mrakhtarul

mrakhtarul My best like i travel

18/01/2024

১০০টি ইংরেজি শর্ট ডায়ালগ, কথা বলতে
যা প্রায়ই ব্যবহার হয়
✪ Definitely – অবশ্যই
✪ Let it pass - ছেড়ে দিন।
✪ Obviously – স্পষ্টত, সম্ভবত
✪ I’m off - আমি গেলাম।
✪ As if - যেন, কি যে হতো
✪ My goodness! - একি!
✪ How come - কি ব্যাপার?
✪ Damn it! - চুলায় যাক!
✪ What a surprise!- হটাৎ যে!
✪ Go to the devil! – গোল্লায় যাক!
✪ What about you? – তোমার খবর কি?
✪ What’s up - কি খবর?
✪ Carry on - চালিয়ে যাও
✪ Wow - বাহ, দারুন তো
✪ What a mess! - কি এক ঝামেলা!
✪ Oh s**t - ধ্যাত্তেরি
✪ Yes, go on - হ্যা, বলতে থাক
✪ Oh dear! - বলো কী!
✪ Hi guys - হ্যালো বন্ধুরা
✪ Good job! – সাবাশ!
✪ So what? – তাতে কি?
✪ Oh, no! - এ হতে পারেনা!
✪ Pay attention! - মনোযোগ দিন!
✪ It’s your turn - এবার তোমার পালা
✪ I'm at a loss - কি বলব ভেবে পাচ্ছিনা!
✪ Heiya! It is you I see - আরে তুমি যে!
✪ Oh! come on - আহ! একটু বুঝতে চেষ্টা
করো
✪ so so - মোটামোটি
✪ So be it - তবে তাই হোক
✪ Who cares! – কার কি যায় আসে!
✪ Excuse me - এই যে শুনুন
✪ Not a bit - একটুও না
✪ That’s fantastic - এটা সত্যি চমৎকার
✪ Next to nothing - বলতে গেলে কিছুই না
✪ Mind your language - ভাষা সংযত করো
✪ Come to the point – আসল কথা বল
✪ That's right - ঠিক বলেছেন
✪ To be frank - খোলাখুলি ভাবে বলতে
গেলে।
✪ Really pleased - সত্যি আনন্দিত
✪ I am delighted- আমি আনন্দিত ।
✪ So kind of you! - আপনার দয়া।
✪ Anybody home? - বাড়িতে কেউ আছেন?
✪ Keep quiet - চুপ কর
✪ No entrance - প্রবেশ নিষেধ
✪ It’s enough - যথেষ্ট হয়েছ
✪ What happened - কি হয়েছে
✪ What an idea! - কি বুদ্ধি!
✪ Well done - সাবাশ
✪ Indeed! - সত্যি!
✪ How peaceful! - কি শান্ত!
✪ Get lost - বিদায় হোন।
✪ Let me see - আমাকে দেখতে দাও
✪ Oh sure - ও নিশ্চয়ই
✪ Who knows! – কে জানে!
✪ Bulls**t! – বাজে কথা
✪ But who cares! - কে ধারধারে!
✪ No more buts - আর কোন কিন্তু নয়
✪ How so – তা কি করে হয়?
✪ I think so - আমি তাই মনে করি
✪ Calm down - শান্ত হও
✪ Let’s have a look - চল দেখি
✪ Let’s run away - চলো এক্ষুনি পালাই
✪ I am getting wet - আমি ভিজে যাচ্ছি
✪ I don’t care! – আমার কিছু যায় আসেনা!
✪ How else – আর কিভাবে?
✪ Little by little – ক্রমান্বয়ে।
✪ Is it so! - তাই নাকি!
✪ If you do care - যদি আপনি চান
✪ Have a good day - ভাল একটি দিন কাটাও।
✪ Let’s sit somewhere - চল কোথাও বসি
✪ So far so good - এ পর্যন্ত সবই ভালো
✪ I tend to think – আমার কেন যেন মনে হয়।
✪ I suppose so – আমিও সেটা ধারণা করছি।
✪ I don’t mind – আমি কিছু মনে করি না।
✪ If so, so what - যদি তাই হয় তাতে কী
✪ Keep your word – তোমার কথা রেখো।
✪ Nothing is impossible – কোন কিছুই অসম্ভব
নয়।
✪ Whatever (you want) – তুমি যা চাও।
✪ Whatever you do? – তুমি যা কর।
✪ Why should I care? – কেন আমি পরোয়া
করব?
✪ Something else – অন্য কিছু।
✪ Nothing else – অন্য কিছুই না।
✪ Talk sense - চিন্তা করে কথা বল
✪ Don’t say anymore – আর কিছু বলো না।
✪ Forget it - ও ভুলে যাও।
✪ What a pity- কি দু:খজনক ।
✪ Hold on - লাইনে থাকুন
✪ Do it at once! - এক্ষুনি কর!
✪ Speak with care - সাবধানে কথা বল।
✪ How strange! - কি অদ্ভুত!
✪ By the grace of Allah - আল্লাহার রহমতে
✪ How absurd! - কি বাজে বকছো!
✪ Good riddance! - যাক বাচা গেল!
✪ Just for asking - চাইলেই পাওয়া যায়
✪ Stand in queue - লাইনে দাঁড়ান
✪ No smoking - ধূমপান নিষেধ
✪ Let me digress - একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া
যাক
✪ I swear I will - কসম আমি করব ।
✪ I give up - আমি ছেড়ে দিয়েছি ।
✪ Pardon me - ক্ষমা কর
✪ If so, so what - যদি তাই হয় তাতে কী
✪ I suppose so – আমিও সেটা ধারণা করছি।
✪ Why should I care? – কেন আমি পরোয়া
করব?
✪ Is it so! - তাই নাকি!
✪ I am delighted- আমি আনন্দিত

✅ পড়া শেষে Done লিখতে ভুলবেন না।

✅ ইংরেজি সম্পর্কিত আরো এইরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে
আমাদের পেইজটি Follow করে পাশে থাকুন।

রাজশাহী হাইটেক পার্ক l Star Cineplex l আই বাঁধ | বঙ্গবন্ধু হাইটেক পার্ক সম্পর্কিত তথ্য https://youtu.be/_8mRe7ENPbM   #আ...
14/12/2023

রাজশাহী হাইটেক পার্ক l Star Cineplex l আই বাঁধ | বঙ্গবন্ধু হাইটেক পার্ক সম্পর্কিত তথ্য https://youtu.be/_8mRe7ENPbM

#আইবাঁধ # HighTechPark

29/05/2023
Code1004একটি মেয়ে বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিলো এবং তার স্বামীকে হত্যা করতে চাচ্ছিলো। একদিন সকালে সে তার মায়ের ক...
14/01/2023

Code1004
একটি মেয়ে বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিলো এবং তার স্বামীকে হত্যা করতে চাচ্ছিলো। একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বললো- “আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর তার বাজে কথা সমর্থন করতে পারছি না। আমি তাকে হত্যা করতে চাই, তবে আমি ভয়‌ও পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে। তুমি কি দয়া করে এ বিষয়ে সাহায্য করতে পারো, মা?”

মা উত্তর দিলেন- “হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে।”

মেয়ে জিজ্ঞাসা করলো- “কি কাজ মা? আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি।”

মা বললেন- “ঠিক আছে, তাহলে শোনো:-

১. তোমাকে প্রথমেই তার সাথে শান্তি স্থাপন করতে হবে, যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে।

২. তার কাছে তরুণ এবং আকর্ষণীয়া দেখাবার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে।

৩. ভালো করে যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় ও কৃতজ্ঞ হতে হবে।

৪. তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে; বেশি মনোযোগী হতে হবে, আরও শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে।

৫. প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না, এমনকি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায়, তবুও।

৬. তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না, সবসময় শান্তি এবং ভালবাসা বজায় রাখতে হবে। যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে।

৭. তার কোন চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না। সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দিবে।”

এরপর মা জিজ্ঞাসা করলেন, “তুমি কি এগুলো সব করতে পারবে?”

মেয়ে জবাব দিল, “হ্যা, আমি পারবো।”

মা বললেন, “ঠিক আছে, তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দিবে; এটাই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে।”

৩০ দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সুরে মিনতি করে বললো “মা, এখন আর স্বামীকে হত্যার কোনও ইচ্ছা আমার নেই। আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি কারণ সে পুরোপুরি বদলে গেছে। সে এখন আমার কল্পনার চেয়েও খুব ভালো স্বামী। এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কী করতে পারি? আমাকে সাহায্য কর!”

মা উত্তরে বললেন- “ভয়ের কিছু নেই, তুমি চিন্তা করো না। ঐদিন আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম তা ছিলো হলুদের গুঁড়া। যা কখনই তার মৃত্যুর কারণ হবে না। সত্যি কথা বলতে কি- তুমি নিজেই ছিলে এমন একটি বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলো।”

শিক্ষা:- সর্বপ্রথম নিজের ভুল বা দোষগুলো চিহ্নিত করে সংশোধন করা।

টপিক নিয়ে কিভাবে কাজ করা যায়?বিগত কয়েক মাসে গুগলের আপডেটে এসইও জগতে অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন এসেছে কিওয়ার্ড রিসার্স...
18/12/2022

টপিক নিয়ে কিভাবে কাজ করা যায়?
বিগত কয়েক মাসে গুগলের আপডেটে এসইও জগতে অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন এসেছে কিওয়ার্ড রিসার্সে।
পুর্বে আমরা নির্দিষ্ট কিছু লো-কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করতাম এবং যথারীতি সেগুলা রেংক করত। এগুলা কোনো টপিক ধরে করা হত না, শুধু কিওয়ার্ড নির্ভর ছিলো।
কিন্তু বর্তমানে টপিকের উপর নির্ভর কাজ করতে হবে বেশি কিওয়ার্ডের চেয়ে। এখন আপনার মনে হতে পারে টপিক এবং কিওয়ার্ড একই জিনিষ তবে আমি কেনো আলাদা বলছি? আসলে বিষয়টি এক মনে হলেও এক নয়।
টপিক ভার্সেস কিওয়ার্ড
টপিক হল একটি বিষয়ের (Dog) মূল বিষয় অথবা ধারণা (Dog care)। এটি হলো একটি বিষয়ের বড় ধারনা। আর কিওয়ার্ড হলো সেই টপিকের স্পেসিফিক ওয়ার্ড, সেন্টেন্স যা টপিকের একটি অংশ বর্ননা করতে হেল্প করে।
উদাহরনঃ যদি টপিক হয় "the benefits of exercise" তাহলে এর কিওয়ার্ড হবে "fitness," "health," and "wellness"। এই কীওয়ার্ডগুলি টপিকের মূল বিষয় চিহ্নিত করতে এবং বর্ণনা করতে সাহায্য করে এবং ভিজিটরদের জন্য বিষয়বস্তু খুঁজে পাওয়া এবং বুঝতে সহজ করে।
SEO তে কীওয়ার্ডগুলি ব্যবহার করা হয় যাতে সার্চের ফলাফলে টপিককে উপরে রেংকে সাহায্য করে এবং একটি নির্দিষ্ট বিষয়ে তথ্য অনুসন্ধান করা লোকেদের কাছে আরো সহজ করে তোলে।
অল্প কথায় বুঝানোর চেষ্টা করলাম ঘুরিয়ে না বলে। আরো ভালোভাবে বুঝতে নিজের লিংকে যেতে পারেন।
ডিটেইলস পড়ে নিনঃ https://blog.marketmuse.com/the-difference-between-keywords-and-topics/
টপিক ধরে তাহলে কিভাবে আগানো যায়?
টপিক ধরে আপনাকে কিওয়ার্ডের দিকে ধাবিত হতে হবে। এতে আপনার অনেক কাজ ইজি হয়ে যাবে। ধরেন আপনার নিশ ডগ কেয়ার। এখন আপনাকে খুজে বের করতে হবে এটার ভিতর কি কি টপিক কভার করা যায়।
Dog Care
Dog food
Dog health
Dog seasonal care
প্রতিটাই এখানে টপিক। আর টপিকগুলা অনেক বড়। এটাকে আরো ছোটো করতে হবে।
Dog food
Dehydrated & Freeze-Dried
Dry
Food Toppers
Frozen
Veterinary Diets
Wet
এখান থেকে প্রটিটা সাব-টপিক ধরে আরো সাব-সাব টপিক বের করা যাবে। এগুলা ভিত্তি করে এবার আপনি কিওয়ার্ড রিসার্স করবেন। এভাবে কাজ করার অনেক সুবিধা রয়েছে।
অটোমেটিক টপিক্যাল রেলিভেন্স তৈরি হয়ে যাবে।
এদের মাঝে ইন্টারলিংকিং-এর কারনে আপনার সিলো স্ট্রাকচার নিয়ে আলাদা করে কাজ করতে হবে না।
গুগল আপনাকে ভালো চোখে দেখবে।
যে কোনো আপডেটে কবজ হয়ে কাজ করবে।
অথরিটি গেইন হয়ে যাবে।
ভিজিটরের কাছে বিশ্বাসযোগ্যতা এবং বিশ্বাস তৈরি করতেও সাহায্য করে।
এগুলাই আপনার ক্যাটাগরি হতে পারে যেটা নিয়ে অনেকে প্রব্লেমে পরেন।

There's a big difference between a topical approach and one relying on keywords. Discover how to use topics to quickly create expert-level content.

How long does it take for backlinks to index?It takes a few days for a new link to be indexed.Results show that a single...
08/12/2022

How long does it take for backlinks to index?
It takes a few days for a new link to be indexed.

Results show that a single backlink takes an average of 10 weeks to push a page to Google. If you are lucky enough to get a few links at once, you have a higher chance of surpassing other pages in the level of commentary.

How To Make Index Backlinks Quickly

Use the Google Search Console for quick reference. ...
Integrated Your Site With IndexNow. ...
Enter Backlink URLs. ...
Post Backlink URLs to Social Media. ...
Quick Index Backlinks with Web 2.0 Sites. ...
Post Backlink URLs to Your Website. ...
Send a video site map to Google
______________________________________________

Do you want my services to make your brand Authority? Want to get do-follow backlinks from Famous Media Publications and High Authority websites to your site?

PS: If you want to work with a Link Building Strategist who delivers results AND also values customer service. Drop me a DM. Might be worth a conversation?

Here's the link to my sites:
https://docs.google.com/spreadsheets/d/1sIgNL-T6JG2NfHA5jYcUUygGD_3VFrHfrbKIZUHQukY/edit?usp=sharing

Feel Free to connect with me!

Have a nice day.

Intro Advertising Avengers is a professional guest posting, link building, and content writing platform that helps businesses make their brand awareness worldwide. We provide high-quality content writing and link building services that help businesses grow their online presence. Our team of e...

প্রতিদিন ই অনেক ডোমেইন এক্সপায়ার হয়ে যাচ্ছে। একটি ভালো এক্সপায়ার ডোমেইন আপনাকে অনেক রকমের বেনিফিট দিতে পারে। অনেকেই আছি ...
04/12/2022

প্রতিদিন ই অনেক ডোমেইন এক্সপায়ার হয়ে যাচ্ছে। একটি ভালো এক্সপায়ার ডোমেইন আপনাকে অনেক রকমের বেনিফিট দিতে পারে। অনেকেই আছি যারা হুটহাট করে ডোমেইন কিনে ফেলি – পরে চেক করি দেখি নানা রকম সমস্যা। আমি নিজেও এমন সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তাই নিজের জন্য কিছু চেকপয়েন্ট তৈরী করে নেই যা আপনাদের সাথে শেয়ার করছি।
নোটঃ আপনাদের কোনো ইনপুট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।
০১। স্প্যামি বা অডাল্ট বা গ্যাম্বলিং সাইট ছিলো কি নাঃ প্রথমেই চেক করতে হবে আপনি যে ডোমেইন টি কিনতে চাচ্ছেন তা স্প্যামি বা অডাল্ট বা গ্যাম্বলিং কোনো কাজে ব্যবহার করা হয়েছে কি না। কিভাবে? আমরা জানি ওয়েব্যাক মেশিনে ওয়েব সাইটের পাস্ট হিস্টোরী থাকে। সেখান থেকে বিভিন্ন সময়ের কন্টেন্ট গুলো পর্যবেক্ষণ করতে হবে। প্রতি ড্রপের আগে ২-৪ টা দেখলে বুঝা যাবে সাইটের কন্টেন কি রকম ছিলো।
ওয়েব্যাক মেশিন লিংকঃ https://archive.org/web
এছাড়াও ওয়েব্যাক মেশিন ডাটা থেকে খেয়াল করবেন –
• নন ইংলিশ কন্টেন্ট ছিলো কি না - কারন আমরা বেশীরভাগ ইংরেজী তে সাইত তৈরী করি।
• হ্যাকিং রিলেটেড/ স্ক্রাপিং কন্টেন্ট/ মানহীন কন্তেন্ট ছিলো কি না
• সেই ডোমেইন এর সাইট কী-ওয়ার্ড স্টাফিং ছিলো কি না
• স্প্যামিং কোনো কাজে সেই ডোমেইন ব্যবহৃত হয়েছিলো কি না ।
স্প্যামিং ছিলো কি না সেটা বুঝতে নিচের বিষয় গুলো খেয়াল করতে পারেন।
o ০ (জিরো) অথোরিটি সাট থেকে আজাইরা ব্যাকলিংক করা
o একেবারেই সাইতের নিশের সাথে যায় না – এমন সাইট থেকে ব্যাকলিংক করা
o অনেক ক্ষেত্রে হিস্টোরী চেক করলে দেখা যায় রাশিয়ান বা চাইনিজ সাইতের সাথে ব্যাকলিংক করা
o ব্যাকলিংক এর ক্ষেত্রে স্প্যামি / ফিশি কিছু এয়াংকর টেক্সট ব্যবহার করা
০২। ব্রান্ডএবিলিটি চেক করাঃ অনেকেই চাই এক্সপায়ার্ড সুন্দর ডোমেইন কে ব্রান্ড হিসেবে গড়ে তুলতে। সুন্দর ও ছোটো নামগুল;ও অনেক আগেই বুক হয়ে গেছে। তাই এখন সেগুলো ফ্রি পাওয়া গেলে এক্সপায়ার্ড হবার সম্ভাবনাই বেশী। তাই ব্রান্ড হিসেবে ব্যাবহারের ক্ষেত্রে অবশ্যই SEO এর দিকে খেয়াল রেখে সকল বিষয় চেক করে নিতে হবে যেনো সামনের দিনগুলোতে সমস্যা না হয়।
তবে আপনি যদি পারসোনাল PBN, ৩০১ রিডাইরেক্ট বা কম সময়ের জন্য ওটোমেশন ইত্যাদি কাজে ব্যবহার করেন তবে দেখেশুনে নিতে পারেন।
০৩। এডসেন্স ব্যান কি নাঃ এফিলিয়েটের পাশাপাশি এডসেন্স ব্যবহারকারীর সংখ্যা কম না। আপনার যদি উদ্দ্যেশ্য হয় এডসেন্স ব্যবহার করা তবে এই অংশ টা আপনার জন্য। এডসেন্স ব্যান কি না এটা চেক করে নিতে পারেন খুব সহযে। এডসেন্স স্যান্ডবক্স নামের টুলটা এডস দেখায়। আপনি যে ডোমেইন নিতে চান বা আপনার বর্তমান কোনো সাইট এডসেন্স ব্লক কি না তা চেক করার জন্য বক্সে আপনার URL দিন, যদি এডস দেখায় তবে ঠিন আছে আর না দেখালে সেটা ব্যান!!!
এডসেন্স ব্যান কি না চেকিং লিংকঃ https://ctrlq.org/sandbox/
০৪। ট্রাস্ট ও সাইটেশন ফ্লো চেকঃ ম্যানুয়ালি সাইটের সকল ব্যাকলিংক চেক করা একটু কষ্টকর। এক্ষেত্রে একটা সহয উপায় হলো ম্যাজেস্টিক স্কোর। রুট ডোমেইন এ আপনার ডোমেইন দিন, ট্রাস্ট ফ্লো স্কোর দেখাবে। ম্যাজেস্টিক স্কোর হলো ১০০, তাই অন্তত যদি ২৫ বা তার বেশী থাকে তবেই বুঝা যাবে কোয়ালিটি ব্যাকলিংক আছে বা করা হয়েছে। যতো বেশি হবে স্কোর, ততোই ভালো।
০৫। ফেসবুক ব্যান কি নাঃ জ্বী, ঠিকই দেখছেন। অনেক ডোমেইন কেই ফেসবুক ব্লক করে দেয় নানা কারনে । এমন হলে না নেয়াই সাজেস্টেড। তবে আপনার যদি একান্তই প্রয়োজন হয় তবে এই কারণে না এড়িয়ে সেটা ফেসবুক সাপোর্টের মাধ্যমে ব্যান তুলে নেয়া সম্ভব। সেক্ষেত্রে একটা রিস্ক নিতে পারেন।
০৬। সার্চ কন্সোলে ম্যানুয়াল পেনাল্টি খেয়েছে কি নাঃ আমরা জানি সার্চ কনসোল এ ম্যানুয়াল একশন নামক টার্ম আছে। সেখানে দেখতে হবে আপনি যে ডোমেইন টা কিনতে চাচ্ছেন তাতে কোনো ম্যানুয়াল একশন (পেনাল্টি) নোটিফিকেশন আছে কি না। কিন্ত কথা হলো ডোমেইন কেনার আগেই কিভাবে চেক করবো? যদি কোনো ব্যাক্তি বা সেলারের কাছে কেনেন তবে সে আপনাকে হেল্প করতে পারবে। নতুবা এক্সপায়ার্ড ডোমেইন কিনলে কেনার পর পর ই সাইট সার্চ কনসোলে এড ও ভেরিফাই করে নেবেন। এরপর সম্পতাহখানেক অপেক্ষা করবেন। এখন চেক করে দেখেন কোনো নোটিফিকেশন আছে কি না। না থাকলে ভালোই আর যদি থাকে তবে তা এখানেই স্টপ করে রাখা ভালো।
০৭। গুগল ইনডেক্স চেকঃ জ্বী, ডোমেইন কেনার আগে চেক করে নেবেন। অনেক সময় অনেক আগের URL ইনডেক্স থাকে। সেখান থেকে সহযে বুঝা যায়। আবার অনেক সময় দেখা যায় হাই অথোরিটিভ ব্যাকলিংক থাকলেও ইনডেক্স থাকে না। এটা আসলে চেকিং এর মেইন ফ্যাক্তর না। থাকলে ভালো আর কি।
০৮। ডোমেইন ড্রপ চেকিংঃ ডোমেইন টুলস হু ইজ – থেকে চেক করে নিতে পারেন আপনার পছন্দ করা ডোমেইন টা কতোবার ড্রপ হয়েছে। ওয়েব্যাক থেকে দেখতে অনেক সময় ইস্যু থাকে, বাট এখানে সহযে ড্রপ টাইমলাইন দেখতে পারবেন বা চেক করতে পারবেন। ৫ বারের বেশী ড্রপ হয়েছে – এমন ডোমেইন কেনার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। এক্ষেত্রে হেলাফেলা না করে হিস্টোরিকালি সব চেক করে নিতে হবে। SEO ডাটা খুটিয়ে দেখতে হবে।
ডোমেইন টুলস হু ইজ লিংকঃ https://whois.domaintools.com/
এগুলো ছাড়াও যদি US বেজড কোনো ব্যবসা পরিচালনা করতে চান তবে অবশ্যই ট্রেডমার্ক চেক করে নেবেন।
US ট্রেডমার্ক ডাটাবেজ লিংকঃ https://www.uspto.gov/trademarks-application-process/search-trademark-database
হোক এক্সপায়ার্ড বা প্রিমিয়াম ব্বা সাইত, এক্ষেত্রে ডোমেইন খুব গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। এজন্য ডোমেইন কেনার আগে দেখে নেবেন। একদম ফ্রেশ নিলে আলাদা ইস্যু।

Rajshahi charucola
26/11/2022

Rajshahi charucola

Rabbit farme
02/11/2022

Rabbit farme

ছোট সোনা মসজিদ l চাঁপাইনবাবগঞ্জ - ভ্রমণ গাইড l Aholidaytourhttps://youtu.be/-_OWBAIPrgI
25/10/2022

ছোট সোনা মসজিদ l চাঁপাইনবাবগঞ্জ - ভ্রমণ গাইড l Aholidaytour
https://youtu.be/-_OWBAIPrgI

রাজশাহী ক্লিন সিটিসারা বাংলাদেশের পরিষ্কার-পরিচ্ছন্ন নগরায়নের মধ্যে এবং শিক্ষা নগরী হিসেবে সুনামখ্যাত রাজশাহীতে পদ্মার ...
23/10/2022

রাজশাহী ক্লিন সিটি
সারা বাংলাদেশের পরিষ্কার-পরিচ্ছন্ন নগরায়নের মধ্যে এবং শিক্ষা নগরী হিসেবে সুনামখ্যাত রাজশাহীতে পদ্মার পাড়ে বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ ক্যামেরাবন্দি করে l আপনাদের সামনে উপস্থাপন করেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে এবং AholidayTour https://www.youtube.com/c/AHoliDayTour এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when mrakhtarul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share