Fujira Tours and Travel

  • Home
  • Fujira Tours and Travel

Fujira Tours and Travel Tour and Travel

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে কলাগাছিয়া ফরেস্ট অফিসের ওয়াস টাওয়ারের সামনে মিষ্টি খাবার পানির পুকুরের কোনায় সুন্দরবনের...
30/06/2022

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে কলাগাছিয়া ফরেস্ট অফিসের ওয়াস টাওয়ারের সামনে মিষ্টি খাবার পানির পুকুরের কোনায় সুন্দরবনের পাহারাদার রয়েল বেঙ্গল টাইগার নামে পরিচিত এই (বাঘটিকে) দেখা গেছে।

কলাগাছি সুন্দরবনসাতক্ষীরা দিয়ে সড়কপথে সুন্দরবন
08/06/2022

কলাগাছি সুন্দরবন

সাতক্ষীরা দিয়ে সড়কপথে সুন্দরবন

আমাদের সাথে পাতায়া ভ্রমন করতে পারেন।
08/06/2022

আমাদের সাথে পাতায়া ভ্রমন করতে পারেন।

মাত্র ৭৬০০/- টাকায় সুন্দরবনে সবচেয়ে স্বল্পমূল্যে বাজেট ট্রিপ।(বোটে ১ রাত থাকা সহ)আমরা সাধারণত কোথায় ঘুরতে যাই?কেউ পাহাড়ে...
06/06/2022

মাত্র ৭৬০০/- টাকায় সুন্দরবনে সবচেয়ে স্বল্পমূল্যে বাজেট ট্রিপ।(বোটে ১ রাত থাকা সহ)
আমরা সাধারণত কোথায় ঘুরতে যাই?কেউ পাহাড়ে কেউ সমুদ্রে কিংবা কেউ ঝর্ণায় যেতে ভালবাসি। কখনো কি সুন্দরবনে ঘুরতে গিয়েছেন? একবার ভিন্ন কিছুর স্বাদ নিয়েই দেখুন।
আমরা সমুদ্রে ঘুরতে গেলে খোজ করি সী ভিউ রুম যেন রুম থেকে সমুদ্র দেখা যায় আবার পাহাড়ে গেলে মেঘ দেখা যায় এমন রুম কিন্তু আমাদের এইবারের ট্রিপে এরকম কোন রুম খুজতে হবেনা। কারন আমাদের রাত যাপনই যে করা হবে হাওড়ের বুকে নৌকায়। যেদিকে তাকাবেন পূর্নিমার আলোতে চিকচিক করবে জলরাশি, অদূরে দেখা যাবে শোনশান করা গ্রামের সাড়িসাড়ি ঘর,গাছপালা। এ এক অন্যরকম সৌন্দর্য্য। সাথে প্রিয় মানুষটি থাকলে সৌন্দর্য্যে বেড়ে যায় দ্বিগুণ। সাথে থাকছে রাত ভর গান বাজনা। একা কিংবা ফ্যামিলি সবাই যেতে পারবেন আমাদের এই ট্রিপে।
আসুন এক নজরে দেখে নেই এই ট্রিপে কি কি থাকছেঃ-
বাস - শ্যামলী/হানিফ/সমমানের বাস--নন এসি
ভ্রমণের ব্যপ্তিকাল - ৩ রাত ২ দিন
★ট্রিপ এ যেভাবে বুকিং করতে পারেনঃ
বিকাশঃ01745898079
★বুকিং বা ট্রিপ সংক্রান্ত যেকোনো প্রয়োজনেঃ
01705949518 (Shajib)

★বুকিং মানিঃ ১৫০০(বিকাশ ১৫৩০ টাকা)
(বুকিং মানি অফেরতযোগ্য)
🔷 যা যা ঘুরে দেখবোঃ-
➡️সুন্দরবন
➡️নলতা শরিফ
➡️নীলডুমুর
➡️বুড়িগোয়ালীনি
➡️মন্টুর বাগান
➡️ইকো পার্ক
➡️বংশীপুর শাহী মসজিদ
➡️কালিমন্দির
➡️গোপালপুর পার্ক

◻️প্যাকেজে যা যা থাকবেঃ-
💠ঢাকা-সুন্দরবন-ঢাকা আসা যাওয়ার খরচ
💠২ দিনে ৬ বেলা মূল খাবার।
💠সকল প্রকার এন্ট্রি ফি
💠 সাতক্ষীরা বাইক খরচ
💠 লোকাল ট্রান্সপোর্ট
💠লাইফ জ্যাকেট
💠 অভিজ্ঞ হোস্টিং

🔶প্যাকেজে যা যা থাকছে নাঃ-
🔻ব্যক্তিগত কোন খরচ।
🔻মেডিসিন।
🔻আসা-যাওয়ার রাতের খাবার।

🟧 খাবারে যা যা থাকছেঃ-
ডে-০১:
➡ সকালের নাস্তা:
🔸ভূনা খিচুরি+ডিম ভাজা+আচার+আলু ভর্তা।
➡ দুপুরের খাবার:
সাদা ভাত + হাওড়ের মাছ রুই/🔸বোয়াল+গুড়া মাছের চ্চচরি/সবজি+আলু ভর্তা+বেগুন ভর্তা+ডাল+সালাদ
➡ বিকেলের স্ন্যাকস:
🔹নুডুলস + চা
➡ রাতের খাবার:
🔹সাদা ভাত+ মাংস+আলু ভর্তা+সবজি+ আলু ভর্তা+শুটকি ভর্তা/মাছ ভর্তা+ডাল+সালাদ
ডে-০২:
➡ সকালের নাস্তা:
🔸খিচুরী+ডিম ভাজা+চাটনী+সালাদ+চা
➡ দুপুরের খাবার:
🔸সাদা ভাত + দেশী মুরগী+গুড়া মাছের চচ্চরি/সবজি+আলু ভর্তা+বেগুন ভর্তা+ডাল+সালাদ
➡ বিকেলের স্ন্যাকস:
🔹ঝালমুড়ি + সিজনাল ফ্রুটস
🔹রাতের খাবারঃ হোটেলের মেন্যু অনুযায়ী, যেহেতু রাতের খাবার টা আমাদের মুন্সিগঞ্জ খেতে হবে 🙂
▪️বোটে সার্বক্ষণিক ফিল্টার/মিনারেল পানির ব্যাবস্থা থাকবে৷
▪️চা এর ব্যাবস্থা থাকবে।
==================================
ইভেন্ট ফি = ৭৬০০/- টাকা (কাপলদের ৯২০০/- টাকা জনপ্রতি)
◾ঢাকা টু ঢাকা ফুল প্যাকেজ, সম্পূর্ণ খরচ এই খরচের মধ্যেই!!
যোগাযোগঃ
Fujira Tour and Travels
"𝙼𝚊𝚔𝚎 𝚢𝚘𝚞𝚛 𝚘𝚠𝚗 𝚝𝚛𝚒𝚙 𝚠𝚒𝚝𝚑 𝚞𝚜"

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Fujira Tours and Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share