Travel Bhola

Travel Bhola Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Travel Bhola, Travel Company, .

বিনীত অনুরোধ,এখন দেশীয় ফল আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মৌসুম। তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঁটি/বিচ...
17/05/2023

বিনীত অনুরোধ,

এখন দেশীয় ফল আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মৌসুম।

তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঁটি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন। যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার।

ফলের_গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখেনা, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে। যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়। পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে।

তাই আসুন আমরাও সাধ্য মতো চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, পুকুরগুলোকে পরিস্কার রাখি,বন অধিদপ্তর/সরকারের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালোবাসি।

ভুলে যাবেন না গাছ আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক অক্সিজেনের অসীম নেয়ামত।
(সংগৃহীত)

 #গুঠিয়া_মসজীদ_বরিশাল
11/02/2022

#গুঠিয়া_মসজীদ_বরিশাল

♦বাংলাদেশীদের ভারত ঘুরতে যাওয়ার কারণ বাংলাদেশীরাই  সামনের দিনগুলোতে ভারতে যাওয়ার জন্য যাতে ভিসা না লাগে সে ব্যপারে ভারত ...
18/12/2021

♦বাংলাদেশীদের ভারত ঘুরতে যাওয়ার কারণ বাংলাদেশীরাই



সামনের দিনগুলোতে ভারতে যাওয়ার জন্য যাতে ভিসা না লাগে সে ব্যপারে ভারত এবং বাংলাদেশ উভয়ই যৌথভাবে কাজ করছে।বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১৩-১৫ লক্ষ লোক ট্যুরিস্ট সেবা,চিকিৎসা সেবা এবং বিজনেস এর জন্য ভারত গিয়ে থাকেন

তবে সামনের দিনগুলোতে বাংলাদেশীদের ভারত যাওয়া আরো বাড়বে।যার মুল কারণ হলো বাংলাদেশ পর্যটন বান্ধব নয়,একই সাথে পর্যটন স্পট গুলোর স্থানীয়দের অতিরিক্ত ব্যবসা বান্ধব চিন্তাভাবনা

মহান বিজয় দিবস,শুক্রবার সহ কয়েকদিনের সরকারি ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড় বেড়েছে,একই সাথে ভিড় বেড়েছে পার্বত্য চট্টগ্রাম,রাংগামাটি,খাগড়াছড়ি এবং বান্দরবানেও।

অথচ,এসব স্থানেই ডাল ভাত ৩০০ টাকা এবং কোরাল মাছের দু'পিস এবং ভাতের দাম রাখা হচ্ছে ৭০০ টাকা।১০০০ টাকার হোটেল ভাড়া ৪০০০-৫০০০ টাকা,ইজিবাইকে ১০ টাকার পথ ট্যুরিস্ট দের জন্য ২৫০ টাকা।

এতেই শেষ নয়,সাজেক যাওয়ার খরচ,থাকার খরচ লাফিয়ে বেড়েছে।সপ্তাহের পর সপ্তাহ কিংবা মাসের পর মাস কষ্ট করে একমাত্র কোটিপতি হওয়া ছাড়া এসব স্থান নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তের পক্ষে এফোর্ড করাই অসম্ভব।

এর চাইতে পাসপোর্ট এবং ভিসা করেই সড়কপথে ভারত হয়ে দার্জিলিং ৮০০০-১০০০০ টাকায় ঘুরে আসা সম্ভব।

করোনা মহামারীকালীন সময়ে এসব হোটেল মালিক,ঈজিবাইক চালক এবং ব্যবসায়ীরাই হাতজোড় করে ট্যুরিস্ট দের আসতে বলেছিলেন।নয়ত তাদের জীবিকা চলবেনা।দেশের টুরিজম প্রচারে নেই পর্যটন কর্পোরেশনের প্রচারণা,ট্যুরিস্টদের অভিযোগ চালাতে নেই কোন পুলিশী অভিযান।কক্সবাজার,রাংগামাটির হোটেল কতগুলো যে অভিযোগের পরেও তার সুরাহা হয়না।কেন হোটেল মালিক সমিতি,আল্লাহর নামে টাকা দিয়ে দিতে বলবে?!তারা কি ভিক্ষুক মনে করে নিজেকে?তো ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামুক।ভিক্ষা নিক।অন্যের নায্য টাকা জোর করে নেবে কেন?

৯০% মুসলিম সংখ্যাগরিষ্ঠ এর দেশে আল্লাহর দোহাই দেয়া ইনারাই এখন অতিরিক্ত টাকা তুলছেন।মধ্যবিক্ত শ্রেণীর ঘামের টাকাকে এটিএম বুথের টাকার মত খরচ করাচ্ছেন।সামান্য ডাল ভাত ৩০০ টাকা রাখছেন।মনে রাখবেন দেশের মানুষ হয়ত পাসপোর্ট নিয়ে এখনো সচেতন না,ভিসা সুবিধা পেলে আপনাদের সামনের দিনগুলো আরো কঠিন হতে পারে।৩০০ টাকার শীতের শাল ৪০০০ টাকা চাওয়ার শাস্তি আজ কিংবা কাল আপনাকে ভোগ করতেই হবে।কারন আপনারাই মা #$ফি%&য়া

ট্যুরিস্ট রা আপনাদের ব্যবসায়ীদের জীবিকার উৎস,তাদের সম্মান দিতে শিখুন।ছাড় দিতে শিখুন।আপনার কাছে কেউ ফ্রি সার্ভিস চায়নি।ইজিবাইক চালকেরা আপনাদের করোনায় আমরা সাধারন শিক্ষার্থী এবং বাংলাদেশীরা ত্রাণ দিয়েছি।তা এত তাড়াতাড়ি ভুলে গেলেন?

চাইনিজ যেসব জিনিস কক্সবাজারে বার্মিজ বলে বেচেন,যে কাদামাটিকে মুলতানি মাটি বলেন,যে শুটকি ২ গুন বেশী দামে বিক্রি করেন তার সম্পদ আপনার কবর অবধি যাবেনা।ব্যবসায় সৎ থাকার কথা শিখিয়েছে ইসলাম।আর আপনারাই শরীয়াহ শাসন চান।শরীয়াহ আইনে আপনার গর্দান থাকত না তা অন্তত বুঝতে শিখুন।নয়ত ব্যবসা নিয়ে দিনশেষে আস্তাকুড়ে নিক্ষেপিত হবেন।

তাই সচেতন নাগরিকদের আমরা ভারত কিংবা নেপাল ভ্রমণের পরামর্শ দেই।নিজের টাকায় কেনই বা জিম্মি হবেন কিংবা হয়রানির শিকার হবেন।১০০০০ টাকায় বাজেটেই ভার‍ত কিংবা নেপাল ঘুরে আসুন।বাংলাদেশের ই উৎপাদিত জামা ভারতের কোলকাতা কিংবা দিল্লী তে কমে পাবেন,কমে মাঝে মুসলিম কিংবা হিন্দু হোটেলে খাবার পাবেন,চোখ কান খোলা রেখে সাবধানে থাকলে নিরাপদে থাকবেন

টাউট,বাটপার সবখানেই আছে,তবে আর যাই হউক ভারত কিংবা নেপাল-ভুটানে আপনাকে ৩০০ রুপিতে ডাল ভাত খাওয়াবেনা।

সংগৃহীত

ভোলার অপরূপ সুন্দয্যে তে যে কেও মুগ্ধ হতে বাদ্য। #ভোলা
23/10/2021

ভোলার অপরূপ সুন্দয্যে তে যে কেও মুগ্ধ হতে বাদ্য। #ভোলা

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Bhola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share