Shahin The Explorer

  • Home
  • Shahin The Explorer

Shahin The Explorer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shahin The Explorer, Tour guide, .
(1)

কক্সবাজার শহর থেকে অদূরের একটা বৌদ্ধমন্দির। যারা বার্মিজ মার্কেটে কেনাকাটা করতে যান চাইলেই কিছুটা সময় কোলাহল থেকে দূরে ন...
06/05/2023

কক্সবাজার শহর থেকে অদূরের একটা বৌদ্ধমন্দির। যারা বার্মিজ মার্কেটে কেনাকাটা করতে যান চাইলেই কিছুটা সময় কোলাহল থেকে দূরে নিরিবিলি কাটিয়ে আসতে পারেন। কোন প্রকার প্রবেশ ফি লাগেনা 😊😊

কক্সবাজার পর্যটকের ভীড় এড়াতে মনে হল একটু লোকাল কক্সবাজারের মানুষের জীবনটা দেখে আসি। চলে গেলাম বার্মিজ মার্কেটের পাশে বায়...
04/05/2023

কক্সবাজার পর্যটকের ভীড় এড়াতে মনে হল একটু লোকাল কক্সবাজারের মানুষের জীবনটা দেখে আসি। চলে গেলাম বার্মিজ মার্কেটের পাশে বায়তুশ শরফ মসজিদে। বায়তুশ শরফ, ঢাকার সাথে সম্পর্ক সেই ছোটকাল থেকে।আনজুমানে নওজোয়ানের সদস্যও ছিলাম তখন।কক্সবাজারের বায়তুশ শরফ দেখতে দেখতে ভেসে ঊঠলো বায়তুশ শরফের হুজুর কেবলা সাহেবের থেকে পুরস্কার নেওয়ার সেই ছোটবেলার ছবি।এমন সময় মাগরিবের আযান দিলো। যেন মনে হচ্ছিল আল্লাহ চান এই মসজিদে মাগরিবের নামায আদায় করে সেই তপ্ত হ্রদয় শান্ত করি।মহান আল্লাহর কাছে লাখ শুকরিয়া এই পাপী বান্দাকে এই মহান প্রতিষ্ঠানে আবার ঢুকতে পারার তৌফিক দিয়েছেন।
চলবে...

কুমিল্লার জানু মিয়া মসজিদ। নগরীর মুরাদপুরে দাঁড়িয়ে আছে ১৭০ বছরের সাক্ষী হয়ে। ১৮৪৯ সালে নির্মিত এ মসজিদটি কুমিল্লার প্রাচ...
29/08/2021

কুমিল্লার জানু মিয়া মসজিদ। নগরীর মুরাদপুরে দাঁড়িয়ে আছে ১৭০ বছরের সাক্ষী হয়ে। ১৮৪৯ সালে নির্মিত এ মসজিদটি কুমিল্লার প্রাচীন মসজিদগুলোর একটি। মসজিদটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই দর্শনার্থীরা আসেন। বিশেষ করে জুমা, শবে বরাত, শবে কদরসহ বিশেষ দিনগুলোতে এখানে মুসল্লি ও দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়।
কুমিল্লার প্রাচীনতম মসজিদ জানু মিয়া মসজিদ। এটি জানু মিয়া মসজিদ নামে পরিচিত হলেও এর প্রতিষ্ঠাতা তাঁর দাদা খান বাহাদুর আশরাফ আলী। তিনি এ তল্লাটের জমিদার ছিলেন। ১৯৪৯ সালে দিল্লি থেকে কারিগর এনে অনেকটা দিল্লি জামে মসজিদের আদলে এটি তৈরি করা হয়।

আজ থেকে চালু হচ্ছে দেশের প্রথম ছাদ বিহীন ট্যুরিস্ট বাস।এই Aquaholic Tourist Caravan বাস টি চলাচল করবে মেরিন ড্রাইভ সড়কে...
04/12/2020

আজ থেকে চালু হচ্ছে দেশের প্রথম ছাদ বিহীন ট্যুরিস্ট বাস।

এই Aquaholic Tourist Caravan বাস টি চলাচল করবে মেরিন ড্রাইভ সড়কে কলাতলী-টেকনাফ-কলাতলী রুটে ।সকাল ৯ টায় কলাতলী থেকে ছেড়ে গিয়ে সন্ধ্যা ৬ টায় ফিরে আসবে কলাতলী তে।উক্ত ডে লং প্যাকেজে থাকছে সকালের নাস্তা ,দুপুরের মানসম্মত খাবার,বিকেলের নাস্তা এবং মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন ট্যুরিস্ট স্পটের টিকেট ।এছাড়াও এতে রয়েছে লাইব্রেরী,ওয়াশরুম ও সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা।

উক্ত প্যাকেজে যে সকল স্পট অন্তর্ভুক্ত :-
-হিমছড়ি
-পাটুয়ারটেক
-শামলাপুর বীচ
-টেকনাফ বীচ
-অ্যাকুয়া জোন-১
-অ্যাকুয়া জোন-২
-সাবরাঙ জিরো পয়েন্ট

টিকেটের মূল্য :-শুধু ২০০০/- টাকা
আরো জানতে - www.aquaholic.com.bd

ময়মনসিংহের মানুষের আস্থার প্রতীক।
27/11/2020

ময়মনসিংহের মানুষের আস্থার প্রতীক।

টুঙ্গিপাড়ার শেখ বাড়ি ছিল বিশাল। ২০০ বছর আগে তৈরি হয়েছিল বড় বড় চারটি দালান। কলকাতা থেকে মিস্ত্রিরা এসে শুরু করেছিলেন বাড়ি...
23/11/2020

টুঙ্গিপাড়ার শেখ বাড়ি ছিল বিশাল। ২০০ বছর আগে তৈরি হয়েছিল বড় বড় চারটি দালান। কলকাতা থেকে মিস্ত্রিরা এসে শুরু করেছিলেন বাড়ির কাজ। শেষ হয়েছিল ১৮৫৪ সালে। দিনে দিনে ক্ষয়ে যায় দালানগুলো। ধসে পড়ে। সেগুলোতে আর বসবাস করা যেত না। এসব দালানের পাশেই টিনের ঘর করা হয়েছিল। সে রকম এক ঘরেই জন্মান বঙ্গবন্ধু।

গত পোস্ট এ সদরঘাট এর ছবি দেখে অনেকে হয়ত বুঝে গিয়েছেন আমি লঞ্চ এ করে কোথাও গিয়েছিলাম। হ্যা,ঠিক ধরেছেন।শহুরে ব্যস্ততা কাটা...
14/09/2020

গত পোস্ট এ সদরঘাট এর ছবি দেখে অনেকে হয়ত বুঝে গিয়েছেন আমি লঞ্চ এ করে কোথাও গিয়েছিলাম। হ্যা,ঠিক ধরেছেন।শহুরে ব্যস্ততা কাটাতে একদিনের জন্য গিয়েছিলাম ইলিশের শহর চাদপুরে। চাদপুর ভ্রমণের খাওয়া দাওয়া অংশটিকে আমি দুই ভাগে ভাগ করছি। এটি তার প্রথম অংশ।যদি আমার মতো বাজেট ট্রাভেলার হোন, তাহলে আমার গাইডলাইনটি অনুসরণ করতে পারেন। লঞ্চঘাটে নেমেই আমরা সবার প্রথম চলে গিয়েছিলাম কালি বাড়ি। যেটি লঞ্চঘাট থেকে মাত্র ২ কিমি দূরে। ইজিবাইকে নিবে ১০ টাকা জনপ্রতি। আর যদি আমার মত জিপিএস ধরে হাটার ইচ্ছে থাকে তাহলে লাগবে মিনিট ১৫। যাওয়ার পথে পড়বে ট্রেনলাইন। ট্রেনলাইন ধরে হেটে যেতে নেহায়েত মন্দ লাগবে না। কালিবাড়ি বাজারে যেয়ে যে কাউকে জিজ্ঞাসা করলেই ওয়ান মিনিট আইস্ক্রিম এর দোকান দেখিয়ে দিবে। দোকানে যেয়ে প্রথমেই যেটা লক্ষ্য করলাম বাংলাদেশের অন্য সব বিখ্যাত দোকানগুলোর মতোই এটিও খুবই সাধাসিধে একটি দোকান। দোকানের উপর ভাঙা একটি সাইনবোর্ড। তবে ভেতরে বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। তপ্ত গরমের মধ্যে লঞ্চ থেকে নেমে এক কাপ আইস্ক্রিম খেতে কার না লোভ হয় বলেন? তাই প্রথমেই আইস্ক্রিম অর্ডার করলাম। প্রতি কাপ ভেনিলা আইস্ক্রিম ৪০ টাকা। নামের সাথে মিল রেখে আমাদের আইস্ক্রিম দিয়ে দিল ১মিনিটের ভেতরই।আইস্ক্রিম এর প্রথম চামচ মুখে নিতেই মুখের ভেতর গলে গেল।আর সাথে বের হয়ে আসলো ভেনিলা আর দুধের পারফেক্ট একটা স্বাদ। শুনেছি এটিতে বিশুদ্ধ গরুর দুধ ব্যবহার করা হয়। হাহাহা, কি ভাবছেন বেশি বলছি? দাম হিসেবে যা আপনাকে দিবে একদম পয়সা উসুল। তবে হ্যা, আপনি যদি আইস্ক্রিম খোর হোন তবে দোকানটির পাশেই আরেকটি দোকান আছে। নাম হচ্ছে হ্যাভেন৷ওয়ানটাইম আইস্ক্রিম আগের থেকে বিখ্যাত হলেও স্বাদ এর দিক থেকে কেন যেন হ্যাভেন এর আইস্ক্রিম ই বেশি ভাল লেগেছে।সে যাই হোক, ১০ টাকায় রসোগোল্লা খেতে চান? অনেকে দামশুনে অবাক হলেও এটাই সত্যি। মিষ্টতার পরিমাণ ছিল মাঝামাঝি,যা খেতে ভালই ছিল।
চলবে......

ঢাকা নগর হিসেবে গড়ে উঠেছিল ‘ঢক্কা’ নামের বৃক্ষবহুল বুড়িগঙ্গা নদীর তীরে। বুড়িগঙ্গা নদীর প্রাচীনত্বের উল্লেখ পাওয়া যায় ‘বৃ...
10/09/2020

ঢাকা নগর হিসেবে গড়ে উঠেছিল ‘ঢক্কা’ নামের বৃক্ষবহুল বুড়িগঙ্গা নদীর তীরে। বুড়িগঙ্গা নদীর প্রাচীনত্বের উল্লেখ পাওয়া যায় ‘বৃদ্ধগঙ্গা’ নামের দুই হাজার বছর আগে রচিত কলিকা পুরাণে। মূল ভূখণ্ডের কেন্দ্রস্থলে নদীটির অবস্থান এবং সারাদেশের সঙ্গে নৌ-যোগাযোগের পথ সহজতর, নিরাপদ ও সংক্ষিপ্ত হওয়ায় প্রতিরক্ষা, প্রশাসনিক, ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের রাজকীয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বুড়িগঙ্গা নদীর ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব বিবেচনা করে সেই সময়ের নগর স্থপতিরা বেছে নেন এই স্থানটি। তারা জানতেন ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’। এ কারণে নগরটি মধ্যযুগের ভারতবর্ষে মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। ‘আকবরনামা’ গ্রন্থে ঢাকা একটি থানা বা সামরিক ফাঁড়ি হিসেবে এবং ‘আইন-ই-আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকার উল্লেখ রয়েছে। ১৬১০ খ্রিস্টাব্দে ইসলাম খান চিশিত সুবাহ্ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর।উনবিংশ শতক থেকে যাত্রা শুরু করা সদরঘাট, এই একবিংশ শতকে এসেও দক্ষিণাঞ্চলের প্রায় ৪৫ টি রুটের লাইফ লাইন।একজন এক্সপ্লোরারের চোখে রাতের সদরঘাট এর দৃশ্য তুলে ধরার একটা প্রয়াস ছবিতে আনার চেষ্টা করেছি

সাকুরা পরিবহনের ব্র‍্যান্ড নিউ ওয়ান জে এসির আজকের দিয়াবাড়িতে অফিসিয়াল ফটোসেশান। খুব তাড়াতাড়ি তাদের রাস্তায় দেখা যাবে৷ ph...
06/08/2020

সাকুরা পরিবহনের ব্র‍্যান্ড নিউ ওয়ান জে এসির আজকের দিয়াবাড়িতে অফিসিয়াল ফটোসেশান। খুব তাড়াতাড়ি তাদের রাস্তায় দেখা যাবে৷
photo courtesy: Fardin turja (Team BEX)

New video published. ^_^   বাংলাদেশের রাস্তায় দুই শক্তিশালী প্রতিযোগী হিউন্দাই এবং স্ক্যানিয়া। তাদের নিয়েই এই ভিডিও। ভাল...
30/05/2020

New video published. ^_^ বাংলাদেশের রাস্তায় দুই শক্তিশালী প্রতিযোগী হিউন্দাই এবং স্ক্যানিয়া। তাদের নিয়েই এই ভিডিও। ভাল লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না :D
https://youtu.be/ZyKTdLTF5Ks

আগামীকাল থেকে শুরু হচ্ছে গণপরিবহন চলাচল। সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের মত ঘনবসতিপূর্ণ দেশে গণপরিবহন এ চলাচল যে সহজ হবে...
30/05/2020

আগামীকাল থেকে শুরু হচ্ছে গণপরিবহন চলাচল। সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের মত ঘনবসতিপূর্ণ দেশে গণপরিবহন এ চলাচল যে সহজ হবে না তা সহজেই অনুমেয়।বাস ভাড়াও যে বাড়ছে সরকারের নিয়ম মেনে হাফ ফাকা রেখে চালালে সেটি বাসমালিকেরা ঘোষণা একরকম দিয়েই ফেলেছেন।আমাদের দেশে করোনা আক্রান্তের হার কিন্তু বাড়ছেই।সামনের মাসটি আমাদের জন্য বড় পরিক্ষার। তাই অনুরোধ থাকবে খুব দরকার না হলে লম্বা দূরত্ব ভ্রমণ পরিহার করুন। ঢাকা শহরের ক্ষেত্রেও খুব প্রয়োজন না হলে গণপরিবহন পরিহার করুন। অল্প দূরত্ব পায়ে হেটে কিংবা সাইকেল ব্যবহার করুন।
সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ^_^

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahin The Explorer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share