Bangladesh & Railway

  • Home
  • Bangladesh & Railway

Bangladesh & Railway like & share & follow

  আগামী ১ মার্চ হতে NID বা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট এর মাধ্যমে রেজিস্ট্রেশন ব্যতিত টিকিট ক্রয় করা যাবে না মর্মে রেলওয়ে স...
25/02/2023


আগামী ১ মার্চ হতে NID বা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট এর মাধ্যমে রেজিস্ট্রেশন ব্যতিত টিকিট ক্রয় করা যাবে না মর্মে রেলওয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণের মাঝে এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এসকল প্রশ্নের উত্তর নিম্নে দেওয়ার চেস্টা করা হলো:

প্রশ্ন-১: একের অধিক টিকিট ক্রয়ের ক্ষেত্রে সবার এনআইডি লাগবে কিনা?
উত্তর-১: একের অধিক টিকিট ক্রয়ের ক্ষেত্রে যার আইডি ব্যবহার করা হবে ভ্রমণকালে তাকেই আইডি দেখানো লাগবে। অন্যদের আইডি দেখানোর প্রয়োজন নেই।

প্রশ্ন-২: কাউন্টারে টিকিট ক্রয়ের ক্ষেত্রে আইডি লাগবে কিনা?
উত্তর-২: কাউন্টারে টিকিট ক্রয়ের ক্ষেত্রে নিবন্ধিত আইডি বা এই আইডির বিপরীতে দেওয়া ফোন নাম্বার বললেই হবে। টিকেটিং ডাটাবেইজে সংরক্ষিত তথ্যসমূহ স্বয়ংক্রিয়ভাবে টিকিটের উপরে মুদ্রিত হবে। তবে ভ্রমণকালে আইডি বা আইডি'র ফটোকপি দেখালেই চলবে।

প্রশ্ন-৩: কাউন্টারে নিবন্ধন করা যাবে কিনা?
উত্তর-৩: কাউন্টারে নিবন্ধন করার সুযোগ নেই। তবে প্রতিটি জেলা শহরের স্টেশনে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। সেখানে কোনো যাত্রী গেলে তাকে সহযোগিতা করা হবে নিবন্ধনের জন্য।

প্রশ্ন-৪: রেজিস্ট্রেশনের কোনো তথ্য পরিবর্তন করা যাবে কিনা?
উত্তর-৪: রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপাতত শুধু ইমেইল ও ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

প্রশ্ন-৫: বর্তমানে একবারে সর্বোচ্চ কতজনের টিকিট ক্রয় করা যাবে?
উত্তর-৫: চারজনের টিকিট ক্রয় করা যাবে।

প্রশ্ন-৬: সপ্তাহে দুইবারের বেশি টিকিট ক্রয়ের সুযোগ থাকবে কিনা?
উত্তর-৬: বর্তমানে ৭ দিনে সর্বোচ্চ দুই বার টিকিট ক্রয়ের যে লিমিট দেওয়া তা অচিরেই তুলে নেওয়া হবে। সেক্ষেত্রে একইদিনে একই যাত্রা স্টেশন থেকে একের অধিকবার টিকিট ক্রয়ের সুযোগ
থাকবে না।

প্রশ্ন-৭: টিকিটের উপরে যাত্রীর নাম বা আইডি সাথে ভ্রমণকারীর তথ্য না মিললে কি হবে?
উত্তর-৭: ভ্রাম্যমাণ আদালত বা ভ্রাম্যমাণ টিকিট চেকার বা টিটিই কর্তৃক চেকিংকালে টিকিটের উপরে মুদ্রিত যাত্রীর তথ্যের সাথে ভ্রমণকারীর তথ্য না মিললে যাত্রীর নিকট থাকা টিকিটটা হস্তান্তরের দায়ে অবৈধ হিসেবে বিবেচিত হবে এবং ভ্রমণকারীকে বিনা টিকিটের যাত্রী বিবেচনায় নিয়ে জরিমানা ও ভাড়া আদায় করা হবে। এক্ষেত্রে জরিমানা ভাড়ার সমপরিমান হবে।

প্রশ্ন-৮: এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে কিনা?
উয়তর-৮: অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। সেক্ষেত্রে মোবাইল নাম্বার ও আইডি দিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে।

প্রশ্ন-৯: জন্ম নিবন্ধন সনদ কাদের ক্ষেত্রে প্রযোজ্য।
উত্তর-৯: ১২-১৮ বছর বয়সীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে।

প্রশ্ন-১০: জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন কতদিনের মাঝে সম্পন্ন সম্ভব হয়?
উত্তর-১০: যেহেতু ম্যানুয়ালি তথ্য চেক করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয় তাই এক্ষেত্রে কমপক্ষে ৭২ ঘন্টা সময় প্রয়োজন হবে।

প্রশ্ন-১১: যাদের আগে থেকে আইডি রয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয়?
উত্তর-১১: যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। এরপর এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করে নিলেই হবে।

প্রশ্ন-১২: রেজিস্ট্রেশন করা যাবে কি কি ভাবে?
উত্তর-১২: মূলত তিনভাবে একজন রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইন, মোবাইল আ্যপ ও মোবাইল এসএমএস এর মাধ্যমে।
অনলাইনের ক্ষেত্রে eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন। মোবাইল আ্যপের ক্ষেত্রে গুগল প্লে স্টরে গিয়ে Rail Sheba আ্যপের মাধ্যমে এবং মোবাইল এসএমএসের ক্ষেত্রে BRNID of Birth লিখে ২৬৯৬৯ নাম্বারে সেন্ড করতে হবে। এক্ষেত্রে জন্মতারিখের ফরম্যাট হবে YYYY-MM-DD।
তথ্যঃ বাংলাদেয় রেলওয়ে অফিসিয়াল ফেসবুক পেজ

  স্মার্ট কার্ড থাকা সত্ত্বেও এই সমস্যা কারা কারা পাচ্ছেন?ইনশাল্লাহ সব কিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে।
25/02/2023


স্মার্ট কার্ড থাকা সত্ত্বেও এই সমস্যা কারা কারা পাচ্ছেন?
ইনশাল্লাহ সব কিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে।

24/02/2023


ইন্ডিয়ার লোকাল ট্রেনর গতি দেখুন।

  রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে আধুনিক পাবলিক টয়লেট এর ভিত্তিপ্রস্থ স্থাপন ও পুন...
23/02/2023


রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে আধুনিক পাবলিক টয়লেট এর ভিত্তিপ্রস্থ স্থাপন ও পুনর্নির্মিত ফুট ওভার ব্রীজ উদ্বোধন করেন। (বৃহস্পতিবার,২৩ ফেব্রুয়ারি,২০২৩)

  চট্টগ্রাম স্টেশনে ট্রেন সম্পর্কিত তথ্যের নতুন ডিসপ্লে লাগানো হচ্ছে ❤️❤️❤️
23/02/2023


চট্টগ্রাম স্টেশনে ট্রেন সম্পর্কিত তথ্যের নতুন ডিসপ্লে লাগানো হচ্ছে ❤️❤️❤️

 উনাকে 2 লাইন জ্ঞান দিয়ে যান,
23/02/2023


উনাকে 2 লাইন জ্ঞান দিয়ে যান,

23/02/2023


ট্রেন ও জ্যামে পড়ে 😔😔

23/02/2023

কালুরঘাট সেতু সংস্কার এবং সংস্কারকালীন সময়ে বিকল্প যাতায়াত ব্যবস্স্থা ফেরী চালুর লক্ষ্যে সংসদীয় কমিটির চেয়ারম্যান মহোদয়ে...
22/02/2023

কালুরঘাট সেতু সংস্কার এবং সংস্কারকালীন সময়ে বিকল্প যাতায়াত ব্যবস্স্থা ফেরী চালুর লক্ষ্যে সংসদীয় কমিটির চেয়ারম্যান মহোদয়ের পরিদর্শন॥

 #সতর্কবার্তানিজে জানুন শেয়ার করো অন্যকে জানতে সহায়তা করুন।
21/02/2023

#সতর্কবার্তা
নিজে জানুন শেয়ার করো অন্যকে জানতে সহায়তা করুন।

  ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস কোচ নাম্বার ১০৪৬ নাম্বার এর ব্রিজ প্লেলল ভেঙ্গে যাওয়ার কারনে সান্তাহার জংশন অবস্থান করতেছ...
21/02/2023


ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস কোচ নাম্বার ১০৪৬ নাম্বার এর ব্রিজ প্লেলল ভেঙ্গে যাওয়ার কারনে সান্তাহার জংশন অবস্থান করতেছে।ওয়াসপিটে ৫ টি কোচ কেটে নিয়ে যাওয়া হয়েছে।

ঠিক করার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কখন ছেড়ে যাবে সঠিক সময় বলা যাচ্ছে না।

সময়ঃ ১২,৪০ মিনিট।

  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি উদযাপন। জি.এম পূর্ব।
21/02/2023


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি উদযাপন। জি.এম পূর্ব।

21/02/2023


21/02/2023

  যাত্রীগণ 😂😂
20/02/2023


যাত্রীগণ 😂😂

  চট্রগ্রাম স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা:-
19/02/2023


চট্রগ্রাম স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা:-

গণ বিজ্ঞপ্তি
18/02/2023

গণ বিজ্ঞপ্তি

17/02/2023

  উল্টাপাল্টা এন আইডি এবং বার্থ রেজিস্ট্রেশন সনদ দিয়ে একাউন্ট ভেরিফাই হবে না। এন আইডি নম্বর ও জন্ম সাল মিললে তবেই ভেরিফ...
16/02/2023


উল্টাপাল্টা এন আইডি এবং বার্থ রেজিস্ট্রেশন সনদ দিয়ে একাউন্ট ভেরিফাই হবে না। এন আইডি নম্বর ও জন্ম সাল মিললে তবেই ভেরিফাই হবে। রেলসেবা ওয়েবসাইটে বা এ্যাপে আপনার আগের আইডি থাকলেও এন আইডি ভেরিফাই না হওয়া পর্যন্ত টিকেট করতে পারবেন না ১ মার্চ থেকে।
সবাই যার যার একাউন্ট ভেরিফাই করে নিন। সাপ্তাহিক দুবার টিকেট করার ব্যারিয়ার শীঘ্রই উঠে যাবে। নিজের আইডি থেকে করা টিকেটে কোন কারণে বাবা, মা, ভাই, বোন যাত্রা করলে সেই আইডির প্রমাণ সঙ্গে রাখতে হবে( এটাও তুলে দেয়া হবে শীঘ্রই)। সবচেয়ে ভালো হয় বাবা,মা,ভাই বোন এর আইডি ব্যবহার করে তাদের একাউন্ট ওপেন করে নিন। ১৮ বছরের কম বয়সী যাদের এন আইডি হয়নি তারা বার্থ রেজিস্ট্রেশন সনদ দিয়ে এবং বিদেশি নাগরিকরা তাদের পাসপোর্ট নম্বর দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।

বাকি থাকলো যাত্রাপথে টিকেট যাচাই। সেটাও রেল কঠোরভাবে চালু করবে মর্মে বলা হচ্ছে। আপাতত পজ মেশিন দেয়া হবে টিটিই দের। ভবিষ্যতে আইডেন্টিটি চেক করতে ভ্রমণরত যাত্রীদের তথ্য সম্বলিত ট্যাব সরবরাহের চিন্তা চলছে।

আপনাকে কিন্তু দেশের বাহিরে বা ভেতরে বিমানে ভ্রমণ করতে এন আইডি/পাসপোর্ট এর তথ্য দিতে হয়। বাংলাদেশ রেলওয়ে তে ভ্রমণ করতে এন আইডি ভেরিফিকেশন এর সুযোগ থাকলে আখেরে আপনার ই লাভ। বন্ধ হবে টিকেট কালোবাজারী, সাধারণ যাত্রীদের টিকেট প্রাপ্তি সহজ হবে এ কথা বলাই যায়। মনে রাখবেন টিকেটে থাকা এন আইডি নম্বরের সাথে আপনার আইডি ও নাম না মিললে আপনি কিন্তু বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য হবেন এবং জরিমানা সহ ভাড়া প্রদান করতে বাধ্য থাকবেন।

  রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, আজ রেলভবনে "টিকেট যার ভ্রমণ তার -এ স্লোগানকে সামনে রেখে টিকেট ক্রয়ের ক্ষেত্র...
15/02/2023


রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, আজ রেলভবনে "টিকেট যার ভ্রমণ তার -এ স্লোগানকে সামনে রেখে টিকেট ক্রয়ের ক্ষেত্রে NID ও জন্ম নিবন্ধন সংযোজন এবং ট্রেনে POS ডিভাইস সংযোজন বিষয়ে ব্রিফিং করেন। (বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩)

15/02/2023

রেল ক্রসিং গেট
আমাদের দেশে কখন হবে এই ধরনের গেট?

  রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি রেল ভবনের সভাকক্ষে "রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুবিধাদি প্রস্তুতিমূলক কারি...
14/02/2023


রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি রেল ভবনের সভাকক্ষে "রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা প্রকল্পের পরামর্শক সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের সাথে যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের" সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩)

আজকে সুবর্ন এক্সপ্রেস ময়নামতি স্টেশন ক্রস করার সময় পাথর নিক্ষেপের শিকার হয় এক যাত্রী ।কখন থামবে এই পাথর নিক্ষেপ?
12/02/2023

আজকে সুবর্ন এক্সপ্রেস ময়নামতি স্টেশন ক্রস করার সময় পাথর নিক্ষেপের শিকার হয় এক যাত্রী ।
কখন থামবে এই পাথর নিক্ষেপ?

  দুই বন্ধু সিগন্যালের কাজ করছে 😂😂😂
12/02/2023


দুই বন্ধু সিগন্যালের কাজ করছে 😂😂😂

  ঢাকা গামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন এর রেকখানা ওয়াশপিট থেকে বের হয়ে - প্লাটফর্মে প্লেস দেওয়ার সময়   ( ২৩২১ পাওয়া...
12/02/2023


ঢাকা গামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেন এর রেকখানা ওয়াশপিট থেকে বের হয়ে - প্লাটফর্মে প্লেস দেওয়ার সময় ( ২৩২১ পাওয়ার) বিডিআর গেটে, মারাত্মক অটোরিকশার সঙ্গে এক্সিডেন্ট হয়।

11/02/2023


ভারতে উদ্বোধন হতে যাচ্ছে নতুন ট্রেন ,মুম্বাই ও মহারাষ্ট্রের জন্য।
কেমন লাগলো ভারতীয় নতুন ট্রেন?

  সম্মানিত যাত্রীদের যাত্রা শেষের কিছু দৃশ্য 😔😔।
11/02/2023


সম্মানিত যাত্রীদের যাত্রা শেষের কিছু দৃশ্য 😔😔।

10/02/2023


রঙিন সাজে সাজ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত ঈশ্বরদী- রুপপুর রেলপথে ট্রেন চলাচল,
(বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৩)

07/02/2023


অফ টপিক
ভূমিকম্পের ধ্বংসস্তূপে বোন ভাই কে ১৭ ঘণ্টা এভাবে আগলে রাখে।
বলুন সুবহানাল্লাহ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh & Railway posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh & Railway:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share