আমরা প্রবাসী -We Are Migrant

  • Home
  • আমরা প্রবাসী -We Are Migrant

আমরা প্রবাসী -We Are Migrant প্রবাসীদের ভ্যাক্সিন, ভিসা, ফ্লাইট এর

আমিরাত প্রবাসী যারা দেশে আসবেন, তাদের এতোদিন ধরে এয়ারপোর্টে আসার পর একটি "হেলথ ডিক্লারেশন ফর্ম,, পুরন করতে হতো, মূলত করো...
11/04/2022

আমিরাত প্রবাসী যারা দেশে আসবেন, তাদের এতোদিন ধরে এয়ারপোর্টে আসার পর একটি "হেলথ ডিক্লারেশন ফর্ম,, পুরন করতে হতো, মূলত করোনা আসার পর থেকে এই নিয়ম চালু হয়।
এয়াপোর্টের ভিড় এড়াতে ও যাত্রীদের সুবিদার্থে বর্তমানে নিয়ম করা হয়েছে এই ফর্ম আপনি যাত্রা করার ২/৩ দিন আগেই অনলাইনে (http://healthdeclaration.dghs.gov.bd/) পুরন করে প্রিন্ট সংগে নিয়ে যাওয়া।
অনলাইন ফর্মটিতে আপনার নাম, পাসপোর্ট নাম্বার,জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্যের সাহায্যে পুরন করতে হয়।

04/10/2021

আমিরাত যাওয়ার প্রস্তুতিঃ
(বর্তমান পরিস্থিতি অনুযায়ী)

আপনারা অবগত আছেন, আমিরাত যাওয়ার ফ্লাইট গুলো স্বাভাবিক হচ্ছে।

*যাদের গ্রিন সিগন্যাল/ GDRFA এর এপ্রুভাল আছে,
এবং অনলাইনে ভিসা এক্টিভ আছে তারা টিকেট ইস্যু/রিইস্যু করতে পারেন।

*বাংলাদেশ বিমানের টিকেট গুলো বিমান এয়ারলাইনস এর অফিস থেকে রি-ইস্যু হচ্ছে,
অন্যান্য এয়ারে করা টিকেট গুলো, যে যেখান থেকে করেছেন সেখানে যোগাযোগ করবেন।

*ফ্লাইটের পূর্বে ৪৮ ঘন্টার (সর্বোচ্চ) মধ্যে করোনা টেস্ট করা হয়েছে এমন টেস্টের নেগেটিভ রিপোর্ট লাগবে।
কোভিড টেস্ট, অনুমোদিত ল্যাব গুলো থেকে করুন।
খরচ ২৫০০ প্লাস/মাইনাস লাগতে পারে।
করোনা নেগেটিভ সনদ এর ১০ কপি প্রিন্ট নিয়ে যাবেন।

*টিকেট করার সময় / ফ্লাইটের কয়েক দিন আগে QR কোড সম্বলিত রেজিস্টার এরাইভ্যাল ফর্ম পূরন করে, এটার প্রিন্টেড কপি নিবেন, এই কাজটিকে সার্টিফিকেট এটাস্ট্যাশনও বলা হয়, এটি যে কোনো ট্রাভল এজেন্সি থেকে করা যাবে, আমরাও এ ব্যাপারে সহায়তা করে থাকি।

*এয়ারপোর্ট এ ফ্লাইট এর ৬ ঘন্টা আগে চলে যাবেন।

* এয়ারপোর্ট এ যে পিসিআর টেস্ট করে, সেটার জন্য কানো চার্জ লাগছে না। যেটা পূর্বে ১৬০০ টাকা নির্ধারন করা হয়েছিল।

সাথে একটি কলম, মাস্ক, শুকনো খাবার রাখবেন।
আপনার যাত্রা শুভ হোক।

27/08/2021

ভ্যাক্সিন দেওয়ার পর নিশ্চিত হয়ে নিন, আপনার টিকা কার্ডটি সিস্টেমে স্ক্যান করা হয়েছে কিনা।
ভ্যাক্সিন দেওয়ার (হোক সেটা প্রথম কিংবা ২য় ডোজ) পর, ২/৩ দিনের মধ্যে সার্টিফিকেট না আসলে, কেন্দ্রে গিয়ে কার্ডটি স্ক্যান করিয়ে নিন।

এছাড়া আপনার ভ্যাক্সিন সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা নিচের মেইলের মাধ্যমে জানিয়েও সমাধান পান কিনা চেষ্টা করতে পারেন।

সুরক্ষার মেইল এড্রেস
Support. Surokkha. doict.gov.bd
স্বাস্থ্য মন্ত্রনালয় এর মেইল এড্রেস
[email protected]

08/08/2021

সারাদেশে গণহারে ভ্যাক্সিন দেয়া শুরু হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন কমন প্রশ্নঃ

* আমার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এলার্জি বা হাপানী আছে। ভ্যাক্সিন দিতে পারব?
#উত্তরঃ অবশ্যই পারবেন। এসব রোগ যাদের আছে, তারা সবার আগেই ভ্যাক্সিন নেয়া উচিত। কারণ এরা রিস্ক জোনে আছে।

* আমার কোভিড পজিটিভ ছিল বা লক্ষ্মণ ছিল তবে পরীক্ষা করাইনি। ভ্যাক্সিন দিতে পারব?
#উত্তরঃ অবশ্যই পারবেন তবে পজিটিভ হওয়া বা জ্বর কাশি লক্ষ্মণ দেখা দেয়ার ২৮ দিন পর।

* গর্ভবতী মা এবং দুগ্ধ পান করাচ্ছেন এমন মায়েরা ভ্যাক্সিন নিতে পারবে?
#উত্তরঃ বাচ্চা দুধ খায় এমন মা রা যেকোন সময় ভ্যাক্সিন নিতে পারবে। তবে গর্ভবতী মা রা গর্ভের ১৩ থেকে ৩৩ সপ্তাহের মধ্যে ভ্যাক্সিন নিতে পারবে যা সম্পূর্ণ নিরাপদ।

* ভ্যাক্সিন দিলে নাকি হার্টের সমস্যা হচ্ছে বা অনেকে মারা যাচ্ছে?
#উত্তরঃ সামান্য জ্বর বা ব্যথা দেখা দেয়া যেকোন ভ্যাক্সিনের কমন সাইড ইফেক্ট। মারা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খুবই অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে নির্দিষ্ট একটি ভ্যাক্সিন দেয়ার পর সামান্য হার্টের প্রদাহ দেখা দিয়েছিল, তবে দ্রুত সুস্থও হয়ে গিয়েছে। অতএব এসব অমুলক চিন্তা থেকে বিরত থাকাই মঙ্গল।

* আমি রক্তদাতা বা ডোনার। ভ্যাক্সিন দেয়ার বা রক্ত দেয়ার নির্দেশনা কি?
#উত্তরঃ ভ্যাক্সিনও দিতে পারবেন, ব্লাডও ডোনেট করতে পারবেন। তবে ভ্যাক্সিন দেয়ার ২৮ দিন পর রক্ত দান করতে পারবেন। ২৮ দিনের ভেতরে নয়।

* ভ্যাক্সিন দেয়ার পরও আমার পুনরায় জ্বর, শরীর ব্যথা। এর কারণ?
#উত্তরঃ ভ্যাক্সিন দেয়ার পরও করোনা আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে করোনার প্রভাব খুবই কম থাকে, অল্পতেই সুস্থ হয়ে যায়। তাছাড়া জ্বরের কারণ অন্যান্য রোগ যেমন ডেঙ্গু বা টাইফয়েডও হতে পারে।

তথ্যসূত্রঃ WHO, CDC

28/07/2021

যারা জেলা পর্যায়ে ভ্যাক্সিন এর জন্য রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু মেসেজ পান নাই, আবার ভিসার মেয়াদও ফুরিয়ে আসছে, তারা নির্ধারিত কেন্দ্রে যোগাযোগ করুন, আশা করছি ভ্যাক্সিন দিতে পারবেন।

(রেলেভেন্ট নিউজ গুলো দ্রুত পেতে আমাদের পেইজে ফলো দিয়ে রাখুন)
Source: journalists, sabiha puthi

https://m.facebook.com/story.php?story_fbid=348415820066320&id=108502167391021

13/07/2021

কোন দেশে গেলে কোন টিকা গ্রহন করবেন। countries approved vaccine
বাংলাদেশে এখন তিন ধরনের টিকা রয়েছে।মার্ডানা, ফাইজার, সিনোফার্ম। আবার ৪৫ লাখ মানুষ দুই ডোজ অক্সফোর্ড এস্টাজেনেকার টিকা গ্রহন করেছে। পছন্দ করে টিকা নেবার সুযোগ কম। কিন্তু তারপরও জানা দরকার কোন দেশ কোন ধরনের টিকার অনুমোদন দিয়েছে। কারন যদি কোন নির্দিষ্ট দেশে যাবার প্রস্তুতি আপনার থাকে তবে সেই দেশের টিকাই নেয়া উচিত।
আমি তালিকাগুলো মোটামুটি কমন দেশগুলোর দিয়ে দিলাম
কুয়েত: ফাইজার, জনসন, অক্সফোর্ড
ইতালি: মর্ডানা, ফাইজার, জনসন, অক্সফোর্ড
জর্ডান: ফাইজার, স্ফুটনিক ভি, অক্সফোর্ড, সিনোফার্ম
ওমান: ফাইজার, স্পুটনিক ভি, অক্সফোর্ড, সিনোভ্যাক
লবোনন: ফাইজার, স্পুটনিক ভি, কোভিশিল্ড, সিনোফার্ম
টার্কি: ফাইজার, স্পুটনিক ভি, সিনোভ্যাক, করোনাভ্যাক
বাহরাইন: ফাইজার, স্পুটনিক লাইট, স্পুটনিক ভি, জনসন, কোভিশিল্ড, সিনোফার্ম
ইউএই: মার্ডানা , ফাইজার, স্পুটনিক ভি, অক্সফোর্ড, সিনোফার্ম
কুয়তে: ফাইজার, জনসন, অক্সফোর্ড
কাতার: মর্ডানা, ফাইজার
সৌদি আরব: ফাইজার, অক্সফোর্ড, জনসন, সিনোফার্ম, সিনোভ্যাক, মর্ডানা

সোর্স এন্ড অল ক্রেডিট ঃ
https://www.facebook.com/100695834707031/posts/535410847902192/

09/07/2021

ভ্যাক্সিনের রেজিষ্ট্রেশন সংক্রান্ত যত সমস্যাঃ

প্রশ্নঃ আমি সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করেছি,১/২ দিন পরও মোবাইলে মেসেজ পাই নাই।
উত্তর ঃ টিকা কার্ড ডাউনলোড করুন, পুনরায়।
প্রয়োজনে প্রতিদিন ১ বার করে ডাউনলোড করুন। টিকা কার্ড এ যদি টিকা গ্রহনের ডেইট আসে সেক্ষেত্রে মেসেজ ছাড়াই টিকা কার্ড এ প্রদত্ত ডেইট এ নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করতে পারবেন।
(উলেখ্য যে অনেক কেন্দ্রে মেসেজ বাধ্যতামূলক চাইতেও পারে।)

প্রশ্নঃ আমি টিকা কার্ড ডাউনলোড করতে পারছি না।
উত্তর ঃ এই লিংকটিতে পাসপোর্ট নাম্বার দিয়ে চেষ্টা করুন https://surokkha.gov.bd/vaccine-card/foreigners

প্রশ্নঃ "আমি প্রবাসী এপ এ ৭২ ঘন্টা পার হয়ে গেলেও বিরাধীন দেখাচ্ছে। কি করব?
উত্তর ঃপাসপোর্ট তথ্য সেকশন এ গিয়ে শুধুবমাত্র পাসপোর্ট টি রিস্ক্যান করুন, অনেকের ক্ষেত্রে এটি করলে সাথে সাথেই পাসপোর্ট ভেরিফাই হয়ে যাচ্ছে, আপনিও ট্রাই করে দেখতে পারেন।

প্রশ্নঃ ৭২ ঘন্টা পর ভেরিফিকেশন ফেইল্ড আসছে, কি করব?
উত্তরঃ আরও ১/২ দিন অপেক্ষা করুন অথবা উপরের পাসপোর্ট রিস্ক্যান পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করে দেখুন,
তাও না হলে পুনরায় নতুন করে রেজিস্ট্রেশন করুন।
এক্ষেত্রে এপস যখন স্মুথলি কাজ করে ( লোডং এ যখন কম সময় নেয়) তখনই ট্রাই করুন, রাত ১২ টার পর ট্রাই করতে পারেন।

প্রশ্নঃ আমি BMET রেজিস্ট্রেশন এর সময় কিছু তথ্য ভুল দিয়েছি, যা আমি এখন সংশোধন করতে চাচ্ছি, কি করব?
উত্তর ঃ আপনার পাসপোর্ট নাম্বার সহ সমস্যার বিবরণ সুন্দর করে গুছিয়ে আমি প্রবাসী সাপোর্ট এ মেইল করুন।
[email protected]

প্রশ্নঃ আমি জেলা কর্মসংস্থান অফিসে গিয়ে রেজিষ্ট্রেশন করেছিলাম, আমাকে কোনো BMET নম্বার দেয় নাই। আমি ভ্যাক্সিনও নিয়েছি ইতিমধ্যে, কিন্তু ভবিষ্যৎ ব্যবহারের জন্য BMET নাম্বার কিভাবে পাব?
উত্তর ঃ আপনি "আমি প্রবাসি,, এপস এ রেজিস্ট্রেশন করুলেই বিএমইটি নাম্বারটি পাবেন, এপস এ নতুন করে ৩০০ টাকা পেমেন্ট করা লাগবে না, যদি জেলা কর্মসংস্থান অফিসে ২০০ টাকা দিয়ে ইতিপূর্বে রেজট্রেশন করে থাকেন।

প্রশ্নঃ টিকা গ্রহনের দিন, কেন্দ্রে সাথে কি কাগজপত্র নিয়ে যাব?
উত্তরঃ ডাউনলোড করা টিকা কার্ড এর ক্লিয়ার কপি ১ কপি।
অরজিনাল পাসপোর্ট,
(পাসপোর্ট না থাকলে শুধু ফটোকপি নিলেও হবে)
পাসপোর্ট + ভিসার কপি+কলম ( অপশনাল)

প্রশ্নঃ টিকা গ্রহনের জন্য মেসেজ এ প্রাপ্ত ডেইটে এর দিন আমি টিকা কেন্দ্রে যেতে পারি নাই, কি করব?
উত্তর ঃ পরের দিন গিয়ে টিকা গ্রহন করতে পারবেন।

প্রশ্নঃ টিকা গ্রহণ এর জন্য কেন্দ্রে কয়টায় যাব?
উত্তর ঃ সকাল ৮টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত টিকার কার্যক্রম চলে, অনেক কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১ঃ৩০ পর্যন্ত কার্যক্রম চলে।

(পোস্ট টি শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করতে পারেন)

08/07/2021

প্রবাসীদের ভ্যাক্সিন এর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পুর্ণ নিয়ম।
প্রশ্নঃভাই আমি এখনো কিছুই করি নাই, আমি প্রবাসি। আমি কিভাবে ভ্যাক্সিন নিব জানাবেন?
উত্তরঃ জি, অবশ্যই, নিচের সহজ ধাপ গুলো সিরিয়ালি সম্পন্ন করুন।

আপনার ১ম কাজঃ
বি.এম.ই টিতে রেজিস্ট্রেশন করা।
( যদি ২০২১ এ রেজিস্ট্রেশন করে থাকেন আপনার এ কাজ টি করা লাগবে না, ২য় কাজে চলে যান)

বি.এম. ই. টি রেজিষ্ট্রেশন কেমনে করবেন?
এটি ২ টি পদ্ধতিতে করা যায়, যে কোন একটি অনুসরণ করলেই হবে। একটি মাধ্যমে করলে অন্যটি করা লাগবে না।
১. এন্ড্রয়েড মোবাইল এ "আমি প্রবাসী নামক,, এপস/ সফটওয়্যার এর মাধ্যমে।
সফটওয়্যার টি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং পাসপোর্ট এর ছবির সাহায্যে ৩০০ টাকা জমা দেওয়ার মাধমে নিবন্ধন সম্পন্ন করুন।
নিবন্ধন প্রকিয়ার বিস্তারিত অন্য একটি পোস্ট এ দিব ইনশাআল্লাহ।
২. আপনার নিকটস্থ জেলা কর্মসংস্থান জনশক্তি উন্নয়ন ব্যুরো তে সরাসরি গিয়ে নির্ধারিত ফর্ম পুরন করে( নমুনা কপি কমেন্ট বক্সে দেওয়া হবে) পাসপোর্ট, ভিসা এবং এয়ারপোর্টে এরাইভাল সিল এর কপি + bmet তে ২০০ টাকা জমা দেওয়ার মেসেজ প্রদর্শন করে,
আপনার বিএমইটি রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন।
আপনার পাসপোর্ট এমআরপি টাইপ হলে, ২০০ টাকা নগদ এর মাধ্যমে দিবেন, অফিসে যাওয়ার আগে বাসা থেকেই এ কাজ টি করে যাওয়ার পরামর্শ দিব, কেননা অনেক সময় সার্ভারের সমস্যার কারনে টাকা জমা হয় না, সেক্ষেত্রে আপনার অফিসে গিয়ে ফেরত আসতে হবে।
আর ই-পাসপোর্ট ধারি হলে নির্ধারিত ব্যাংক এ দেওয়া লাগবে।

২য় কাজঃ
সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে(https://surokkha.gov.bd/foreigner-enroll) আপনার পাসপোর্ট নাম্বার, মোবাইল ও অন্যান্য তথ্য দিয়ে, আপনি যে দেশে থাকেন সে দেশের অনুমোদিত ভ্যাক্সিন অনুসারে আপনার কেন্দ্র নির্বাচন করে ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন করুন। আপনার ফাইজারের টিকা প্রয়োজন হলে, ঢাকার নির্ধারিত ৭ টি কেন্দ্রের মধ্য থেকে একটি সিলেক্ট করুন।
বিদ্রঃ বিএমটি রেজিষ্ট্রেশন এর পর, সুরক্ষা ওয়েবসাইটে সাথে সাথে নিবন্ধন করা নাও যেতে পারে, এক্ষেত্রে ২/৩ দিন ধৈর্য্য ধরুন, এবং ট্রাই করতে থাকুন।
সুরক্ষা এপস নয়, বরং ওয়েবসাইট ব্যবহার করুন।

৩য় কাজ ঃ সুরক্ষা ওয়েবসাইটে পাসপোর্ট নাম্বার ও মোবাইল নাম্বার+ ওটিপি দিয়ে ভ্যাক্সিন কার্ড ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন।

৪য় কাজ/ শেষ কাজঃ
মোবাইলে প্রাপ্ত মেসেজ অনুসারে নির্ধারিত দিনে, নির্ধারিত কেন্দ্রে, টিকা কার্ড ও পাসপোর্ট সাথে নিয়ে, টিকা গ্রহন করুন।

ধন্যবাদ। পেইজে লাইক দিয়ে রাখুন, শিগ্রই প্রতিটি ধাপ এর টেকনিক্যাল কাজ গুলো ভিডিও এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব।

08/07/2021

প্রিয় প্রবাসী ভাই/ বোনেরা,
এই সংকট-কালীন সময়ে একটি সঠিক তথ্য আপনার জন্য হতে পারে অনেক সমস্যার সহজ সমাধান,
এই লক্ষ্যে আপনাদের সহায়তার উদ্দেশ্যে আমারা কিছু বেকার তরুন "আমরা প্রবাসী- We are migrant,, পেজটির যাত্রা শুরু করতে যাচ্ছি।
চেষ্টা করব ভাল কিছু করার, সংগেই থাকুন, ধন্যবাদ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা প্রবাসী -We Are Migrant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share