04/03/2022
# # #সাজেক ভ্যালি ও খাগড়াছড়ি ভ্রমন # #
❐ নারী ও শিশুবান্ধব ট্যুর, কোন হিডেন চার্জ বা ডিসকাউন্ট নেই।
✪ #ভ্রমণ_তারিখ:
12 - 15 মার্চ , ২০২২ইং।
# # ভ্রমণ_ব্যয়: সকল খরচ সহ (নন এসি বাসে )
* জনপ্রতি ৳ ৬৪৯০ (১ রুমে ৪ জন)
* জনপ্রতি ৳ ৬৮৯০ (১ রুমে ৩ জন)
* জনপ্রতি ৳ ৭৯৯০ (১ রুমে ২ জন/কাপল)
* জনপ্রতি ৳ ৯৯৯০ (১ রুমে ২ জন/কাপল, প্রিমিয়াম কটেজ)
👉 এসি বাসের জন্য অতিরিক্ত ১০০০ টাকা যোগ হবে।
👉 বিসনেস ক্লাস এসি বাসের জন্য অতিরিক্ত ১৬০০ টাকা যোগ হবে।
___________________________
বুকিং এর জন্য
☎️01911220190
________________________________________
২০২২ সালের মার্চ মাসের ১৩|১৪|১৫| তারিখ মেঘ পাহাড়ের স্বর্গরাজ্য দেশের অন্যতম আনিন্দ্য সুন্দর পর্যটন স্পট সাজেক ভ্যালিতে নীল আকাশে শুভ্র মেঘের লুকোচুরি উপভোগ করতে প্রিমিয়াম ট্রিপের প্লান করেছে।
** আমাদের রিসোর্টঃ
ক্লাউড নাইন/ডান্সিং ক্লাউড/ সাজেক ক্লাউড ভিউ/ দার্জিলিং রিসোর্ট/সাজেক ক্লাসিক রিসোর্ট / সমমানের।
** সাজেক সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে। নীলাভ আকাশে শুভ্র মেঘের লুকোচুরি খেলা দেখলে সব আত্মাই সুখী হতে বাধ্য!
মেঘ যখন জানালা দিয়ে ঢুকে দরজা দিয়ে বের হয়ে যাবে তখন মনও মেঘের মত নরম হয়ে যায়। সবাইকে ক্ষমা করে দিয়ে ভালোবাসতে ইচ্ছে করে, হৃদয় যেন হয়ে ওঠে ভালোবাসার মহাকাশ।
সবুজে ঢাকা পাহাড়। এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মাঝে সাদা মেঘ তুলোর মতো আটকে থাকে। ওপর থেকে দৃষ্টি মেললে যেনো মনে হয় সবুজ সমুদ্রের ঢেউ।
___________________________________________
* #ভ্রমণকাল : ৪ রাত ৩ দিন।
* #ভ্রমণ_রুট : ঢাকা - সাজেক - ঢাকা।
* #ভ্রমণ_বাহন : বাস এবং চান্দের গাড়ী।
* #রওনা_ও_ফেরার_স্থান : পান্থপথ, আরামবাগ বাস স্ট্যান্ড, ঢাকা।
___________________________________________
# এই ভ্রমণে উপভোগ করবো :
* মেঘের স্বর্গরাজ্য সাজেক ভ্যালি
* কংলাক পাহাড়
* রুইলুই পাড়া
* আলুটিলা গুহা
* রিছাং ঝর্ণা
* তারেং (যদি অনুমতি থাকে)
* জেলা পরিষদ পার্ক
সময় থাকা সাপেক্ষে সবগুলো।
___________________________________________
# # ভ্রমণে যা যা থাকছে :
* সকল ধরনের ভ্রমণ ব্যয় (ব্যক্তিগত বাদে)।
* ঢাকা - খাগড়াছড়ি - ঢাকা বাসের আপ-ডাউন টিকেট।
* খাগড়াছড়ি - সাজেক রিজার্ভ চান্দের গাড়ি।
* ভ্রমণে রাত্রিযাপনে সিঙ্গেল মেয়েদের রুম আলাদা/৷ মেয়েদের সাথেই হয়।
* সকল ধরনের এন্ট্রি ফি/টিকেট।
* প্রতিদিন ৩ বেলা মূল খাবার।( মোট 9 বেলা)
* সাজেক ভ্যালিতে রাতে বার-বি-কিউ ডিনার।
* সাজেকের ঐতিহ্যবাহী খাবার।
* দক্ষ ও ফ্রেন্ডলি গাইড।
* সম্ভাব্য গাইড : বাধন
________________________________________
# # যা_যা_থাকছেনা :
* যাত্রা বিরতিতে হাইওয়ে রেস্টুরেন্টের খাবার খরচ।
* ব্যক্তিগত ব্যয়।
* ভ্রমণ বিমা।
________________________________________
$$ বুকিং সিস্টেম
================
পুরোপুরি কনফার্ম থাকলে ২৫০০+৫০=২৫৫০/- টাকা (অফেরত যোগ্য) বিকাশ/নগদ/ ব্যাংক পেমেন্টের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে। কনফার্মের শেষ তারিখ আসন খালি থাকা সাপেক্ষে।
♦♦ বিকাশ/নগদ নাম্বার
=================
☎ 01911220190 ( personal )
# অ্যাডভান্স পেমেন্টের তারিখ অনুযায়ী যাত্রাপথের বাহনের সিট দেয়া হয়ে থাকে। এবং ফেরার পথে রিভার্স করা হয়। তবে বয়স, নারী এবং কারণ বিশেষে কেউ অগ্রাধিকার পেতে পারেন।
# রাষ্ট্রীয়, প্রাকৃতিক, রাজনৈতিকসহ যেকোনো কারণে ইভেন্ট বাতিল করতে হলে সকলের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হয়। সেক্ষেত্রে যদি কোনো ভর্তুকি যায় তাহলে বুকিং মানি থেকে কর্তন করা হতে পারে।
# আর ইভেন্টের তারিখ আগাতে/পেছাতে হলে এবং তাতে ভ্রমণ ব্যয় বেড়ে গেলে সবাই মিলে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়।
________________________________________
✪ #ভ্রমণ_বিবরণ :
#12 march 2022
* ঢাকা পান্থপথ অথবা আরামবাগ বাস কাউন্টার থেকে রাত ১১ টায় বাসে যাত্রা শুরু।
* শেষ রাতে বাসে বসে পাহাড়ি সাপের মত একেবেকে চলা উঁচুনিচু রোমাঞ্চ।
*13 march: সকালে খাগড়াছড়ি পৌছে যাবো। সেখানে নাস্তা করে রিজার্ভ গাড়ী নিয়ে রওনা দিবো সাজেকের উদ্দেশ্যে। দুপুরে সাজেকে পৌছে রুমে চেক ইন। দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে বিকালে হেলীপ্যাডে সূর্যাস্ত উপভোগ। সেখান থেকে ফিরে রাতে ইচ্ছেমত আড্ডা এবং সবার অংশগ্রহণে লাইভ বার-বি-কিউ। বার-বি-কিউ খাবারের পর সুবিধাজনক সময়ে ঘুম।
#14 march খুব সাকলে ঘুম থেকে উঠে কংলাক পাহাড়ে যাবো সূর্যোদয় দেখতে। সেখান থেকে ফিরে সকালের খাবারের পর রেস্ট নিব |বিকালে কংলাক পাহাড় ঘুরতে যাব । ভরপুর আড্ডা সন্ধ্যায়। রাতে ব্যাম্বু বিরানি খাবার ব্যবস্থা।
# 15 march: খুব সাকলে ঘুম থেকে উঠে হেলিপ্যাডে যাবো সূর্যোদয় দেখতে। সেখান থেকে ফিরে সকালের খাবারের পর ১০.০০ টায় সাজেক ত্যাগ। সেখান থেকে খাগড়াছড়িতে দুপুরের খাবার খেয়ে ঝুলন্ত ব্রীজ, আলুটিলা, রিছাং ঝর্ণা ঘুরে বিকালে ফিরে আসবো খাগড়াছড়ি। রাতে খাবারের পর ১০.০০ এ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। চতুর্থ দিন সকাল ৬ টার আগেই ঢাকা পৌছে যাবো ইনশাআল্লাহ।
খাবার:
িন সকাল: পরটা , সবজী,ডাল, ডিম, চা।
িন দুপুর: ভাত, ডাল,সবজী, আলু ভর্তা,পাহাড়ি ঐতিহ্যবাহী ব্যাম্বো চিকেন।
িন রাত: পরটা , চিকেন বার বি কিউ , সস, সালাদ, কোক।
#২য় দিন সকাল: পরটা , সবজী,ডাল, ডিম, চা।
#২য় দিন দুপুর: ভাত, ডাল,সবজী, আলু ভর্তা,পাহাড়ি ঐতিহ্যবাহী ব্যাম্বো চিকেন।
#২য় দিন রাত: পরটা , ব্যাম্বু বিরিয়ানি , সস, সালাদ, কোক।
#৩য় দিন সকাল: খিচুড়ী, ডিম ভূনা, মরিচ ভর্তা, আচার।
#৩য় দিন দুপুর:ভাত,ভর্তা,ডাল, সবজি ,মাংস,
#৩য় দিন রাত: ভাত, ভর্তা, ডাল, সবজী, মুরগী /গরু/ মাছ।
___________________________________________
❑ কাপল, সিঙ্গেল ছেলে-মেয়েসহ যেকোনো বয়সের যে কেউ যেতে পারবেন এই অ্যাডভেঞ্চার & ইকো ট্রিপে। ফ্যামিলির সবাইকে সাথে নিয়েই আমাদের সাথে বের হয়ে পড়তে পারবেন।
❑ বাসের সিট বুকিং ডেট অনুসারে দেয়া হবে। তবে কারণ বিশেষে কেউ অগ্রাধিকার পাবেন।
❑ সিঙ্গেল মেয়েদের থাকার রুম আলাদা/মেয়েদের সাথেই হবে।
___________________________________________
❑ #ভ্রমণ_হোস্টঃ
il giro travelers
___________________________________________
❑ যোগাযোগ:
মোবাইল: 01911220190
👉 সাজেক ভ্রমণের ক্ষেত্রে Covid 19 Vaccine কার্ড সাথে রাখা জরুরী।
**আমাদের গ্রুপ লিংক:https://www.facebook.com/groups/341799396924642/permalink/633647617739817/