27/10/2022
প্রাকৃতিক সৌন্দর্য আর স্থাপত্যের বিপুল ঐশ্বর্যে ভরপুর ইউরোপের এক অসাধারণ দেশ ‘ট্রেজার আইল্যান্ড’ খ্যাত স্টিভেনসনের স্কটল্যান্ড। ভারতের শিলং অনেকবার ভ্রমন করার পর স্কটল্যান্ডের প্রতি একটা মায়া জন্মে গেছে, এখন বুঝলাম শিলং কে কেন ‘ Scotland of the east’ বলা হয় । ইউকে আসার পর স্কটল্যান্ড দেখবো না তা কি করে হয়। “Harry Potter, series এর shooting spot (William/ Glen Coe) এবং কুছ কুছ হোতা হে movie “tum paas aaye yun muskraye গানের শুটিং spot (Eilean Donan, Glen Coe, Loch Lomond and Tantallon Castle) এই scotland e হয়েছে॥
#স্কটল্যান্ডের কিছু তথ্য গুগলঘেটে জানতে পারলাম …..
*স্কটল্যান্ড হলো গলফের জন্মস্থান।
*স্কটল্যান্ডের স্কচ হুইস্কি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ও মানসম্পন্ন হুইস্কি, একমাত্র স্কটল্যান্ডেই এ মদ তৈরি হয়।
* স্কটল্যান্ডে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি।
*প্রায় ৮০০ টি দ্বীপ নিয়ে স্কটল্যান্ড গঠিত।
*সর্বপ্রথম ফুটবল ম্যাচটিও খেলা হয় স্কটল্যান্ডে।
*সারা বিশ্বের অনুপাতে স্কটল্যান্ডে লাল চুলের মানুষ সবচেয়ে বেশি, দেশটির মোট জনসংখ্যার ১৩ শতাংশই লাল চুলের অধিকারী।
*স্কটল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো হ্যাগিস। ভেড়ার হৃদপিণ্ড, যকৃত ও ফুসফুস নিয়ে অনেক দিন যাবত সংরক্ষিত পাকস্থলীর সাথে একসঙ্গে সেদ্ধ করে এ খাবারটি প্রস্তুত করা হয়॥