22/09/2020
দেশের সবচেয়ে ফ্রেন্ডলি ট্যুর(ভ্রমরী ট্যুর এন্ড ট্রাভেলস) এর সাথে তিন রাত, দুইদিন ৪৫০০টাকায়(মাত্র) কক্সবাজার ভ্রমণ।
* যাত্রার তারিখঃ
০৩-১০-২০২০ রাত ০৯.০০টা
* বাস ছাড়ার স্থানঃ
আরামবাগ,মতিঝিল, ঢাকা।
*ফেরার তারিখঃ
০৫-১০-২০২০ রাত ১০টা (কক্সবাজার হতে)
** ভ্রমণ খরচঃ
৪৫০০/- টাকা
Ac রুম ( ১ রুমে ৩ অথবা ৪ জন)
** ভ্রমণের স্থান সমুহঃ
*লাবনী বিচ
*সুগন্ধা বিচ
*ইনানী বিচ
*হিমছড়ি
*বার্মিজ মার্কেট
** ভ্রমণ সংক্রান্ত বর্ণনাঃ
০৩ অক্টোবর রাতে রওনা দিয়ে ০৪ তারিখ সকালে কক্সবাজার পৌঁছাবো। হোটেল চেক ইন এবং ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট। ১২টায় লাবনী পয়েন্টে সূর্যস্নান। এখানে যার যার মত করে সময় কাটাবেন। হোটেল থেকে সমুদ্র সৈকত ৫ মিনিটের হাঁটা দূরত্ব হবে। ১ঃ৩০ টার মধ্যে হোটেলে ফিরে ২টায় মধ্যাহ্ন ভোজ। বিকেল থেকে সন্ধ্যার পুরোটা সময় সুগন্ধা বিচে সূর্যাস্ত দেখা ও নিজেদের মত সময় কাটানো। রাতে ব্যক্তিগত শপিং করতে পারবেন। রাত ৯টায় নৈশভোজ।
০৫ তারিখ সকালের নাস্তা করে ১১টায় আমরা রওনা করবো ইনানী বিচ এর উদ্দেশ্যে। সারা দিন ঘুরে সন্ধ্যায় কক্সবাজার ফিরে আসবো। দুপুরের খাবার হবে ইনানী বিচ সংলগ্ন। সন্ধ্যা ৭-৮টা পর্যন্ত সমুদ্র দর্শন। রাত ৯ টায় ডিনার। ১০টার বাসে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো।
** কনফার্ম করার ডেডলাইন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। কনফার্ম মানেই বুকিং মানি ডিপোজিট করে আসন নিশ্চিত করা, মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
** কনফার্ম করার জন্য ২৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে মিনিমাম ৩০০০ টাকা করে কনফার্মেশন মানি জমা দিতে হবে।
** যা যা থাকছে এর মধ্যেঃ
# ঢাকা -কক্সবাজার- ঢাকা নন এসি বাস ।
# কক্সবাজার পৌঁছানোর পর সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার সহ ৬ বেলা খাবার।
# হোটেলে থাকা।
খাবারের মেন্যুঃ
১ম দিন-
সকালের খাবারঃ- ভুনা খিচুড়ি, সালাদ অথবা পড়াটা,ডিম,সবজি,কলা।
দুপুরের খাবারঃ- সাদা ভাত, মাছ, ভর্তা ও সালাদ।
রাতের খাবারঃ- সাদা ভাত, মুরগির রেজালা, ডাল।
২য় দিন-
সকালের খাবারঃ- বুফে ব্রেকফাস্ট।
দুপুরের খাবারঃ- ভাত, ডিম কারি, সবজি,ডাল।
রাতের খাবারঃ- মোরগ পোলাও, সবজি/ সালাদ।
** যা থাকছেনাঃ
- ঢাকা থেকে কক্সবাজার আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার
- প্যাকেজ এ অন্তর্ভুক্ত নেই এমন খরচ।
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
*নিরাপত্তা ও হসপিটালিটির কারণে ভ্রমরী ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে প্রচুর নারী ট্রাভেলার ভ্রমণ করেন। এবং বরাবরের মতই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে।
যে কেউ ইচ্ছা করলে কাপল রুম নিতে পারবেন। তবে বুকিং'এর সময় কনফার্ম করতে হবে।
***কোন হিডেন চার্জ নেই।***
*** বাসের আসন বণ্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হয়। ***
*****
জরুরী নোটঃ
• কোনো রকম আইন বিরোধী কাজে সম্পৃক্ত থাকা যাবেনা।
• নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু কোনভাবেই করা যাবেনা।
• সমালোচনা বা মজা করতে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমণ বা অসম্মান করা যাবেনা। পরিবেশ নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
• যারা ভ্রমণে ছোট খাটো সমস্যাগুলো নিজের মনে করে মেনে নিতে পারেন না তাদের কোনো গ্রুপ ভ্রমণে না যাওয়াই শ্রেয়।
• কোন ভাবেই অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।
• দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
• অন্য কোনো সদস্যের সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। করার পর ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার নিজের উপরেই বর্তাবে।
• ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
• ভ্রমরী ট্যুর এন্ড ট্রাভেলস এই ভ্রমণ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত গ্রহণের একক ইচ্ছা।
• ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবার সর্বাত্মক সহায়তা কাম্য।
======শিশু পলিসি======
❑০-৩ বছর কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে বাসে আলাদা সিটের ভাড়া ব্যতীত)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আপনি ব্যাংক, বিকাশ (খরচ সহ),নগদ অথবা সরাসরি অফিসে এসে বুকিং মানি ৩০০০ টাকা করে জমা দিয়ে বুকিং করতে পারেন। বাকি টাকা বাসে উঠার পর দিয়ে দিতে হবে। বুকিং এর টাকা অফেরতযোগ্য।
এছাড়া আমরা India, Bangladesh, Corporate Customized Tour, Family/Group Package, Honeymoon Package দিয়ে থাকি।