ঘুইরা খাই - Ghuirakhai

  • Home
  • ঘুইরা খাই - Ghuirakhai

ঘুইরা খাই - Ghuirakhai টাকা নাই, পয়সা নাই
তবু আমরা ঘুরতে যাই।
?

অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা....সিরাজগঞ্জ-৬ আসনচয়ন ইসলাম
27/11/2023

অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা....
সিরাজগঞ্জ-৬ আসন
চয়ন ইসলাম

কড়ইতলী পার্ক, হালুয়াঘাট, ময়মনসিংহ
06/09/2023

কড়ইতলী পার্ক, হালুয়াঘাট, ময়মনসিংহ

06/09/2023

গবড়াকুরা - কড়ইতলী স্থলবন্দর, হালুয়াঘাট, ময়মনসিংহ। টিম ঘুইরা খাই এর ঘোরাঘুরি।

30/06/2023

হিমেল ভাই এক্সক্লুসিভ ইন্টারভিউ পর্ব ২

26/06/2023

হিমেল ভাই এক্সক্লুসিভ পর্ব ১

05/06/2023

টিম ঘুইরা খাই এর প্রথমবার মেট্রোরেল ভ্রমন। পর্ব ২

05/06/2023

টিম ঘুইরা খাই আজকে প্রথমবার ভ্রমন করলো মেট্রোরেল। ধন্যবাদ নজরুল ভাইকে ভ্রমনে সহযোগিতা করার জন্য (পর্ব ১)।

05/06/2023

আজকে আমরা উপস্থিত হয়েছি বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। এখনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এডুকেশন এক্সপো ২০২৩। আপনারা সবাই আমন্ত্রিত।

02/06/2023

Stay connected with team Ghuirakhai... 🙂

18/05/2023

উত্তরা আয়নালের হোটেলে এ কি অবস্থা?

14/05/2023

আবহাওয়া অফিসের তথ্য মতে আজ উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে। সকলে নিরাপদ ও সতর্ক অবস্থায় থাকুন।

27/04/2023

ভোলা-বরিশাল ট্যুর: আপডেট ভিডিও ১০, বরিশালের ঐতিহ্যবাহী গুঠিয়া মসজিদ। সকলকে টিম ঘুইরা খাই এর পক্ষ থেকে ধন্যবাদ।

#বরিশাল #ঢাকা

27/04/2023

ভোলা-বরিশাল ট্যুর: আপডেট ভিডিও ৯, ঐতিহাসিক দুর্গা সাগর। এটি বরিশাল শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

#ভোলা #বরিশাল #ঢাকা #দৌলদখান #ঢাকার

26/04/2023

ভোলা ট্যুর: আপডেট ভিডিও ৮, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাট। ভবানীপুর, দৌলতখান।

#ভোলা #লঞ #দৌলদখান #ঢাকা

26/04/2023

ভোলা ট্যুর: আপডেট ভিডিও ৭, শুভ বিবাহ।

26/04/2023

ভোলা ট্যুর: আপডেট ভিডিও ৬, চলবে...

26/04/2023

ভোলা ট্যুর: আপডেট ভিডিও ৫, চলবে...

25/04/2023

ভোলা ট্যুর: আপডেট ভিডিও ৪ স্বপ্নের পদ্মা সেতু।

25/04/2023

ভোলা ট্যুর: আপডেট ৩। চলবে...

25/04/2023

Journey start, pray for us.

25/04/2023

Team Ghuirakhai এর আর একটি ট্যুর। আজ আমরা যাচ্ছি আমাদের কলিগ জনাব জসিম উদ্দিন এর শুভ বিবাহ উপলক্ষে তার গ্রামের বাড়ি ভোলা। আশা করি আপনারাও আমাদের সঙ্গে থেকে উপভোগ করবেন, পুরো ট্যুর। ট্যুরের শুরুতে লাডডু হিমেল ভাইকে স্বাগতম জানায়।

17/04/2023

Team Ghuirakhai এর অন্যতম সদস্য জনাব হিমেল সরকার এর কাছ থেকে ঈদের সালামি নেয়ার মুহূর্ত।

ইলিশ খাইতে মাওয়া যাইআমরা সবাই ঘুইরা খাই-ঘুইরা খাই টিম
12/04/2023

ইলিশ খাইতে মাওয়া যাই
আমরা সবাই ঘুইরা খাই
-ঘুইরা খাই টিম

Team ঘুইরা খাই গত শুক্রবার ১৭ মার্চ ঘুরে এলো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়িতে। গোবিন্দ...
03/04/2023

Team ঘুইরা খাই গত শুক্রবার ১৭ মার্চ ঘুরে এলো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়িতে। গোবিন্দ রাম সাহা” বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। ১৮ শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে “কিশোরীলাল রায় চৌধুরী, রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষাখাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠাতা ছিলেন কিশোরিলাল রায় চৌধুরীর পিতা এবং যার নামানুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়।

বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত, এই প্রাসাদ চত্বরটি প্রায় ১৬,৫৫৪ বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা ৭টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই দালানগুলো খ্রিষ্টীয় মধ্য ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথমভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল। সামনের চারটি প্রসাদ ব্যবহৃত হত ব্যবসায়িক কাজে। এই প্রসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দর মহল যেখানে বসবাস করত তারা।

প্রাসাদটির দক্ষিণ দিকে প্রবেশদ্বার হিসেবে চারটি সিংহদুয়ার রয়েছে এবং উত্তরে বিশাল আকৃতির পুকুর রয়েছে। দক্ষিণ দিকে অর্থাৎ সম্মুখভাগের ইমারতগুলোতে কোরিনথিয় স্তম্ভের সারি রয়েছে। এছাড়াও স্থাপনাগুলোতে দৃষ্টিনন্দন কারুকার্য লক্ষ করা যায়। জমিদার বাড়ির ভেতরে রং মহল নামে খ্যাত ভবনে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে।

14/11/2022

টিম ঘুইরা খাই-এর পক্ষ থেকে হিমেল ভাই এর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

টিম ঘুইরা খাই গত বৃহস্পতিবার ১০ নভেম্বর ২০২২ গাজীপুরের শ্রীপুরের ছায়াঘেরা একটি গ্রাম বেকাশহরা ঘুরে এলো। ঢাকা-ময়মনসিংহ রো...
14/11/2022

টিম ঘুইরা খাই গত বৃহস্পতিবার ১০ নভেম্বর ২০২২ গাজীপুরের শ্রীপুরের ছায়াঘেরা একটি গ্রাম বেকাশহরা ঘুরে এলো। ঢাকা-ময়মনসিংহ রোডের মাওনা চৌরাস্তা থেকে ডানে প্রায় ২০ কি:মি: পূর্বদিকে এই গ্রামের অবস্থান। যাত্রা শুরুর সময় থেকেই সকল টিম মেম্বারদের চোখে মুখে ছিলে অত্যন্ত উৎসাহ উদ্দিপনা।

সকালে গাজীপুর চৌরাস্তায় নাস্তা সেরে প্রায় ১১:০০ টার মধ্যেই আমরা গন্তব্যে পৌঁছে যাই। এবারের ভ্রমনের উদ্দেশ্য ছিলো বাংলার গ্রামীণ পরিবেশে শীতকে বরণ করে নেয়া। ঢাকায় শীতের আমেজের ছোঁয়া না লাগলেও আমরা কিন্তু ঠিকই বেকাশহরা গ্রামে শীতের পরশ উপলব্ধি করতে পেরেছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই গ্রামের রাস্তা-ঘাট কুয়াশায় ঢেকে যায়। যা দেখে সকলেই স্মৃতি কাতর ও শিহরিত হয়ে পড়ে।

পরিকল্পনা অনুযায়ী রাতে আমরা চিকেন বারবিকিউ এবং পুকুরের তাজা মাছ সরিষা তেলে ভেজে ভোজন কার্য সম্পাদন করি। শীতের রাতে গ্রামের সরু রাস্তা, বড় দিঘী আর বটতলার বাজারে ঘুরে বাড়ানোর যে আনন্দ তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। গ্রামের প্রাচীন বাজারে গরম গরম জিলেপী, চা আর পিয়াজুর স্বাদ এখনো মুখে লেগে আছে।

দুপুরে গ্রামের পুকুর থেকে বড়শী দিয়ে মাছ ধরা, মাটির চুলায় সবাই মিলে রান্না করা, সে এক অসাধারণ স্মৃতি হয়ে আছে সবার মনে। রাতে নিজেদের মধ্যে বিভিন্ন ইনডোর গেমের প্রতিযোগীতা হয়। টানটান উত্তেজনায় দুইবারই বিজয়ী হয় আমাদের সবার প্রিয় শিল্পী লিলি ইসলাম ম্যাডাম।

অন্যতম আকর্ষণীয় ব্যাপার ছিলো নিস্তব্ধ শীতের রাতে বারান্দায় বসে ভূতের গল্প করা। যে গল্প শুনে সারা রাত ঘুমাতে পারেনি আমাদের টিমের মুরুব্বি এবং ঘুইরা খাই টিমের ছবি ও ভিডিওর কারিগর হিমেল সরকার।

ভ্রমন সংক্রান্ত ভিডিও ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। দেখা হবে শীঘ্রই।

টিম ঘুইরা খাই-এর পক্ষ থেকে শিল্পী লিলি ইসলাম ম্যামকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
01/11/2022

টিম ঘুইরা খাই-এর পক্ষ থেকে শিল্পী লিলি ইসলাম ম্যামকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

31/10/2022
টিম ঘুইরা খাই-এর পক্ষ থেকে শিল্পী গোলাম রব্বানী শামীম স্যারকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
21/07/2022

টিম ঘুইরা খাই-এর পক্ষ থেকে শিল্পী গোলাম রব্বানী শামীম স্যারকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘুইরা খাই - Ghuirakhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share