লিংক ট্রাভেলার্স ২১-৭-২০২৩ যাচ্ছি " হরিণ মারা ট্রেইল "এ" ঝর্ণা বিলাশে" সাথে সমুদ্র বিলাশে - বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
একই_সাথে_ঝর্ণা_পাহাড়_এবং আহা কি মজা চলুন সময়টা উপভোগ করি
#ডে_ট্যুরে লিংক ট্রাভেলর্স বাংলাদেশ টিম এবার যাচ্ছে মিরসরাই রেঞ্জের #হরিণমারা
রোমাঞ্চকর পথ বিধায় আশা করি এই ঝর্ণায় অন্যান্য ঝর্ণার তুলনায় ভিড় কম থাকবে তাই এই ট্রেইল সিলেক্ট করা।
#হরিণমারা_ট্রেইল
মিরসরাই অঞ্চলে সবচেয়ে সহজ এবং সুন্দর ট্রেইল হলো হরিণমারা ট্রেইল😊
ঝর্ণার কুমে পানি খেতে আসা হরিণ শিকার করা হতো বলে এর নাম হরিণমারা ট্রেইল।
হরিণমারা হাঁটুভাঙ্গা ট্রেইলে আমরা দেখব হরিণমারা, হাঁটুভাঙ্গা এবং সর্পপ্রপাত ঝর্ণা। এছাড়াও সর্পপ্রপাতের পাশে বাওয়াছড়ার মুখ। এই রুটে ঢুকতেই পাব অপূর্ব নীলাম্বর লেক। মানুষের কলহ থেকে বাচতে প্রকৃতি ঝর্ণার আসল স্বাদ নিতে চান নীরবে নিভৃতে তাদের জন্
প্রিয় লিংক ট্রাভেলার্স ভ্রমন পিপাসুগুলো ভালোবাসার মানুষগুলো একই ফ্রেমে ❤️
🎯 ইভেন্ট ২.৬.২০২৩ রুপসি ঝর্ণা এবং বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ❤️
🔥 মারায়ন তং চূড়ায় ক্যাম্পিং এবং আলীর গুহায় ভ্রমণ লিংক ট্রাভেলার্স ২৩ তারিখ 🔥
💥 ট্যুরের খরচঃ
চট্টগ্রাম থেকে ১৮০০/- জনপ্রতি।
ঢাকা থেকে ২৯০০/- জনপ্রতি।
(কাপল প্রতি ৫০০/- টাকা বাড়বে)
★ যাত্রা শুর ২৩ ই ডিসেম্বর সকাল ৯ টা।
★ যাত্রা শেষ ২৪
ডিসেম্বর সন্ধ্যা ৬ টা।
💥 ট্যুর প্ল্যানঃ
২৩ ডিসেম্বরঃ সকাল ৯.৩০ মিনেটে চট্টগ্রামের নতুন ব্রীজ থেকে সবাই চকরিয়ার উদ্দেশ্যে রওনা হবো। আর ঢাকার টিম ২২ ডিসেম্বর রাতের বাসে আলীকদম পর্যন্ত আসবে। সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকবে আমাদের ঠিক করা চাঁদের গাড়ি/ বাস। সেটাতে করে আমরা চলে যাবো মারায়ন তং এর নিচে পর্যন্ত। দুপুরে খাবার খেয়ে হাটা শুরু হবে মারায়ং তং এর চূড়ায় পৌঁছার উদ্দেশ্যে। চূড়ায় পৌঁছার পর তাবু সেট করা শুরু হবে। তাবু গুলো সর্বোচ্চ ৪ জন ধারণসম্পন্ন। সন্ধ্যায় ক্যাম্প ফায়ার হবে, রাতের খাবারে হবে বিবিকিউ, খাবার শেষে যথারীতি গান, আ
|| মুপ্পছড়া, ন-কাটা ছড়া ও ধুপ্পানিছড়া ঝর্ণাবিলাস ||
ঝর্ণা প্রেমিদের জন্য বিলাইছড়ি এক আশীর্বাদের নাম। তুলনামুলক সহজ ট্রেকিং হওয়ায় মনোমুগ্ধকর ঝর্ণাগুলোর বুনো রূপ দেখতে যেকেউ যেতে পারে। লিংক ট্রাভেলার্স বাংলাদেশ এমনি সুযোগ করে দিচ্ছে সবার জন্য। আমরা ঘুরব মুপ্পছড়া, ন-কাটা ছড়া ও ধুপ্পানিছড়া ঝর্ণা। উইকএন্ডে ট্যুর আয়োজন করা হয়েছে যেন আপনাদের অফিস বা ক্লাস মিস না হয়।
⚓ভ্রমণের স্থানঃ-
-মুপ্পোছড়া ঝর্না
-ন-কাটা ঝর্না
-ধুপপানি
-কাপ্তাই লেক
-বিলাইছড়ি
🚍যাত্রার সময়ঃ- ০৫ আগস্ট সকাল ০৬.০০ টা।
🚎ফেরার সময়ঃ- ০৬ আগস্ট রাত ০৯.০০টা।
💰ইভেন্ট ফিঃ- ২৪৯৯/- মাত্র
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুনঃ-
নিয়াদঃ- 01642222245
তানভীরঃ- 01818650854
লিংক ট্রাভেলার্স পরিবারের সকল সদস্যকে নতুন বছরের,
শুভেচছা ২০২২
কি ভাবছেন সাজেক?
নারে ভাই এটা রাঙ্গামাটির ফুড়োমন পাহাড়
এবার আমরা শীতের ঠান্ডা ঠান্ডা আমেজটাকে একটু উষ্ণ করতে যাচ্ছি ফুড়োমন পাহাড়ে।
অগণিত সিঁড়ি পার হয়ে যেন এই সুন্দরের দেখা
পাহাড়ে উঠতে অনেক কষ্ট হলেও উঠার পর যেন এক স্বর্গীয় সুখের অনুভূতি।
সাজেকের চেয়েও কিন্তু কম না।
এবার না হয় যাওয়া যাক এই ফুড়োমন দেখতে।
তাই এইবারের বিজয় এর মাসে আমরা যাচ্ছি ফুড়োমন বিজয় করতে ডে ট্যুরে।একটু ট্রেকিং তো করতে হবে স্বর্গীয় সুখ পেতে এটাতো স্বাভাবিক।
জনবহুল এড়িয়ে এবারের ফুড়োমন জয়,যেটি কিনা রাঙ্গামাটির সবচেয়ে উঁচু এবং সু্ন্দর পাহাড়।
যাওয়ার সময় -৭/১/২০২২
ইভেন্ট ফি-৮০০
যা যা থাকবে-
➡️সকালের নাস্তা,
➡️ দুপুরবেলার খাবার।
➡️ বিকালের নাস্তা
➡️রাঙ্গামাটি শহরের আশেপাশের স্থান ঘুরাঘুরি সময় পেলে।
যা যা থাকবে না;
ব্যক্তিগত খরচ লিংক ট্রাভেলার্স বাংলাদেশ বহন করবে না।
বুকিং প্রক্রি
১৭-৯-২০২১ আমরা যাচিছ চন্দ্রনাথ+ বাঁশবাড়ির বিচ যারা যেতে চান দ্রুত বুকিং করুন
🧿Rakib Niloy
লোকেশান : বালীজুরি শেরপুর
চলে যাচ্ছি, "নেটওয়ার্কের বাইরে "ভ্রমন করুন প্রিয় মানুষগুলো নিয়ে লিংক 🏃ট্রাভেলার্স
আর মাত্র ৪ দিন।।
২৭ আগস্ট এই সুন্দরীকে দেখতে যাচ্ছি....
আবারো চিল হবে LINK TRAVELERS BANGLADESH 🇧🇩 .💕[LTBD]👨👩👧👦. এর সাথে
ভিডিও- সংগৃহীত
LINK TRAVELERS BANGLADESH 🇧🇩 .💕[LTBD]👨👩👧👦. ট্যুর বোয়ালীয়া ঝর্ণা, মিরসরাই
এমন একটা সকাল কে না চাই... 😍😍
যেখানে খুব ভোরে.. ঠান্ডা হাওয়ায় নিজেকে হারাবো..তারপর আলতো করে রোদ গায়ে মাখাবো..❤❤
আমরা যাচ্ছি ২৫-২৬ মার্চ এ কাপ্তাই প্রশান্তি লেক ক্যাম্পিং ট্যুর এ...
ইভেন্ট ফিঃ ১৩০০৳(চট্টগ্রাম)
২৩৩৩৳(ঢাকা)।
বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন