Tourdeal

Tourdeal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tourdeal, Travel Agency, .

আপনারা অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেন যে কোন তারিখে কোন সময় জাহাজ ইনানী-সেন্টমার্টিন-ইনানী এবং চট্টগ্রাম-সেন্টমার্টিন-চট্টগ...
02/06/2024

আপনারা অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেন যে কোন তারিখে কোন সময় জাহাজ ইনানী-সেন্টমার্টিন-ইনানী এবং চট্টগ্রাম-সেন্টমার্টিন-চট্টগ্রাম আসা-যাওয়া করবে। তারা বারবার জিজ্ঞেস না করে নিচের ৩ টা লিংকে ক্লিক করে নিচের দিকে যান। সব ইনফরমেশন দেয়া আছে।

* ইনানী-সেন্টমার্টিন-ইনানী।

বারো আউলিয়া: https://baroawlia.com.bd
কর্ণফুলী ক্রুজ: https://karnafulyexpress.com.bd

*চট্টগ্রাম-সেন্টমার্টিন-চট্টগ্রাম।

বে ওয়ান: https://bayone.com.bd

MV Baro Awlia is the newest ship on the Saint Martin route which provides very good service at a reasonable cost. Book your ticket and enjoy the grand experience. Call 01610051005 now!

 #ভারতের_টুরিস্ট_ভিসাসকাল সকাল একটা গরম গরম সংবাদ শুনলাম তাই আপনাদের সাথে ও শেয়ার করতে চলে আসলাম। এখন আর আবেদন করে জমা দ...
10/11/2023

#ভারতের_টুরিস্ট_ভিসা

সকাল সকাল একটা গরম গরম সংবাদ শুনলাম তাই আপনাদের সাথে ও শেয়ার করতে চলে আসলাম। এখন আর আবেদন করে জমা দেয়ার তারিখ নেয়া লাগছে নাহ ভারতীয় টুরিস্ট ভিসায়। আপনি চাইলে সমস্ত ডকুমেন্টস নিয়ে একদিনেই ভিসা ফি জমা দিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনের ৭ কর্ম দিবসের মধ্যে ভিসা ও পেয়ে যাবেন ইন-শা-আল্লাহ্।

আরো গরম খবর হলো, জমা দেয়ার এবং পাসপোর্ট রিসিভ করার সময়সীমা ও বৃদ্ধি করা হলো।

জমা: সকাল ৯টা থেকে বিকাল ৫টা
ডেলিভারি: সকাল ১০টা থেকে বিকাল ৫টা

🚦 ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় তথ্যঃ

📙 অনলাইন পূরণকৃত আবেদন পত্র
(খুব সাবধানতার সাথে ফর্মটি ফিল-আপ করবেন যেনো ভুল নাহ হয়)
📙 জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন এর কপি
(অবশ্যই পাসপোর্টের সাথে মিল থাকতে হবে)
📙 ইউটিলিটি বিলের কপি
(আবেদন পত্রের বর্তমান ঠিকানার সাথে বিলের ঠিকানার মিল থাকতে হবে)
📙 ব্যাংক স্টেটমেন্ট/ডলার এনডোর্মেন্ট
(১৫০ ডলার এন্ড্রোসমেন্ট অথবা সমপরিমাণ টাকার উপস্থিতিতে ব্যাংক স্টেটমেন্ট)
📙 NOC/স্টুডেন্ট আইডি/ট্রেড লাইসেন্স
(জব করলে এনওসি, ব্যাবসা করলে ট্রেড লাইসেন্স, স্টুডেন্ট হলে আইডি কার্ড, গৃহিনী হলে দরকার হবে নাহ)
📙 পাসপোর্টের ফটোকপি
(তথ্য এবং ছবি সম্বলিত প্রথম দুইটি পাতা)
📙 আপনার ছবি
(২ কপি ২*২ ছবি)

11/01/2023

সেন্টমার্টিনে যাবেন?
শিপ এর টিকিট নিয়ে চিন্তায় আছেন?

যেকোনো শিপ টিকেট, বাস (এসি/নন এসি/স্লিপার/বিজনেস ক্লাস) সেন্টমার্টিনে রুম সবই পাবেন আমাদের কাছে।

01946883767 (WhatsApp)

20/12/2022

থাইল্যান্ড ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসা ফি মাত্র ৪৯৯৯ টাকা
Call now -01946883767

⭐ সিকিমের বরফ রাজ্যে সবচেয়ে কম বাজেটে আপনার সাধ্যের মধ্যে বাজেট ট্যুর।বরফ,মেঘ,পাহাড়,নদী, ড্যাম,ঝর্ণা,লেক,ভ্যালী অফ ফ্লাও...
07/12/2022

⭐ সিকিমের বরফ রাজ্যে সবচেয়ে কম বাজেটে আপনার সাধ্যের মধ্যে বাজেট ট্যুর।

বরফ,মেঘ,পাহাড়,নদী, ড্যাম,ঝর্ণা,লেক,ভ্যালী অফ ফ্লাওয়ার।
হিমশীতল আনিন্দ্য সুন্দর স্বর্গীয় সিকিম ভ্রমণে আমরা যাচ্ছি,৬রাত/৫দিনের ট্যুরে আগামী জানুয়ারি মাসের
মাঝামাঝি।
⭐প্রতিজন ১৬,৯৯৯ টাকা।

⭐অবশ্যই চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে ট্যুরিস্ট ভিসা থাকতে হবে।

আমাদের ট্যুর শুরু হবে চ্যাংড়াবান্দা থেকে সিকিম,
সিকিম থেকে চ্যাংড়াবান্দা।

🤝 বুকিং কনফার্ম এর জন্য জনপ্রতি
৩,০০০টাকা প্রদান করতে হবে।

👉 বাকি পেমেন্ট ইন্ডিয়া পোঁছে প্রদান
করবেন।

👉0পয়েন্ট প্যাকেজে ইনক্লুড থাকবে না,
(ইয়ামথাং ভ্যালী থেকে নির্দিষ্ট চার্জ সাপেক্ষে
যেতে হবে)।

👉বাংলাদেশীদের সিকিম পারমিট এর জন্য, মোট ৬ সেটঃ
⬛পাসপোর্ট কপি।
⬛ভিসা কপি।
⬛পাসপোর্ট সাইজ ছবি।

✅ যা যা থাকছেঃ
⬛ চ্যাংড়াবান্দা-সিকিম-গ্যাংটক-লাচুং-
ইয়ামথাং-গ্যাংটক-সাঙ্গু-গ্যাংটক-
চ্যাংড়াবান্দা।
-সকল ট্রান্সপোর্ট(ননএসি বাস/নন-এসি জীপ/( জীপ/বাস শিলিগুড়ি -গ্যাংটক- শিলিগুড়ি )।
-১ জীপ ৮ জন।
⬛ শেয়ার বেসিস হোটেলে থাকা।
⬛0 পয়েন্ট ভ্রমণ (পার্মিশন সাপেক্ষে)।
⬛ সাঙ্গুলেক অথবা গ্যাংটক সিটি ট্যুর।
⬛ খাবার।
⬛ লাচুং এবং সাঙ্গু লেক পারমিশন ফি।


🚫 যা যা থাকছে না
⬛এন্ট্রি ফি।
⬛ 0পয়েন্ট।
⬛ ব্যক্তিগত খরচ।

⭐যোগাযোগ:- Shahriar shanto ,
বকশীগঞ্জ , জামালপুর ।
মোবাইল:-01946883767

01/12/2022

In sha allah we will start again soon 🥰

কাঁচের গায়ে শিশির এর ছোঁয়া
30/01/2021

কাঁচের গায়ে শিশির এর ছোঁয়া

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tourdeal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share