Aviators Bangladesh

  • Home
  • Aviators Bangladesh

Aviators Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aviators Bangladesh, Tourist Information Center, .

আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে ব...
23/08/2023

আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
এরি মধ্যে তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে ঢাকা থেকে বিশ্বের ৩১ টি নতুন এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ।
1. Lufthansa Airlines ( Germany)
2. ITA Airways ( Italy)
3. Swiss Air ( Switzerland)
4. virgin Atlantic ( UK)
5. British Airline ( UK)
6.American Airlines ( USA)
7. Cyprus Air ( Cyprus)
8. Finn Air ( Finland)
9. Royal Brunei Air ( Brunei)
10. Japan Airlines ( Japan)
11. Korean Air ( South Korea)
12. Azur Air ( Russia)
13.Air Canada ( Canada)
14. ANA air ( Japan)
15.Qantas Airlines ( Australia)
16. Spirit of Australia Airlines ( Australia)
17.Air France ( France)
18. United Air ( USA)
20.Alaska Air ( Alaska)
European Airlines list
21. Wiss air ( Hungary)
22.KLM ( Netherlands)
23.Pegasus Airlines
24. Eurowings Airlines
25.EsyJet
26.LOT polish Airlines ( Poland)
27.Danish Air ( Denmark)
28. Greece Air ( Greece)
29. Austrian Airlines ( Austria)
30. TAROM Air ( Romania)
31.SAS Airlines ( Sweden)
বিশ্বের সকল বিমানের মিলনমেলায় পরিনত হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
বাংলাদেশের অর্থনিতি এগিয়ে যাবে প্রায় ৩৭%.

There’s a special kind of green in the Icelandic highlands.
17/08/2023

There’s a special kind of green in the Icelandic highlands.

20/08/2022
18/08/2021
বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় একটি বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, সেটি হলো আইনানুগভাবে কী কী জিনিসপত্র  আনা যাবে।  ...
18/08/2021

বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় একটি বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, সেটি হলো আইনানুগভাবে কী কী জিনিসপত্র আনা যাবে। শুল্ক না দিয়ে কত ইঞ্চি টিভি দেশে আনা যায় অনেকেই জানতে চান।
টেলিভিশন ২৯ ইঞ্চি পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন।
তবে ৩০ থেকে ৩৬ ইঞ্চি হলে ১০,০০০ টাকা শুল্ক দিতে হবে।
৩৭ থেকে ৪২ ইঞ্চি হলে ২০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৪৩ থেকে ৪৬ ইঞ্চি হলে ৩০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৪৭থেকে ৫২ইঞ্চি হলে ৫০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৫৩ থেকে ৬৫ ইঞ্চি হলে ৭০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
৬৬ ইঞ্চির থেকে এর বেশি হলে ৯০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
বিদেশ থেকে ঢাকায় বিমানবন্দরে এসে, সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন।
বিশেষ অনুরোধ, দয়া করে বিদেশে থেকে পুরাতন টিভি আনবেন না। দেশে আনার পর এসব টিভি নষ্ট হয়ে গেলে বর্জ্য পদার্থে পরিণত হচ্ছে।
যন্ত্রপাতিতে মানবস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য অনেক ক্ষতিকর উপাদান থাকে। সিসা, পারদ, ক্যাডমিয়াম, বেরিলিয়াম, লিড অক্সাইড প্রভৃতি ধাতব ও রাসায়নিক উপাদান মানুষের স্নায়ুতন্ত্র, যকৃৎ, বৃক্ক, হৃদ্যন্ত্র, ফুসফুস, মস্তিষ্ক, ত্বক ইত্যাদির জন্য ক্ষতিকর।

10/07/2021

প্রবাসীদের জন্য সুখবর দিল কাতার

কাতারে করোনা সংক্রমণ কমতে থাকায় বেশকিছু বিধিনিষেধ প্রত্যাহার করেছে দেশটির সরকার। করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়াদের জন্য হোটেল কোয়ারেন্টাইন বাতিল করল দেশটি।

এখন থেকে ছুটি কাটিয়ে কাতারে ফিরলে দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের জন্য উঠিয়ে নেওয়া হয়েছে হোটেল কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা। তবে যারা ভ্যাকসিন নেননি, তাদের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এত দিন দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও বাংলাদেশসহ বেশকিছু দেশের জন্য বাধ্যতামূলক ছিল হোটেল কোয়ারেন্টাইন।

তবে এখন থেকে দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা ছুটি কাটিয়ে কাতার ফিরলে থাকতে হবে না হোটেল কোয়ারেন্টাইনে। কাতার সরকারের এমন পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, যারা দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে তাদের কোয়ারেন্টাইন বাতিল করায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা কাতার সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
নতুন নিয়মানুসারে, কাতার আসার ফ্লাইটে ওঠার ১২ ঘণ্টা আগে এহতেরাজ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় সব কাগজ জমা দিয়ে একটি অনুমতিপত্র করে নিতে হবে। তবে যারা করোনা ভ্যাকসিন নেননি, তাদের ক্ষেত্রে কাতারে আসার আগে হোটেল কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নতুন বিধি নিষেধ আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ আদেশ ৫ জ...
06/07/2021

বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নতুন বিধি নিষেধ আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ আদেশ ৫ জুলাই থেকে কার্যকর।

প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে আসতে ২০ দেশের ওপর বিধি নিষেধ থাকলেও প্রবাসী কর্মীদের কাজে ফেরার সুবিধার জন্য বাংলাদেশে থেকে বিদেশে যেতে কোন বাঁধা নেই। আপনি যে দেশে যাবেন, সেই দেশের কোন নিষেধাজ্ঞা না থাকলে আপনি যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সেই দেশের বিধি নিষেধ অনুসরণ করে যেতে হবে।

বিধি নিষেধ দেওয়া হয়েছে ২০টি দেশের ওপর। দেশগুলো হচ্ছে, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ভারত, নেপাল, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ব্রাজিল, তিউনিশিয়া, বতসোয়ানা, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, কলম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া ও উরুগুয়ে।

এই ২০ দেশের বাইরে বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশে আসতে কোন বাঁধা নেই। বাংলাদেশ আসতে হলে অবশ্যই ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। ১০ বছরের কম বয়সী শিশুদের করোনা টেষ্ট করার প্রয়োজন নেই।

৮টি দেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। এই ৮ দেশ থেকে সরাসরি অথবা অন্য কোন দেশে ট্রানজিট হয়েও বাংলাদেশে আসা যাবে না। দেশগুলো হলো, ভারত, নেপাল, বতসোয়ানা, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া । তবে বাংলাদেশি নাগরিক ও প্রবাসী কর্মী যারা ১৫ দিনের মধ্যে এই দেশগুলো ভ্রমণ করেছেন, তারা পররাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। তবে তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

৮টি দেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। দেশগুলো হলো,বোতসোয়ানা, ভারত, মঙ্গলিয়া, নাম্বিয়া, নেপাল, পানামা, সাউথ আফ্রিকা, তিউনিসিয়া। এসব দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না।

১২ দেশ থেকে আসলে ১৪ দিন সরকার নির্ধারিত হোটেলে নিজের খরচে কোয়ারেন্টিনে থাকবেন। দেশগুলো হলো, আর্জেন্টিনা, ব্রাজিল, কলোম্বিয়া, কোস্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, উরুগেয়ে। তবে এসব দেশ থেকে কেউ যদি করোনার ভ্যাকসিন গ্রহন করে আসতে তাহলে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। বাড়িতে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

31/05/2021
অতি ঝুঁকিপূর্ণ’ দেশ ছাড়া আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু আজকরোনাভাইরাসের সংক্রমণে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত দেশগুলো ছ...
01/05/2021

অতি ঝুঁকিপূর্ণ’ দেশ ছাড়া আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু আজ

করোনাভাইরাসের সংক্রমণে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার থেকেই এসব ফ্লাইট চলাচল শুরু হবে।
আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে ফ্লাইট চলাচল পুনরায় চালু করা হয়েছে। তবে, ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় চলাচলকারী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিনের ‘প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন’ বাধ্যতামূলক করা হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, তালিকা বহির্ভূত দেশগুলো থেকে আসা যাত্রীদেরকে পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিন’ কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। তবে, ব্যতিক্রম হিসেবে কাতার, বাহরাইন ও কুয়েত— মধ্যপ্রাচ্যের এই তিনটি দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা সত্ত্বেও সেখান থেকে আসা যাত্রীরা বর্তমানে চলমান তিন দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন ব্যবস্থাপনা অনুসরণ করবেন। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টিন অথবা আইসোলেশন থাকার জন্যে বিবেচিত হবেন।
এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পড়া অভিবাসী যাত্রীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Beautiful shot of Boeing C17
21/04/2021

Beautiful shot of Boeing C17

Air Arabia
19/04/2021

Air Arabia

17/04/2021

সৌদিপ্রবাসী বাংলাদেশিদের ঢাকায় বিক্ষোভের জের ধরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস যাত্রীদের রবিবার থেকে ফ্লাইট পরি.....

কাল থেকে সৌদি এয়ারলাইনস এর ফ্লাইট চলবে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত যাদের টিকিট ছিলো, তাদেরকে আজ নতুন টিকেট দেয়া হচ্ছে। ২০...
17/04/2021

কাল থেকে সৌদি এয়ারলাইনস এর ফ্লাইট চলবে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত যাদের টিকিট ছিলো, তাদেরকে আজ নতুন টিকেট দেয়া হচ্ছে। ২০ এপ্রিলের পরের টিকিটধারীদের বিষয়ে পরে জানানো হবে। টিকিট রি ইস্যু করতে অতিরিক্ত টাকা নিচ্ছে না সৌদি এয়ারলাইন্স।

14/04/2021

লকডাউনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় আটকে পড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুর.....

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা'সকলকে জানাই বাংলা নববর্ষ -১৪২৮ এর বর্নীল শুভেচ্ছা ।
13/04/2021

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা'
সকলকে জানাই বাংলা নববর্ষ -১৪২৮ এর বর্নীল শুভেচ্ছা ।

Srilankan Airlines
08/04/2021

Srilankan Airlines

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Aviators Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share