22/12/2023
অতিথি পাঁচালী (পর্ব -২৫)
রাজ বাবু অনেক স্বপ্ন নিয়ে গত দুই বছর আগে গ্যাংটকে ঘুরতে এসেছিলেন বন্ধুদের সাথে। খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল।
কি ভাবছেন আমাকে ??🤔🤔
যদিও সেই বার এক অন্য ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে বুকিং করে এসেছিলেন। Njp স্টেশন থেকে গাড়ি নিয়ে ওনাদের অসুবিধা শুরু হয়, প্রতিটি বিষয়ে সেই এজেন্ট ওনাদের ভুল তথ্য ও টাকা নিয়ে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেন সেই মূহুর্তে।খুব খারাপ লাগে একটা মানুষ কত আশা নিয়ে ভ্রমণ করতে আসেন আর এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে ভাবাই যায় না।
এই ধরনের পরিস্থিতি সৃষ্টির মূল কারণ-সঠিক তথ্য ও সময় অনুযায়ী অর্থ মূল্য ঠিক ভাবে বিচার যারা করতে পারেন না তারাই ট্যুর টা গোলমাল করে দেন। এর জন্য ট্যুরিস্ট দের স্বপ্ন, বিশ্বাস ভেঙে যায়।
সেই মূহুর্তে আমার সাথে যোগাযোগ করেন ওনারা।আমার এক বিশ্বাস যোগ্য ট্যুরিস্ট এর কাছে পেয়েছেন আমার ফোন নাম্বার এবং সঠিকভাবে ট্যুর করতে পেরেছিলাম সেই বার সঠিক মূল্যায়ন করে।
তবু.............
আসল কথা সেই মূহুর্তে ভালো ভাবে ট্যুর করালেও ওনাদের বিশ্বাস যোগ্যতা অর্জন করতে পারিনি আমি, এই কথা অস্বীকার করার কোন যায়গা নেই।
কারণ সেই বার একজন ট্রাভেল এজেন্ট কে বিশ্বাস করে প্রচুর পরিমাণে ঠকে ছিলেন ওনারা। তাই হয়তো আর বিশ্বাস করতে পারছিলেন না যতই ভালো ট্যুর উপহার দিয়ে থাকি ওনাদের টাকা গুলো তো ফিরিয়ে দিতে পারিনি তখন।
আবার দুই বছর পর ফোন করলেন আমাকেই এই বার সিল্ক রুট ট্যুর করতে চাইছেন অথচ কিছুতেই বিশ্বাস করতে পারছেন না আমাকে খুব অদ্ভুত একটা পরিস্থিতি।
শেষ পর্যন্ত বলেই দিলাম আমার উপর বিশ্বাস না থাকলে ট্যুর করবেন না, আমি সবার জন্য নয়।কাজ করবো সঠিকভাবে তার মূল্য তো নেবোই,আপনি আমার কাজ ও ব্যবহার দেখেছেন এর জন্য অসুবিধা হলে ট্যুর করবেন না।
কি ভেবেছিলেন জানি না, হয়তো একটু বুঝেছিলেন আমার পরিষ্কার বক্তব্য, তাই যথারীতি আবার আমার কাছেই এই বছর ট্যুর করলেন। বহু বার ফোন এই বছর ওনাদের গ্রুপে দশ জন সদস্য এক এক জনের বিভিন্ন মতপার্থক্য, সবার সাথে আলোচনা করে একটা ভালো ট্যুর উপহার দিলাম এবং খুব আনন্দের সাথে ওনাদের ট্যুর সম্পন্ন করতে সক্ষম হলাম।
শেষ পর্যন্ত আমার উপর বিশ্বাস স্থাপন করাতে সক্ষম হলাম। নিজের কাজের সুনাম অর্জন করতে পেরে আমার নিজের কাছে দারুণ ভালো লাগছে।
আশা করি রাজ বাবুদের আগামী ট্যুর গুলি আরো সুন্দর ভাবে করার চেষ্টা করবো।
ভালো থাকবেন রাজ বাবু, এখনো কিছু মানুষ আছেন ট্রাভেল ইন্ডাস্ট্রি তে যারা অক্লান্ত পরিশ্রম করেন ট্যুরিস্ট দের সঠিকভাবে ভ্রমণ করাতে এই টুকু বিশ্বাস তো আশা করি আমরা।
সিদ্ধার্থ কুণ্ডু
২২-১২-২৩
👉ছবি গুলি রাজ বাবুর দেওয়া,আনন্দের মূহুর্ত গুলো আমার ফেসবুকে থাকুক স্মৃতি হিসাবে।