Amader Dinajpur

  • Home
  • Amader Dinajpur

Amader Dinajpur This is for Dinajpur help.

অনলাইন গ্রুপে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত পোষ্টে মন্তব্যকারীদের দুর্বলতার সুযোগ নিয়ে ভুয়া ডিএসবি পুলিশ পরিচয়ে সহযোগীতা...
27/07/2023

অনলাইন গ্রুপে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত পোষ্টে মন্তব্যকারীদের দুর্বলতার সুযোগ নিয়ে ভুয়া ডিএসবি পুলিশ পরিচয়ে সহযোগীতার নামে অর্থ হাতিয়ে নেয়া দিনাজপুরের আশিকুর ইসলাম আশিক নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ ।
আশিক দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর (কাউয়াপাড়া) এলাকার মোসলেম উদ্দিনের ছেলে
বুধবার(২৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ।
পুলিশ সুপার জানান,অনলাইনের মাধ্যমে দেশব্যাপী জাল বিস্তার করে দীর্ঘদিন ধরে আটক অশিক পাসপোর্ট, ভেরিফিকেশন সেবা প্রত্যাশীদের নিকট ভূয়া এসবি পরিচয় দিয়ে পুলিশ ভেরিফিকেশন বাবাদ টাকা গ্রহণ করে আসছিল ।

প্রতারক আশিক ই-পাসপোর্ট বাংলাদেশ ভলেন্টিয়ারে যুক্ত হয়ে গ্রুপে ভেরিফিকেশন সংক্রান্ত পোস্ট বিশ্লেষণ করে কৌশলে তাদের ফেসবুক একাউন্ট ও পাসপোর্ট আবেদন পত্রের কপি থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এরপর ভুয়া এসবি/ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে তাদের সাথে মোবাইল ফোন, ম্যাসেঞ্জার, হোয়াটস এ্যাপসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতা নিরসন ও পজিটিভ পুলিশ রিপোর্ট দাখিলের কথা বলে তারা মোবাইল একাউন্টে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিয়ে নাম্বারটি ব্লক করে দিতো ।
তথ্য প্রযুক্তির সহযোগিতায় সদরের বিভিন্ন স্থানে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে গেলরাতে ভুয়া পুলিশ পরিচয় দানকারী চক্রের সদস্য আসিকুর ইসলাম আশিক কে তার বাসা থেকে আটক করে ।
প্রতারক আশিকের নগদ একাউন্টের স্টেটম্যান্ট পর্যালোচনায় গত ছয় মাসে এই একাউন্টের মাধ্যমে প্রায় ১১ লাখ টাকা ও রকেট একাউন্টের মাধ্যমে ১ লাখ ২২ হাজার ৯৪ টাকা আত্মসাৎ করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

©রাকিব

ছবির এই ভদ্রলোকের নাম এমদাদুল হক। বয়স ৬৫ বছর। বাসা বাসা দক্ষিণ মৌড়াইল। দুদকে কর্মরত ছিলেন। গতবছর অবসরে গেছেন।তিনি সোমবার...
21/03/2023

ছবির এই ভদ্রলোকের নাম এমদাদুল হক। বয়স ৬৫ বছর। বাসা বাসা দক্ষিণ মৌড়াইল। দুদকে কর্মরত ছিলেন। গতবছর অবসরে গেছেন।

তিনি সোমবার ব্রাহ্মণবাড়িয়া স্টেশন কাউন্টারে গিয়ে বলেন, বিভিন্ন সময় তিনি টিকেট না কেটে রেলে ভ্রমন করেছেন। এবং উনার কাছে হিসাব আছে যে কতোবার টিকেট না কেটে ভ্রমণ করেছেন। তার হিসেব অনুয়ায়ী বিনা টিকিটে যার ভ্রমন করা টাকার পরিমান ২৫৩০ টাকা।

এসময় তিনি ভাড়া বাবদ সেই ২৩৫০ টাকা পরিশোধ করার ইচ্ছা প্রকাশ করেন, বলেন বিনামূল্যে রেল ভ্রমন করে তিনি রাষ্ট্রের ক্ষতি করেছেন এবং সেই টাকা তিনি ফেরত দিতে চান। স্টেশন টিকিট বুকিং সহকারী দিদার মোল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ২৫৩০ টাকা সমমূল্যের আসন বিহীন টিকেট ইস্যু করেন এমদাদুল হকের নামে। এবং তিনি পরিশোধ করেন সেই টাকা।

উনার কথার সারাংশ হলো যতো পূণ্যই করি এই দেনার দায় তো কোনো পূণ্য দিয়ে শোধ করার উপায় নেই, তাই সরাসরি রেলের খাতেই জমা দিয়ে দিলাম। জানি না তাতে আমার দায় মুক্তি হবে কি না, তবে মানষিক প্রশান্তি পাবো অন্ততঃ।পরবর্তীতে উনাকে স্টেশন প্রধান বুকিং সহকারীর অফিসে বসিয়ে আপ্যায়ন করা হয়।

কালেক্টেড

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যেআগামীকাল থেকে স্ট্যান্ডিং টিকেটে কোন NID ভেরিফাই লাগবে না। জনসাধারণের সুবিধার্থ...
05/03/2023

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে

আগামীকাল থেকে স্ট্যান্ডিং টিকেটে কোন NID ভেরিফাই লাগবে না। জনসাধারণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ রেলওয়ে।

01/03/2023
সারা বাংলাদেশে ৭৫০ এর অধিক বাইক গ্রুপ আছে... আপনারা কি এগিয়ে আসবেন? অমুকে যাচ্ছে আমি যাবো না... তমুক ডাকছে তো আমার কি? এ...
25/02/2023

সারা বাংলাদেশে ৭৫০ এর অধিক বাইক গ্রুপ আছে... আপনারা কি এগিয়ে আসবেন?

অমুকে যাচ্ছে আমি যাবো না... তমুক ডাকছে তো আমার কি? এই সব ইগো গুলো কি একটু দূরে সরিয়ে রাখা যায় না... অন্তত এই বিষয়ে ?? জানি অনেকে রাগ করবেন...করছেন... কিন্তু একবার চিন্তা করুন তো ভাই... বিসয় টা কি আপনার, আমার ব্যক্তিগত ??

অনুমতি সাপেক্ষে দেশের ৬৪ জেলার প্রেসক্লাব এর সামনে একসাথে একই সময়ে সব বাইকার'রা মিলে শান্তিপূর্ণ মানব বন্ধন করতে চাই।
১ জন বাইকার ও যদি নিজ উদ্যোগে এগিয়ে এসে দাড়ায় তাহলে ও তো হয়ে যায়। আর শুধু প্রেসক্লাব কেন? অনুমতি সাপেক্ষে আপনার নিজ জায়গা তে থেকে ও মানব বন্ধন করতে পারেন।

ঢাকা প্রেসক্লাব এর সামনে আগামী ৩ মার্চ, ২০২৩ (শুক্রবার) সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত বাইকারদের কল্যাণে আসেনা এমন মোটর সাইকেল চলাচল নীতিমালা প্রনয়নের প্রতিবাদে ও পদ্মা সেতুতে বাইক চলাচলের অনুমতির অনুরোধে সকল বাইকারদের নিয়ে মানব বন্ধনের জন্য মাননীয় পুলিশ কমিশনার অফিস কে অবহিত করন করা হয়েছে লিখিত ভাবে। সেই সাথে সংশ্লিষ্ট থানা কর্মকর্তা কে অবহিত করা হয়েছে।

আপনারা ও নিজ নিজ জেলা থেকে উদ্যোগ নেয়ার অনুরোধ রইলো।

ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে অনেকেই সারা দিয়েছেন... তাদের ধন্যবাদ জানাই...

ছবি কৃতজ্ঞতাঃ অনুপ দা
গাইবান্ধা রাইডারস ক্লাব

ফেনীর জসিম ভাই। সবাই যারে বড়লোক ভিক্ষুক নামে চিনে।ব্যক্তিগতভাবে উনি একজন খুবই ভালো মানুষ। উনার বসার স্থান মুলত ফেনীর দি...
21/02/2023

ফেনীর জসিম ভাই। সবাই যারে বড়লোক ভিক্ষুক নামে চিনে।
ব্যক্তিগতভাবে উনি একজন খুবই ভালো মানুষ। উনার বসার স্থান মুলত ফেনীর দিঘীরপার। 'প্রতিবেশী মটরস' থেকে গাড়ীটি প্রদান করার পর উনার জীবন যাত্রা আরো সহজ হয়েছে। আজ ফেনীর ভিতরের বাজার থেকে ছবিটি তোলা। ❤

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার দৌড়ে স্বর্ণ জিতলেন ইমরান
12/02/2023

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার দৌড়ে স্বর্ণ জিতলেন ইমরান

একটা কবিতা তার হলো না কোথাও ছাপা! পেলো না সে প্রতিভার দাম তার!!💔
10/02/2023

একটা কবিতা তার হলো না কোথাও ছাপা!
পেলো না সে প্রতিভার দাম তার!!💔

24/01/2023

দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ইনশাআল্লাহ ১৯ ফেব্রুয়ারী শব-ই-মেরাজ উদযাপিত হবে।
~ চাঁদ দেখা কমিটি ~

ব্রেকিং নিউজঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ভাতারমারি রেল ক্রসিং এ ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সাথে ট্রাকের সংঘর্ষ
22/01/2023

ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ভাতারমারি রেল ক্রসিং এ ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সাথে ট্রাকের সংঘর্ষ

ছবিতে শার্ট পরা ছেলেটি এই ভিক্ষুক ক্ষুদার্থ মহিলাটিকে হোটেলে নিয়ে খাবার খাওয়ায়, খাবারের শেষে কিছুক্ষণ পর তাদের কাছে ম...
27/12/2022

ছবিতে শার্ট পরা ছেলেটি এই ভিক্ষুক ক্ষুদার্থ মহিলাটিকে হোটেলে নিয়ে খাবার খাওয়ায়, খাবারের শেষে কিছুক্ষণ পর তাদের কাছে মালিক( রেস্টুরেন্ট ম্যানেজার ) বিল পেপার পাঠিয়ে দেয়। সে যখন বিলটি দিতে যায় তখন নিচে একটি লেখা দেখে🤗

মানবতার কোনো বিল হয় না
Sammiammi
সেই রেস্টুরেন্টের ম্যানেজার

08/10/2022

Hello

Address


Alerts

Be the first to know and let us send you an email when Amader Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share