Alam’s Travel Dairy

  • Home
  • Alam’s Travel Dairy

Alam’s Travel Dairy Like to travel

02/03/2024
20/02/2024

মাতৃভাষা দিবসকে যারা ভ্যালেন্টাইন ডে বানিয়ে দিবে, তাদের একটারও প্রেম টিকবে না 💯

American Burger😋😍🍔Crispy Delight
18/02/2024

American Burger😋😍🍔

Crispy Delight

শুধু ঘোরাঘুরি🎄🌲⭐️
11/12/2023

শুধু ঘোরাঘুরি🎄🌲⭐️

Porto Portugal 🇵🇹
21/11/2023

Porto Portugal 🇵🇹

meow 🐈
14/10/2023

meow 🐈

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ,আব্বু টা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন,তিনি যেন ভাল একজন মানু...
23/09/2023

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ,আব্বু টা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন,তিনি যেন ভাল একজন মানুষ হয়ে বড় হতে পারে!

চলনা একসাথে ভাসি😊
05/09/2023

চলনা একসাথে ভাসি😊

যতটুকু চেয়েছি যেতেততটুকু হেঁটে এসে দেখিঢের পথ বাকি।এ যেন জীবনষোল আনা কাটিয়ে দেখিপুরোটাই ফাঁকি।
30/08/2023

যতটুকু চেয়েছি যেতে
ততটুকু হেঁটে এসে দেখি
ঢের পথ বাকি।

এ যেন জীবন
ষোল আনা কাটিয়ে দেখি
পুরোটাই ফাঁকি।

তুমি আমিআমি তুমিদূরেই সরে রইতবু অপার টানেহৃদয় পানেঅপলক চেয়ে রই...
24/08/2023

তুমি আমি
আমি তুমি
দূরেই সরে রই
তবু অপার টানে
হৃদয় পানে
অপলক চেয়ে রই...

দূর বহুদূরে খুঁজিতে গেছিনু তারে।রুপালী নদীর পাড়ে, মোর শত জনমের প্রিয়ারে।এ তনু মন দিয়েছিনু তারে,নিমগ্ন স্বপ্ন ঘোরে। তাই ব...
21/08/2023

দূর বহুদূরে
খুঁজিতে গেছিনু তারে।
রুপালী নদীর পাড়ে,
মোর শত জনমের প্রিয়ারে।
এ তনু মন দিয়েছিনু তারে,
নিমগ্ন স্বপ্ন ঘোরে।
তাই বুঝি,
চরনের নূপুর খানি তার
বাজিতে শুনেছি
হৃদয়ে আমার।
ফিরে আসিয়াছি
তাহারি সাথে।
কত অচেনা পথ
চিনে চিনে।

18/08/2023

ছোটবেলায় যাদেরকে ২৫-৩০ বছর বয়সে বিয়ে না করলে,
বুইড়া ব্যাটা বলে ডাকতাম, তাদেরকে সরি! 🙏

Chill mama chill 😎
17/08/2023

Chill mama chill 😎

Khaibani kita 🤣
14/08/2023

Khaibani kita 🤣

Full
12/08/2023

Full

অধীর হয়ে বসে আছি, জীবন নদীর তীরে ।নির্বাক চোখে তাকিয়ে থাকি, কেউ আসেনি ফিরে।
09/08/2023

অধীর হয়ে বসে আছি,
জীবন নদীর তীরে ।
নির্বাক চোখে তাকিয়ে থাকি,
কেউ আসেনি ফিরে।

03/08/2023

আমার তো আর দেরি সহ্য হচ্ছে না তাড়াতাড়ি পেকে যাওনা লক্ষ্মী পাখি🤣

জীবন ….কখনো তোলপাড়কখনো হাহাকার,কখনো স্নিগ্ধকখনো যুদ্ধ…তবুও জীবনকেই চাই❤️
31/07/2023

জীবন ….
কখনো তোলপাড়
কখনো হাহাকার,
কখনো স্নিগ্ধ
কখনো যুদ্ধ…
তবুও জীবনকেই চাই❤️

আহা……. সে ছিলো কাঠপেন্সিলে আঁকা এক প্রতিমা,          চেয়ে থাকা ওই দৃষ্টি দিয়েঅনায়াসে চালিয়ে দিতো এক ধ্বংসযজ্ঞ!!! তার হাস...
30/07/2023

আহা…….

সে ছিলো কাঠপেন্সিলে আঁকা এক প্রতিমা,
চেয়ে থাকা ওই দৃষ্টি দিয়ে
অনায়াসে চালিয়ে দিতো এক ধ্বংসযজ্ঞ!!!

তার হাসিতো হতো যেকোনো সৃষ্টির প্রারম্ভ,
হাতে থাকা অদৃশ্য বল্লম নিয়ে
একের পর এক রচে গেলো নতুন মহাকাব্য….

29/07/2023

বৃষ্টি

শুনছো মেয়ে?এই যে ধূসর মেঘের খামে, বর্ষা নামেজমছে কত ফুলের রেণু চুলের ভাঁজে।দখিন হাওয়া হঠাৎ এসে, আঁচল ভাসায় সুবাস মেখেজলে...
18/07/2023

শুনছো মেয়ে?
এই যে ধূসর মেঘের খামে, বর্ষা নামে
জমছে কত ফুলের রেণু চুলের ভাঁজে।
দখিন হাওয়া হঠাৎ এসে, আঁচল ভাসায় সুবাস মেখে
জলের কণা আলতো করে গাল ছুঁয়ে যায়।
ছুতে পারো, তুমিও খানিক?

তুমি হলে রোদহোক অবরোধশহরের মেঘে।তুমি হলে জলস্নান অবিরলতোমাকেই মেখে।আর যদি কেউহতে চায় ঢেউঅবছাড়া চোখে।ভেকে যাক আজঅচেনা জাহ...
14/07/2023

তুমি হলে রোদ
হোক অবরোধ
শহরের মেঘে।

তুমি হলে জল
স্নান অবিরল
তোমাকেই মেখে।

আর যদি কেউ
হতে চায় ঢেউ
অবছাড়া চোখে।

ভেকে যাক আজ
অচেনা জাহাজ
তুমি নেই শোকে!

ওই দূরের আকাশটাকে বলো,    অসম্ভবকে সম্ভব করার নামে,        নীলে ভরা সাগরটাকে ছুঁয়ে দিতে,            যেমন করে তোমাকে ছুঁত...
09/07/2023

ওই দূরের আকাশটাকে বলো,
অসম্ভবকে সম্ভব করার নামে,
নীলে ভরা সাগরটাকে ছুঁয়ে দিতে,
যেমন করে তোমাকে ছুঁতে চাই আমি………

ঘোরাফেরা শপিং করা খাওন দাওন☺️☺️
06/07/2023

ঘোরাফেরা শপিং করা খাওন দাওন☺️☺️

হয়ে যাক না.এমন একটা জায়গায় তোমায় নিয়ে আড্ডায় মেতে উঠি☺️🥰
02/07/2023

হয়ে যাক না.এমন একটা জায়গায় তোমায় নিয়ে আড্ডায় মেতে উঠি☺️🥰

ভালোবাসবো না বাসবো না বলেও, আজ থেকে হাজারখানেক বছর আগের সেই পুরোনো সিন্দুকে রাখা দলিলে পরম যত্নে সম্বোধন করে লিখেছিলে,  ...
01/07/2023

ভালোবাসবো না বাসবো না বলেও,
আজ থেকে হাজারখানেক বছর আগের
সেই পুরোনো সিন্দুকে রাখা দলিলে
পরম যত্নে সম্বোধন করে লিখেছিলে,

“আমার একটুকরো নীলপদ্ম” নামে!!

হঠাৎ কইরা আইলা তুমি    বাউলা গান লইয়াআউলা চুলে উড়াইয়া গেলা   কানে কানে কি কইয়া…..😍Eid Mubarak
28/06/2023

হঠাৎ কইরা আইলা তুমি
বাউলা গান লইয়া
আউলা চুলে উড়াইয়া গেলা
কানে কানে কি কইয়া…..😍

Eid Mubarak

চেনা রাস্তায়, দেখা হয়ে গেলেহয়ে যাবে কী, খুব অচেনা?কেনা সস্তায়, ঢাকা সানগ্লাসচোখে রয়ে যাবে কী, জল অজানা!
27/06/2023

চেনা রাস্তায়, দেখা হয়ে গেলে
হয়ে যাবে কী, খুব অচেনা?
কেনা সস্তায়, ঢাকা সানগ্লাস
চোখে রয়ে যাবে কী, জল অজানা!

জীবন সবসময় সুন্দর হয় না, তবে এই পথ চলাটা সত্যি সুন্দর..
24/06/2023

জীবন সবসময় সুন্দর হয় না, তবে এই পথ চলাটা সত্যি সুন্দর..

Good morning everyone
22/06/2023

Good morning everyone

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Alam’s Travel Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share