ঘোরাঘুরি

  • Home
  • ঘোরাঘুরি

ঘোরাঘুরি ভ্রমণ পিয়াসু

ট্যুর সংক্রান্ত যে কোন তথ্য এখানে শেয়ার করুন।
এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্ম নিরপেক্ষ পেইজ।
অনুগ্রহ করে অযাচিত কিছু শেয়ার করবেন না।
কারো মন্তব্য কে কটাক্ষ করবেন না।
ভ্রমণ পিপাসু মানুষের কিছুটা সহযোগিতা করাই এই পেইজটির মূল উদ্দেশ্য।

সালসা বীচ,কক্সবাজার।
19/08/2024

সালসা বীচ,কক্সবাজার।

17/07/2024

❤️

06/07/2024

📍DHORMOSHAGOR

28/06/2024

Peaceful Moments😊

16/06/2024
🥺
11/06/2024

🥺

এই ব্যাক্তিকে অনেকেরই চেনার কথা না। 🙂

তবে যারা নিজেদের ট্রাভেলার দাবী করি তারা উনার গল্পটা শুনতে পারেন। আসেন পরিচয় করাই দিই এবং কিছু গল্প কই। ব্যাক্তিটির নাম #মুন্না , উনি আজ 9/10 বছর ধরে নিখোঁজ।

এবার আসুন ভয়ানক গল্পটা জানি৷

আমাদের ট্রাভেল সেক্টরে বান্দরবান এ ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা হচ্ছে মুন্না ও জুবায়ের এর হারিয়ে যাওয়া। এই ট্রাজেডি তে আমরা হারিয়েছি বান্দরবান এর রুমা ও থাঞ্চি রুটের বেশ কিছু স্থানে ভ্রমনের অনুমতি। ২০১৫ সালে এরা হারিয়ে যাওয়ার পূর্বে প্রচুর ট্রাভেলারদের আনাগোনা ছিলো বাংলাদেশের অন্যতম সুন্দর ওই জায়গা গুলো তে।

একসময় রাইক্ষ্যাং, জাদিপাই, ডাবল ফলস, বাক্তলাই, জিনসিয়াম, তুইকুতুমু, রাইক্ষ্যাং জলপ্রপাত, সুনসান পাড়া, রুমা হয়ে সাকা হাফং,কপিতাল,থিনদলতে,লুংফের ভা সাইতার,ফাইপি,তারতে,তার পি সহ,
ঝিরিপথে বগালেক ভ্রমনপিয়াসু দের ছিলো অভয়ারণ্য। মোটামুটি নিজেস্ব প্লান সাজিয়ে স্থানীয় গাইড নিয়ে অথবা না নিয়ে অনেকেই সে সময় বান্দরবান এর এসব গহীন অঞ্চল থেকে ঘুরে এসেছেন।

কিন্তু ২০১৫ তে ঘটে যাওয়া সেই অপহরন পালটে দেয় অনেক কিছুই। কেওক্রাডাং পার হয়েই বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম, পাসিং পাড়া।
কিছু দুঃসাহসী ট্রেকার খুব বেশী পছন্দ করতেন এই অঞ্চল টা, প্রতি মাসে এখানকার মানুষের সাবলীল আচরন, তাদের খুব বেশী আপন মনে হতো।
তাই হয়তো দিনের পর দিন,শহুরে ক্লান্তি আর ব্যস্ততার ফাঁকে দু দন্ড প্রশান্তির খোজে ছুটে আসতেন।

কিন্তু,২০১৫ সালে হঠাৎ এএলপি (আরাকান লিবারেশন পার্টি, গুগল করলে এদের সম্পর্কে জানতে পারবেন) মুন্না- জুবায়ের, পাসিং কারবারির ভাই মাংসাই ম্রো কে সহ অজ্ঞাত কারনে রাইক্ষ্যাং খালের পাশের এক গ্রাম (শেপ্রু পাড়া) থেকে অপহরন করে নিয়ে যায়।এই নিরীহ মানুষ গুল এএলপি দের কোন উদ্দেশ্যের স্বীকার হয়, আমাদের নিজেদের বাংলাদেশের সীমারেখায়।আমরা হারাই মুন্না ভাই ও জুবায়ের ভাই কে। জুবায়ের ভাই যার কিনা এ অভিযান থেকে ফিরেই অস্ট্রেলিয়া পিএইচডি করতে যাবার কথা ছিলো।

তাদের খুজতে আর্মি-বিজিবি-পুলিশ তিন বাহিনীর যৌথ অভিযান চলে।
গোলাগুলি,মর্টার,প্রচুর আহত ও নিহত হবার ঘটনাও ঘটে।
কিন্তু ফিরে পাওয়া যায় নি মুন্না-জুবায়ের দের।

ফলাফল হিসেবে, আমরা পেয়েছি পার্বত্য অঞ্চলে ভ্রমনে অনিশ্চিত নিষেধাজ্ঞা।
কিন্তু কয়েকটা পরিবার হারিয়েছে তাদের আত্মীয়, তাদের ভাই, স্বামী, বাবা।

এ এমন এক অসহায়ত্ব, যে সন্তান রা জানে না বাবা আর ফিরবে কিনা?
স্ত্রী জানেন না, সে ফিরবেন কি না!
আর যদি উনাদের মেরেই ফেলে বাহিনীরা, তারও কোন হদিশ মিলেনি আদৌ মিলবেও না হয়ত।

যদিও বর্তমানে এই রুট গুলো স্বাভাবিক হচ্ছে ট্রাভেলাররা যাচ্ছে, কিন্তু মুন্না ভাইরা আর ফিরে আসবে না কখনই 🙂🙂

©তৌফিক তমাল ভাই

😔🥺
11/06/2024

😔🥺

10/06/2024

Rainy Day......

১৯৭৭ সালে কক্সবাজারে হোটেল খরচ!ছবি: কহিনুর আবেদিন
06/06/2024

১৯৭৭ সালে কক্সবাজারে হোটেল খরচ!
ছবি: কহিনুর আবেদিন

📍COX'S BAZAR,🇧🇩
02/06/2024

📍COX'S BAZAR,🇧🇩

😭😭
01/06/2024

😭😭

27/05/2024

Recalling our memory ❤️

16/10/2023

Winter 🌿

অর্ধাঙ্গিনীর গিফট ❤️
02/10/2023

অর্ধাঙ্গিনীর গিফট ❤️

Welcome to Maraytog 🙏
01/10/2023

Welcome to Maraytog 🙏

25/09/2023

অনেকদিন পর ডুবাডুবি 😄

এই ভাইটাকে আমি চিনিনা। কিন্তু যেহেতু মাঝেমধ্যে ভ্রমণ করে থাকি, যে কোন ভ্রমনকারী মানুষকে আমার ভালো লাগে। এই ধরনের অনাকাঙ্...
13/08/2023

এই ভাইটাকে আমি চিনিনা। কিন্তু যেহেতু মাঝেমধ্যে ভ্রমণ করে থাকি, যে কোন ভ্রমনকারী মানুষকে আমার ভালো লাগে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারোই কাম্য নয় 😔
পাহাড় প্রেমিক ভাই Mohammad Ataher Ishraq Rafi 😔 গতকাল সে আলীকদমের সাইংপ্রা ঝর্নাতে পড়ে গিয়ে আজ মারা গেছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।
আল্লাহ তাকে জান্নাত নসিব করুন ও তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।

Mostafizur Rahman ভাই আপনার ডায়লগ টা মনে আছে পাহাড়ে,ঝরনায়, ঝিরিতে গিয়ে মরে গেল ও শান্তি।
আসলে কি তাই?

বিশ্বাস করুন বাইক কেনার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। কারণ আমার খুব কাছের কয়েকজন মানুষকেই দেখেছি এবং প্রতিনিয়ত দেখছি বাইক এক্সিডেন্ট এর মৃত্যু। তাই কখনো বাইকের নেশায় জাগিনি।

কিন্তু ইদানিং পাহাড়েও ভ্রমন করতে গিয়ে অনেক মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হচ্ছে, আর তাই এখন ভয় লাগছে ভবিষ্যতে এই ছোটোখাটো ভ্রমণ গুলোর উপর থেকেও কি নেশাটা নষ্ট হয়ে যায় কিনা 🙄

বাইক চালান অথবা ভ্রমণ করুন সব সময় সাবধানে করুন।

11/08/2023

হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে,,,,



06/08/2023

02/07/2023

❤️🇧🇩

27/06/2023

বৃষ্টি এবং চা ☕😊

মহান বিজয় দিবস এর শুভেচ্ছা   বাংলাদেশ 🇧🇩🇧🇩
16/12/2022

মহান বিজয় দিবস এর শুভেচ্ছা
বাংলাদেশ 🇧🇩🇧🇩

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘোরাঘুরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share