Arabian cost tourism uae.

  • Home
  • Arabian cost tourism uae.

Arabian cost tourism uae. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arabian cost tourism uae., Travel Company, .

দক্ষিণ ও পশ্চিম বাংলার ২১জেলার তিন কোটি লোক শুধু গাড়িতে যাবে না রেল গাড়িতে চরে বাড়ি যাবে  একটা গান আছে না.চেয়ে চেয়ে দেখ...
05/09/2023

দক্ষিণ ও পশ্চিম বাংলার ২১জেলার তিন কোটি লোক শুধু গাড়িতে যাবে না রেল গাড়িতে চরে বাড়ি যাবে একটা গান আছে না.চেয়ে চেয়ে দেখবা রুমিন ফারহানা।

1975 likes, 140 comments. Check out probashikhotha's video.

05/09/2023

98 likes, 12 comments. Check out probashikhotha's video.

05/09/2023

53 likes, 6 comments. “ with ”

03/09/2023

73 likes, 2 comments. Check out mdnurislam0274's video.

03/09/2023

34 likes, 4 comments. “ with Faridpur”

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট: ইসি আনিছুর২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ...
02/09/2023

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট: ইসি আনিছুর

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

তিনি বলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হবে। তবে ঠিক কত তারিখে ভোট নেওয়া হবে সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

শনিবার (২ সেপ্টেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটে সম্পৃক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরুর দিন এসব কথা বলেন তিনি। আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ শুরু করেছে ইসি, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বহাল রেখে আগামী নির্বাচন করতে হলে, ২০২৪ সালের ২৯ জানুয়ারি থেকে আগের ৯০ দিনের মধ্যে তা করতে হবে। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে।

সংসদ নির্বাচনের নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের শুরুর দিন ইসি আনিছুর বলেন, ২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে ভোটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘জনগণ নিজের ভোট দিতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। বিশ্বাসযোগ্য করতে শুধু সুষ্ঠু নয়, অংশগ্রহণমূলক ভোট হতে হবে। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারলেই ভোট শতভাগ সুষ্ঠু হবে।’

হাবিবুল আউয়াল বলেন, ভোট সুষ্ঠু করার জন্য আইনে প্রিজাইডিং কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেউ যাতে বাধা না দেয় সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান সিইসি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আইনের মধ্যে থাকলেই সুষ্ঠু এবং ঝুঁকিমুক্ত ভোট করা সম্ভব। শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচনী কর্মকর্তাদের কাজ করতে হবে।

আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব বলেন, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ- এই বাক্য মনে রেখে ভোটের মাঠে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।
সংগ্রাম অনলাইনঃ

02/09/2023

32 likes, 3 comments. “ with ”

02/09/2023

স্বপ্নকে বাস্তব রূপ দিল আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

সময় উপযোগি শপথ বাক্য পাঠ করাচ্ছেন ছাত্রলীগ এই শপথ আর মাহা সমাবেশ নির্বাচনের পূর্বে দরকার.সেইটা করে দেখালো প্রধানমন্ত্রী...
01/09/2023

সময় উপযোগি শপথ বাক্য পাঠ করাচ্ছেন ছাত্রলীগ এই শপথ আর মাহা সমাবেশ নির্বাচনের পূর্বে দরকার.সেইটা করে দেখালো প্রধানমন্ত্রী শেখ হাসিনা.জয় বাংলা.জয় বঙ্গবন্ধু.

524 likes, 31 comments. “ # বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোস...

01/09/2023

625 likes, 16 comments. Check out গরম মেজাজ 9's video.

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষককে গুলি করে হত্যাযুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলাইনায় ক্যাম্পাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের...
29/08/2023

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলাইনায় ক্যাম্পাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার (ইউএনসি) ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, গোলাগুলির সময় চ্যাপেল হিল শহরের ওই বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে সবগুলো ভবনে তালা দেওয়া হয়। কিছু সময়ের মধ্যেই পুলিশ এসে দুই ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজনকে আটক করা হয়।

নিহত শিক্ষক ও সন্দেহভাজনের নাম প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি। এমনকি হত্যার উদ্দেশ্য সম্পর্কেও জানাতে পারেনি পুলিশ। তদন্ত করে তা জানাবে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কেভিন গুসকিউইচ বলেন, ‘ক্যাম্পাসে সহিংসতার ঘটনায় একজন ফ্যাকাল্টি সদস্যকে হারিয়ে আমরা বিধ্বস্ত।’ তিনি আরও বলেন, ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে ফল সেমিস্টারের দ্বিতীয় সপ্তাহের ক্লাস চলছিল। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজারের মতো। অনুষদ ৪১০০। শিক্ষক সংখ্যা ৪ হাজারের বেশি। কর্মচারীর সংখ্যা ৯ হাজার।

ক্যাম্পাসে এমন উদ্ভুত পরিস্থিতির কারণে ২৮ আগস্ট ও ২৯ আগস্টের ক্লাস এবং সমস্ত ক্যাম্পাস ইভেন্ট বাতিল করার কথা জানান বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রক্ষার জন্য প্রয়োজনীয় সব রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কুপার।

28/08/2023

Check out probashikhotha's video.

27/08/2023

46 likes, 6 comments. Check out probashikhotha's Story.

৩৩ বছরে আবাদ কমেছে ৯৮ শতাংশ.আবু সাইদ বিশ্বাস সাতক্ষীরা: বিলুপ্তির পথে সাতক্ষীরায় আখ চাষ। স্বাধীনতার পর সবচেয়ে কম আখ চাষ ...
22/08/2023

৩৩ বছরে আবাদ কমেছে ৯৮ শতাংশ.

আবু সাইদ বিশ্বাস সাতক্ষীরা: বিলুপ্তির পথে সাতক্ষীরায় আখ চাষ। স্বাধীনতার পর সবচেয়ে কম আখ চাষ হয়েছে চলতি বছরে। ১৯৯০ সালে যেখানে জেলাতে আখ চাষ হয়েছিল ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে সেখানে চলতি ২০২৩ মৌসুমে জেলাতে আখ চাষ হয়েছে মাত্র ১১৬ হেক্টর জমিতে। অর্থাৎ ৩৩ বছরে আখের আবাদ কমেছে প্রায় ৯৮ ভাগ জমিতে। জলবায়ু পরিবর্তন, ভারতীয় চিনি আমদানি, উৎপাদন খরচ বেশি, নতুন করে চিনিকল গড়ে না উঠাসহ নানা কারণে সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আখের চাষ চরম আকারে হ্রাস পেয়েছে। বাণিজ্যিকভাবে গড়ে উঠা এক ফসলী শস্যটি ভারতীয় আগ্রাসনের মুখে বাংলাদেশ থেকে বিলুপ্ত হতে চলেছে। কৃষকের কর্মসংস্থান হ্রাস পেয়েছে। আখ নির্ভর গবাদি পশু চরম খাদ্য সংকটের মধ্যে পড়েছে। পরিবেশে টিকতে না পেরে হালের বলদ কৃষকের কাছ থেকে বিলুপ্ত হয়েছে। ফলে কর্মসংস্থান হারিয়ে অসংখ্য কৃষক বেকার হয়েছে। সংশ্লিষ্টরা বলছে যেখান থেকে ভারতীয় চিনি আমদানি করা হচ্ছে সেখান থেকে বাংলাদেশে আখ চাষ কমে গেছে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুই দশক আগেও এ জেলাতে আখ চাষ হতো বাণিজ্যিকভাবে। তাদের হিসাব মতে, ১৯৯০ সালে সাতক্ষীরা জেলায় আখ চাষ হয়েছে ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে। ২০০০ সালে আবাদ হয়েছে ৩ হাজার ৯৪৮ হেক্টর। এর পর ২০১০ সালে এ জেলায় আখের আবাদ হয়েছে মাত্র ১৪০ হেক্টর জমিতে। ২০২১ সালে জেলায় আখ চাষ হয়েছে মাত্র ১৩৫ হেক্টর জমিতে। ২০২৩ সালে এসে তা দাঁড়িয়েছে ১১৬ হেক্টরে। আশ্বিন-কার্তিক মাসে মন্দার সময়ে যারা আখ কেটে রস বিক্রয় করে সংসার চালাত তারাই বর্তমানে আখ চাষ করছে বলে জানা যায়। বাণিজ্যিকভাবে আখ চাষ করতে কম দেখা যাচ্ছে কৃষকদের।

এক সময়ের অর্থকরী এই ফসলটি তিন দশকের ব্যবধানে উৎপাদন কমেছে প্রায় ৯৮ শতাংশ। জলবায়ু পরিবর্তনের ফলে আখে ছত্রাক, ডগা পচা ও লালচে রোগসহ নানা প্রকার সংক্রামক দেখা দিচ্ছে। এসব কারণে আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানান কৃষক। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, শুধু জলবায়ুজনিত কারণেই আখ চাষ কমছে না, আরও একটি কারণ হলো চিনিকল না থাকার পাশাপাশি ফসলটি এক বছর মেয়াদি হওয়ায় চাষিরা আখ চাষে আগ্রহ হারাচ্ছেন প্রতিনিয়ত।

তালা উপজেলার খলিষখালি মঙ্গলানন্দকাটি গ্রামের সৈয়েদ মেখ জানান, তার গ্রামের ৭০-৮০ শতাংশ কৃষক দীর্ঘকাল ধরে আখ চাষ করত। তিনিও ৩০-৩৫ বছর আখ উৎপাদন করেছেন। কিন্তু গত ১০-১২ বছর ধরে তিনি আখ চাষ আর করছেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, ২০০০ সালের বন্যা, ২০০৭ সালে সিডর ও ২০০৯ আইলা, ২০২০ সালে আম্পান ও ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে আগের মতো আখের ফলন হয় না। ফসলি জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ার পাশাপাশি আখ ক্ষেতে বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে। এসব রোগের কোনো প্রতিকার না পেয়ে ফসলটি চাষ করা বন্ধ করে দিয়েছেন বলে জানান তিনি। এছাড়া আখ চাষে এক বছর সময়ের প্রয়োজন হয়। এতে খরচ বেশি হয়ে যায়। অন্যদিকে চিনির দাম অনেক কম। তাই তারা আখ চাষে দিনের পর দিন আগ্রহ হারাতে থাকে।

সূত্রমতে, দেশে চিনির বার্ষিক চাহিদা প্রায় ১৮ লাখ মেট্রিক টন। এর বিপরীতে বিএসএফআইসির বার্ষিক উৎপাদনক্ষমতা মাত্র ১ লাখ ৩২ হাজার ৩৮০ টন। কিন্তু চলতি মৌসুমে উৎপাদনক্ষমতার মাত্র ১৬ শতাংশ বা ২১ হাজার ৩১৩ মেট্রিক টন চিনি উৎপাদন করতে পেরেছে সংস্থাটি, যা মোট চাহিদার দেড় শতাংশের কম। গত এক দশকে সরকারি মিলগুলোতে চিনি উৎপাদন কমেছে প্রায় ৭৭ শতাংশ। আগে ১৫টি সরকারি মিলে চিনি উৎপাদন হতো। অব্যাহত লোকসানের কারণে ২০২০ সালে ৬টি মিলের কার্যক্রম স্থগিত করে সরকার।

সরকারি চিনিকলগুলো অকার্যকর থাকায় দেশে চিনির চাহিদার প্রায় পুরোটাই আমদানির মাধ্যমে জোগান দেয় বেসরকারি কোম্পানিগুলো। এসব কোম্পানি অপরিশোধিত চিনি আমদানি করে পরিশোধন করার পর বাজারে ছাড়ে। ফলে বাজারে চিনির দামের একচেটিয়া নিয়ন্ত্রণও থাকছে তাদের হাতে। অথচ ব্যাপক চাহিদার এ সময়েও বাজারে কোনো ভূমিকা রাখতে পারছে না সরকারি চিনিকলগুলো। উল্টো এসব চিনিকলের উৎপাদন কমার পাশাপাশি লোকসানের পরিমাণ বেড়ে চলেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম জানান, জলবায়ু পরিবর্তন, চিনিকল না থাকা এবং ফসলটি এক বছর মেয়াদি হওয়ায় চাষিরা আগ্রহ হারাচ্ছেন আখ চাষে। যেখানে একই জমিতে বছরে তিনটি ফসল করতে পারে সেখানে এক বছর মেয়াদি আখ চাষ করতে চাচ্ছেন না কৃষকরা। তিনি জানান, মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা রোগের প্রতিকারের জন্য কৃষকদের নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে।

21/08/2023

H.M.Sawkat Ali Mollah.(UAE). Check out probashikhotha(probashikhotha) LIVE videos on TikTok! Watch, follow, and discover the latest content from probashikhotha(probashikhotha).

18/08/2023
18/08/2023

Check out قرآن كل يوم(quran_live_quran_karim) LIVE videos on TikTok! Watch, follow, and discover the latest content from قرآن كل يوم(quran_live_quran_karim).

নির্বাচন কমিসনার  ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)মোহাম্মদ আহাছান হাবিব খান।
17/08/2023

নির্বাচন কমিসনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)মোহাম্মদ আহাছান হাবিব খান।

12/08/2023
12/08/2023

65 likes, 6 comments. “ with =vip-Hamim”

09/08/2023

Check out আমান's video.

08/08/2023
07/08/2023

74 likes, 4 comments. “ with Ctg🇧🇩❤️🇦🇪”

07/08/2023

53 likes, 9 comments. “ with @🌾🌾🌾❤️JASIM❤️🌾🌾🌾”

Excellent
02/08/2023

Excellent

4865 likes, 102 comments. “GARDEN IDEAS 🥰🌱”

29/07/2023

184 likes, 24 comments. “ # বাংলার জনগণ দেখে রাখুন এবং শুনে রাখুন এক মুখের দুই রকম কথা 😍😍😍🇧🇩 #বাংলাদে....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Arabian cost tourism uae. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share