Dear BHOLA

Dear BHOLA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dear BHOLA, Tourist Information Center, .

31/10/2023
13/08/2021
ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হোক নিরাপদে । সকল শুভানুধ্যায়ীদের জানাই ঈদ মোবারক।
31/07/2020

ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হোক নিরাপদে ।
সকল শুভানুধ্যায়ীদের জানাই ঈদ মোবারক।

গ্রাম বাংলার এমন সুন্দর দৃশ্য দেখতে আপনাকে ফিরে যেতে হবে লোকালয়ে।তবে এখন আর আগের মেঠো পথ নেই।প্রায় সবগুলো রাস্তা এখন পীচ...
22/07/2020

গ্রাম বাংলার এমন সুন্দর দৃশ্য দেখতে আপনাকে ফিরে যেতে হবে লোকালয়ে।তবে এখন আর আগের মেঠো পথ নেই।প্রায় সবগুলো রাস্তা এখন পীচ ঢালা রাজপথ হলেও রয়ে গেছে গ্রামীনফোন ঐতিহ্য।
লোকেশন: ৯ নং ওয়ার্ড,লালমোহন
ক্লিক : Sidratul Muntaha

©Dear BHOLA ফেজবুক পেইজ

ভোলা জেলার ইতিহাস-ঐতিহ্য,শিল্প-সংস্কৃতি এবং সম্ভাব্য পর্যটন স্থানসমূহ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরুন আমাদের Dear BHOLA. ফেজবুক পেইজ এর সাথে.....

এটাই কি তবে আমাদের সভ্যতা?নিজেদেরকে সভ্য সমাজের বাসিন্দা মনে করি!অথচ আমাদের চোখে একবারের জন্যও পরেনা এসব অসংগতি!উপকূলীয় ...
22/07/2020

এটাই কি তবে আমাদের সভ্যতা?নিজেদেরকে সভ্য সমাজের বাসিন্দা মনে করি!অথচ আমাদের চোখে একবারের জন্যও পরেনা এসব অসংগতি!উপকূলীয় অঞ্চলগুলো টিকে আছে শুধু বেড়ি বাঁধের উপর নির্ভর করে।আর সেই বেড়ি বাঁধের বালির বস্তার শুতো কাটা থেকে শুরু করে ছোট বড় নৌযান তথা মাছ ধরার ট্রলার গুলোর নোঙ্গর পয়েন্ট গড়ে উঠছে এসব বালির বস্তাকে কেন্দ্র করে।ফলে জোয়ারের পানির চাপে বস্তার বালি সরে গিয়ে উপকূল হুমকির মুখে পড়ছে।পানি উন্নয়ন বোর্ড সব সময় সচেষ্ট থাকে উপকূল রক্ষায়।অথচ আমাদের অসতর্কতাই আমাদের জীবন মানে হুমকী হয়ে দাঁড়াচ্ছে।পানি উন্নয়ন বোর্ড ও সমাজের সচেতন মহলের প্রতি আবেদন আপনারা প্রতিনিয়ত উপকূলের দিকে দৃষ্টি দিন।তা না হলে দ্বীপজেলা ভোলা মেঘনার অতল গহ্বরে বিলীন হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।
লোকেশন: মনপুরা
ছবি:Sabbir Rahman

©Dear BHOLA ফেজবুক পেইজ

ভোলা জেলার ইতিহাস-ঐতিহ্য,সমস্যা এবং সম্ভাবনাময় পর্যটন স্থানসমূহ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরুন আমাদের Dear BHOLA. ফেজবুক গ্রুপ এর সাথে.....

Mahmudur Rashid স্যারের Facebook ওয়াল থেকে নেয়া।ভোলায় কেন আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল দরকারধরা যাক চরফ্যাশন উপজেলার চর ...
21/07/2020

Mahmudur Rashid স্যারের Facebook ওয়াল থেকে নেয়া।
ভোলায় কেন আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল দরকার

ধরা যাক চরফ্যাশন উপজেলার চর আইচার জেলে ইসমাইল হোসেনের স্ত্রী কুসুমের প্রসব ব্যথার কয়েক দিন আগে হঠাৎ করে খিঁচুনি হওয়া শুরু করলো তার আত্মীয়রা তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলো সেখানকার ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ভোলা সদর হাসপাতালে রেফার করলো। কিন্তু প্রস্তুতি নিতে নিতে ইসমাইলের রাত হয়ে গেল সে রাত এগারটায় ভোলা সদর হাসপাতালে এলো এবং সাথে সাথে তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তাররা রেফার করলো। কুসুম ভোর ৪ টা নাগাদ বরিশালে পৌছালো ইতিমধ্যে যা হবার তা হয়ে গেল চিকিৎসা হলো সে মারা গেল। আবার ধরা যাক উচ্চ পদস্থ একজন জেলা বা উপজেলা কর্মকর্তার হঠাৎ বুকে ব্যাথা এবং তার এক ঘণ্টার মধ্যে সিসিইউ বা আই সি ইউ সাপোর্ট দরকার রাত তখন ১ টা। তিনি কি করবেন? তাকে ঢাকা বা বরিশাল পাঠানোর কোন উপায় কি আছে? এমন হাজারো উদারহণ দিয়ে ভোলাবাসীর স্বাস্থ্যসেবা নিয়ে ভোগান্তির চিত্র তুলে ধরা যাবে তাতে আসল কথা বলা হবে না।

বাংলাদেশের এক মাত্র দ্বীপ জেলা ভোলা যে জেলায় বাইশ লক্ষ মানুষের বসবাস। ইলিশ প্রধান অর্থকরী পণ্য তাছাড়া প্রাকৃতিক গ্যাস টুরিজম শস্যের মধ্যে মুগডাল, ধান, সুপারী, নারিকেল কম নয়। একদিকে মেঘনা অন্যদিকে তেতুলিয়া ভোলাকে ঘিরে রেখেছে। প্রাকৃতিক দুর্যোগে ভোলা দেশের অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সাম্প্রতিক করোনার সময়ে আমার এক সাংবাদিক বন্ধু তার বৃদ্ধ মাকে নিয়ে পথে পথে ঘুরেন এবং শেষে তার মা মারা যান। আমি তার কষ্ট বুঝি। বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল ও তোফায়েল আহমেদের মতো কিংবদন্তির জন্মস্থান ভোলা। মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিয়ে কোন রাজনীতি চলেনা জেদও চলেনা। বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে আর ভোলায় হচ্ছেনা। এটা আমার বোধগম্য নয়। ভোলায় আধুনিক প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান নেই, নেই কোন মৎস প্রক্রিয়াজাতকরণ কারখানা যার ফলে সোনার মূল্যে ইলিশ আমরা ভোলা থেকে সরাসরি বিদেশে রপ্তানি করতে পারি না।

প্রিয় বন্ধুগণ উন্নত প্রযুক্তি নির্ভর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ছাড়া কোন দেশ উন্নত হয় না। তাই ভোলাকে উন্নত ভোলা করতে হলে তরুণ প্রবীণ সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। সুখ ও সমৃদ্ধি কে না চায়?

© Dear BHOLA ফেজবুক পেইজ

ভোলা জেলার ইতিহাস-ঐতিহ্য,সমস্যা ও সম্ভাব্য পর্যটন স্থানসমূহ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরুন আমাদের Dear BHOLA. ফেজবুক গ্রুপে......

সবাইকে Dear BHOLA. পরিবারের পক্ষ থেকে সালাম, আদাব এবং নমষ্কার।  ঈদ উপলক্ষে নিজস্ব মোবাইলে তোলা ভোলা জেলার প্রাকৃতিক সৌন্...
21/07/2020

সবাইকে Dear BHOLA. পরিবারের পক্ষ থেকে সালাম, আদাব এবং নমষ্কার।

ঈদ উপলক্ষে নিজস্ব মোবাইলে তোলা ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থান সমূহের উপর ছবি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে Dear BHOLA পরিবার।
পরিবারের সদস্যদের স্বঃস্তফুর্ত অংশগ্রহন আশা করছি। প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

প্রতিযোগিতার সময়সূচি এবং শর্তাবলি পরবর্তী পোস্টে জানিয়ে দেওয়া হবে।
ধন্যবাদ।

জীবিকার তাগিদে ছুটে চলা....লোকেশন: তজুমুদ্দিনক্লিক: Animas Sarkar© Dear BHOLA ফেজবুক পেইজভোলা জেলার ইতিহাস ঐতিহ্য,পর্যটন...
21/07/2020

জীবিকার তাগিদে ছুটে চলা....
লোকেশন: তজুমুদ্দিন
ক্লিক: Animas Sarkar

© Dear BHOLA ফেজবুক পেইজ

ভোলা জেলার ইতিহাস ঐতিহ্য,পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো তুলে ধরুন ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের ফেজবুক গ্রুপ Dear BHOLA. এর সাথে।

ভাঙ্গা গড়ার সাথে প্রতিনিয়ত লড়াই করে যারা টিকে থাকে তারাই উপকূলীয় বানভাসী।তজুমুদ্দিন,ভোলাClick: Animesh Sarker© Dear BHOL...
20/07/2020

ভাঙ্গা গড়ার সাথে প্রতিনিয়ত লড়াই করে যারা টিকে থাকে তারাই উপকূলীয় বানভাসী।
তজুমুদ্দিন,ভোলা
Click: Animesh Sarker

© Dear BHOLA ফেজবুক পেইজ

ভোলা জেলার ইতিহাস ঐতিহ্য,পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো তুলে ধরুন আমাদের ফেজবুক গ্রুপ Dear BHOLA. এর সাথে।

20/07/2020

যুক্ত হোন Dear BHOLA. গ্রুপে।

বোরহানউদ্দিনের নৌ এম্বুলেন্স দেখে ছবিটা চোখে পরল।খুব দূরের নয়।এটা তজুমুদ্দিনের নৌ এম্বুলেন্স।পরে আছে অযত্ন আর অবহেলায়।দে...
19/07/2020

বোরহানউদ্দিনের নৌ এম্বুলেন্স দেখে ছবিটা চোখে পরল।খুব দূরের নয়।এটা তজুমুদ্দিনের নৌ এম্বুলেন্স।পরে আছে অযত্ন আর অবহেলায়।দেখে মনে হচ্ছিল ব্যবহার হয়না।অথচ বানভাসি মানুষের কল্যানের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তজুমুদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সকে বুঝিয়ে দেন জননেতা লালমোহন তজুমুদ্দিনের উন্নয়নের রুপকার সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।বুঝিয়ে দেয়ার পর থেকেই খুব বেশি ব্যবহার হয়নি রোগী বহনে।সামনের গ্লাস ভাঙ্গা,পাশের রাবার কটল ছুটে যাচ্ছে।স্থানীয় লোকজনের ভাষ্য মতে ইঞ্জিনেও এখন জং ধরেছে।যেন দেখার কেউ নেই।অথচ প্রতিদিনই কম বেশি রোগী মারা যাচ্ছে চিকিৎসা স্বল্পতার কারনে।বিষয়টি কর্তৃপক্ষ আমলে নিয়ে নৌ এম্বুলেন্সের যথাযথ ব্যবহার নিশ্চিত করবেন এমনটাই প্রত্যাশা।
ক্লিক: Animesh Sarker

© Dear BHOLA ফেজবুক পেইজ

ভোলা জেলার ইতিহাস ঐতিহ্য,পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো তুলে ধরুন আমাদের Dear BHOLA. ফেজবুক গ্রুপের সাথে।

19/07/2020

Dear BHOLA.
কিছু বলার ছিলো তবু
নিজের কাছে নিজেই আমি
প্রশ্নবোধক রেখা !
যত্রতত্র ময়লা ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করবেন না।

19/07/2020

কেন জাপান আমাদের অকৃত্রিম বন্ধু।

ভোলাকে নিয়ে আলোচনা সমালোচনা খুব কমই শোনা যায়!কথা হোক উন্নয়ন আর অনুন্নয়নমূলক কাজের।এতে যদি নজরে আসে কর্তৃপক্ষের।বলছিলাম ল...
17/07/2020

ভোলাকে নিয়ে আলোচনা সমালোচনা খুব কমই শোনা যায়!কথা হোক উন্নয়ন আর অনুন্নয়নমূলক কাজের।এতে যদি নজরে আসে কর্তৃপক্ষের।বলছিলাম লালমোহন উপজেলার দলিল মাষ্টারের পোলের কথা।ঢাকা যাওয়া কিংবা আসার পথের পোল এটি।কোন রকমে জোড়াতালি দিয়ে চলছে যোগাযোগ।পোলটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ।তবুও মেঘনাবাসীর ব্যবসা কিংবা যোগোযোগের জন্য এটিই প্রধান।প্রতিদিনই পোলটির উপর দিয়ে পারাপার হয় মালবাহী লড়ি কিংবা ট্রাক।জীবেনর ঝুঁকি নিয়ে চলছে নিত্যনৈমিত্তিক কাজগুলো।অথচ এ পোলটি আজও দেখা পায়নি পুনঃনির্মান বা সংস্কারের।বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় এনে যত দ্রুত সম্ভব পোলটি পুনঃনির্মান বা সংস্কার এখন এলাকাবাসির সময়ের দাবী।
কৃতজ্ঞতা: নীল আকাশ

মেঘনার আগ্রসী ভূমিকাতজুমুদ্দিন
17/07/2020

মেঘনার আগ্রসী ভূমিকা
তজুমুদ্দিন

লঞ্চঘাট ব্রিজ,লালমোহন Muntaha
16/07/2020

লঞ্চঘাট ব্রিজ,লালমোহন
Muntaha

তজুমুদ্দিন থেকে বলছি© পোস্টদাতা
16/07/2020

তজুমুদ্দিন থেকে বলছি
© পোস্টদাতা

প্রিয় মানচিত্র।
13/07/2020

প্রিয় মানচিত্র।

দ্রুত সমস্যার সমাধান চাই.....স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছি।
13/07/2020

দ্রুত সমস্যার সমাধান চাই.....স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছি।

ইট ভাটার মালিক খাল বাঁধ দিয়ে মাটি নেয়ার ফলে খাল পাড়ের দুইটি সড়ক খালের গর্ভে চলে গেছে। এতে বোরহানউদ্দিন উপজেলার টব....

01/07/2020

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ দ্বীপের রানী ভোলা জেলা।প্রায় ২৫ লক্ষ লোকের বাসস্থান ভোলা জেলায়।আয়ের প্রধান উৎস মৎস্য ও কৃষি।প্রায় সব জেলাতেই মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় থাকলেও নেই শুধুমাত্র ভোলা জেলায়।অথচ ভোলা জেলার অন্তর্গত মনপুরাও বিচ্ছিন্ন দ্বীপ।চিকিৎসা থেকে শুরু করে শিক্ষায় অনেকটা পিছিয়ে ভোলা।ভোলা জেলাকে দ্বীপের রানী হিসেবে ও সার্বিক উন্নয়নের জন্য আমরা পেয়েছি জননন্দিত অভিভাবক।আমারা আশা করব নিজেদের সমস্যা সমাধান করে যত দ্রুত সম্ভব ভোলায় একটি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্হাপন করার লক্ষ্যে সবাই এক হয়ে উদ্যোগ গ্রহন করবেন এবং বাস্তবায়ন করবেন।এ দাবী ভোলা জেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবী।
শুভেচ্ছা ও অভিনন্দন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল (২৩/০৬/২০২০) জাতীয় সংসদে উত্থাপনের প্রাক্কালে ডাক্তার দীপু মনি এমপি (শিক্ষামন্ত্রী) ও স্থানীয় সচেতন জেলাবাসীকে।

দেখার কেউ নেই
01/07/2020

দেখার কেউ নেই

ভোলায় ব্রীজের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী Share on Facebook Tweet on Twitter tweet মোঃ আরিয়ান আরিফ।। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের প...

মেঘনা পাড়ের দৈনন্দিন জীবন চিত্রমঙ্গলসিকদার,লালমোহন
30/06/2020

মেঘনা পাড়ের দৈনন্দিন জীবন চিত্র
মঙ্গলসিকদার,লালমোহন

প্রতিনিয়ত সামাজিক বনায়ন ও ম্যানগ্রোভ বনাঞ্চল থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা।ফলে সরকার বঞ্চিত হচ্ছে রাষ্ট...
29/06/2020

প্রতিনিয়ত সামাজিক বনায়ন ও ম্যানগ্রোভ বনাঞ্চল থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা।ফলে সরকার বঞ্চিত হচ্ছে রাষ্ট্রীয় আয় থেকে।
ধ্বংষের মুখে বনবিভাগ।যেন দেখার কেউ নেই!পরিবেশ হারাচ্ছে তার ভারমাম্য ও সৌন্দর্য।

স্থানঃ দক্ষিণ সাকুচিয়া তালতলা
ছবি: দৈনিক ভোলা নিউজ ভোলা প্রতিদিন

ভাল নেই প্রিয় শহরলোকেশন: শান্তিরহাটক্লিক: Jayanta Chandra Samadder
29/06/2020

ভাল নেই প্রিয় শহর
লোকেশন: শান্তিরহাট
ক্লিক: Jayanta Chandra Samadder

গোধুলী....শান্তরহাটক্লিক: Jayanta Chandra Samadder
28/06/2020

গোধুলী....
শান্তরহাট
ক্লিক: Jayanta Chandra Samadder

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!ক্লিক: Jayanta Chandra Samadderলোকেশন : শান্তিরহাট,বোরহানউদ্দিন
27/06/2020

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!
ক্লিক: Jayanta Chandra Samadder
লোকেশন : শান্তিরহাট,বোরহানউদ্দিন

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dear BHOLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share