Travel with Iqbal

  • Home
  • Travel with Iqbal

Travel with Iqbal অনেক অনেক ঘুড়তে চাই যতদিন না এই বসুন্ধরা রই...

মেহেরপুর জেলা। আমাদের দেশের সবচেয়ে ছোট এবং সুন্দর একটি জেলা। যেখানে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অনেক স্থাপনা আর অনে...
28/08/2023

মেহেরপুর জেলা। আমাদের দেশের সবচেয়ে ছোট এবং সুন্দর একটি জেলা। যেখানে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অনেক স্থাপনা আর অনেক জায়গা। মেহেরপুর জেলা আগে কুষ্টিয়া জেলার অন্তর্গত মেহেরপুর মহকুমা নামে পরিচিত ছিল। ১৯৮৪ সালে কুষ্টিয়া জেলা থেকে আলাদা করে মেহেরপুর জেলাকে পূর্নাঙ্গ জেলাতে রূপান্তরিত করা হয়।

আমাদের মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে ১৭ এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। এই জায়গা পরে মুজিবনগর নামে নামকরণ হয় আবার মুজিবনগর সরকারের রাজধানী হিসাবে ঘোষিত হয়। এই মুজিবনগরে রয়েছে মুজিবনগর স্মৃতিসৌধ, বাংলাদেশের সবচেয়ে বড় মানচিত্র।

আপনি খুব সহজেই মেহেরপুর জেলা থেকে ঘুড়ে আসতে পারবেন। বাসে করে আপনি ঢাকার কল্যাণপুর থেকে শ্যামলী, এসবি, সনি এই সব বাসে যেতে পারবেন। আর যদি ট্রেনে যেতে চান তাহলে কুষ্টিয়া / চুয়াডাঙ্গা নেমে যেতে হবে। বাসে মেহেরপুর সদরে নেমে সেখান থেকে ভ্যান অথবা অটোতে করে সহজেই মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে যেতে পারবেন। যাওয়ার সময় চারপাশে সঙ্গ দিবে মনোমুগ্ধকর আমবাগান আর লিচু বাগান। আমরা অটো রিজার্ভ নিয়ে মুজিবনগর গিয়েছিলাম সদর থেকে। আবার সেখানে ভিতরে প্রবেশ করে ৩-৪ ঘন্টা ঘুড়ার জন্য ১০০ টাকা দিয়ে ভ্যান ভাড়া করেছিলাম। সেই ভ্যানে করে আবার আমরা সবাই বর্ডার দেখতে গিয়েছিলাম। মুজিবনগর স্মৃতিসৌধ থেকে আসার সময় ভ্যানওয়ালাকে ভালো মানের খাবারের হোটেল দেখিয়ে দিতে বলাই ভ্যানওয়ালা আমাদেরকে একটা ঘরোয়া হোটেলে নিয়ে যায়। সেখানে আমরা ছোট মাছ, ভর্তা, ডিম, ডাল, গরুর মাংস দিয়ে ভাত খেয়েছিলাম। তবে খুব বেশি ভালো লাগছে সেখানের পানি। যা অনেক ঠান্ডা আর স্বাদ লেগেছে। চট্টগ্রাম থেকে গিয়েছি শুনে আতিথেয়তা পেয়েছি অনেক। দুপুরের খাবারের পর আমাদের বসতে দিল বড় একটি আম বাগানে। আম বাগানে বসে আমরা রং চা খেয়েছিলাম।

পুরো একটি গ্রাম্য শহর।

১ম পর্ব- মেহেরপুর

ঢাকার কাছাকাছি বেড়ানোর জন্য একটি আদর্শ জায়গা হল গোলাপ গ্রাম। যেটি সাভারের বিরুলিয়া ইউনিয়নে কয়েকটি গ্রামকে নিয়ে সম্মিলিতভ...
14/07/2023

ঢাকার কাছাকাছি বেড়ানোর জন্য একটি আদর্শ জায়গা হল গোলাপ গ্রাম। যেটি সাভারের বিরুলিয়া ইউনিয়নে কয়েকটি গ্রামকে নিয়ে সম্মিলিতভাবে গড়ে উঠেছে। বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর, শ্যামপুর, মোস্তাপারা গ্রামজুড়ে গোলাপের রাজ্য।

যেদিকে চোখ যাবে শুধু গোলাপ আর গোলাপ। শীতের সকালের কুয়াশাচ্ছন্ন সময়ে গোলাপ গ্রামের রূপটা অসাধারণ।

ঢাকা থেকে আবদুল্লাহপুর হয়ে আবার মিরপুর হয়ে ও গোলাপ গ্রামে যাওয়া যায়।

বাগান মালিকের অনুমতি ছাড়া গোলাপ বাগানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। অনেক বাগানে আবার ২০-৩০ টাকা নিয়ে থাকে বাগানে ডুকে ছবি তুলার জন্য। তবে খেয়াল রাখতে হবে যেন ফুল আর গাছের কোন ক্ষতি না হয়।

গোলাপের স্বর্গরাজ্য। অন্তত কয়েকটা দিন কাটিয়ে দেওয়া যাবে কোন খাবার-দাবার ছাড়া শুধু গোলাপের সুভাষে।

বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। পশ্চিমবঙ্গের কলকাতার শিয়ালদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াতের জন্য ১৮৬২ সালে এই স্টেশনটি ...
19/06/2023

বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। পশ্চিমবঙ্গের কলকাতার শিয়ালদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াতের জন্য ১৮৬২ সালে এই স্টেশনটি চালু হয়। এককালের কর্মব্যস্ত থাকা এই স্টেশনটি বর্তমানে তেমন ব্যবহার হয় না। বর্তমানে এইখানে দিনে মাত্র দুই-তিনটি লোকাল ট্রেন থামে।

পরে ঢাকার সাথে কলকাতার যোগাযোগব্যবস্থা উন্নত করার জন্য এই রেলপথটি বর্ধিত করে ১৮৭১ সালে রাজবাড়ীর গোয়ালন্দঘাট পর্যন্ত নেওয়া হয়।

কিভাবে বাংলাদেশের প্রথম রেল স্টেশন দেখতে যাবেন...?

ঢাকা থেকে আপনি চাইলে রেলে (ঢাকা-পোড়াদহ) স্টেশন টিকেট কেটে এই রুটে যেতে পারবেন অথবা বাসে ঢাকা (কল্যাণপুর) থেকে কুষ্টিয়াগামী বাসে করে কুষ্টিয়া শহরে (মজমপুর/চৌড়হাস) নেমে সেইখান থেকে ভ্যানে বা রিক্সায় করে যেতে পারবেন। আবার রাজবাড়ীর (দৌলতদিয়া - পাটুরিয়া) ফেরীঘাট হয়ে লোকাল বাসে যেতে পারবেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share