JRF Tours & Travels bd

  • Home
  • JRF Tours & Travels bd

JRF Tours & Travels bd JRF Tours & Travels creates Videos about Travel & visa Information. Almost all countries.

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Pas...
21/01/2024

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)

ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ

আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন


এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world

--------------------------

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে


আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। আজকে একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা আর চট করে প্ল্যান করে ফেলতে পারবেন আপনার পরবর্তি ট্রিপ।

বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে


এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু
তথ্যসূত্র: visaguide.world
------------------------------
ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?


একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ই-ভিসায় ঘুরে আসতে পারবেন যে দেশগুলো থেকে

বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন । এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম
তথ্যসূত্র: visaguide.world

-----------------------------
বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে


নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার পালা ভিসাসহ ট্রাভেল নিয়ে জানার। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট


ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট

কক্সবাজার এক্সপ্রেসের গুরুত্বপূর্ণ সকল তথ্য ✅⭕ নামঃ কক্সবাজার এক্সপ্রেস। ⭕ ট্রেন কোডঃ ৮১৩/৮১৪। ⭕ রুটঃ কক্সবাজার-চট্টগ্রা...
18/01/2024

কক্সবাজার এক্সপ্রেসের গুরুত্বপূর্ণ
সকল তথ্য ✅

⭕ নামঃ কক্সবাজার এক্সপ্রেস।
⭕ ট্রেন কোডঃ ৮১৩/৮১৪।
⭕ রুটঃ কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা।
⭕ সার্ভিসঃ ননস্টপ।
⭕ পরিসেবাঃ ব্র‍্যান্ড নিউ কোরিয়ান
লাল-সবুজ কোচ দ্বারা ৷
⛔ সাপ্তাহিক বন্ধঃ ৮১৩/আপ কক্সবাজার
থেকে মঙ্গলবার,
৮১৪ ডাউন ঢাকা থেকে সোমবার।

✔️ সময়সূচিঃ

✔️ ৮১৩ আপ কক্সবাজার থেকে ছাড়বে
দুপুর ১২.৩০ মিনিটে।
▶️চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ০৩.৪০ মিনিটে।
▶️চট্টগ্রাম ছাড়বে বিকেল ০৪.০০ মিনিটে
▶️বিমানবন্দর পৌঁছাবে রাত০৮.৩০
মিনিটে।
▶️বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত ০৮.৩৩
মিনিটে।
▶️ঢাকা পৌঁছাবে রাত ০৯.১০ মিনিটে।

✔️ ৮১৪ ডাউন ঢাকা থেকে ছাড়বে রাত
১০.৩০ মিনিটে।
▶️বিমানবন্দর স্টেশন পৌঁছাবে রাত
১০.৫৩ মিনিটে।
▶️বিমানবন্দর স্টেশন ছাড়বে রাত
১০.৫৮ মিনিটে।
▶️চট্টগ্রাম পৌঁছাবে রাত ০৩.৪০ মিনিটে।
▶️চট্টগ্রাম ছাড়বে ভোর ০৪.০০ মিনিটে।
▶️কক্সবাজার পৌঁছাবে সকাল
০৭.২০মিনিটে।

✅ঢাকা- কক্সবাজার রুটের চূড়ান্ত ভাড়া।

⭕ শোভন চেয়ার > ৬৯৫ টাকা।
⭕ স্নিগ্ধা >১৩২৫ টাকা।
⭕ এসি সিট >১৫৯০ টাকা।
⭕ এসি বার্থ >২৩৮০ টাকা।

✅চট্টগ্রাম- কক্সবাজার রুটের চূড়ান্ত
ভাড়া।

⭕ শোভন চেয়ার >২৫০ টাকা।
⭕ স্নিগ্ধা >৪৭০ টাকা।
⭕ এসি সিট >৫৬৫ টাকা।
⭕ এসি বার্থ >৮৪৫ টাকা।

▶️বিস্তারিত সিটপ্লানঃ

⭕শোভন চেয়ারে জানালার পাশের সীট নম্বর সমূহঃ ০১, ০২, ০৪, ০৫, ০৮, ০৯, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২১, ২৪, ২৫, ২৮,
➡️২৯, ৩২, ৩৩, ৩৬⬅️
৩৭, ৩৯, ৪১, ৪৪, ৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৬, ৫৭, ৫৯, ৬০৷
➡️ ⬅️টেবিল সিট।

⭕স্নিগ্ধা শ্রেণীতে জানালার পাশের সীট নম্বর সমূহঃ ০১, ০৩, ০৪, ০৭, ০৮, ১১, ১২, ১৫, ১৬, ১৯, ২০, ২৩,
➡️২৪, ২৭, ২৮, ৩১⬅️
৩২, ৩৫, ৩৬, ৩৯, ৪০, ৪৩, ৪৪, ৪৭, ৪৮, ৫১, ৫২, ৫৪, ৫৫।
➡️ ⬅️টেবিল সিট৷

➡️৮১৩ঃ কক্সবাজার- চট্টগ্রাম
৬০ থেকে ৩৬ যাত্রামুখী।
চট্টগ্রাম- ঢাকা ১-৩৫ যাত্রামুখী৷
➡️৮১৪ঃ ঢাকা- চট্টগ্রাম ৬০-৩৬ যাত্রামুখী।
চট্টগ্রাম- কক্সবাজার ১- ৩৫ যাত্রামুখী।

⛔ বর্তমানে দেশে পর্যাপ্ত কোরিয়ান কেবিন কোচ না থাকার কারণে এই ট্রেনে আপাতত কোনো কেবিন কোচ সংযুক্ত নেই। তবে ইনশাআল্লাহ শীঘ্রই এই ট্রেনের সাথে এসি এবং ননএসি কেবিন যুক্ত হবে।

ধৈর্য সহকারে পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ 💐

31/12/2023
বহুল আকাঙ্ক্ষিত ঢাকা- কক্সবাজার রুটের ট্রেনের প্রস্তাবিত সময়সূচি--------------------------------------------------------...
31/10/2023

বহুল আকাঙ্ক্ষিত ঢাকা- কক্সবাজার রুটের ট্রেনের প্রস্তাবিত সময়সূচি
---------------------------------------------------------------------------
ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারের দূরত্ব আরও ঘুচলো। নতুন কোরিয়ান কোচ দিয়ে আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রা শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেনের।

এবার জেনে নেওয়া যাক এই রুটে ট্রেন চলাচলের সময়সূচি-
প্রস্তাবিত ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী-১
আন্তঃনগর এ ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ০৮:১৫, কক্সবাজার পৌঁছাবে ভোর ৫:৩০ মিনিট।

আবার ফিরতি যাত্রায় কক্সবাজার ছাড়বে সকাল ১০টায়, ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৭:১৫ মিনিট। ওয়াশপিট ও অফডে সার্ভিসিং হবে কক্সবাজারে।

প্রস্তাবিত ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী-২
আন্তঃনগর এ ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১১:৫০ মিনিটে, কক্সবাজার পৌঁছাবে সকাল ৯:৩০ মিনিট।
আবার ফিরতি যাত্রায় কক্সবাজার ছাড়বে দুপুর ১২:৪৫ মিনিটে, ঢাকা পৌঁছাবে রাত ১০ টায়।

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া  ৪১ টি দেশে যেতে পারবেন।😍🥀 #এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি😍১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫...
03/08/2023

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারবেন।😍🥀
#এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি😍
১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূর্ব তিমুর।
#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি😍
৬। বেনিন ৭। কেপ ভার্দ ৮। কমোরো দ্বীপপুঞ্জ ৯। জিবুতি ১০। গাম্বিয়া ১১। গিনি বিসাউ ১২। কেনিয়া ১৩। লেসোথো ১৪। মাদাগাস্কার ১৫। মৌরিতানিয়া ১৬। মোজাম্বিক ১৭। রুয়ান্ডা ১৮। সিসিলি ১৯। সোমালিয়া ২০। টোগো ২১। উগান্ডা।
#আমেরিকার মধ্যে রয়েছে-১ টি😍
২২। বলিভিয়া
#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি😍
২৩। কুক আইল্যান্ডস ২৪। ফিজি ২৫। মাইক্রোনেশিয়া ২৬। নিউই ২৭। সামাউ ২৮। ত্রিভালু ২৯। ভানুয়াতু।
#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি😍
৩০। বাহামা ৩১। বার্বাডোজ ৩২। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৩। ডোমিনিকা ৩৪। গ্রেনাডা ৩৫। হাইতি ৩৬। জামাইকা ৩৭। মন্টসেরাত ৩৮। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৩৯। সেন্ট ভিনসেন্ট
৪০। ত্রিনিদাদ ৪১। টোব্যাগো।😍🤩🥀

শুধুমাত্র হজ যাত্রীদের জন্য .....
12/05/2023

শুধুমাত্র হজ যাত্রীদের জন্য .....

🇪🇭🇪🇭দুবাইতে জরুরী কর্মী নিয়োগ 🇪🇭🇪🇭
11/02/2023

🇪🇭🇪🇭দুবাইতে জরুরী কর্মী নিয়োগ 🇪🇭🇪🇭

এয়ারপোর্টে শুল্ক না বিদেশ থেকে আনা যাবে যে সব জিনিসগুলো।
11/02/2023

এয়ারপোর্টে শুল্ক না বিদেশ থেকে আনা যাবে যে সব জিনিসগুলো।

বিনা ভিসায় বাংলাদেশীরা ঘুরতে পারেন যেসব দেশে=================================একটা সময় ছিল যখন ঈদের ছুটি মানেই আত্মীয়-...
11/02/2023

বিনা ভিসায় বাংলাদেশীরা ঘুরতে পারেন যেসব দেশে
=================================
একটা সময় ছিল যখন ঈদের ছুটি মানেই আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানো বা ঘোরাঘুরি। যুগ পাল্টেছে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ঈদের ছুটি কাটাতে যাচ্ছে বাংলাদেশের মানুষ।
এবারের ঈদে যারা বিনা ভিসায় দেশের বাইরে ঈদের ছুটি কাটাতে চান তাদের জন্য একটি তালিকা দেওয়া হলো। এ তালিকায় রয়েছে সেসব দেশের নাম ও দরকারী তথ্য যেখানে বিনা ভিসা বা অন অ্যারাইভেলে যাওয়া যায়।
ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে:
• এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা)
• শ্রীলংকা (৩০ দিন) আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস)
• মালাউই (৯০ দিন)
• সেশেল (১ মাস)
• আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন)
• হাইতি (৩ মাস)
• গ্রানাডা (৩ মাস)
• সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস)
• সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস)
• টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন)
• মন্টসের্রাট (৩ মাস)
• ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন)
• ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস)
• কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন)
• নাউরু (৩০ দিন)
• পালাউ (৩০ দিন)
• সামোয়া (৬০ দিন)
• টুভালু (১ মাস)
• নুউ (৩০ দিন)
• ভানুয়াটু (৩০ দিন)
• মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে:
====================================================
• এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার)
• জর্জিয়া (৩ মাস)
• লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার)
• মালদ্বীপ(৩০ দিন)
• মাকাউ (৩০ দিন)
• নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)
• সিরিয়া (১৫ দিন)
• পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার)
• আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক)
• মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ)
• মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার)
• টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ)
• উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। আর আপনার কাছে ফিরতি টিকেট ও হোটেল বুকিং এর কাগজ অবশ্যই থাকতে হবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when JRF Tours & Travels bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share