03/03/2022
উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি চলুন বেড়িয়ে আসি
' দারিংবাড়ি 2 রাত 3 দিন টুর প্যাকেজে তিন দিনের এই ট্যুর প্যাকেজ এ আমাদের যাত্রা শুরু হবে হাওড়া থেকে ব্রহ্মপুর স্টেশন
প্রথম দিন: রাতের ট্রেন সকালবেলা আমরা নামব ব্রহ্মপুর স্টেশনে সেখান থেকে গাড়ি করে আমরা প্রথমে যাব ডিয়ার পার্ক, তপ্তপানি ,খাসাদা ওয়াটারফল, জিরাং মনেস্ট্রি এবং সেখান থেকেই সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং ইভিনিং স্নাক্স আমরা রাস্তায় সারব সন্ধ্যাবেলা ফিরব আমাদের হোটেলে
দ্বিতীয় দিন :ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে যাব মান্দাসারু বায়ো ডাইভারসিটি পার্ক দেখতে এবং সেখান থেকে দারিংবাড়ি লোকাল সাইট সিন যেমন লাভারস পয়েন্ট, ইমো বাড যু, নেচার পার্ক ,ব্ল্যাক পেপার গার্ডেন ,সানসেট পয়েন্ট এগুলো দেখবো এবং লাঞ্চ সারা হবে হোটেলেই তারপর আমরা আমাদের নিজস্ব হোটেলে সন্ধ্যাবেলা ফেরত আসবো এবং ডিনার আমাদের হবে হোটেলে
তৃতীয় দিন: আমাদের হোটেল ছাড়ার দিন সকাল-সকাল আমাদের বেরিয়ে পড়তে হবে আশেপাশের কিছু সাইট সিন দেখার জন্য ব্রেকফাস্ট আমরা হোটেলে করে দেখবো সারদা ড্যাম ,রিশিকুল্লা নদী ,ঘন্টেশ্বর টেম্পেল, গোপালপুর বিচ এবং সেখান থেকে আমরা সন্ধের মধ্যে চলে আসবো ব্রহ্মপুর স্টেশনে সন্ধ্যাবেলায় ।আমাদের ট্রেন থাকবে হাওড়া অবধি ।
যা দেওয়া হবে: ট্রেন হাওড়া টু হাওড়া তিনদিনের খাওয়া করো খাওয়া খরচ সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সন্ধ্যার চা-কফি টিফিন এবং রাত্রিবেলা ডিনার সাইট সিন এর জন্য গাড়ির ভাড়া
দেওয়া হবে না : এন্ট্রি ফি ,অ্যাক্টিভিটি অন বিচ, বাকি খরচ যা নেই