে মেখে বকুলের সুবাসে সুবাসিত হয়ে সীমানা ছাড়ি...
11/09/2023

"শীতের হাওয়ায় লাগল নাচন আমলকির ওই ডালে ডালে"
পৌষের শুরু তে শীতের পরশ গায়ে মেখে বকুলের সুবাসে সুবাসিত হয়ে সীমানা ছাড়িয়ে চলুন বেরিয়ে পড়ি তোপচাঁচি।
❤️❤️❤️❤️

আগামী ২৪শে ডিসেম্বর রাতে যাদবপুর থানা থেকে (AC টেম্পো ট্রাভেলার / বাসে করে আমরা রওনা হচ্ছি তোপচাচির উদ্দেশ্যে। (booking এর চাহিদা অনুযায়ী টেম্পো ট্রাভেলার এর জায়গায় আমরা AC luxury SML গাড়ি ও নিতে পারি।

সঙ্গে থাকছে পরেশনাথ মধুবনি, ভাটিন্ডা জলপ্রপাত, মাইথন ড্যাম, কল্যানেশ্বারি মন্দির♥️

বাস রুট এবং সময় ফোন করলে বলে দেবো।
বিস্তারিত ট্যুর প্রোগ্রাম সঙ্গে দেওয়া আছে।

💃♥️"বড়োদিনে তোপচাচি "♥💃

তোপচাচি ট্যুর ★ ২৪-২৬ ডিসেম্বর, ২০২৩
যোগাযোগের জন্য : +91 9674972103 পায়েল 📱

১) ভ্রমণের খরচ:- জনপ্রতি ৪৮৫০/- (ট্রিপিল শেয়ারিং)
৫১০০/- (ডাবল শেয়ারিং)

২) টাকা তিন কিস্তিতে প্রদান করা যাবে। আপাতত মাথা পিছু 1000 টাকা ( অফেরত যোগ্য) জমা দিয়ে নিজের নাম নথিভুক্ত করুন।
দ্বিতীয় ভাগ 2000 জমা দিতে হবে অক্টোবর ২৫ তারিখের মধ্যে
এবং অন্তিম ভাগ নভেম্বর ৩০ তারিখের মধ্যে প্রদান করতে হবে।

৩) টাকা জমা দিলে ( ট্যুরের), তার রিসিট স্ক্রিনশট তুলে উপরোক্ত ফোন নম্বরে WhatsApp করে দেবেন। (9674972103)
২৪ তারিখ রাতে যাদবপুর থানা থেকে যাত্রা শুরু এবং ২৬ তারিখ সন্ধ্যাবেলা যাত্রা সমাপ্তি।

৪) ২৫ তারিখ ব্রেকফাস্ট থেকে ২৬ তারিখ লাঞ্চ পর্যন্ত সমস্ত খাওয়া, দাওয়া আমাদের নিজস্ব কুক দিয়ে রান্না হবে। AC গাড়ি, AC হোটেল এবং সাইটসিন অন্তর্ভুক্ত।

৫) মিনারেল ওয়াটার, কোনো স্থানের প্রবেশমূল্য, ক্যামেরা-গাইড চার্জ, রাস্তার কোনো খাবার/ চা, কোনো রকম মেডিক্যাল ইমার্জেন্সির খরচ ইত্যাদি বহির্ভূত।

💥💥 তোপচাচী ভ্রমণ সূচী💥💥

২৪.১২.২৩ - রাত ১০ র সময় যাদবপুর থানা থেকে গাড়ি ছাড়বে।

১৫.১২.২৩- সকালবেলা তোপচাচি হোটেলে পৌঁছে কিছুক্ষন অপেক্ষা, হোটেলে চেকইনের সময় অনুযায়ী রুম দেওয়া হবে।
হোটেলে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে জলখাবার খেয়ে বেরিয়ে পড়বো মধুবন পরেশনাথ পাহাড় দেখতে।
লাঞ্চের সময় ফিরে আসব তোপচাঁচি হোটেলে।
লাঞ্চের পর কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে দল বেঁধে বেরিয়ে পড়বো তোপচাচি লেকের উদ্দেশে, চাইলে জঙ্গলে একটা ছোট্ট ট্রেক ও হতে পারে।
তোপচাচি লেকের সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করে সূর্যাস্তের পরে ফিরে আসবো হোটেলে তারপর শুরু হবে আমাদের 🌲বড়দিনের উৎসব🌲🧑‍🎄💥💫
থাকছে bonfire 🔥 BBQ Chicken 🍗 সাথে নাচে🕺💃 গানে 🎤🎹 আড্ডায় এক জমজমাট সন্ধ্যা 💖💖
সেই রাত্রি তোপচাচি হোটেলেই থাকা।

২৬.১২.২৩- সকাল ৯ টা নাগাদ হোটেল চেক আউট করে মাল পত্র গাড়িতে তুলে বেরিয়ে পড়বো কলকাতার উদ্দ্যেশ্যে। ফেরার পথে আমরা দেখবো ভাতিন্ন্ডা ফলস। লাঞ্চ আমাদের সাথেই থাকবে, লাঞ্চ হবে পথে।
তারপর যাবো মাইথন ড্যাম, কল্যানেশরী মন্দির
লেক এ বোটিং করে (ব্যক্তিগত খরচে)
মাইথন নজরকাড়া সূর্যাস্ত দেখে
সন্ধে বেলা কলকাতা।

৬) 🛑 গাড়ির সামনের সিট ব্যাক সিট রোটেশন করে বসতে হবে এ বিষয়ে কোনো প্রশ্ন করা চলবে না।

৭) ⛔️ ট্যুর ক্যান্সেলেশন চার্জ :

A> In any case if the passenger cancels the tour, the booking amount will not be refunded.
B> If cancellation is made within 31 Days to 90 days of the tour commencement, 30% of total Tour price will be deducted.
C> If cancellation is made within 21 Days to 30 days of the tour commencement, 50% of Total Tour Price will be deducted.
D> If cancellation is made between 13 days to 20 days of the tour commencement, 75% of Total tour price will be deducted.
E>No refund is allowed if cancellation is made within 12 days before the journey.

৮) যে কোনো রকম প্রয়োজনে সর্বোপরিউক্ত ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।

৯) যাত্রাকালে অতি অবশ্যই ফটো-প্রমাণপত্র সঙ্গে রাখবেন।

১০) যেকোনো প্রতিকূল পরিস্থিতি যেমন প্রাকৃতিক দুর্যোগ, বাস বা গাড়ি খারাপ হয়ে যাওয়া, বন্ধ / ধর্মঘট, রাস্তায় রাজনৈতিক আন্দোলন, মহামারি, ট্রেন ক্যানসেল / লেট ইত্যাদির কারণে ট্যুর প্রোগ্রাম পরিবর্তন / পরিবর্তিত হতে পারে।

১১) কোনো প্রতিকূল পরিস্থিতিতে সফরের মেয়াদ বাড়ানো হলে অতিরিক্ত খরচ যাত্রীকে বহন করতে হবে।

১২) সফরের সময় কোনো দুর্ঘটনা/চুরি/ডাকাতি বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্বারা পর্যটকের কোনো ক্ষতি/ সামগ্রীর ক্ষয়ক্ষতির জন্য ম্যানেজমেন্ট কোনো প্রকার দায়বদ্ধতা নেবে না।

১৩) কোনো যাত্রী যদি যাত্রার শুরুর দিন সময় মতো Rly stn/Airport/ Bus stand-এ না আসেন, এবং ট্রেন /ফ্লাইট / বাস মিস করেন
অথবা ব্যক্তিগত সমস্যার জন্য ট্রেন/ বাস থেকে নেমে যান, সেক্ষেত্রে ট্যুরের টাকা ফেরত দেওয়া যাবেনা।

১৪) ট্যুর চলাকালীন কোনো যাত্রী যদি কোনো ব্যক্তিগত সমস্যা বা শারীরিক অসুস্থতার জন্য কোন স্পটে হোটেল থেকে চেক আউট করেন বা বাস/কার থেকে নেমে যান বা ট্যুর ক্যানসেল করেন তাহলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না।

ট্যুর চলাকালীন ম্যানেজমেন্টর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।

💥 অবশ্যই মনে রাখবেন, আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। তাই অতি সত্ত্বর যোগাযোগ করে নিজের স্থান সুরক্ষিত করুন।

৬ আগস্ট ২০২৩ পূর্ব বর্ধমান আউসগ্রাম অন্তর্গত লবণধার আলপনা গ্রামে ঘুরতে যাওয়ার কিছু আনন্দের মুহূর্ত।
09/08/2023

৬ আগস্ট ২০২৩ পূর্ব বর্ধমান আউসগ্রাম অন্তর্গত লবণধার আলপনা গ্রামে ঘুরতে যাওয়ার কিছু আনন্দের মুহূর্ত।

SHIMANA CHHARIYE *_*  (Travel without boundaries) with PAYEL's your travel buddy  group tour   আগামী 20th July 2023 -25 ...
10/05/2023

SHIMANA CHHARIYE *_* (Travel without boundaries) with PAYEL's your travel buddy
group tour

আগামী 20th July 2023 -25 July 2023
✴️5 রাত 6 দিন
===========

23 জন সহযাত্রী নিয়ে আমরা যাবো বর্ষায় রাঁচির ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে।

এই tour টা সপূর্ণ AC গাড়ি (sightseeing) এবং AC hotel rooms বেবস্থা করা হয়েছে ,
এই tour এ আপনি যা যা দেখবেন 👇

✴️ দেউড়ি মন্দির
✴️ সূর্য মন্দির
✴️ দশম ফলস
✴️ রক গার্ডেন
✴️ রাজরাপ্পা ছিন্ন মস্তা মন্দির
✴️ হুন্ডরু ফলস
✴️ জনহা ফলস
✴️ সীতা ফলস
✴️ গেটালসুদ ড্যাম
✴️ পত্রাতু ভ্যালি
✴️ পত্রাতু লেক
✴️ জগন্নাথ মন্দির
✴️ নেতারহাট
✴️ পাইন জঙ্গল
✴️ সান রাইস এবং সান সেট পয়েন্ট
✴️ কোয়েল ভিউ পয়েন্ট
✴️ নেস্পাতি বাগান
✴️ বিখ্যাত লোধ ফলস

প্যাকেজ এর মধ্যে যা যা থাকছে তা হলো ।

✅ Sleeper class train tickets
✅ AC transport for sightseeing
✅ AC hotel Rooms
✅ Full day meal
(breakfast, lunch, snacks, dinner)

প্যাকেজ এর মধ্যে যা যা থাকছে না টা হলো ।

❎ Train food
❎ Entry fees (sightseeing)
❎ Package water
❎ Medicine
❎ Camera charges

✴️ Total tour package cost only ₹7800 for triple sharing and ₹8200 for double sharing
Booking এর জন্যে যোগাযোগ করুন 9674972103 /9163572103

08/05/2023

Dasham falls
Ranchi Jharkhand

Ranchir Jagannath mandir e amra
08/05/2023

Ranchir Jagannath mandir e amra

Journey date 20th July 2023
06/05/2023

Journey date 20th July 2023

03/05/2023


Agami July te Jharkhand tour er jonno ei hotel ti book korlam , Netarhat er hotel er chobi khub taratari group e post korbo ..
Ei tour ta khub olpo bondhuder niye korbo , tai deri na kore bistarito jante niche video te dewa number e amar sathe jogajog korun...

20/04/2023


Ebar Kashmir tour amader sharthok, je poriman borof amra peychi shudhu borof noy snowfall 🌨️ theke morshumer tulip 🌷 shobtai poripurno 💗💗

17/04/2023

বরফ দেখে সবাই আনন্দে আত্নহারা 😍😍

কাওবা কাওবা।কাশ্মীরের কাওবা বিখ্যাত । ডাল লেকে তে অনেক ড্রাই ফ্রুটস দিয়ে কাওবা খেয়েছিলাম ঐ কাওয়া সাধারণ টুরিস্ট দের জ...
03/04/2023

কাওবা কাওবা।
কাশ্মীরের কাওবা বিখ্যাত । ডাল লেকে তে অনেক ড্রাই ফ্রুটস দিয়ে কাওবা খেয়েছিলাম ঐ কাওয়া সাধারণ টুরিস্ট দের জন্য কিন্তু আসল কাওবা যেটা কাশ্মীরা ঘরে খায় সেটা‌ একদম ই অন্য রকম অপূর্ব খেতে । আসলি কেশর আরও অনেক রকম মশলা দিয়ে কি যে অসাধারণ কি বলবো!এটা আমাদের এক কাশ্মীরি দোকানদার খাওয়ালেন।

  Tulip garden এ সহযাত্রীদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত
02/04/2023



Tulip garden এ
সহযাত্রীদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত

02/04/2023



Happy all 💓💓

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when PAYEL's your travel buddy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share