Duronto Travel BD

  • Home
  • Duronto Travel BD

Duronto Travel BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Duronto Travel BD, Travel Service, .

26/12/2023

আমাকে রেখে সে এখন একা একা ঘুড়ে 😮
লাইক ফলো করবেন পেজ এ 😊

এই ঈদে ভূ-স্বর্গ কাশ্মীর গ্রুপ ট্যুর-(১১ রাত ১২দিন)সম্পূর্ণ ল্যান্ড প্যাকেজ (বাই এসি স্লিপার ট্রেন)।✅ঈদের ছুটিতে কাশ্মীর...
31/03/2023

এই ঈদে ভূ-স্বর্গ কাশ্মীর গ্রুপ ট্যুর-(১১ রাত ১২দিন)
সম্পূর্ণ ল্যান্ড প্যাকেজ (বাই এসি স্লিপার ট্রেন)।

✅ঈদের ছুটিতে কাশ্মীর ভ্রমণঃ-
রওনা= ১লা মে ২০২৩ রাত ১০টায়।
ফেরা= ১২ই মে ২০২৩ ভোরে।

✅প্যাকেজ-১
জন প্রতি প্যাকেজ ৩৪০০০/- টাকা(১ রুমে ৩/৪ জন)
জন প্রতি প্যাকেজ ৩৮৫০০/- টাকা। (কাপল রুম)

✅প্যাকেজ-২ ( বাই এয়ার, শ্রীনগর টু শ্রীনগর)
🧍‍♀️সিংগেল জনপ্রতি= ২১৫০০ রূপী + এয়ার ফেয়ার ( ৫ রাত ৬ দিন )
👩‍❤️‍👨কাপল জনপ্রতি= ২৩৫০০ রূপী + এয়ার ফেয়ার ( ৫ রাত ৬ দিন )

📲যোগাযোগঃ যেকোন প্রয়োজনে কল দিবেন
মোহাম্মদ হৃদয় - 01857146450/01836267584
*************************************
গ্রুপ লিংক:
https://www.facebook.com/groups/790015365152715/?ref=share_group_link
🔯 প্যাকেজ অন্তর্ভুক্ত:
• ঢাকা-কোলকাতা-ঢাকা এসি ইকোনমিক ক্লাস বাস
• কোলকাতা-জাম্মু-কোলকাতা এসি স্লিপার ট্রেন সার্ভিস।
• জাম্মু-শ্রীনগর-জাম্মু রিজার্ভ গাড়ী সার্ভিস
• ইন্ডিয়াতে প্রতিদিন ব্রেকফাস্ট ও ডিনার
• কোলকাতা ০১ রাত, জাম্মুতে ০১ রাত, কাশ্মির হাউসবোটে ০১ রাত, শ্রীনগরে ০৩ রাত, পেহেলগাঁও ০১ রাত যাপন ( কাশ্মিরে ২ স্টার/৩ স্টার ক্যাটাগরি হোটেল )
• প্রতিদিন সাইটসিন এর জন্য রিজার্ভ গাড়ী
• ডাল লেকে ১ ঘণ্টা শিকারা রাইড
• সকল ধরনের লোকাল ট্রান্সপোর্ট
• সার্বক্ষণিক গাইড সেবা
• সকল ধরনের ইন্ডিয়ান ট্যাক্স
🔯 প্যাকেজ অন্তর্ভুক্ত নয়:
✪ ট্রাভেল ট্যাক্স : ৫০০/-
✪ বর্ডার স্পীড মানি ( যদি লাগে )
✪ প্রতিদিন লাঞ্চ
✪ যে কোন রাইড ও এন্ট্রি টিকেট
✪ প্যাকেজে যা অন্তর্ভুক্ত হয়নি এমন খরচ ও যদি কোন কারন বসত প্যাকেজ এর বাইরে ২/১ দিন বেশী থাকতে হয় সে সকল খরচ।

বিঃ দ্রঃ আমাদের কোলকাতা থেকে জাম্মু যাওয়া আসা এসি স্লিপার এভেইল এভেইল না থাকলে। কলকাতা থেকে দিল্লি ট্রেনে ও দিল্লি থেকে শ্রীনগর বাসেও যাওয়া হতে পারে।

🔯 ভ্রমন বিস্তারিতঃ
🔯 ১ম দিন:
ঢাকা থেকে রাতে রওনা করে দুপুরের মধ্যে কোলকাতা পৌছব। তারপর কোলকাতার রাতে হোটেলে রাত্রি যাপন করব।
খাবারঃ রাতের খাবার।

🔯 ২য় দিন:
কোলকাতা থেকে দুপুর ১:১০ মিনিটে সুপার ফাস্ট হামসাফার এক্সপ্রেস এসি স্লিপার ট্রেনে মাত্র ৩৪ ঘণ্টায় জাম্মুর উদ্দেশে রওনা।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🔯 ৩য় দিন:
রাত ১১টায় জাম্মুতে নেমে যাব। জাম্মু হোটেলে রাত্রি যাপন করব।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🔯৪র্থ দিন:
জাম্মু - পেহেলগাম - (প্রায় ২৩৬ কিমি/৬ ঘন্টা ড্রাইভ)
শ্রীনগর থেকে পাহালগাম "ভ্যালি অফ শেফার্ডস" হয়ে রুটে দর্শনীয় স্থান পরিদর্শন করুন অবন্তিপুরা ধ্বংসাবশেষ, জাফরান ফিল্ডস এবং ক্রিকেট ব্যাট কারখানা, পাহালগামের দিকে ড্রাইভ চালিয়ে যাব, পাহালগাম ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বিখ্যাত স্থান। পহেলগামে আপনি বেতাব উপত্যকাও দেখতে পারবেন (বেতাব উপত্যকা পহেলগাম থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। তিনি সানি দেওল-অমৃতা সিং হিট প্রথম চলচ্চিত্র বেতাব থেকে এই উপত্যকার নামটি পেয়েছেন। সবুজ ঘাস, তুষার আচ্ছাদিত পাহাড় এবং পাহাড়ে ঘেরা উপত্যকা। ঘন গাছপালা দ্বারা আচ্ছাদিত) এবং অরু উপত্যকা (অরু উপত্যকা একটি ছোট কিন্তু স্বয়ংসম্পূর্ণ প্রাকৃতিক গ্রাম যা পহেলগাম থেকে ১২ কিমি দূরে অবস্থিত) চন্দনওয়ারি (পহেলগাম থেকে ১৬ কিমি দূরে অবস্থিত, যাত্রার সূচনা পয়েন্ট) যাব যেটি প্রতি বছর (জুলাই থেকে আগস্ট) মাসে হয় এই সুন্দর জায়গাগুলির জন্য আপনারা নিজেদের মত সেখান থেকে একটি স্থানীয় ট্যাক্সি ভাড়া করে সেই দিন উপভোগ করার পরে হোটেলে ফিরে আসব, সন্ধ্যায় নিজেদের মত সময় কাটাব, রাত্রি যাপন করব পেহেলগাম হোটেল।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🔯৫ম দিন:
পাহলগাম - শ্রীনগর - (প্রায় ৯৮ কিমি/০৩ ঘন্টা ড্রাইভ)
হোটেলে সকালে নাস্তার পর বেরিয়ে রুট দর্শনীয় স্থানের মাধ্যমে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হব, শ্রীনগরে হোটেলে রাত্রি যাপন করুন।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🔯৬ষ্ঠ দিন:
শ্রীনগর - গুলমার্গ - শ্রীনগর (প্রায় ৫৮ কিমি/০২ ঘন্টা ড্রাইভ)
সকালের নাস্তা শেষে ১৬ শতকে কাশ্মীরি রোমান্টিক কবি দ্বারা আবিষ্কৃত "ফুলের তৃণভূমি" গুলমার্গের উদ্দেশ্যে রওনা হব, বন্য ফুলে ঢাকা ঘাসের ঢালে অনুপ্রাণিত হব। গুলমার্গে পৌঁছানোর পরে আমাদের গাড়ি পার্কিং এলাকায় বা হোটেলে দাঁড়াবে কারণ গুলমার্গে আমাদের গাড়ির ভিতরে প্রবেশের অনুমতি নেই এবং অভ্যন্তরীণ দর্শনীয় স্থানগুলি যা আপনাকে হাঁটা বা ঘোড়ায় চড়ে (আপনার নিজের খরচে) করতে হবে। শীতকালে গুলমার্গকে ভারী তুষারপাতের কারণে আরও সুন্দর দেখায় এবং ভারতের প্রধান স্কি রিসোর্টে পরিণত হয়৷ গুলমার্গে বিশ্বের সেরা স্কি ঢালগুলির মধ্যে একটি এবং ১৮টি গর্ত সহ সর্বোচ্চ গলফ কোর্স রয়েছে যা গুলমার্গ থেকে কাংডুর ১ম গন্ডোলা রাইডের মাধ্যমে প্রতিদিন উপভোগ করুন৷ ফেজ এবং দ্বিতীয় ফেজ কাংডুর থেকে আফারওয়াত (আপনার নিজের খরচে) সন্ধ্যায় নিজেদের মত সময় কাটান, শ্রীনগরের হোটেলে রাত্রি যাপন।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🔯৭ম দিন:
শ্রীনগর লোকাল সাইটসিয়িং / শিকারা রাইড (প্রায় ৪০ কিমি/ ০৫ ঘন্টা ড্রাইভ) নিন
ডাল লেকে শিকারা রাইড করে শ্রীনগরের স্থানীয় দর্শনীয় স্থান সমুহদেখব
শ্রীনগরে হাউসবোটে রাত্রিযাপন করবে।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🔯৮ম দিন :
শ্রীনগর - সোনামার্গ - শ্রীনগর (প্রায় ৯০ কিমি / ০৩ ঘন্টা ড্রাইভ)
সকালের নাস্তার পর সোনামার্গের উদ্দেশ্যে একদিনের ভ্রমণের জন্য রওনা হওয়ার পর সোনামার্গ নামটি এসেছে দুটি কাশ্মীরি শব্দ "সন" এবং "মার্গ" থেকে যার অর্থ "সোনা" এবং "মেডো", একত্রিত হলে এর অর্থ "সোনার তৃণভূমি" শ্রীনগর থেকে ড্রাইভ। সোনামার্গ খুব সুন্দর কারণ আপনি কিছু শহর এবং গ্রামের মধ্য দিয়ে যাবেন, অনেক জায়গায় আপনি একপাশে বয়ে যাওয়া নদী সহ ধানক্ষেতের দৃশ্য উপভোগ করতে পারেন। সোনামার্গে আপনি থাজওয়াস হিমবাহ পরিদর্শন করতে পারেন যা সোনামার্গ থেকে প্রায় ৪ কিমি দূরে একটি লোকাল ট্যাক্সি বা পনি রাইড ভাড়া করতে হবে (আপনার নিজস্ব খরচে) আপনার দিন উপভোগ করার পরে সন্ধ্যায় শ্রীনগরে ফিরে যেতে হবে, শ্রীনগরের হোটেলে রাত্রি যাপন করব।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🔯৯দিন :
শ্রীনগর থেকে জাম্মুর উদ্দেশ্যে যাত্রা
হোটেলে সকালে নাস্তার পরে মিষ্টি ছুটির স্মৃতি সহ আপনার গন্তব্যের জন্য শ্রীনগর থেকে রিসার্ভ গাড়ীতে করে জাম্মুতে চলে যাবো। রাত ১০: ৪৫ মিনিটের ট্রেনে কোলকাতার উদ্দেশ্যে যাত্রা।
খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🔯১০ম দিন : ট্রেনে জার্নি
খাবারঃ সকাল এবং রাতের খাবার।

🔯১১তম দিন :
আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিতে কোলকাতা এসে পৌছাব। কেউ চাইলে সেদিন ঢাকার উদ্দেশে রওনা দিতে পারেন অথবা রাতে কোলকাতা হোটেলে রাত্রি যাপন নিজ খরচে
খাবারঃ সকালের খাবার।

🔯১২তম দিন : সকাল ৬টার বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত ১০/১১ টার মধ্যে ঢাকায় পৌঁছাব আশা করছি।
------------------------------------------
▶️বুকিং করবেন যেভাবেঃ
✡️ বুকিং মানি অফেরতযোগ্য। বুকিং কনফার্ম করতে সরাসরি অফিস এসে বা বিকাশ ও ব্যাংকের মাধ্যমে বুকিং কনফার্ম করতে পারবে।বুকিং মানি ১০০০০/- টাকা।বিকাশ করলে খরচ সহ প্রদান করতে হবে।
✅ বুকিং সিস্টেমঃ
বিকাশ 01857146450 bks Personal.
Bank details:
Name: Md Sharif Hossain
Ac no: 20503750200159908
Islami bank ltd.
Dholaikhal branch,Dhaka.
Contract number: 01836267584
আমাদের অফিস ঠিকানাঃ ৩য় তলা,কাদের ম্যানসন, টিকাটুলি মোড়, ইত্তেফাক, মতিঝিল, ঢাকা।
------------------------------------------
✳️শর্ত সমুহঃ-
এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতা অথবা কোন প্রকার অকারেন্স করার কোন রকম সুযোগ নেই। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব। পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন হতে পারে কিন্তু কোন স্পট বাদ যাবে না।
------------------------------------------
বিঃদ্রঃ- Cholo jai Bahudhur travel group এই ভ্রমণ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত গ্রহনের একক ক্ষমতা রাখে। যেকোনো পরিস্থিতি এড়ানোর জন্য Cholo jai Bahudhur travel group যেকোনো প্যাকেজ বা সাইটসিইং বা খাবার মেনু পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া /যান্ত্রিক ত্রুটি, যে কোন অনাকাঙ্ক্ষিত কারণে বাস/ট্রেন বিলম্ব বা বাতিল বা সময় মত ট্রেন/বাস স্ট্যান্ড পৌছতে না পারলে ও তার কারণে অতিরিক্ত রাত্রি যাপনের জন্য খরচ বা নতুন টিকেট ক্রয় অথবা রাস্তার যে কোন জ্যাম বা যান্ত্রিক ত্রুটির কারনে বা যে কোন কারন বসতঃ বাসের সিট আগে/পিছে হলে বা বাস পরিবর্তন হলে তারিখ পরিবর্তনের খরচ বা যে কোন পেনাল্টি সম্পূর্ণ সম্মানিত গ্রাহক কে বহন করতে হবে। তাতে Cholo jai Bahudhur travel group কোন ভাবেই দায়ী থাকবে না।
------------------------------------------
চাইল্ড পলিসিঃ # ০-২ বছর পর্যন্ত কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে)।
# ২ থেকে ৪ বছর বয়সের শিশুদের জন্য ৫০% খরচ বহন করতে হবে (বাবা মায়ের সাথে থাকবে এবং খাবার ও ট্রান্সপোর্ট পাবে)।
# ৪ বছরের উপরে হলে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে ধরা হবে।
------------------------------------------
গ্রুপ ট্যুর | কর্পোরেট ট্যুর | ফ্যামিলি ট্যুর | কাস্টমাইজড যে-কোন ট্যুর বুকিং করুন যখন তখন। বুকিং এর জন্য সরাসরি যোগাযোগঃ মোহাম্মদ শরীফুল আজম হৃদয়।
Admin and CEO
মোবাইল: 01857146450
------------------------------------------

29/10/2021
আমাদের বিগত ট্যুরের কিছু স্মৃতির ডায়েরি
17/08/2021

আমাদের বিগত ট্যুরের কিছু স্মৃতির ডায়েরি

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Duronto Travel BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share