ATG Monir Bhai

  • Home
  • ATG Monir Bhai

ATG Monir Bhai মারাইং তং এবং আলির গুহা যাওয়ার জন্য গাইড লাগলে সরাসরি কল দিবেন

29/01/2025

মারায়ংতং পাহাড়
ভ্রমণ কথা ট্রাভেলাস বাংলাদেশ 01799729805

29/01/2025

নীলগিরি ❤️

16/01/2025
15/01/2025

Dhakai saree..😌

💥মেঘচূড়া হিলে ক্যাম্পিং নাইট উদযাপন ও আলীর গুহা অভিযানে ভ্রমণকথা ট্রাভেলাস বাংলাদেশ যাচ্ছে ২৩০০ টাকায়💥ভ্রমণ বিস্তারিতঃ🚎...
15/01/2025

💥মেঘচূড়া হিলে ক্যাম্পিং নাইট উদযাপন ও আলীর গুহা অভিযানে ভ্রমণকথা ট্রাভেলাস বাংলাদেশ যাচ্ছে ২৩০০ টাকায়💥

ভ্রমণ বিস্তারিতঃ
🚎যাত্রা শুরুঃ
চট্টগ্রাম থেকেঃ ২৩জানুয়ারী সকাল ৮টা নতুন ব্রীজ থেকে।
🚎যাত্রা শেষঃ ৪ জানুয়ারি সন্ধ্যার ভেতর চট্রগ্রামে থাকব।

📢ট্যুরের ধরনঃ ট্রেকিং

💰 💰 প্যাকেজ মূল্যঃ
চট্টগ্রাম থেকেঃ জনপ্রতি- ২৩০০/- টাকা।

👉 বুকিং ফিঃ ১০২০/- টাকা (অফেরতযোগ্য)
আসন খালি থাকা পর্যন্ত বুকিং নেয়া হবে। আসন পূর্ণ হয়ে গেলেই যেকোনো মূহুর্তে বুকিং ক্লোজ করা হবে।

❑ ভ্রমণের স্থান সমুহঃ
🏞 মেঘচূড়া হিল
🗻 রহস্যময় আলীর গুহা
🏞️ আদিবাসী পাড়া

🎁 প্যাকেজে যা থাকছেঃ
✅চট্টগ্রাম→ আলীকদম → চট্টগ্রাম সকল ট্রান্সপোর্ট
✅ লোকাল ট্রান্সপোর্ট (যেখানে প্রয়োজন)
✅ দুই দিনে মোট ৫বেলা খাবার
✅ সান্ধ্যকালীন নাস্তা একবেলা
✅ তাঁবু/জুমঘরে থাকার ব্যবস্থা
✅ এন্ট্রি ফি
✅ ক্যাম্পফায়ারিং এর সুব্যবস্থা
✅ দক্ষ গাইড

★★ প্যাকেজে যা যা থাকছে নাঃ
❌ সকল প্রকার ব্যক্তিগত খরচ।
❌ খাবার সময় ব্যতীত মিনারেল ওয়াটার।

🕐সম্ভাব্য ভ্রমণ বর্ণনাঃ
৩ জানুয়ারী: সবাই নতুন ব্রীজ একত্রিত হয়ে নাস্তা করে সকাল ৮.০০ টা বাসে রওনা করবো আলীকদমের উদ্দেশ্যে । আলীকদমে পৌঁছে দুপুরের খাবার সেরে রওনা হবো মেঘচূড়া হিল এর উদ্দেশ্যে। তারপর সেখান থেকে হেঁটে উঠে যাবো পাহাড় চুড়ায়।
আমরা এ রাত পাহাড় চুড়ায়ই রাতে থাকবো তাবু করে। পাহাড় চুড়ায় রাত ভর হবে আড্ডা আর গান। রাতের বারবিকিউ পার্টি শেষে সবাই ঘুমিয়ে পড়ব। পাহাড়ের চূড়ায় একরাত ঘুমানো অবশ্যই বিশেষ এক অনুভূতি ও চিরস্মরণীয় হয়ে থাকবে।

📢 ৪ জানুয়ারি: খুব সকালে ঘুম থেকে উঠে পাহাড় চুড়া থেকে সূর্যোদয় দেখবো। সূর্যোদয় দেখা শেষ হলে কিছু সময় কাটিয়ে আমরা নেমে যাব পাহাড় চুড়া থেকে সমতলের দিকে। সকালের নাস্তা করে আমরা চলে যাবো সেই রহস্যময় আলীর গুহা দেখতে। এর পর ওখানে থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে আলীকদম থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করব।

🔥বুকিং পদ্ধতিঃ
বিকাশ এর মাধ্যমে ইভেন্ট ফি জমা দিতে পারবেন, বুকিং মানি ১০২০/- বিকাশ পাঠাতে হবে।

01627342004 (Bkash)

বিশেষ দ্রষ্টব্য: ২ কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন এর ফটোকপি অবশ্যই আনতে হবে।

🎉ট্যুর সংক্রান্ত যেকোনো প্রয়োজনে কল করতে পারেন:
☎01799729805 (মনির ভাই)

আমার রিসোর্টের নতুন অতিথিভ্রমণ কথা ট্রাভেলাস বাংলাদেশ
15/01/2025

আমার রিসোর্টের নতুন অতিথি
ভ্রমণ কথা ট্রাভেলাস বাংলাদেশ

ক্যাম্পিনের জন্য যোগাযোগ করেন আলীকদম আবাসিক বাজার হোটেল নিরিবিলি ☎️01799-729805
12/01/2025

ক্যাম্পিনের জন্য
যোগাযোগ করেন
আলীকদম আবাসিক বাজার
হোটেল নিরিবিলি
☎️01799-729805

💥মেঘচূড়া হিলে ক্যাম্পিং নাইট উদযাপন ও আলীর গুহা অভিযানে ভ্রমণকথা ট্রাভেলাস বাংলাদেশ যাচ্ছে ২৪০০ টাকায়💥ভ্রমণ বিস্তারিতঃ🚎...
24/12/2024

💥মেঘচূড়া হিলে ক্যাম্পিং নাইট উদযাপন ও আলীর গুহা অভিযানে ভ্রমণকথা ট্রাভেলাস বাংলাদেশ যাচ্ছে ২৪০০ টাকায়💥

ভ্রমণ বিস্তারিতঃ
🚎যাত্রা শুরুঃ
চট্টগ্রাম থেকেঃ ৩ জানুয়ারী সকাল ৮টা নতুন ব্রীজ থেকে।
🚎যাত্রা শেষঃ ৪ জানুয়ারি সন্ধ্যার ভেতর চট্রগ্রামে থাকব।

📢ট্যুরের ধরনঃ ট্রেকিং

💰 💰 প্যাকেজ মূল্যঃ
চট্টগ্রাম থেকেঃ জনপ্রতি- ২৪০০/- টাকা।

👉 বুকিং ফিঃ ১০২০/- টাকা (অফেরতযোগ্য)
আসন খালি থাকা পর্যন্ত বুকিং নেয়া হবে। আসন পূর্ণ হয়ে গেলেই যেকোনো মূহুর্তে বুকিং ক্লোজ করা হবে।

❑ ভ্রমণের স্থান সমুহঃ
🏞 মেঘচূড়া হিল
🗻 রহস্যময় আলীর গুহা
🏞️ আদিবাসী পাড়া

🎁 প্যাকেজে যা থাকছেঃ
✅চট্টগ্রাম→ আলীকদম → চট্টগ্রাম সকল ট্রান্সপোর্ট
✅ লোকাল ট্রান্সপোর্ট (যেখানে প্রয়োজন)
✅ দুই দিনে মোট ৫বেলা খাবার
✅ সান্ধ্যকালীন নাস্তা একবেলা
✅ তাঁবু/জুমঘরে থাকার ব্যবস্থা
✅ এন্ট্রি ফি
✅ ক্যাম্পফায়ারিং এর সুব্যবস্থা
✅ দক্ষ গাইড

★★ প্যাকেজে যা যা থাকছে নাঃ
❌ সকল প্রকার ব্যক্তিগত খরচ।
❌ খাবার সময় ব্যতীত মিনারেল ওয়াটার।

🕐সম্ভাব্য ভ্রমণ বর্ণনাঃ
৩ জানুয়ারী: সবাই নতুন ব্রীজ একত্রিত হয়ে নাস্তা করে সকাল ৮.০০ টা বাসে রওনা করবো আলীকদমের উদ্দেশ্যে । আলীকদমে পৌঁছে দুপুরের খাবার সেরে রওনা হবো মেঘচূড়া হিল এর উদ্দেশ্যে। তারপর সেখান থেকে হেঁটে উঠে যাবো পাহাড় চুড়ায়।
আমরা এ রাত পাহাড় চুড়ায়ই রাতে থাকবো তাবু করে। পাহাড় চুড়ায় রাত ভর হবে আড্ডা আর গান। রাতের বারবিকিউ পার্টি শেষে সবাই ঘুমিয়ে পড়ব। পাহাড়ের চূড়ায় একরাত ঘুমানো অবশ্যই বিশেষ এক অনুভূতি ও চিরস্মরণীয় হয়ে থাকবে।

📢 ৪ জানুয়ারি: খুব সকালে ঘুম থেকে উঠে পাহাড় চুড়া থেকে সূর্যোদয় দেখবো। সূর্যোদয় দেখা শেষ হলে কিছু সময় কাটিয়ে আমরা নেমে যাব পাহাড় চুড়া থেকে সমতলের দিকে। সকালের নাস্তা করে আমরা চলে যাবো সেই রহস্যময় আলীর গুহা দেখতে। এর পর ওখানে থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে আলীকদম থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করব।

🔥বুকিং পদ্ধতিঃ
বিকাশ এর মাধ্যমে ইভেন্ট ফি জমা দিতে পারবেন, বুকিং মানি ১০২০/- বিকাশ পাঠাতে হবে।

01627342004 (Bkash)

বিশেষ দ্রষ্টব্য: ২ কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন এর ফটোকপি অবশ্যই আনতে হবে।

🎉ট্যুর সংক্রান্ত যেকোনো প্রয়োজনে কল করতে পারেন:
☎01799729805 (মনির ভাই)
আবাসিক বাজার হোটেল নিরিবিলি

শুভ সকাল
19/11/2024

শুভ সকাল

With আলীকদম টুরিস্ট গাইড সাহেদ – I just got recognised as one of their top fans! 🎉
06/07/2024

With আলীকদম টুরিস্ট গাইড সাহেদ – I just got recognised as one of their top fans! 🎉

24/06/2024

জাজিয়া হিল ভিউ
শুভ সকাল

Address

রাস্তায় প্রবেশ করুন

Telephone

+8801799729805

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATG Monir Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share