27/07/2023
অনলাইন গ্রুপে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত পোষ্টে মন্তব্যকারীদের দুর্বলতার সুযোগ নিয়ে ভুয়া ডিএসবি পুলিশ পরিচয়ে সহযোগীতার নামে অর্থ হাতিয়ে নেয়া দিনাজপুরের আশিকুর ইসলাম আশিক নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ ।
আশিক দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর (কাউয়াপাড়া) এলাকার মোসলেম উদ্দিনের ছেলে
বুধবার(২৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ।
পুলিশ সুপার জানান,অনলাইনের মাধ্যমে দেশব্যাপী জাল বিস্তার করে দীর্ঘদিন ধরে আটক অশিক পাসপোর্ট, ভেরিফিকেশন সেবা প্রত্যাশীদের নিকট ভূয়া এসবি পরিচয় দিয়ে পুলিশ ভেরিফিকেশন বাবাদ টাকা গ্রহণ করে আসছিল ।
প্রতারক আশিক ই-পাসপোর্ট বাংলাদেশ ভলেন্টিয়ারে যুক্ত হয়ে গ্রুপে ভেরিফিকেশন সংক্রান্ত পোস্ট বিশ্লেষণ করে কৌশলে তাদের ফেসবুক একাউন্ট ও পাসপোর্ট আবেদন পত্রের কপি থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এরপর ভুয়া এসবি/ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে তাদের সাথে মোবাইল ফোন, ম্যাসেঞ্জার, হোয়াটস এ্যাপসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতা নিরসন ও পজিটিভ পুলিশ রিপোর্ট দাখিলের কথা বলে তারা মোবাইল একাউন্টে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিয়ে নাম্বারটি ব্লক করে দিতো ।
তথ্য প্রযুক্তির সহযোগিতায় সদরের বিভিন্ন স্থানে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে গেলরাতে ভুয়া পুলিশ পরিচয় দানকারী চক্রের সদস্য আসিকুর ইসলাম আশিক কে তার বাসা থেকে আটক করে ।
প্রতারক আশিকের নগদ একাউন্টের স্টেটম্যান্ট পর্যালোচনায় গত ছয় মাসে এই একাউন্টের মাধ্যমে প্রায় ১১ লাখ টাকা ও রকেট একাউন্টের মাধ্যমে ১ লাখ ২২ হাজার ৯৪ টাকা আত্মসাৎ করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
©রাকিব