Beauty of Nature
আমাদের নদী ঘাট আর একটা অযাচিত সৌন্দর্য ❤️
#Sundarban
নদীতে, নোনা গাছগুলোতে দখিনা বাওড়ের সুর লাগার শুরু... 💖🌼
সুন্দরবন ট্যুর
কলস ক্যাম্পের নির্জন খাল। পূর্ণিমা রাত। চারপাশ জ্বলছে এক মায়াবী স্নিগ্ধতায়। বড়ো অদ্ভুত রাতের এক পরিবেশ। পাশের ঘন-গহীন বন থেকে জঙ্গুলে আওয়াজ কানে আসতেও বাধ্য। আড্ডা জমে বসে নৌকার খোলা ছাদে। আড্ডা জমাটি করে নৌকার মাঝি-রাঁধুনি থেকে শুরু করে গাইডের অভাবনীয় যোগদান।
❤️
পরবর্তী ট্যুর ডেট 24-26 ডিসেম্বর। বুকিং চলছে।
নোনা শীত গায়ে মেখে হাতে গরম চায়ের কাপ নিয়ে যদি ঘন ম্যানগ্রোভ পারে নজর রেখে ঢেউ দুলানো জলের উপর পরিযায়ী পাখির আনমনা চলন দেখেন― কেমন লাগে বলুন তো!
🌼পরবর্তী ট্যুর 19-21 নভেম্বর। বুকিং চলছে।
Sundarban tour
ট্যুর রিভিউ। ধন্যবাদ দিদি Swastayani
পরবর্তী ট্যুর 19-21 নভেম্বর। বুকিং চলছে।
Sundarban tour
ম্যানগ্রোভের সৌন্দর্যময় সাম্রাজ্যে ঘুরতে আসার আমন্ত্রণ রইলো। কথা দিতে পারি, যদি প্রকৃত প্রকৃতি প্রেমিক হন, মুগ্ধ না হয়ে ফিরবেন না।
Ruby's Tourism― Sundarban আপনাদের দেখায় সম্পূর্ণ অন্য এক সুন্দরবন। চেনা ছকের বাইরে একটা গোটা 'সুন্দর' সুন্দরবন আপনার অপেক্ষায় সৌন্দর্যের পরত সাজিয়ে বসে আছে।
তাহলে দেরি কীসের? চলে আসুন! আর কদিন পর (১৯-২১ নভেম্বর― বুকিং চলছে) আমরা যাচ্ছি রিজার্ভ ফরেস্টে। নৌকায় রাত্রিযাপনের এক রোমহর্ষক অভিজ্ঞতা সঞ্চয়ের লোভ সংবরণ করতে অপারগ হন নাহয়! দুটো দিনের জন্য...
ট্যুর রিভিউ সুন্দরবন
ট্যুর রিভিউ❤️
ধন্যবাদ কাকু।
নেক্সট ট্যুর ডেট 19-21 নভেম্বর। বুকিং চলছে।
বর্ষায় সুন্দরবন
ঝড়খালি যাওয়া এবং আসার পথে মাতলা নদীতে প্রবল বর্ষণে মুখে পড়লাম আমরা। অসাধারণ রূপ দেখলাম মাতলা নদী সঙ্গে সুন্দরবনের প্রকৃতির। এছাড়াও ঘোরাঘুরির(প্রকৃতি) ছোটো ছোটো ক্লিপ নিয়ে ভিডিওটা বানানো, ভালো লাগবে আশা করি। পুরো ভিডিওটা দেখুন https://youtu.be/SpbYRct7XL0
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ❤️
সুন্দরবন
বাঘের সঙ্গে মারামারি করে স্বামীকে ফিরিয়ে এনেছে বটে, কিন্তু তারপরের জীবন! সংসার সঙ্গে চিকিৎসার খরচ― বড্ড কঠিন এবং কষ্টদায়ক। চাইবো, ভিডিওটা শেয়ার হোক, সরকারি সাহায্য আসুক। কারণ আমরা ব্যক্তিগতভাবে কতটাই বা কী করতে পারি!
সুন্দরবন
কৈখালির আজ অবস্থা
সুন্দরবন
মাতলা ইয়াসের প্রভাবে
সুন্দরবন
মাতলা আজকেও ভয়ঙ্কর। জোয়ারে সব বাঁধ ভাঙবে
হেল্প ফর সুন্দরবন
সুন্দরবন এখনও বিপদে। এখনও এখানে 60-70 কিমি/ঘণ্টায় ঝড় বইছে। জোয়ার চলছে। যে বাঁধগুলো টিকে ছিল কোনোমতে স্থানীয়দের অভাবনীয় চেষ্টায়, সেগুলো ক্ষয়ছে।
👉পাখিরালা, দেউলবাটি-মইপিঠের একাংশ জলের তলায়।
👉বাগনা থেকে আসা ফোন আমার কাছে― দিদি, সারাদিন জলে ছিলাম। বস্তা নিয়ে বাঁধে ঠেক দিয়ে কোনোভাবে বাঁচিয়েছি। কিন্তু এখন যেভাবে ঝড় বইছে তাতে রাতে অঘটন ঘটতে পারে।
সুন্দরবনের জন্য সাহায্য পাঠাতে পারেন আমাকে।
UPI― sheikh.ruby@ybl
Rubi shek
Account number - 17322121028993
Ifsc- PUNB0173210
Branch― Kamaria
Oriental bank of commerce
Phonpe/googlepay 7908342312
টাকা পাঠিয়ে স্ক্রিন শট শেয়ার করবেন এই নম্বরে― 7908342312(Whatsapp)
Help for sundarban
#সুন্দরবনের_জন্য_সাহায্য_পাঠান
একে লকডাউন, তায় ইয়াস ঝড়ের প্রভাবে প্রবল জলস্ফীতিতে বাঁধের পর বাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়া নোনা জল... সুন্দরবনীরা ভালো নেই। ঘর ছাড়া।
সুন্দরবনের মইপিঠ, কুলির ট্যাক, দেউলবাটি, দয়াপুর, কাঁটামারি― আপাতত লক্ষ্যে।
কাল ফিল্ডে নামবো। খবর জানাবো। তবে এই ক'জায়গায় সাহায্য লাগবেই। এর বাইরেও লাগতে পারে।
আমার কাজ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এটুকু বলতে পারি, কাজশেষে পাই টু পাই হিসেবটা বরাবরের মতোই পাবেন। নিজের সামর্থ্য মতন সাহায্য পাঠাতে পারেন বিধ্বস্ত সুন্দরবনের জন্য।
একাউন্ট ডিটেলস―
UPI―
sheikh.ruby@ybl
ব্যাংক একাউন্ট―
Rubi shek
Account number - 17322121028993
Ifsc- PUNB0173210
Branch― Kamaria
Oriental bank of commerce
Phonpe/googlepay 7908342312
টাকা পাঠিয়ে স্ক্রিন শট শেয়ার করবেন এই নম্বরে― 7908342312(Whatsapp)
এই মুহূর্তে কে কত টাকা পাঠালেন হিসেব রাখা বা হিসেব পোস্ট করা হয়তো আমার পক্ষে পসিবল হবে না। কাজ শেষে সেটা করবো। তাই আ
সুন্দরবন। ইয়াস
মাতলার পাড়ে দেউলবাটি নদী বাঁধ ভেঙে গেছে
সুন্দরবন।
বাঁধ টপকে জল উপচে আসছে। কুলির ট্যাক।