Rayyan travels bd

  • Home
  • Rayyan travels bd

Rayyan travels bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rayyan travels bd, Travel Company, .

02/12/2020
 #কাতার_ফ্লাইট_আপডেট।আগামীকাল থেকে কাতার রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চালুকরোনার কারণে দীর্ঘ বিরতির পর আবার শুরু হচ্ছে বিম...
16/09/2020

#কাতার_ফ্লাইট_আপডেট।
আগামীকাল থেকে কাতার রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চালু

করোনার কারণে দীর্ঘ বিরতির পর আবার শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত দোহা-ঢাকা-দোহা রুটে ফ্লাইট চলাচল।
আগামীকাল ১৭ সেপ্টেম্বর থেকে কাতারের দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।

কাতারস্থ বিমানের কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার দোহা-ঢাকা দুটি ফ্লাইট পরিচালিত হবে।

কাতার থেকে বাংলাদেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট এবং কাতার বিমান অফিস বিক্রয় কাউন্টার ৪৪৪৩৩১১৭ নম্বরে ফোন অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে হবে।

সৌদি আরব ভ্রমণের শর্তাবলী:সৌদিআরব প্রবাসীদের জানা জরুরি:-১. যাদের ভিসার মেয়াদ আছে (EXIT/ENTRY/RESIDENCE/IQAMAH/VISIT) তা...
16/09/2020

সৌদি আরব ভ্রমণের শর্তাবলী:
সৌদিআরব প্রবাসীদের জানা জরুরি:-

১. যাদের ভিসার মেয়াদ আছে (EXIT/ENTRY/RESIDENCE/IQAMAH/VISIT) তারা সৌদি আরব গমন করতে পারবেন। যাত্রীগণ তাদের ভিসার মেয়াদ 'ABSHER' apps অথবা https://www.absher.sa/portal/landing.html লিংক এ চেক করতে পারবেন।

২. যাত্রীকে সৌদি আরব ল্যান্ডিং এর সময় থেকে পূর্বের ৪৮ ঘন্টার মধ্যে সরকার অনুমোদিত ল্যাব থেকে RTPCR করে Covid negative certificate নিতে হবে৷ এই সার্টিফিকেট ৬ কপি যাত্রীর সাথে রাখতে হবে।

৩. যাত্রীকে বোর্ডিং পাস সংগ্রহের পূর্বেই Ministry of health Disclaimer form ফিল-আপ এবং স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষরিত ফর্মটি সৌদি আরব এয়ারপোর্টে পৌঁছানোর পর Airport Health Control Centre এ জমা দিতে হবে।

৪. যাত্রীকে বোর্ডিং পাস সংগ্রহের পূর্বেই এন্ড্রয়েড স্মার্টফোনে Google play store থেকে ' TATAMAN' এবং 'TAWAKKALNA' apps ডাউনলোড করে যাত্রীর সাথে করে সৌদি আরব নিয়ে যেতে হবে।
দুটি Apps এর লিংকঃ https://play.google.com/store/apps/details?id=sa.gov.nic.tawakkalna&hl=en GB

https://www.moh.gov.sa/en/eServices/Pages/Rest-assured.aspx

৫. উপরোক্ত ফর্মালিটির পর টিকিট বুকিং এর সময় যাত্রীর সৌদি আরবের একটি মোবাইল নম্বর (CTCM) ও যাত্রীর ইমেইল আইডি (CTCE) বুকিং PNR এ প্রদর্শন করতে হবে।

৬. উপরোক্ত শর্তাবলী লঙ্ঘন করলে সৌদি সিভিল এভিয়েশন আইনের ১৬৩ ধারা অনুযায়ী বড় ধরনের জরিমানা করা হবে।

Sorry for inconvenience,Something went wrong in your request, please provide us with the used service information by sending the support ID 8412597368428231647 to the help desk email address: [email protected]

15/09/2020

আজ থেকেই চালু হয়ে গেল সৌদি আরবের ফ্লাইট, সৌদি এয়ার লাইন্সের টিকিট বিক্রি শুরু!

14/09/2020

অবশেষে সৌদি সরকার ঘোষণা দিয়েছে জানুয়ারী ১ তারিখ ২০২১ সাল থেকে করোনার কারনে যে ভ্রমন নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিবে,
এবং জেসিসি নাগরিক এবং ভিসা ধারী সকলে ২০২১ এর ১লা জানুয়ারী থেকে সৌদি প্রবেশ করতে পারবে।

14/09/2020

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব

মালয়েশিয়া জেতে পারবে🇧🇩✈ বাংলাদেশরা ✈🇧🇩২৩টি দেশের নাগরিকদের ওপর আরোপিত প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করেছে🇲🇾 মালয়েশিয়া 🇲🇾
10/09/2020

মালয়েশিয়া জেতে পারবে
🇧🇩✈ বাংলাদেশরা ✈🇧🇩
২৩টি দেশের নাগরিকদের ওপর আরোপিত প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করেছে
🇲🇾 মালয়েশিয়া 🇲🇾

08/09/2020

২২০ এরও বেশি কাউন্টার প্রস্তুত রেখেছে জেদ্দা কিং আব্দুলাজিজ এয়ারপোর্ট। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে যাত্রীদের দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করার উদ্দেশ্যে এমন প্রস্তুতি নিয়েছে সেই সাথে খুব শিগ্রই ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হচ্ছে। আজ এক টুইট বার্তায় এমনটি জানিয়েছে কিং আব্দুলাজিজ এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

একটি বুলেটিনে সৌদি এয়ার জানায়, আজ থেকেই টিকিট বিক্রি ও বুকিং এর উপর জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে এয়ারলাইন্স। ফলে ট্র...
08/09/2020

একটি বুলেটিনে সৌদি এয়ার জানায়, আজ থেকেই টিকিট বিক্রি ও বুকিং এর উপর জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে এয়ারলাইন্স। ফলে ট্রাভেল এজেন্সিগুলো এবং সৌদিয়া এয়ারলাইন্স এর টিকিট কাউন্টারগুলো টিকিট বিক্রি করতে পারবে এবং টিকিটের বুকিং নিতে পারবে।

ব্রেকিং_নিউজ ওমান এয়ার ঘোষনা দিয়েছে অক্টোবর এর ১ তারিখ থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করছে তারা।সুত্রঃসৌদি গেজেট
07/09/2020

ব্রেকিং_নিউজ

ওমান এয়ার ঘোষনা দিয়েছে অক্টোবর এর ১ তারিখ থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করছে তারা।

সুত্রঃসৌদি গেজেট

07/09/2020

#আলহামদুলিল্লাহ!
#ছুটিতে আটকে পড়া #সৌদি_প্রবাসীদের জন্য সুখবর!!

সৌদি জাওয়াযাত কর্তৃপক্ষ আজ (০৭/০৯/২০২০) তাদের টুইটার একাউন্টে বিজ্ঞপ্তি দিয়ে কয়েকটি বিষয় জানিয়েছে। সেগুলোর সরল বাংলা অনুবাদ নিম্নে দেয়া হলোঃ
০১। মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ ১ আগস্ট ২০২০ থেকে ৩১ আগস্ট ২০২০ তারিখের মধ্যে শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার দিন হতে পরবর্তী এক মাসের জন্য ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।
০২। আমেল মানজিলি, সায়েক খাস জাতীয় পেশার কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ এবং এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।
০৩। মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ আছে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।
০৪। যারা (সকল ধরণের কর্মী)এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় ছুটিতে দেশে যেতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।
০৫। যারা (সকল ধরণের কর্মী) ফাইনাল এক্সিট ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় সৌদি আরব ত্যাগ করতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

 #ব্রেকিং_নিউজঃকরোনা সংকটের কারণে সৌদি অভন্তরে থাকা বিদেশি নাগরিকদের  #ফাইনাল_এক্সিট মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে কি...
07/09/2020

#ব্রেকিং_নিউজঃ
করোনা সংকটের কারণে সৌদি অভন্তরে থাকা বিদেশি নাগরিকদের #ফাইনাল_এক্সিট মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে কিন্তু ফ্লাইট চালু না হওয়ায় সৌদি আরব ত্যাগ করতে পারেননি, সে সকল প্রবাসী নাগরিকদের প্রত্যাককে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত কোন ধরনের চার্জ ছাড়া মেয়াদ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ জাওয়াজাত।
সূত্রঃ জাওয়াজাত (KSA)

06/09/2020

৷৷৷৷৷৷৷৷৷৷৷ বেকিং নিউজ ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷
সব কিছু ঠিক থাকলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত সৌদি এম্বাসী সব ধরনের ভিসা ইস্যু শুরু করবে ৭/১০/২০২০ থেকে। আর বাংলাদেশে হয়তো ১১/১০/২০২০ ইং তারিখ হতে ভিসা ইস্যু শুরু হবে)।
সবাই বেশি করে আল্লাহতালার কাছে দোয়া করেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rayyan travels bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share