06/06/2021
#ভারতের_আটকে_পরা_বিদেশিদের_ভিসার_মেয়াদ_বাড়ালো_ভারত_সরকার
যারা অসহায় অবস্থায় ভারতে আটকা পড়েছিলো তাদের ভিসার মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে কোনো জরিমানা দিতে হবে না
করোনার কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় ভারতে আটকা পড়া বিদেশিদের ভিসার মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বিনামূল্যে বাড়িয়েছে ভারত।
শুক্রবার (৪ জুন) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে একথা জানায়।
বিবৃতিতে বলা হয়, স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় শুরু না হওয়ার, যারা অসহায় অবস্থায় ভারতে আটকা পড়েছিলো তাদের ভিসার মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে কোনো জরিমানা দিতে হবে না।
এছাড়া ভিসার মেয়াদ বাড়ানোর জন্য বিদেশিদের কোনও আবেদনও করতে হবে না।