Ruby's Tourism― Sundarban

  • Home
  • Ruby's Tourism― Sundarban

Ruby's Tourism― Sundarban Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruby's Tourism― Sundarban, Travel Company, .
(19)

আমি নিজেকে ঠিক এই কারণেই খুব ভাগ্যবতী মনে করি। খুব কম সাধারণ মানুষই (জেলেদের কথা বাদ দিলে) হাতে নদীর বুকে বসে জ্যান্ত বা...
30/08/2022

আমি নিজেকে ঠিক এই কারণেই খুব ভাগ্যবতী মনে করি। খুব কম সাধারণ মানুষই (জেলেদের কথা বাদ দিলে) হাতে নদীর বুকে বসে জ্যান্ত বাঁশপাতা, লোটে বা তোপসে মাছ ধরতে পারে। আমি মাঝেমধ্যেই জেলে নৌকায় একবেলার সংসার পেতে উঠি। আমার দাদা, কাকা সম্বোধনে তারাও সহজেই সাড়া দেয়! কখনো মাতলা বা চৈতে বিদ্যার মুখে জেলে ডিঙির উপর বসে তাদের জাল ফেলা এবং তোলা দেখি... হাতে করে ধরি তাদের জালে ওঠা জ্যান্ত সব মাছ।

লোটে মাছের কামড় খেয়েছেন কখনো? ভয়ংকর কামড় দেয়। আর জ্যান্ত সুন্দরী কাঁকড়া! ছবিতেই আমার হাতে ধরা আছে তা...
😊

পুজোর শুরুর দুটোদিন সুন্দরবন ঘুরতে আসতে যোগাযোগ করুন! 1-2 অক্টোবর।📍 1 তারিখে জয়নগর স্টেশন থেকে আপনাদের পিকাপ করে নিয়ে ...
29/08/2022

পুজোর শুরুর দুটোদিন সুন্দরবন ঘুরতে আসতে যোগাযোগ করুন! 1-2 অক্টোবর।
📍 1 তারিখে জয়নগর স্টেশন থেকে আপনাদের পিকাপ করে নিয়ে আমরা সারাদিন গ্রাম্য পরিবেশের মধ্যে থেকে মাতলা নদী ভ্রমণ সেরে, বিকেলে বিদ্যার পাড়ে আড্ডা জমিয়ে পুজোর গন্ধে দিন কাটিয়ে দেবো। এই দিনের মধ্যে ঝড়খালি পার্ক পরিক্রম করবো আমরা। যেখানে পাবো রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির এবং শান্ত সবুজে থাকা পরিবেশ। থাকবো গ্রামের মধ্যেকার নির্জন এক হোমস্টে-তে (Non AC এবং ডাবল বেড)। সেখানেই খাওয়া-দাওয়া... খোলা বারান্দায় চেয়ার ছাড়ুন, সন্ধের পর মাদুর পেতে আড্ডা জমুক! (হোমস্টের ছবি রইলো নিচে)...
📍 2 তারিখ সকাল হবে আমাদের হেরোভাঙা নদীর পাড়ে। ঝড়খালি জেটিঘাটে। নৌকা দাঁড়িয়ে আমাদের অপেক্ষায়। পাস, গাইড নিয়ে আমরা বেরিয়ে পড়বো সুন্দরবনের জঙ্গলের উদ্দেশে। সজনেখালি, সুধন্যখালির বনঅফিস-ওয়াচ টাওয়ার, দোবাঁকির ক্যানপি ওয়াক ঘুরবো (যেখানে আমরা জঙ্গলের উপর দিয়ে খাঁচার মধ্যে হাঁটবো। আর বন্য জীবন মুক্ত...) যাবো প্রচুর খাল-খাঁড়ি। দেউলভারানি, ন'বাঁকি, চোরাগাজী ইত্যাদি খালের মধ্যে দিয়ে হবে আমাদের রোমাঞ্চকর যাতায়াত। চলবে চা, ব্রেকফাস্ট, ভরপুর লাঞ্চ...
সারাদিন নদী, খাল আর জঙ্গলে নৌকার উপর আমাদের দিন কেটে যাবে।
সন্ধের আগে আমরা নামবো ঘাটে। সুন্দরবনী নোনা গন্ধ আর একরাশ টাটকা স্মৃতি নিয়ে আমরা ঘরের অভিমুখে...
পৌঁছে যাবো ঠিক করে রাখা গাড়ি করে জয়নগর স্টেশন।

📍 মাথাপিছু 3300/-
📍 খাওয়া-দাওয়ার মেনু জানিয়ে দেওয়া হবে। তবে কাঁকড়া, দেশি মুরগি, নোনা মাছ, ফ্রায়েড রাইস। ব্রেকফাস্ট, সন্ধের খাবার, চা... সবই থাকবে।

📍বুকিং চলছে। একদম অল্প লোক নিয়ে আমি ট্যুর করাই, তাই আসতে ইচ্ছুক হলে একটু কথা বলে নিন আমার সঙ্গে!

সুন্দরবন বলতে আমার কাছে মূলত রিজার্ভ ফরেস্ট। অর্থাৎ জেলে-মৌলেদের ভাষায় দক্ষিণের বেড় বা বাদা। এটাকে একদিক দিয়ে অফবিট স...
24/08/2022

সুন্দরবন বলতে আমার কাছে মূলত রিজার্ভ ফরেস্ট। অর্থাৎ জেলে-মৌলেদের ভাষায় দক্ষিণের বেড় বা বাদা। এটাকে একদিক দিয়ে অফবিট সাইড সহজেই বলা যায়। পুবের বাদা অর্থাৎ টাইগার প্রজেক্ট অর্থাৎ সজনেখালি, সুধন্যখালির দিকে আমার আনাগোনা বড়ই কম।
এদিকে নিজের ঘোরা এবং লোকজনকে ঘোরানো আমার একটা প্যাশন বলা যেতে পারে। হ্যাঁ, প্যাশনই। পেশা ঠিক হয়ে ওঠেনি। কারণ এদিকে ঘোরানোর ক্ষেত্রে আমি আমার সঙ্গে আসা পর্যটকদের উন্নত ব্যবস্থাপনা দিতে পারি না। বড়ো Ac-ওয়ালা হোটেল, হোটেলে Wifi দিতে পারি না, ঝরঝরে খাবার পরিবেশন করতে পারি না, তাদের জন্য চকচক করা বাথরুম রাখতে পারি না। কারণ গোটা দুটো দিন, দুটো রাত— নৌকার সংকীর্ণ জায়গাতেই হয়ে ওঠে দশ-পনেরো জন মানুষের সংসার। সেখানেই খাওয়া-দাওয়া, ঘুমানো, টয়লেট সবই। সত্যি বলতে কী, ঠিকঠাক পেশাদারিত্ব দেখাতে পারি না। আমি চাই, মানুষ সুন্দরবন দেখুন! সুন্দরবনে এসে বিলাসিতা! উমম... মনে-প্রাণে একজন সুন্দরবনীর কাছে তা বড্ড বেমানান।
এটা অবশ্যই পেশাদার কোনো ট্যুর গাইড কাম অর্গানাইজারের বক্তব্য হতে পারে না। আগেই বললাম, আমি পেশাদার হতে পারিনি।
পর্যটকদের সমস্ত সুযোগ-সুবিধা বাড়তি বাড়তি দেখতে হবে। তাদের কথামতো সব ব্যবস্থা বাড়তি বাড়তি করে দিতে হবে। তাদের বেআইনি আবদারগুলো(সবটা জানিয়ে আনার পরেও) মাথা হেঁট করে মেনে নিতে হবে।
কিন্তু আমি তা পারি না। আমার অক্ষমতা সেটা।
অথচ কিছু মানুষ আমার সঙ্গে আসেন। আমার অক্ষমতা, নড়বড়ে ব্যবস্থাপনাকে প্রাণভরে উপভোগ করেন। কারণ তাদের সামনে আমি একটা গোটা, খোলা সুন্দরবনকে মেলে ধরি, সুন্দর পরিবেশনের মাধ্যমে... ব্যাস। এটুকুই গুছানো পারি।
💖🌼💚

 #পুজোর_দুটো_দিন   #সুন্দরবনের_ঘ্রাণ আমি সুন্দরবনের জঙ্গলের ট্যুর করাই। যেটা মূলতঃ অফবিট সাইড। তবে এখন তো সেইদিকের পাস ব...
21/07/2022

#পুজোর_দুটো_দিন #সুন্দরবনের_ঘ্রাণ
আমি সুন্দরবনের জঙ্গলের ট্যুর করাই। যেটা মূলতঃ অফবিট সাইড। তবে এখন তো সেইদিকের পাস বন্ধ। তাই ট্যুরও বন্ধ। শুরু হবে নভেম্বর থেকে, তখন নৌকাতে টানা দুটো দিন দুটো রাত গভীর জঙ্গল আর বঙ্গোপসাগরের মোহনা ঘেঁষে লোকালয় থেকে অনেক অনেক দূরে ঘোরা হবে... রাত কাটবে খালের মধ্যে নৌকাতে। যাকগে সে কথা। যখন এখন সেদিকে যেতেই পারবো না।
অফবিট সাইডে না গেলেও জঙ্গলে তো যেতেই পারি।
পুজোর শুরুতে 1 এবং 2 তারিখে একটা ছোট্ট ট্রিপ অর্গানাইজ করলাম। একদিন আমরা থাকবো গ্রাম্য পরিবেশের মধ্যে, গ্রাম্য পুজোর গন্ধ বুকে মেখে মাতলা, বিদ্যা নদীর পাড়ে পাড়ে ঘুরে রাত কাটাবো নির্জন এক হোমস্টে-তে... এই ছবিগুলোর জায়গাতেই প্রথমদিন কাটাবো আমরা। ছবিগুলো আমার ট্রিপের।
আর পরদিন আমরা নৌকা করে চলে যাবো টাইগার প্রোজেক্ট-এর জঙ্গলে। সারাদিন জঙ্গলের খাল-খাঁড়ি, বনঅফিস ঘুরে-দেখে সন্ধের মুখে ফিরবো।

গ্রাম্য পুজোর স্বাদ সঙ্গে জঙ্গলের নোনা ঘ্রাণ দুটোই কিন্তু পাওয়া গেল মাত্র দুটোদিনে...

আসতে চাও কেউ! তাহলে এখুনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বুকিংটা সেরে ফেলো।
7908342312 হোয়াটসআপ... মেসেজ করে দিও, বাদবাকি সব ডিটেলস বলছি(পরের কোনো পোস্টে)...

 #পুজোয়_সুন্দরবন (১-২ অক্টোবর― দুদিন, একরাত)হ্যাঁ, অনেকদিন আমিও সুন্দরবন যাইনি। চলুন একসঙ্গে পুজোর শুরুতে দুটোদিন সুন্দর...
16/07/2022

#পুজোয়_সুন্দরবন (১-২ অক্টোবর― দুদিন, একরাত)
হ্যাঁ, অনেকদিন আমিও সুন্দরবন যাইনি। চলুন একসঙ্গে পুজোর শুরুতে দুটোদিন সুন্দরবনের গন্ধ গায়ে মেখে আসি!
চলুন, চট করে প্ল্যানটা করে নিই!
📌সক্কাল সক্কাল এসে পৌঁছালেন আমার কাছে। কোনো চিন্তা নেই, শুধুমাত্র স্টেশনে নামলেই হবে। তারপর আমি থাকছিই!
প্রথমদিন আমরা একটু ঘুরপথে নৌকা করে মাতলা পাড়ি দিয়ে পৌঁছাবো ঝড়খালিতে। সবুজে ঢাকা, শান্ত এই গ্রামের মধ্যেকার একটা নিরিবিলি হোমস্টে আমাদের জন্য বরাদ্দ থাকবে। সেখানে ব্যাগপত্তর রেখে, ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়বো, আক্ষরিক অর্থে আমরা গ্রামের পুজোর গন্ধ মাখতে বের হবো। বিভিন্ন নির্জন-অফবিট জায়গা, নদীর পাড়, ঝড়খালির পার্ক ঘুরে একরাশ মুগ্ধতা নিয়ে আমরা আবার সন্ধেয় আস্তানা গাঁড়বো হোমস্টের স্বচ্ছ পরিবেশে। আড্ডা হবে জমাটি। পাশের পুজো মণ্ডপে ঢাকে তখন কাঠি পড়ে গেছে।
📌পরদিন একদম সকালে আমরা বেরিয়ে পড়বো, সুন্দরবনের উদ্দেশে। নৌকা ঘাটে দাঁড়িয়ে, আমি পাস কেটে, গাইড নিয়ে একদম রেডি। নৌকায় উঠে সকালের জমাটি টিফিন করে নিয়ে আমরা পাড়ি দেব সুন্দরবনের জঙ্গলের উদ্দেশে। টাইগার প্রোজেক্ট-এর বিভিন্ন-প্রচুর সরু খাল-খাঁড়ি ঘুরে, দোবাঁকি, সুধন্যখালি বনক্যাম্পে নেমে সুন্দরবন দর্শনের অর্ধেক কমপ্লিট করে আমরা বিকেল গড়িয়ে সন্ধেয় নামবো কৈখালি ঘাটে। আবারও ভয়ের কারণ নেই। আমার গাড়ি আপনাদের সযত্নে পৌঁছে দেবে স্টেশনে। নৌকাতেই হবে দুপুরের জমজমাট খাওয়া...
🤫মেনু কী থাকবে?
📌প্রথমদিন দুপুরে ভাত, সবজি, ডাল, স্যালাড, কাঁকড়ার মাখো ঝোল।
📌সন্ধেয় চিকেন পকোড়া, চা।
📌চা, ডাব থাকবে।
📌রাতে থাকবে নোনা মাছ সহযোগে সবজি, ডাল, ভাত...
📌নৌকায় সকালে ব্রেকফাস্ট থাকবে লুচি, আলু কাবলি ছোলার তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি।
চা তো থাকবেই।
📌কিছু বেলার দিকে থাকবে নোনা মাছ ভাজা।
📌দুপুরে থাকবে ফ্রায়েড রাইস, দেশি মুরগির মাংস, বেগুন বা পটল ভাজা, পাঁপড়, চাটনি, জোয়ান।
নামার আগে চা, বিস্কুট ইত্যাদি...

♦️মাথাপিছু পড়বে 3300 টাকা করে।(ড্রপ-পিকআপ সহ)
♦️হোটেলের এক রুমে দুজন/চারজন করে শেয়ারে থাকতে হবে...♦️
পুজোর দু'রকমের গন্ধ একসঙ্গে এক ট্রিপে পাবেন। এক তো গ্রাম্য পুজোর অস্বাদ, দুই পুজোর ঢাকের শব্দ কানে নিয়েও জঙ্গলের গহীনতায় হারানো...

আগ্রহী? এখুনি আমাকে কন্ট্যাক্ট করে নিন।

04/07/2022

কৈখালী নদী ঘাট

25/06/2022

আমাদের নদী ঘাট আর একটা অযাচিত সৌন্দর্য ❤️

গতকাল থেকে আমার সুন্দরবন ট্যুর সম্পর্কে জানতে প্রচুর মানুষ মেসেজ করছেন। তাদেরকে যতটা সম্ভব জানাচ্ছি। সঙ্গে এখানে ডিটেলসে...
23/04/2022

গতকাল থেকে আমার সুন্দরবন ট্যুর সম্পর্কে জানতে প্রচুর মানুষ মেসেজ করছেন। তাদেরকে যতটা সম্ভব জানাচ্ছি। সঙ্গে এখানে ডিটেলসে আরও একবার জানাই আমার 'অফবিট সাইড' ট্যুর সম্পর্কে!
📌আমি সুন্দরবন ঘোরাই। এবং সেটা সুন্দরবনের অফবিট সাইডে, রিজার্ভ ফরেস্টে।
(সুন্দরবনের সজনেখালী/দোবাঁকি/পাখিরালায়-র দিকে আমি ট্যুর করাই না...)
আমার অফবিট সাইডের ট্যুরের কয়েকটা জায়গার নাম বলি― কলস, গাজী, বাতাকাটি বালিয়াড়ি, বঙ্গোপসাগরের মোহনা, কুমলি। এবং বিভিন্ন সরু খালখাঁড়ি। যেমন, মোরগমারা, চুলকাটি, বাতাকাটি, কঙ্কালমারি... নদী পার হই মাতলা, ঠাকুরণ সহ পঞ্চমুখানীর বাঁক।
📌আমার ট্যুরে থাকা, খাওয়া সবই নৌকাতেই হয়। লঞ্চে আমি ট্যুর করাই না। একদম অল্প লোক থাকেন আমার ট্যুরে। ম্যাক্সিমাম 10-12 জন।
রাতে নৌকাতেই থাকা গভীর জঙ্গলের খালের মধ্যে। নৌকাতেই থাকার সমস্ত সু-ব্যবস্থা আছে। টয়লেট থাকে দু'ধরণের। ছাদে বসার সুন্দর ব্যবস্থা, সোফা-চেয়ার নিয়ে।
📌লোকালয় থেকে 70 কিমি দূরে আমরা পৌঁছে যাই, যেখানে কোনো বসতি নেই।
যেহেতু সম্পূর্ণ অফবিট সাইড এবং অনেকটাই দূরত্ব, তাই নরম্যালি একটু চার্জ বেশি পড়ে এই ট্যুরে।
গতবছর যেটা ছিল আড়াইদিন-দু'রাতে জয়নগর মজিলপুর স্টেশন থেকে পিকআপ এবং ড্রপ সহ সমস্ত কিছু মিলিয়ে মাথাপিছু 4250 টাকা করে।

📌তবে এই দিকের ট্যুর মার্চেই ডিপার্টমেন্ট কর্তৃক বন্ধ হয়ে যায়, অত্যাধিক ঢেউ এবং মাছ ধরা বন্ধ রাখার কারণে। আবার অক্টোবরে খুলবে। চলবে মার্চ অবধি।

(সদ্য চাক-ভাঙা টাটকা খোলসে ফুলের মধুর অর্ডার শুরু হয়েছে আমার ওয়েবসাইটে। rubysheikh.com থেকে চট করে নিজের অর্ডারটা করে দিন।)

সুন্দরবন বিশেষজ্ঞরাও বলেন, সুন্দরবনে যদি একটামাত্র নির্দিষ্ট ফুলের মধু হয়, তা হলো খোলসে/খলিশা ফুলের মধু। অর্থাৎ সুন্দরবন...
04/04/2022

সুন্দরবন বিশেষজ্ঞরাও বলেন, সুন্দরবনে যদি একটামাত্র নির্দিষ্ট ফুলের মধু হয়, তা হলো খোলসে/খলিশা ফুলের মধু। অর্থাৎ সুন্দরবনের ম্যানগ্রোভ খোলসে গাছের ফুলের মধু। এরপর থেকে বছরের বাকি সময়টায় সুন্দরবন থেকে পাওয়া সমস্ত মধু'ই কিন্তু এক বা একাধিক ম্যানগ্রোভের ফুল থেকে সংগৃহীত, মৌমাছি দ্বারা; খোলসের মতো কোনো একটা বিশেষ ফুল থেকে নয়...

খোলসে গাছের ফুল সাধারণত চৈত্র মাসে ফোটে। সুন্দরবনের জঙ্গলে এই সময় সরকারি দপ্তর থেকে প্রথম 'পাস' দেওয়া হয় মৌলেদের, বছরের প্রথম চাক ভাঙার অনুমতি স্বরূপ। যেহেতু চাক কাটা বা ভাঙার বছরের শুরু, তাই এটাকে 'প্রথম কাট' বলা হয়... এবং একমাত্র যে 'কাট'-এ শুধুমাত্র খোলসে ফুলের মধু দিয়েই মৌলেদের হাঁড়ি ভরে।
চৈত্র মাস। প্রথম কাট।
মৌলেরা জঙ্গল গভীরে জীবনের বাজি রেখে একটা ফুলের উপর বসা মৌমাছির গতিপথে শকুনের দৃষ্টি রেখে জঙ্গলের ঠাস বুননে শরীর ছিঁড়ে, বাঘের ঘরে পা ঢুকিয়ে, বন্য হিংস্রতাকে তোয়াক্কা না করে মধু নিয়ে বাসায় ফেরা মৌমাছিকে ধাওয়া করে। অবশেষে অনেক ক্লান্তি, অনেক ক্ষত এবং অনেক ক্ষতির পর খুঁজে পায় মধুতে টইটুম্বুর চাক...

চৈত্র মাস। প্রথম কাট।
ঠিক এই সময়ে জঙ্গলের অগভীরে ছড়িয়ে-ছিটিয়ে-আলো বাতাসের অনুকূলে জন্মানো খোলসে গাছের ফুল হয়। বনতল এবং বন-অঞ্চল খোলসে ফুলের মিষ্টি সুবাসে মাতাল হয়। মৌলেরা খোলসের ফুলের উপর বসা মৌমাছির উপর তীক্ষ্ম দৃষ্টি রাখে...

গুল্ম জাতীয় এই লবণাক্ত উদ্ভিদের ফুলের মধু একদম অন্যরকম। এর স্বাদ-গুণ যে কোনো ফুলের মধুকে হারাতে সর্বদা এগিয়ে। অদ্ভুত সুন্দর ঝাঁজ, পাতলা গড়ন, হালকা মিষ্টি স্বাদ― খোলসের মধুর অন্যতম বৈশিষ্ট্য।

“মধুরও এমন স্বাদ হয়!”― জিভের স্বাদকোরক বলতে বাধ্য, যদি তা হয় 'খাঁটি খোলসের খাঁটি মধু'....
@রুবি শেখ
👉এই খোলসে ফুলের মধু এবং পরবর্তী সময়ে মিশ্র ফুলের মধু আমি সারাদেশে সরবরাহ করে থাকি বেশ কয়েকবছর, সঠিক সরকারি ট্রেড পদ্ধতি মেনে এবং ফুড লাইসেন্স প্রাপ্ত হয়ে।
আমার ওয়েবসাইট থেকে কয়েকদিন পর থেকে সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ টাটকা এবং খাঁটি, সুন্দরবনের মধু।
👉ওয়েবসাইট লিংক rubysheikh.com

এছাড়াও যেকোনো প্রশ্ন এবং অর্ডার সম্পর্কিত জিজ্ঞাসার জন্য হোয়াটসআপ করতে পারেন আমাকে 7908342312/ https://wa.me/message/MQMI47GCKCBUK1

30/03/2022

নদীতে, নোনা গাছগুলোতে দখিনা বাওড়ের সুর লাগার শুরু... 💖🌼

4 তারিখে(সম্ভবনা) সুন্দরবনের পাস খুলছে। ট্যুর করার ইচ্ছা আর নেই। তবুও যদি গোটা গ্রুপ (কমপক্ষে ৮-১০ জন) আমার সঙ্গে আসতে চ...
31/01/2022

4 তারিখে(সম্ভবনা) সুন্দরবনের পাস খুলছে। ট্যুর করার ইচ্ছা আর নেই। তবুও যদি গোটা গ্রুপ (কমপক্ষে ৮-১০ জন) আমার সঙ্গে আসতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন।
আমার ট্যুর হয় সম্পূর্ণ অফবিট সাইড 'রিজার্ভ ফরেস্টে'। এই ট্যুর সম্পর্কিত ডিটেলস আমার এই পেজেই পাবেন। দিনরাত থাকা-খাওয়া সবই নৌকাতেই হয়।
মাথাপিছু 4250/- করে চার্জ।
পিকআপ-ড্রপ― জয়নগর মজিলপুর স্টেশন।

জানুয়ারি 22-24 ট্যুরের বুকিং চলছে। কোথায় ঘুরবেন আমার সঙ্গে! 🌼আমার ট্যুর অফবিট সাইড, রিজার্ভ ফরেস্টে হয়। পাখিরালায়, সজনেখ...
29/12/2021

জানুয়ারি 22-24 ট্যুরের বুকিং চলছে। কোথায় ঘুরবেন আমার সঙ্গে!
🌼আমার ট্যুর অফবিট সাইড, রিজার্ভ ফরেস্টে হয়। পাখিরালায়, সজনেখালীর দিকে নয়।
🌼অফবিট সাইড হওয়ায় লোকালয় না থাকায় থাকা-খাওয়া সবই নৌকাতেই হয়। নৌকাতেই সমস্ত সুযোগ-সুবিধা আছে।
🌼35-40 জন নিয়ে নয়, আমাদের ট্যুর হয় 10-12 জন নিয়ে। যাতে সাবলীলভাবে স্বাচ্ছন্দ্যর সঙ্গে আপনি সুন্দরবনকে প্রত্যক্ষ করতে পারেন।
🌼দুদিন দুরাতের চার্জ মাথাপিছু 4250 টাকা। জয়নগর মজিলপুর স্টেশন থেকে পিকআপ এবং ড্রপ করা হয়।
🌼বুকিং 1000 টাকা দিয়ে করতে হয়। বাকি টাকা নৌকায় উঠে ক্লিয়ার করতে হয়।
(বাকি ডিটেলস, খাওয়ার মেনু এই পেজে আগের পোস্টে পেয়ে যাবেন, বা যোগাযোগ করতে পারেন 7908342312 নম্বরে)

শীতের নোনা আমেজ গায়ে মেখে দুটোদিন সুন্দরবন ঘোরার আমন্ত্রণ রইলো। জানুয়ারির 22-24 তারিখে আমার সঙ্গে নৌকায় সুন্দরবন ভ্রমণে ...
10/12/2021

শীতের নোনা আমেজ গায়ে মেখে দুটোদিন সুন্দরবন ঘোরার আমন্ত্রণ রইলো। জানুয়ারির 22-24 তারিখে আমার সঙ্গে নৌকায় সুন্দরবন ভ্রমণে আসতে এখনই সীট বুক করে ফেলুন, মাত্র 12 জন আসবেন তো, দেরি আর কীসের? ডিটেলস জানতে আমাকে একটু মেসেজ করুন, অথবা এই পেজের আগের পোস্ট দেখুন।
💥আমরা সুন্দরবনের অফবিট সাইড রিজার্ভ ফরেস্ট ঘোরাই। সজনেখালীর দিকে আপাতত আমাদের ট্যুর নেই।
💥মাথাপিছু 4250 টাকা। থাকা-খাওয়া সবই বোটে। দু'দিন দু'রাত। জয়নগর মজিলপুর স্টেশন থেকে পিকআপ এবং ড্রপ।

আক্ষরিক অর্থে আমি সুন্দরবনের পেশাদার 'ট্রাভেল এজেন্ট' নই। 'বাঘ দেখাবো' কথা দিয়ে কাউকে আনতে পারি না। 'মদ এলাউ নয়' বলে ট্য...
07/12/2021

আক্ষরিক অর্থে আমি সুন্দরবনের পেশাদার 'ট্রাভেল এজেন্ট' নই। 'বাঘ দেখাবো' কথা দিয়ে কাউকে আনতে পারি না। 'মদ এলাউ নয়' বলে ট্যুরের পর ট্যুর ছেড়ে দিই। তবে হ্যাঁ, আমার সঙ্গে ট্যুরে যারা এসেছেন, আমি নিজে হলফ করে বলতে পারি, তারা অধিকাংশজন একটা পিকনিকের আমেজ পেয়েছেন নৌকাতে। নোনা হাওয়ার অঞ্চলে ভাসমান ঘরে বাস করে দু'বেলা ঘরানা আমেজ নিয়েছেন।
বাঘ দেখাতে পারিনি। তবে দু'চোখ ভরে স্নিগ্ধ-মায়াবী প্রকৃতিকে দেখিয়েছি, নদীতে ভাসতে থাকা বড়ো মাছ ঝুলে তুলে সেই মাছের ঝোল খাইয়েছি(ছবিতে দাঁতনে মাছ), হরিণের খেলার ছলে মাথা ঠোকাঠুকি প্রত্যক্ষ করিয়েছি, বঙ্গোপসাগরে মোহনার হোড়ার আরামদায়ক আওয়াজ শুনিয়েছি― সবাই সন্তুষ্ট হয়ে ফিরেছেন।
আমি সজনেখালী, সুধন্যখালীর দিকে ট্যুর করাই না। আমার ট্যুর অফবিট সাইড― রিজার্ভ ফরেস্টে হয়।

ডিসেম্বর 24-26 বুকড। জানুয়ারিতে একটা ট্যুর অর্গানাইজ করবো। যারা আসতে চান, কন্ট্যাক্ট করবেন। আমি বেশিজন নিই না ট্যুরে। বড়জোর 10-12 জন। আমার বোটেই থাকা-খাওয়া সবই।
বাকি ডিটেলস এই পেজের পোস্ট ঘাঁটলে পাবেন, নাহলে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবেন।
💖

প্রথমেই জানাই, আমি লঞ্চে নয় বোটে ট্যুর করাই। আমার ধারণা এবং অভিজ্ঞতা অনুযায়ী, লঞ্চের থেকে বোটে সুন্দরবনের খাল-খাঁড়ি 'ভ্র...
22/11/2021

প্রথমেই জানাই, আমি লঞ্চে নয় বোটে ট্যুর করাই। আমার ধারণা এবং অভিজ্ঞতা অনুযায়ী, লঞ্চের থেকে বোটে সুন্দরবনের খাল-খাঁড়ি 'ভ্রমণ' অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধে হয়। যদিও মতপার্থক্য থাকতেই পারে। থাকবে। তেমনই আমারও নিজের মত জানানোয় দ্বিধা থাকবে না কোনো...
এবার যে প্রশ্নগুলো ওঠে।
১. রাতে বোটে থাকবো, কেমন সেই বোট!
আপনার থাকার জন্য থাকছে বেড। দু'জন করে শুতে পারবেন একটা বেডে। দুটো বেডের মাঝে প্লাইউড দিয়ে আটকানো। সামনের দিক খোলা। একটু এডজাস্ট না করলে সুন্দরবন কেন কোনো ভ্রমণ'ই সফল হয় না।
আপনি সারাদিন ছাদে চেয়ার-সোফায় বসে সুন্দরবনের প্রাকৃতিক রস আস্বাদন করতে পারবেন যথেষ্ট সাবলীলতার সঙ্গে।
থাকছে দুটো টয়লেট। একটা দেশি, একটা কমোড। জল তুলতে আপনাকে হয় না। জলের ব্যবস্থা টয়লেটের মধ্যেই থাকে।
আপনারা একটা বোটে বড়জোর 12 জন থাকছেন। যথেষ্ট সাবলীলভাবেই সুন্দরবনকে দেখতে-বুঝতে পারবেন।

২. নৌকায় রাতে বাঘ উঠে আসে না!
নাহ। ট্যুরিস্ট বোটে বাঘ উঠতে পারে না। সম্ভব নয়। হয়ওনি কোনোদিন। বাঘ যতক্ষণ না পিছনের দুটো পা শক্তভাবে দাঁড় করাতে পারছে, ততক্ষণ সে লাফাতে পারে না, স্বাভাবিকভাবেই সে জলে সাঁতার কাটতে পারলেও নৌকায় ওঠার ক্ষমতা রাখে না। আর আপনারা থাকছেন নৌকার খোলে দরজা বন্ধ ঘরের মধ্যে।

৩. জলদস্যু উঠে আসে না!
না, মশাই। সেদিন আর নেই...

৪. আমরা হোটেলে থাকতে চাই!
সেটা আপনি রিজার্ভ ফরেস্ট ঘুরতে এসে সম্ভব নয়। রিজার্ভ ফরেস্ট ঘুরতে আমরা চলে যাই লোকালয় থেকে 65-70 কিলোমিটার দূরে। সেখানে কোনো লোকালয় নেই। তাই আমাদের খাওয়া-দাওয়া সবই জলের উপর, নৌকাতেই।
রিজার্ভ ফরেস্ট কী এবং এদিকে ঘোরার ব্যাপারে জানতে আমার আগে করা পোস্ট দেখতে পারেন, বা অপেক্ষা করতে পারেন নতুন পোস্টের। কোথায়, কীভাবে ঘোরানো হবে জানতে হলে দেখতে পারেন এই পোস্টটা, লিংক দিলাম https://m.facebook.com/story.php?story_fbid=432890781584592&id=102130367993970

নৌকাতে থাকা-খাওয়া নিয়ে কোনো সমস্যা আজ অবধি কারোর হয়নি। এবার একান্তই যদি কারোর মানিয়ে নেওয়ার ক্ষমতা একদমই শুন্য থাকে, সেক্ষেত্রে আমরা অপারগ।

সুন্দরবনে এলেন, অথচ জলের উপর নৌকায় জলের টানে টলতে টলতে রাত কাটালেন না! তাহলে সুন্দরবন ঘুরলেন কই আর!

এক অন্য সুন্দরবন দেখার আমন্ত্রণ রইলো। অবশ্যই আসুন...
আগামী 24-26 ডিসেম্বর ট্যুর। অথবা আপনি যদি 10-12 জন গ্রুপ করে আসতে পারেন, তাহলে নিয়ে নিন নিজস্ব পছন্দমতো ডেট...
যোগাযোগ 7908342312

22/11/2021

কলস ক্যাম্পের নির্জন খাল। পূর্ণিমা রাত। চারপাশ জ্বলছে এক মায়াবী স্নিগ্ধতায়। বড়ো অদ্ভুত রাতের এক পরিবেশ। পাশের ঘন-গহীন বন থেকে জঙ্গুলে আওয়াজ কানে আসতেও বাধ্য। আড্ডা জমে বসে নৌকার খোলা ছাদে। আড্ডা জমাটি করে নৌকার মাঝি-রাঁধুনি থেকে শুরু করে গাইডের অভাবনীয় যোগদান।
❤️
পরবর্তী ট্যুর ডেট 24-26 ডিসেম্বর। বুকিং চলছে।

সুন্দরবন ট্যুর🙂❤️ পরবর্তী ট্যুর ডেট 24-26 ডিসেম্বর। বুকিং চলছে।
21/11/2021

সুন্দরবন ট্যুর🙂❤️
পরবর্তী ট্যুর ডেট 24-26 ডিসেম্বর। বুকিং চলছে।

10/11/2021

নোনা শীত গায়ে মেখে হাতে গরম চায়ের কাপ নিয়ে যদি ঘন ম্যানগ্রোভ পারে নজর রেখে ঢেউ দুলানো জলের উপর পরিযায়ী পাখির আনমনা চলন দেখেন― কেমন লাগে বলুন তো!
🌼পরবর্তী ট্যুর 19-21 নভেম্বর। বুকিং চলছে।

10/11/2021

ট্যুর রিভিউ। ধন্যবাদ দিদি Swastayani
পরবর্তী ট্যুর 19-21 নভেম্বর। বুকিং চলছে।

09/11/2021

ম্যানগ্রোভের সৌন্দর্যময় সাম্রাজ্যে ঘুরতে আসার আমন্ত্রণ রইলো। কথা দিতে পারি, যদি প্রকৃত প্রকৃতি প্রেমিক হন, মুগ্ধ না হয়ে ফিরবেন না।
Ruby's Tourism― Sundarban আপনাদের দেখায় সম্পূর্ণ অন্য এক সুন্দরবন। চেনা ছকের বাইরে একটা গোটা 'সুন্দর' সুন্দরবন আপনার অপেক্ষায় সৌন্দর্যের পরত সাজিয়ে বসে আছে।
তাহলে দেরি কীসের? চলে আসুন! আর কদিন পর (১৯-২১ নভেম্বর― বুকিং চলছে) আমরা যাচ্ছি রিজার্ভ ফরেস্টে। নৌকায় রাত্রিযাপনের এক রোমহর্ষক অভিজ্ঞতা সঞ্চয়ের লোভ সংবরণ করতে অপারগ হন নাহয়! দুটো দিনের জন্য...

ধন্যবাদ বন্ধু❤️😊পরবর্তী ট্যুর 19-21 নভেম্বর। বুকিং চলছে। বাকি সমস্ত ডিটেলস পেজে পাবেন।
08/11/2021

ধন্যবাদ বন্ধু❤️😊
পরবর্তী ট্যুর 19-21 নভেম্বর। বুকিং চলছে। বাকি সমস্ত ডিটেলস পেজে পাবেন।

ট্যুরে কিছুটা টেনশন থাকে বয়স্কদের ভালো লাগা এবং খুশি হওয়া নিয়ে। আজ অবধি সেটায় আমি 99% সফল... 😊❤️
07/11/2021

ট্যুরে কিছুটা টেনশন থাকে বয়স্কদের ভালো লাগা এবং খুশি হওয়া নিয়ে। আজ অবধি সেটায় আমি 99% সফল... 😊❤️

পরবর্তী ট্যুর ডেট 19-21 নভেম্বর। 🏵️সম্পূর্ণ ট্যুর হয় রিজার্ভ ফরেস্টে। লোকালয় থেকে 65-70 কিলোমিটার ভিতরে ঘোরানো হয়। বালিয়...
07/11/2021

পরবর্তী ট্যুর ডেট 19-21 নভেম্বর।
🏵️সম্পূর্ণ ট্যুর হয় রিজার্ভ ফরেস্টে। লোকালয় থেকে 65-70 কিলোমিটার ভিতরে ঘোরানো হয়। বালিয়াড়ি-বঙ্গোপসাগরের মোহনা এই ট্যুরের অন্তগর্ত। থাকা-খাওয়া সবই নৌকাতে। নৌকায় সমস্ত সুবিধা আছে। যেহেতু সরু খালে রোমাঞ্চকর ভ্রমণ, তাই আমরা লঞ্চ নয়, নৌকাতেই ঘোরাই।
🏵️নৌকাতে থাকার জায়গা, এবং দু'ধরণের টয়লেট, সোফা-চেয়ারের সুবিধা আছে ছাদে।
🏵️জয়নগর স্টেশন থেকে পিকআপ এবং ড্রপ।
🏵️মাথাপিছু 4250... সর্বোচ্চ গেস্ট 12 জন।
🏵️খাওয়া-দাওয়া এবং ঘোরানোর সমস্ত ডিটেলস এবং বোটের ছবি― নিচের ছবিগুলোর মধ্যে আছে।

07/11/2021

ট্যুর রিভিউ❤️
ধন্যবাদ কাকু।
নেক্সট ট্যুর ডেট 19-21 নভেম্বর। বুকিং চলছে।

সুন্দরবনকে কম দেখে, বেশি ফিল করতে হয়।ছবি― গত দু'দিনে আমার তোলা।🏵️নেক্সট ট্যুর ডেট― 19-21 নভেম্বর। বুকিং চলছে।
06/11/2021

সুন্দরবনকে কম দেখে, বেশি ফিল করতে হয়।

ছবি― গত দু'দিনে আমার তোলা।
🏵️নেক্সট ট্যুর ডেট― 19-21 নভেম্বর। বুকিং চলছে।

একটা সহজ পার্থক্য বুঝুন, একটা ট্যুরে আপনি ১৫-২০ কিলোমিটার ঘুরছেন, তাও ৩০-৩৫ জন লোকের সঙ্গে, আর অন্য একটা ট্যুরে আপনি ৬৫-...
02/11/2021

একটা সহজ পার্থক্য বুঝুন, একটা ট্যুরে আপনি ১৫-২০ কিলোমিটার ঘুরছেন, তাও ৩০-৩৫ জন লোকের সঙ্গে, আর অন্য একটা ট্যুরে আপনি ৬৫-৭০ কিলোমিটার ঘুরছেন ১০-১২ জন লোকের সঙ্গে। দুটোর চার্জ কি কখনোই সমান হতে পারে?
হ্যাঁ, আমি টাইগার প্রোজেক্ট(সজনেখালী, সুধন্যখালি সাইড) আর রিজার্ভ ফরেস্টের পার্থক্য করতে এটা বললাম। সবার ট্যুর এঙ্গেল সমান হবে, তা তো নয়!
কিছুজনের কাছে শুনি, লঞ্চে নিয়ে যাবে, ঘোরাবে এদিক-ওদিক। এত কম চার্জ! আর তোমার কেন বেশি?
ওই যে সহজ হিসেব একদম উপরে। এবার পার্থক্যটা বুঝতে পারছেন!
১৫-২০ কিলোমিটার ঘোরা আর ৬৫-৭০ কিলোমিটার ঘোরায় একটা নৌকার তেলের দামের পার্থক্যটুকু বুঝুন, ব্যাস!
আর গাদাগাদি ভিড় নয়, যাতে নৌকাতে সুন্দরভাবে সুন্দরবনকে প্রত্যক্ষ করতে পারেন, তাই অল্পসংখ্যাক মানুষকে নিয়েই করাই ট্যুর।

ছবিতে যে বালিয়াড়ি দেখছেন, বালুবাটান আর লাল কাঁকড়া চরছে, ওটা পেতে আপনাকে আমার সঙ্গে লোকালয় থেকে ৬৫ কিমি দূরে যেতে হবে, একদম বঙ্গোপসাগরের মোহনায়। এবার পার্থক্যটা বুঝছেন!
🙂❤️

l ট্যুর ডেট― 4-6 নভেম্বর, 12-14 নভেম্বর এবং 19-21 নভেম্বর l 🌼অনেক তো চেনা পথে সুন্দরবন ঘুরলেন, এবার চলুন না একদম অচেনা অ...
01/11/2021

l ট্যুর ডেট― 4-6 নভেম্বর, 12-14 নভেম্বর এবং 19-21 নভেম্বর l
🌼অনেক তো চেনা পথে সুন্দরবন ঘুরলেন, এবার চলুন না একদম অচেনা অথচ প্রকৃত সুন্দরবনকে দেখে আসি! সজনেখালি, সুধন্যখালি―র ঘেরাটোপের বাইরে এক অদ্ভুত সুন্দর 'সুন্দর'বন আমার-আপনার অপেক্ষায়, নির্ভেজাল সৌন্দর্য সাজিয়ে অপেক্ষা করছে। সরু খাল-খাঁড়ি, হাজার বিঘা জমির সাদা বালির বালিয়াড়ি, বঙ্গোপসাগরের মোহনা...
🌼খালের মধ্যে নৌকাতে রাত্রিযাপন। নদীর জলে লাগা হাওয়ায় টলতে থাকা নৌকাতে বসে সুস্বাদু-ঘরোয়া রান্নার স্বাদগ্রহণ। গরম চা-কফির কাপ হাতে পাশে খালের বাড়ে অনুসন্ধানী চোখ রাখা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আস্বাদন করা।
🌼আমরা চলে যাই লোকালয় থেকে 60-65 কিলোমিটার গভীরে, একবারে সুন্দরবনের শিকড় ধরে এগোই। জনমানব নেই, লোকালয়ের মেকি ভিড় নেই, আছে শুধু নির্জন-নিবিড় প্রকৃতির অপার বিস্ময় আর সবুজ কচি পাতার শান্তি।
🌼আমরা লঞ্চে নয়, নৌকাতে ঘোরাই, সমস্ত সুবিধা পাবেন(থাকার পরিচ্ছন্ন বিছানা-পত্র, দু'ধরণের টয়লেট, ছাদে চেয়ার-সোফায় বসে অপরূপ সুন্দর প্রকৃতিকে দেখা...)
আমরা অসংখ্য গেস্ট নিই না। যাতে যে'কজন আসবেন, তারা সাবলীল-স্বাচ্ছন্দ্য বোধে সুন্দরবনকে আস্বাদন করতে পারেন, তাই আমাদের লোকসংখ্যা বড়জোর 12 জন থাকে।

🌼 #রিজার্ভ_ফরেস্ট #টোটাল_গেস্ট_12_জন (ম্যাক্সিমাম)
#মাথাপিছু_4250_টাকা #মেনু_ঘোরার_ডিটেলস_নিচে_ছবিতে #থাকা_খাওয়া_সবই_বোটে_জঙ্গলের_খালের_মধ্যে

🌼নৌকায় ওঠার স্থান এবং সময়― কুলতলীর কৈখালি রামকৃষ্ণ আশ্রম নদীঘাট। সন্ধে 5 টা।
👉পিকআপ করা হবে― জয়নগর মজিলপুর স্টেশন থেকে। (ট্রেনে শিয়ালদহ থেকে জয়নগর মজিলপুর স্টেশন মাত্র এক ঘণ্টা কুড়ি মিনিটের পথ)...

🌼নৌকা ছাড়ার সময়― পরেরদিন সকাল সাড়ে সাতটা।

🌼রাত্রিবাস― নৌকায়।
🛌প্রথম রাত― কৈখালির মাতলা নদীর অভিমুখে, জঙ্গলপাশে, নৌকায়।
🛌দ্বিতীয় রাত― কলস ক্যাম্পের ঘাটে, নৌকায়।

🛳️ভ্রমণসূচী🛳️
🌼প্রথম রাত শেষে সকালে নৌকা ছেড়ে মাতলা নদীর উপর দিয়ে মিনিট পঁচিশের নৌকা-যাত্রা শেষে ঝড়খালি পার্ক পরিদর্শন করে মাতলার উপর দিয়ে ঠাকুরণ নদীর সঙ্গমস্থল 'পঞ্চ-মুখানী' হয়ে বিভিন্ন খালের মধ্যে দিয়ে আকর্ষণীয় ভ্রমণের মাধ্যমে কলস ক্যাম্পে পৌঁছানো। এই খালগুলোর দু'পাশের জঙ্গলে পাবেন প্রকৃত 'সুন্দর'বনকে।
এবং অবশ্যই বন্য প্রাণীর দেখা মিলবে।(বাঘ দেখার গ্যারান্টি নেই যদিও...)

এরপর নৌকায় বসে স্নিগ্ধ গাজী বালিয়াড়ির অবর্ণনীয় সৌন্দর্যে চোখ রেখে সন্ধে নামানো। সুবিস্তৃত বালিয়াড়ির বুকে মিললেও মিলতে পারে বন্যতার সাবলীলতা।

দ্বিতীয় রাত্রিযাপনের জন্য সন্ধের মিষ্টি শীতলতা গায়ে মেখে সরু খাল ধরে ফেরা হবে কলস ক্যাম্পের ঘাটে।

🌼শেষদিন সকালে কলস ক্যাম্পের ঘাট থেকে নৌকা ছেড়ে চুলকাটি খালের মধ্যে দিয়ে ডান-হাতে ঝাউ-সমৃদ্ধ রূপসী কলস বালিয়াড়িকে রেখে পা-পা করে এগিয়ে বঙ্গোপসাগরের মোহনা।
বঙ্গোপসাগরের মোহনা থেকে বিদ্যধারী নদীতে পড়ে বাম-হাতে আগের বিকেলে আমাদের চাক্ষুষ করে যাওয়া গাজী বালিয়াড়িকে ফেলে এবং ডান হাতে টিপটিপ করে জেগে থাকা জিঞ্জিরকে (হলিডে আইল্যান্ড) চোখে ধরে বিদ্যা-যাত্রার প্রায় পরিসমাপ্তিতে আমরা ঐতিহ্যবাহী, প্রাগৈতিহাসিক তথ্য সমৃদ্ধ, অবহেলায় পড়ে থাকা অসংখ্য ইট এবং গৃহস্থালির মৃৎ-পাত্র বুকে আগলে আমাদের অপেক্ষায় থাকা কুমলিকে বিদায় জানিয়ে বিদ্যাকে পিছনে ফেলে স্ব-অহংকারে বিরাজমান ঠায় দাঁড়িয়ে থাকা সু-উচ্চ ওয়াচ-টাওয়ার, এবং নির্মল-শান্ত প্রকৃতিকে নিয়ে স্ব-অহংকারে বিরাজমান ঠায় দাঁড়িয়ে থাকা বনি-ক্যাম্পকে দেখা।

বনি-ক্যাম্প পরিদর্শন শেষে খালের মায়াবী-স্নিগ্ধ সবুজ পরিবেশকে দু'পাশে রেখে ফেরার পথ ধরা, মাতলায় পড়া, বান-চাপড়িকে বাম হাতে রেখে নৌকা কৈখালি রামকৃষ্ণ-আশ্রম অভিমুখে...
আমরা ফিরছি।

👉ড্রপ করা হবে― জয়নগর মজিলপুর স্টেশন।

(পুরো যাওয়া-আসার পথ জোয়ার-ভাটার সময়ের উপর নির্ভর করবে। উল্লেখ্য সমস্ত স্থান ঘোরানো হবে, তবে সেটা আগে-পিছে হতে পারে।)

🍲🍜খাওয়া-দাওয়া🍲🍜
১. প্রথম সন্ধে― বেগুনি-মুড়ি, চা
২. রাতে― ভাত, ডাল, সবজি/সবজি-ডাল, সামুদ্রিক মাছ ভাজা, মাছের তরকারি।

🍟দ্বিতীয়দিন🍟
১. সকালে― চা, বিস্কুট
২. ব্রেকফাস্ট― লুচি, কাবলি ছোলার তরকারি, মিষ্টি, কফি
৩. দুপুরে― ভাত, ডাল, সবজি/ সবজি-ডাল, দেশি মুরগীর মাংস, স্যালাড, চাটনি।
৩. বিকেলে― একটা ফল (আপেল)
৪. সন্ধে― চিকেন পকোড়া, মুড়ি, চা
৫. রাতে― ভাত, ডাল, সবজি/ সবজি-ডাল, কাঁকড়া/চিংড়ি/হাঁসের ডিমের ঝোল

🍟শেষদিন🍟
১. সকালে― চা, কেক
২. ব্রেকফাস্ট― এগ চাউমিন, কফি
৩. দুপুর― ফ্রায়েড রাইস, দেশি মুরগীর মাংস, স্যালাড, চাটনি, পাঁপড়, জোয়ান
৪. নামার আগে― চা, বিস্কুট

Ruby's Tourism― Sundarban
Contact― 7908342312
Gmail― [email protected]

নেক্সট ট্যুর ডেট 4-6 নভেম্বর। বুকিং চলছে।🌼দেশ-বিদেশের সর্বত্র ঘোরা। অথচ ৯০ বছর বয়সী ভদ্রলোকের শেষ জীবনের, শেষ ইচ্ছা চাগা...
29/10/2021

নেক্সট ট্যুর ডেট 4-6 নভেম্বর। বুকিং চলছে।
🌼দেশ-বিদেশের সর্বত্র ঘোরা। অথচ ৯০ বছর বয়সী ভদ্রলোকের শেষ জীবনের, শেষ ইচ্ছা চাগাড় দিয়ে উঠলো মানুষটার, সুন্দরবন যাবো। সুন্দরবন আসেননি আগে তা নয়, কিন্তু শেষ ইচ্ছা...
একদিনের মধ্যে আমি এই ট্যুরটা অর্গানাইজ করেছিলাম। নৌকা একবছর বসে। নৌকা একরাতের মধ্যে ঠিক করা হয়েছিল, তাও খামতি প্রচুর ছিল।
উনি খুশি হয়েছেন। আমাকে 'মেয়ে' ডেকেছেন। বারবার বলেছেন, আমার একটা মেয়ে হলে তুমি, আমার বাড়িতে একবার অবশ্যই যাবে, একটা রাত থেকে আসবে। তোমার ব্যবহারে আমি খুব খুশি।
আজ ভোরে উনি অসুস্থ হয়েছিলেন, খুব টেনশন হচ্ছিল। যদিও একদম সুস্থ শরীর নিয়েই ফিরলেন।
ওনার সুস্থতা কামনা করি। ভালো থাকুন এমন মানুষেরা🌼
ধন্যবাদ সোমনাথ দাদা। এতটা মানিয়ে নিয়ে, সুন্দরবন ঘুরতে আমাকে চুজ করার জন্য...

🏵️আমার নেক্সট ট্যুর 4-6 নভেম্বর। কিছু সীট খালি আছে। যদি কেউ আসতে চান, এখনই যোগাযোগ করুন।

এখানে অনেকগুলো ছবি আছে, আমার তোলা, গত দু'দিনের। সবগুলো দেখতে পারেন।

সুন্দরবনের রিজার্ভ ফরেস্ট ঘুরে দেখতে, এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করতে চলে আসুন আমার সঙ্গে। আগামী 4-6 নভেম্বর ট্যুর। এবং 12-...
16/10/2021

সুন্দরবনের রিজার্ভ ফরেস্ট ঘুরে দেখতে, এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করতে চলে আসুন আমার সঙ্গে। আগামী 4-6 নভেম্বর ট্যুর। এবং 12-14 নভেম্বর। বুকিং এখনই করে ফেলুন।

এক নতুন দৃষ্টিতে এক নতুন সুন্দরবনকে দেখতে হলে অবশ্যই আসুন আমার সঙ্গে। 4-6 নভেম্বর এবং 12-14 নভেম্বরের বুকিং চলছে। এখনই স...
10/10/2021

এক নতুন দৃষ্টিতে এক নতুন সুন্দরবনকে দেখতে হলে অবশ্যই আসুন আমার সঙ্গে। 4-6 নভেম্বর এবং 12-14 নভেম্বরের বুকিং চলছে। এখনই সীট কনফার্ম করুন। একদম অল্প লোকসংখ্যাই সাবলীলভাবে নৌকাতে সুন্দরবন ভ্রমণ করুন আমার সঙ্গে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruby's Tourism― Sundarban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruby's Tourism― Sundarban:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share