জল তরণী

  • Home
  • জল তরণী

জল তরণী আমাদের পর্যটন, আমরা গড়ি

খেজুর গুড়
09/01/2024

খেজুর গুড়

ভ্রমণ সেবায় আপনার পাশে সব সময় জল তরণী
07/01/2024

ভ্রমণ সেবায় আপনার পাশে সব সময় জল তরণী

13/10/2023
02/10/2023
02/10/2023

এই সপ্তাহে কে কোথায় ট্যুরে যেতে চান??

শুভ সকালসূর্যমুখী ফুলের মধ্যে ক্যাম্পিং...বরগুনার পর্যটন স্পট গুলোর মধ্যে  যেখানে আপনি ক্যাম্পিং করতে চান জল তরনী সাথে য...
31/03/2023

শুভ সকাল
সূর্যমুখী ফুলের মধ্যে ক্যাম্পিং...
বরগুনার পর্যটন স্পট গুলোর মধ্যে যেখানে আপনি ক্যাম্পিং করতে চান জল তরনী সাথে যোগাযোগ করুন

"পৌষমেলা ও পিঠা উৎসব ১৪২৯"দুর্বারের পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। আনন্দের সাথে জানাচ্ছি যে, বরগুনায় এই প্রথমবারের মত "পৌষ মে...
02/12/2022

"পৌষমেলা ও পিঠা উৎসব ১৪২৯"

দুর্বারের পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। আনন্দের সাথে জানাচ্ছি যে, বরগুনায় এই প্রথমবারের মত "পৌষ মেলা ও পিঠা উৎসব" আয়োজন করতে যাচ্ছে সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার লক্ষ্যে এই আয়োজন। চলতি মাসের (ডিসেম্বর) ২১-২২-২৩ তারিখ বরগুনা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স প্রাঙ্গনে এই মেলা ও উৎসব অনুষ্ঠিত হবে।

প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত দশটা পর্যন্ত চলতে ৩ দিনব্যাপী এ আয়োজন। প্রতিদিন দেশীয় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আয়োজনে আরও থাকবে পুঁথিপাঠ, কবিতা আবৃত্তি, লোকগান, নাটক চলচ্চিত্র প্রদর্শনীসহ দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনা। এছাড়াও মেলায় থাকছে অর্ধশত স্টল। পিঠার পাশাপাশি হরেক রকমের খবার-দাবার ও পন্য-সামগ্রী থাকবে এসব স্টলে।

স্টল বুকিং চলছে......
আজই নিশ্চিত করুন আপনার স্টলটি—

যোগাযোগ:
01772585997
01917112115
01720093124
www.facebook.com/durber.org

মিডিয়া পার্টনার:
দুর্বার ডট নিউজ
রেডিও স্বপ্ন
Barguna E-commerce & Entrepreneurs (BEE)

পৌষমেলা ও পিঠা উৎসব ১৪২৯ (২০২২)
আয়োজনে: দুর্বার

[এ আয়োজনের স্পন্সর ও সহযোগী পার্টনাট হতে চাইলে যোগাযোগ করুন এখনই]

দিন দিন জনপ্রিয় হচ্ছে ক্যাম্পিং, শীতকালে মানেই ক্যাম্পিং এর অন্যরকম আনন্দ।অনেকেই আছে ক্যাম্পিং করতে চান কিন্তু তাবু নেই ...
17/11/2022

দিন দিন জনপ্রিয় হচ্ছে ক্যাম্পিং, শীতকালে মানেই ক্যাম্পিং এর অন্যরকম আনন্দ।

অনেকেই আছে ক্যাম্পিং করতে চান কিন্তু তাবু নেই যার ফলে পিছিয়ে যান। আমরা তাদের জন্য ব্যাবস্থা করেছি ী_তাবুঘর ভ্রমন সেবা প্রতিষ্ঠান ।
যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা নেই সেই জায়গায় জল তরনীর সেবা সার্ভিস।।

আপনারা খুব সহজে আমাদের থেকে সেবা নিয়ে ক্যাম্পিং এ চলে যেতে পারেন।
ী_তাবুঘর
ভ্রমন সেবা প্রতিষ্ঠান
০১৭১২১৯৮৬৬৭

আসছে ১১ নভেম্বর শুক্রবারসৈকত সৌন্দর্যের জেলা বরগুনায়ঐতিহ্যবাহী জোছনা উৎসব ২০২২------------------------------------------...
30/10/2022

আসছে ১১ নভেম্বর শুক্রবার
সৈকত সৌন্দর্যের জেলা বরগুনায়
ঐতিহ্যবাহী জোছনা উৎসব ২০২২
------------------------------------------------
সৈকত সৌন্দর্যের জেলা বরগুনা। ঊপকূলীয় এ জেলার অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব জোছনা উৎসব। বঙ্গোপসাগর থেকে মাত্র ২০ ‍কিলোমিটার ভেতরে বরগুনার খাকদন-বিষখালী নদীর নৈস্বর্গিক মোহনায় জলতরীতে ভেসে ভেসে রাতভর আনন্দ আড্ডায় কাটবে এবারের জোছনা উৎসব।

যথারীতি থাকবে পুঁথি পাঠ, কবিতা আবৃত্তি, বাঁশির সুর, রাখাইন নৃত্য, জোছনার গান, দিপালী প্রজ্জলন, বর্ণীল আতশবাজি, রঙিন ফানুস, রেফেল ড্রসহ নানা আয়োজন।

২০১৫ সাল থেকে বরগুনার খাগদন-বিষখালী নদীর মোহনায় এ জোছনা উৎসবের সূচনা হয়। স্থানীয় সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় এ উৎসবের সূচনা করে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দ।

এরপর থেকে অতিমারি করোনার পূর্ব পর্যন্ত প্রতিবছর জোছনা পিয়াসী সহস্র মানুষের অংশগ্রহণে এ উৎসব উদযাপিত হয়ে আসছে। বরগুনার জোছনা উৎসব বাস্তবায়ন কমিটি এ উৎসবের আয়োজন করেছে।

প্যাকেজ ভিত্তিক রেজিস্ট্রেশনের বর্ণনা
যোগাযোগ: 01757-643245; 01718433431
---------------------------------------------------
প্যাকেজ -০১> শাপলা প্যাকেজ ঃ
প্যাকেজ মূল্য: ৫০০/-
---------------------------------------------------
বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত জলতরীতে ভেসে ভেসে জোছনা উৎসবের অনুষ্ঠান উপভোগের সুযোগ। রাতে ভুনা খিচুরির (চিকেন) প্যাকেট খাবার। প্যাকেজ টাইম বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত।

প্যাকেজ -০২> শালুক প্যাকেজ
প্যাকেজ মূল্য: ১০০০/-
---------------------------------------------------
বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত জলতরীতে ভেসে জোছনা উৎসবের অনুষ্ঠান উপভোগের সুযোগ। রাতে ভুনা খিচুরির প্যাকেট খাবার। আকর্ষণীয় টি-শার্ট। জোছনা উৎসবের মগ। প্যাকেজ টাইম বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত।

প্যাকেজ -০৩> পদ্ম প্যাকেজ
প্যাকেজ মূল্য: ২০০০/-
---------------------------------------------------
জলতরীতে তাবু গেড়ে রাত্রি যাপনের ব্যবস্থা। দেশি মাছ ও দেশি মুরগীর রাতের খাবার। গভীর রাতের গরম কফি। আকর্ষণীয় টিশার্ট। জোছনা উৎসবের মগ। সকাল বেলার ব্রেকফার্স্ট। প্যাকেজ টাইম বিকেল ৩টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত।

প্যাকেজ -০৪> বিহঙ্গ প্যাকেজঃ
প্যাকেজ মূল্য: ৩০০০/-
---------------------------------------------------
জলতরীতে রাত্রি যাপনের ব্যবস্থা। দেশি মাছ ও দেশি মুরগীর মাংস দিয়ে রাতের খাবার। গভীর রাতের গরম কফি। আকর্ষণীয় টিশার্ট। জোছনা উৎসবের মগ। সকাল বেলার ব্রেকফার্স্ট। প্যাকেজ টাইম বিকেল ৩টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত।

প্রচারে : জল তরণী,
ভ্রমন সেবা প্রতিষ্ঠান।
০১৭১২১৯৮৬৬৭

গোড়াপদ্মা..বছরের শেষ রাত আবার বছরের শুরুটা এক নতুন অভিজ্ঞতা অর্জনের মায়াজালে জড়িয়ে, আমরা ৯ জনের একটা টিম চলে যাই গোড়াপদ্...
01/01/2022

গোড়াপদ্মা..
বছরের শেষ রাত আবার বছরের শুরুটা এক নতুন অভিজ্ঞতা অর্জনের মায়াজালে জড়িয়ে, আমরা ৯ জনের একটা টিম চলে যাই গোড়াপদ্মার গভীর জঙ্গলে।
আমরা প্রকৃতমতে, প্রকৃতির দিনের সৌন্দর্য উপভোগ করি কিন্তু আমাদের জন্য রাতের প্রকৃতি সম্পূর্নই নতুন অভিজ্ঞতা ছিলো।আর অভিজ্ঞতা অর্জনে আমাদের সঙ্গী ছিলো Arifur Rahman ভাইয়া,যার সম্পর্কে আপনারা সকলেই কম বেশি জানেন।আমি অল্প করে বলে দেই একজন ভ্রমণ পিপাসু মানুষ, টুর এবং টুরিস্ট দের নিয়েই তার জীবন। আর তিনিই ছিলেন আমাদের গাইড।

আমরা রাত ৮টায় আমরা একটি মাহিন্দ্র ভাড়া আর নিজস্ব মটর বাইক নিয়ে রাত ১০টায় গোড়াপদ্মা জঙ্গলে পৌছাই।স্পটে পৌছে শুরু হয় জঙ্গলকে সাজানো। আগুন জ্বালানো,তাবুঘর তৈরি,মোমবাতি।

এর মধ্যে বলে নেয়া ভালো আমাদের সকলের মুঠোফোনের নেটওয়ার্ক ছিলো নিভু নিভু,কারো হাত ছিলো উঁচু করা,একি সত্যিই কি নেটওয়ার্ক থাকবে না!!পাওয়া, না পাওয়া চলতে চলতে শুরু হলো ছবি তোলা,ভিডিও ধারণ। বড়রা তাবুঘরে গান গাচ্ছে, কেউ আগুন পোয়াচ্ছে আর গল্প হাসিতে মেতে যাচ্ছে,আর কেউ আবার আগুনের জ্বালানি যোগাচ্ছে। এ ঘোরটা কাটিয়া কেউ এই দৃশ্যের দিকে তাকালে মনে হবে কোন এক পৌরানিক গ্রামীণ ছোয়া। তবে এবার ঘোর কাটান,

যোগ হলো কিছু ফানুস, পুরনকে বিদায় দিয়ে, নতুনকে বরণ করার অপেক্ষা।বলে নেয়া ভালো লোকালয় থেকে দূরে ফানুস উড়ানো উত্তম।আর আমরা তারই মধ্যে।

শেষ হতে না হতেই কানে আসলো চারিপাশে ঘুরে বেরানো শিয়ালের একতাবদ্ধ আওয়াজ,অল্প সময়ে স্তব্ধ হয়ে গেলেও কেমন যেনো মিশে গেলাম আমরা এই জঙ্গলে।মনে হলো ওদের মতো আমাদেরও বসবাস এই জঙ্গলে। এরই মধ্যে আমাদের জন্য রান্না করা রুটি পিঠা আর মাংস নিয়ে হাজির হলো স্থানীয় ভাইয়েরা,এখানে টুরিস্টদের জন্য স্থানীয় মানুষ খুবই আন্তরিক,তাদের ভালোবাসা পেতে হলে আপনাদের তাদের সাথে মিশে যেতে হবে,এখানে সবাই-ই আরিফ ভাইয়ের কাছের মানুষ প্রানের মানুষ। খাবার ছিলো বেশ মজাদার অনেক ঝাল আর রুটি মাখিয়ে খেয়ে নিতে, অনেকের অবস্থা বেতাল তবুও খাবারের স্বাদ দারুণ ছিলো বলে সবাই কেমন তৃপ্তি মিটিয়ে খেলো।খাওয়া শেষ হলো কিছু গল্প আর অভিজ্ঞতার বর্ণনা। কখন যে ঘড়ির কাটায় ২টা বাজলো খেয়াল ছিলো না।এবার ঘুমের পালা কারন ভোরটা মিস করা যাবে না,কিন্তু কি করার তাবু ঘরেতো গল্প করা হলো না।আবার শুরু হলো গল্প গান আর খানা পিনা। এক বোতল জুসের ভাগিদার তিন,পই পই করে হিসাব হচ্ছে জুসের।শেষ তবে লাইট অফ।

সব চুপ হতেই মনে হলো যেনো ছোটবেলার কোন লুকোচুরি খেলছি আমরা। রাত বাড়তে বাড়তে আর রাতে তাবুর আলো নিভে গেলে জঙ্গলের অদ্ভুত সৌন্দর্য উপভোগ করা যায়।চার দিকে শিয়ালের ডাক,আবার রাতে শিয়াল তারানো, প্রানিদের হাটার শব্দ,পাখিদের রাত্রি যাপনের কথপোকথন......এ এক চরম অভিজ্ঞতা, সাথে নিয়ে নিজেদের সাবধানতা।হইছে ধরেন এরপর আমি ঘুমাইয়ে গেছি।সকাল হতেই তাবু খুলতেই পেলাম এক সজীবতা,তবে কি মায়াজালের চাদর জড়িয়ে ঘুমিয়ে পরে এরা!রাতের আকাশে অগণিত তারা আর অস্তিত্বের উপস্থিতির একরুপ! আহ তৃপ্তি তৃপ্তি!! ভাবতেই ভালো লাগে।দোলনায় দোল খেয়ে,অনেক অনেক ছবি তুলে জঙ্গল ঘুরে ঘুরে রওনা দিলাম লোকালয়ে নিজেদের ঘরে।তবে নাস্তা করতে ভুলি নাই করে নিলাম গঞ্জ থেকে।

আরো এই অভিজ্ঞতার মাইলফলক হিসেবে ছিলো রহমান আরিফ ভাইয়ের তৈরি করা জল তরণী । আর একই সাথে এই গল্প ভাগ বসিয়ে নিলো তার "চর উৎসবের" পাতায়।

লেখা - তৌসিফ (৯ সদস্যদের মধ্যে একজন)

জল তরণী আমার একটি ভ্রমন সেবা একটি প্রতিষ্ঠান অল্প অল্প করে এগিয়ে নিচ্ছি আমাদের জন্য।যেখানে থাকার জায়গা নাই, খাওয়ার পরি...
24/11/2021

জল তরণী আমার একটি ভ্রমন সেবা একটি প্রতিষ্ঠান
অল্প অল্প করে এগিয়ে নিচ্ছি আমাদের জন্য।
যেখানে থাকার জায়গা নাই, খাওয়ার পরিবেশ নেই, সেখানে আপনাদের পাশে আছে জল তরণী তাবুঘর।
সাগরের মাঝে চর, দ্বীপ চর এসব জায়গায় আমরা সেবা দিয়ে থাকে আপনাদেরকে।
সারাদেশে যখন মহামারী করোনা, হোটেল মোটেল এ থাকা নিরাপদ নয়, তখন আমরা জল তরণী তাবুঘরে ঘরবন্দী মানুষকে কিছু সময়ের জন্য প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসার সুযোগ করে দিয়েছি।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণপিয়াসী মানুষেরা উপকূলের চর ও নদীর তীরবর্তী স্থানে তাবু ক্যাম্পিং এর মাধ্যমে ভ্রমণ করে সন্তুষ্ট ।
অল্প পরিসরে সেবা দেওয়ার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি।
উপকূলের অনেক জায়গায় এখনও থাকা-খাওয়া এবং যাতায়াতের জন্য ভালো কোন ব্যবস্থা গড়ে ওঠেনি। আমরা জল তরণীর মাধ্যমে এই সেবাটা দিয়ে থাকি।
বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন "দি ট্রাভেল টক" নভেম্বরের সংখ্যায় প্রতিবেদন প্রকাশ হয়।
ধন্যবাদ জানাই "দি ট্রাভেল টক" এর পরিবারকে।

সু খবর সু খবর সু খবরভ্রমণপিয়াসী পর্যটকদের জন্য এটা চমক আছেএমন একটা সৈকত অপেক্ষা করছে পর্যটকদের জন্য।  নাম শুনলেই চলে আস...
01/09/2021

সু খবর সু খবর সু খবর
ভ্রমণপিয়াসী পর্যটকদের জন্য এটা চমক আছে
এমন একটা সৈকত অপেক্ষা করছে পর্যটকদের জন্য। নাম শুনলেই চলে আসতে ইচ্ছে করবে।
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা বরগুনা। পর্যটন বান্ধব উপজেলা তালতলীতে নিদ্রা সৈকত নামে এই স্থানটি পরিচিত।
তালতলীতে আছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, টেংরাগিরি ইকোপার্ক, রাখাইন পল্লী সহ একদিন থাকা এবং ঘোরার জন্য ভালো ব্যবস্থা আছে।
আমাদের জল তরুনীর সাথে থাকুন আরো ইনফর্মেশন জানুন

09/01/2021
সু খবর সু খবর সু খবরবরগুনা থেকে শুরু হচ্ছে ভ্রমনতরিতে নদী ভ্রমন। প্রতিদিন বিকাল ৩টায় বরগুনা নদী বন্দর থেকে ছেড়ে যাবে। বি...
11/10/2020

সু খবর সু খবর সু খবর

বরগুনা থেকে শুরু হচ্ছে ভ্রমনতরিতে নদী ভ্রমন।
প্রতিদিন বিকাল ৩টায় বরগুনা নদী বন্দর থেকে ছেড়ে যাবে।

বিষখালী নদীর মোহনায় আলোকলতা দ্বীপ ভ্রমন করে গোধূলী বেলায় আবার চলে আসবো বরগুনায়।
জল তরণী আয়োজন করছে এই সার্ভিস।

বোটে আসন ২০ জন,
ভাড়া প্রতি জন ২০০ টাকা।

মোবাইল ০১৭১২১৯৮৬৬৭

সামনের বুধবার থেকে শুরু হবে।

আজ বিশ্ব পর্যটন দিবস। বরগুনায় জল তরণীর উদ্যোগে দিবসটি এবছর স্বল্প পরিসরে পালিত হয়।
27/09/2020

আজ বিশ্ব পর্যটন দিবস।
বরগুনায় জল তরণীর উদ্যোগে দিবসটি এবছর স্বল্প পরিসরে পালিত হয়।

আজ বিশ্ব পর্যটন দিবস। বরগুনায় জল তরণীর উদ্যোগে দিবসটি এবছরও স্বল্প পরিসরে পালিত হয়।
27/09/2020

আজ বিশ্ব পর্যটন দিবস।
বরগুনায় জল তরণীর উদ্যোগে দিবসটি এবছরও স্বল্প পরিসরে পালিত হয়।

26/09/2020

আগামী ২৭ সেপ্টেম্বর

বিশ্ব পর্যটন দিবস

জনসাধারণের মাঝে পর্যটন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও পালন করবে দিবসটি। সরকারের পাশাপাশি একাধিক সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি নানা আয়োজনে পালিত হবে। এ উপলক্ষে উপকূলীয় জেলা বরগুনায় নেয়া হয়েছে একাধিক পরিকল্পনা।

ভ্রমণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জল তরনী উদ্যোগে দিবসটি পালন হবে । দিবসটি উপলক্ষে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বটতলায় দিনব্যাপী এক অনুষ্ঠান পরিকল্পনা নেয়া হয়েছে।

আরিফুর রহমান
প্রতিষ্ঠাতা: জল তরনী
মোবাইল: ০১৭১২১৯৮৬৬৭

আজবরগুনার বিষখালী নদীতে ভ্রমনজল তরনীবরগুনা
19/08/2020

আজ
বরগুনার বিষখালী নদীতে ভ্রমন
জল তরনী
বরগুনা

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when জল তরণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share