14/05/2024
নেপালের পর্বতারোহী কামি রিতা শেরপা
২৯তম বার এভারেস্ট আরোহণ করেছেন,
ভেঙেছেন নিজের রেকর্ড
নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা ২৯তম বার এভারেস্ট পর্বত আরোহণ করে রেকর্ড গড়েছেন। তার নিজের আগের ২৮বার আরোহণের রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন। ৭১ বছরের পর্বতারোহণের ইতিহাসে তিনি এখন বিশ্বের সর্বোচ্চ চূড়ার সবচেয়ে বেশি আরোহণের রেকর্ডটি ধরে রাখলেন।
'এভারেস্ট ম্যান' নামেও পরিচিত কামি রিতা শেরপা কাঠমান্ডু থেকে প্রায় ২৮জন পর্বতারোহীর একটি দলের সাথে বসন্ত ঋতুর এভারেস্ট অভিযানে নেমেছিলেন। 'সেভেন সামিট ট্রেকস' এই অভিযান আয়োজন করেছিল।
এই সর্বশেষ অভিযান শুরুর আগে কামি রিতা জানিয়েছিলেন যে, সর্বমোট কতবার তিনি সাগরমাথা (এভারেস্ট পর্বতের নেপালী নাম সাগরমাথা) আরোহণ করতে চান, এমন নির্দিষ্ট কোনো পরিকল্পনা তার নেই। নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তাদের মতে, 'সেভেন সামিট ট্রেকস' আয়োজিত অভিযানে নেতৃত্ব দেওয়ার সময় রেকর্ড স্থাপনকারী পর্বতারোহী কামি রিতা (১২ মে, ২০২৪) রবিবার নেপালের স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে শিখরে পৌঁছান।
কামি রিতার সফল আরোহণের খবর শেয়ার করা হয় সেভেন সামিট ট্রেকস'র ইনস্টাগ্রাম পোস্টে। প্রতিষ্ঠানটি খেতাব অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়ে লিখেছে- "একজন ব্যক্তির মাউন্ট এভারেস্টের সবচেয়ে সফল আরোহণ।" এপ্রিল মাসের শেষে কামি রিতা কাঠমান্ডু থেকে তার অভিযান শুরু করেছিলেন।
নেপালের সোলুখুম্বুর আরেক পর্বতারোহী, পাসাং দাওয়া শেরপা, গত বছর ২৭তম বার সাগরমাথায় উঠেছিলেন। তবে তিনি এবারও আরোহণের চেষ্টা করবেন কিনা তা অনিশ্চিত রয়ে গেছে।
'এভারেস্ট ম্যান' কামি রিতা কে?
• কামি রিতা, এভারেস্টের পাদদেশে শেরপা সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করেন। একজন আরোহণ গাইডে রূপান্তরিত হওয়ার আগে একজন পোর্টার হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন।
• তিনি ১৯৯৪ সালে ২৪ বছর বয়সে তার প্রথম এভারেস্ট আরোহণ সম্পন্ন করেন।
• গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, কামি রিতা তার প্রথম আরোহণের পর থেকে প্রায় প্রতি বছর এভারেস্ট জয় করেছেন। এখন মোট ২৯বার আরোহণ করেছেন।
• ২০২০ সালে, কোভিড-১৯ মহামারীজনিত কারণে নেপালে এভারেস্টের দক্ষিণ দিক পর্বতারোহীদের জন্য বন্ধ ছিল, কিন্তু ২০২১ সালে আংশিক খোলার পর কামি রিতা সে বছর মে মাসে তার ২৫তম এভারেস্ট শিখর আরোহণের সাফল্য অর্জন করতে পেরেছিলেন।
• ২০২৩ সালে, কামি রিতা তার ২৭তম এভারেস্ট আরোহণ সম্পন্ন করেন, সহকর্মী গাইড পাসাং দাওয়া শেরপার সাথে রেকর্ড বাঁধেন। যাহোক, ২০২৩ সালের মে নাগাদ, কামি রিতা তার ২৮তম এভারেস্ট আরোহণ সম্পন্ন করে এই রেকর্ডটি অতিক্রম করেন।
এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ
• এভারেস্ট, নেপালে সাগরমাথা নামে পরিচিত, সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৮.৮৬ মিটার উচ্চতা, এটিকে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গে পরিণত করেছে।
• ২০২০ সালে, চীনা এবং নেপালি ভূমি জরিপকারীদের জড়িত একটি যৌথ উদ্যোগে রিপোর্ট করা হয়েছে যে এভারেস্টের উচ্চতা ১৯৫৪ সালে সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা নির্ধারিত পূর্বে রেকর্ড করা ৮,৮৪৮ মিটার থেকে বেড়েছে।
• মে ২৯, ১৯৫৩-এ, নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালি শেরপা তেনজিং নোরগে, মূলত তিব্বতের, এভারেস্টের চূড়ায় পৌঁছে প্রথম হয়েছিলেন।
• মে ২৩, ২০১০-এ বাংলাদেশের পর্বতারোহী মুসা ইব্রাহীম প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন এবং বাংলাদেশের পতাকা স্থানীয় সময় ৫টা ১৬ মিনিটে এভারেস্ট চূড়ায় ওড়ান। তখন থেকে বাংলাদেশ বিশ্বে ৬৭তম এভারেস্টজয়ী দেশ।