Team AM Bangladesh Ltd

  • Home
  • Team AM Bangladesh Ltd

Team AM Bangladesh Ltd Travel Agency

11/03/2024
টাঙ্গুয়ার হাওর ট্রিপ- ❑ প্যাকেজঃ ★উইকেন্ডঃ (বৃহস্পতিবার -শুক্রবার- শনিবার,সরকারি ছুটি)০৬ জনের জন্যঃ ১১,৫০০/- (জনপ্রতি)০...
10/08/2022

টাঙ্গুয়ার হাওর ট্রিপ-
❑ প্যাকেজঃ

★উইকেন্ডঃ (বৃহস্পতিবার -শুক্রবার- শনিবার,সরকারি ছুটি)
০৬ জনের জন্যঃ ১১,৫০০/- (জনপ্রতি)
০৮ জনের জন্যঃ ৮,৯৫০/- (জনপ্রতি)
১০ জনের জন্যঃ ৭,৫০০/- (জনপ্রতি)
১২ - ১৪ জনের জন্যঃ ৬,৪০০/- (জনপ্রতি)
১৫ - ১৮ জনের জন্যঃ ৫,৫০০/- (জনপ্রতি)

★উইকডেতে (রবিবার - বুধবার) মূল (টোটাল) প্যাকেজের উপর ১0% ডিসকাউন্ট
________________

** আমাদের যাত্রা শুরু হয় সুনামগঞ্জ সদর থেকেই, লেগুনা/সিএনজি করে তাহিরপুর যাবার ঝামেলা ছাড়াই কমপ্লিট ওয়াটার লাইফ এর এক্সপিরিয়েন্স পাবেন আমাদের বোটে৷

❑ ট্যুর প্ল্যান:

দিন-০১:
★ স্বাস্থ্যবিধি মেনে আপনাকে ওয়েলকাম করার জন্যে অপেক্ষা করছি আমরা৷ সাত সকালে নৌকায় ভরপুর নাস্তা করে শুরু হবে আমাদের হাওর যাত্রা। সুরমা নদীর অপরূপ দৃশ্য দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হবার আগেই আমরা মাটিয়ানার হাওরে পৌছে যাবো। হাওরের থই থই পানি দেখতে দেখতে চা বিস্কুট/কেক দিয়ে হালকা নাস্তা করে নিন।

★ দুপুরের খাবার হতে হতে আমরা পৌঁছে যাবো মূল টাঙ্গুয়ার হাওড়ে। লাইফ জ্যাকেট পরে নিন, এইবার আপনাকে আমরা এক অদ্ভুত জলজ জীবনের অভিজ্ঞতায় নিয়ে যাচ্ছি৷ হাওড়ের স্বচ্ছ পানিতে সাঁতার কেটে টায়ার্ড হয়ে গেলে লাঞ্চ এর জন্যে নৌকায় ফিরে আসুন। হাওরের তাজা খানা খাদ্য দিয়ে একচোট ভুরিভোজ হবে এবার।

★ বিকালটা ওয়াচ টাওয়ারে কাটিয়ে আরেকবার হালকা নাস্তা করতে করতে আমরা চলে আসব শহীদ সিরাজ লেকে৷ যা কিনা নীলাদ্রি লেক নামেই বেশি পরিচিত৷ সূর্যাস্ত উপভোগ করে স্থানীয় বাজার ঘুরে চলে আসুন আবারও বজরায়৷ রাতের খাবার পর গান বাজনা/আড্ডায় সময় কাটিয়ে ঘুমিয়ে পরুন। আগামীকাল আরও একটি উপভোগ্য দিন অপেক্ষা করতেসে আপনার জন্যে।

দিন-০২:
★ এদিনের সকালটা মনে থাকবে সবার। একপাশে মেঘালয় পাহাড় আর টলটলা জলের মাঝে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করবেন আপনি।

★ সকালে নাস্তায় পর আমরা একে একে ঘুরে বেড়াবো বারিক্কা টিলা, শিমুল বাগান ও জাদুকাটা নদী। মেঘালয় পাহাড়ের পাশের এই স্পট গুলা একটার চাইতে একটা বেশি সুন্দর। মাঝে বোট জার্নিতে হরলিক্স বিস্কুট দিয়ে আরেকবার হালকা নাস্তা করে নিন।

★ এবার জাদুকাটা নদী বা হাওরের সুন্দর কোন প্লেস এ বোট থামিয়ে আবারও জলজ জীবনের স্বাদ নিতে পারেন চাইলে৷ লাইফ জ্যাকেট পরে নেমে পরুন পানিতে। ঘুরে ফিরে খুদা লাগলে লাঞ্চ করে নিন বোটে এসে।

★ বিকাল হবার আগেই রওনা হয়ে যাচ্ছেন আপনি সুনামগঞ্জ এর উদ্দেশ্যে। হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে ফিরে আসুন সুনামগঞ্জ শহরে।
________________
❑ বজরা ফুড মেন্যুঃ

নাস্তা-০১ঃ খিচুড়ি, ডিম ভাজি, আচার, সালাদ।

স্ন্যাক্স-০১ঃ চা, কেক/বিস্কুট।

লাঞ্চ-০১ঃ সাদা ভাত, আলু ভর্তা/সবজি, হাওড়ের তাজা মাছ ভুনা, মুরগী ভুনা, ডাল।

স্ন্যাক্স-০২ঃ নুডুলস

ডিনার-০১ঃ সাদা ভাত, হাঁস ভুনা, ডাল, কোক/মিষ্টি।

নাস্তা-০২ঃ খিচুড়ি/চিকেন আখনি, আচার, ডিম ভাজি৷

স্ন্যাক্সঃ০৩- চা, কেক/হরলিক্স বিস্কুট।

লাঞ্চ-০২ঃ সাদা ভাত, চিকেন রোস্ট/কারি, হাওড়ের মাছ ভাজা, মাছ ভর্তা, ডাল৷

স্ন্যাক্স-০৪ঃ কোক, কেক/বিস্কুট/চিপস।

* ফুড মেন্যু অলমোস্ট সেইম থাকবে৷ এভেইলেবিলিটির উপর ডিপেন্ড করে আইটেম আগে পরে হতে পারে৷
-----------------------------------------------

10/08/2022

Address


Telephone

+8801904099414

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team AM Bangladesh Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Team AM Bangladesh Ltd:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share