Jannat Tours & Travels

  • Home
  • Jannat Tours & Travels

Jannat Tours & Travels Can't say much. I am the second child of a fairly educated Muslim family.currently doing business. gokarnaghat Brahmanbaria

দেশ কিংবা বিদেশ ভ্রমণে জন্নাত ট্যুরস এন্ড ট্রাভেলস রয়েছে সর্বদাই আপনার পাশে। টিকেটের মূল্য জানতে আমাদের হট লাইল নাম্বারে...
16/01/2025

দেশ কিংবা বিদেশ ভ্রমণে জন্নাত ট্যুরস এন্ড ট্রাভেলস রয়েছে সর্বদাই আপনার পাশে। টিকেটের মূল্য জানতে আমাদের হট লাইল নাম্বারে যোগাযোগে করুন 01751-313234 অথবা 09649313234 এই নাম্বারে। ধন্যবাদ

কি ভাবছেন?  এয়ার টিকেট করবেন সল্প মূল্যে?  তাহলে আজই চলে আসুন আমাদের অফিসে। বিশ্বের যে কোন রুটের বিমানের টিকেট সহজ ও সূল...
14/01/2025

কি ভাবছেন? এয়ার টিকেট করবেন সল্প মূল্যে? তাহলে আজই চলে আসুন আমাদের অফিসে। বিশ্বের যে কোন রুটের বিমানের টিকেট সহজ ও সূলভ মূল্যে পেতে জান্নাত ট্যুরস এন্ড ট্রাভেলস সর্বদাই রয়েছে আপনার পার্শে।

03/01/2025

বিশ্বের যে কোন রুটের বিমানের টিকেট সহজ ও সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। অথবা কল করুন 01751-313234

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিশ্বের যে কোন রুটের বিমানের টিকেট সহজে সুলভ মূল্যে পেতে আজই যোগায...
03/01/2025

ভিসা প্রসেসিং ও এয়ার টিকেটের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিশ্বের যে কোন রুটের বিমানের টিকেট সহজে সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন আমাদের অফিস।

শুভ নববর্ষ! পুরনো স্মৃতিকে পেছনে রেখে নতুন জীবন শুরু করুন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
31/12/2024

শুভ নববর্ষ! পুরনো স্মৃতিকে পেছনে রেখে নতুন জীবন শুরু করুন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

সল্প মূল্যে এয়ার টিকেট ও সল্প সময়ে ভিসা প্রসেসিং সুবিধা পেতে আজই চলে আসুন জান্নাত ট্যুরস এন্ড ট্রাভেলস এ।  আমাদের ঠিকানা...
28/12/2024

সল্প মূল্যে এয়ার টিকেট ও সল্প সময়ে ভিসা প্রসেসিং সুবিধা পেতে আজই চলে আসুন জান্নাত ট্যুরস এন্ড ট্রাভেলস এ। আমাদের ঠিকানা গোকর্ণ ঘাট বাজার ব্রাহ্মণবাড়িয়া সদর। মোবাইল 01751-313234

17/12/2024

সৌদি আরবে ফ্যামিলি ভিসিট ভিসার জন্য যা যা প্রয়োজন।
১)অর্ডার নাম্বার বা ভিসার আবেদন কপি। মেইন পাসপোর্ট। পাসপোর্ট ছয় মাসের জন্য বৈধ হতে হবে।
২)জন্ম নিবন্ধন অথবা এনআইডির ফটোকপি, তবে এনআইডি থাকলে এনআইডি দিতে হবে।
৩)১৭ বছরের উপরে হলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক।
৪)সাদা ব্যাকগ্রাউন্ডের ৪ কপি ল্যাব প্রিন্ট ছবি লাগবে।
৫)মূল কাবিননামা।
৬)স্বামীর বৈধ আকামার কপি বারকোড যুক্ত এবং বৈধ পাসপোর্ট কপি দিতে হবে।
৭)সন্তান হলে তার জন্ম নিবন্ধন পাসপোর্ট,সাদা ব্যাকগ্রাউন্ড ৪ কপি ছবি , মা বাবার আইডি কার্ড বা পাসপোর্ট কপি, ওয়ারিশ সনদ ইত্যাদি।
ভিসা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য, আবেদনকারীকে দূতাবাস দ্বারা অনুমোদিত সংস্থার সাথে যোগাযোগ করতে হবে অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।
বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন অথবা কল করুন 01751-313234

29/11/2024

এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, পাসপোর্ট আবেদন সহ অনলাইনের যাবতীয় কাজ দক্ষতা সাথে সম্পন্ন করাতে আজই আমাদের অফিসে ভিজিট করুন।

Send a message to learn more

23/11/2024

মানুষের জীবনের চাওয়া পাওয়াঃ-
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।
❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।
❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করেন।
❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার
বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।
❐ বাড়িওয়ালা চায় আপনি যেন
জীবনে বাড়ি করতে না পারেন।
❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক।
❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন
নিয়ে ঋনগ্রস্থ হোন।
❐ প্রাইভেট টিউটর চায় আপনার
সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।

🎇৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
🎇তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
🎇ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
🎇তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
🎇তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
🎇তিনটি জিনিস
জীবনে রাখতে নেইঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
🎇তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিতঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
🎇তিনটি জিনিস কে আয়ত্বে রাখা উচিতঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
🎇তিনটি জিনিস অভ্যাস করা উচিতঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
🎇তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিতঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
🎇তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিতঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম

নুপুরের দাম হাজার টাকা,,
কিন্তু তার স্থান পায়েই হয়,,
টিপের দাম এক টাকা হলেও ,,
তার স্থান কপালে। "যে নুনের মতো
তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"।
ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,,
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না,,
আর বাঁকা পথের প্রতি সবারই
আগ্রহ বেশী।
এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,
আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, পানি মেশাননি তো?",,
আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই।
আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম,,,
যে -"তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,
কিন্তু সিংহ বললে খুব খুশি হয় !!

🤔মানুষ বড়ই আজব প্রানী🤔

পাসপোর্ট নিয়ে বড় একটা সমাধান!১-হাতে লিখা পাসপোর্ট নিয়ে দেশে গিয়ে আসা যাবে কি?২-দেশে যাওয়ার পর নতুন পাসপোর্ট করে আসা যাবে...
10/11/2024

পাসপোর্ট নিয়ে বড় একটা সমাধান!
১-হাতে লিখা পাসপোর্ট নিয়ে দেশে গিয়ে আসা যাবে কি?
২-দেশে যাওয়ার পর নতুন পাসপোর্ট করে আসা যাবে ক?
৩-বয়স পরিবর্তন করে আসা যাবে কি?
বিস্তারিত....
হাতে লেখা পাসপোর্ট ১/২ বছরের জন্য বাড়িয়ে দেশে যেতে সমস্যা নেই,তবে আসার সময় অবশ্যই মূল পাসপোর্ট এর মেয়াদ থাকতে হবে।
যেমন দেশে যাওয়ার পর আপনাকে অবশ্যই একটা নতুন পাসপোর্ট বানাতে হবে,অথবা সৌদিতে পাসপোর্ট জমা দিয়ে থাকলে সেটা দেশে নিয়ে গিয়ে সৌদিতে আসতে হবে।
🟢দেশে থাকা অবস্থায় যদি নতুন পাসপোর্ট বানান সেক্ষেত্রে মালুমাত হয় না,এক্ষেত্রে নতুন পুরাতন ২ টা পাসপোর্ট সাথে থাকলেই হয়,সৌদিতে আসতে সমস্যা হয় না।
🏛️দেশে গিয়ে নতুন পাসপোর্ট করা যাবে কি?
উত্তর- হ্যাঁ পারবেন,তবে তথ্যের গরমিল না করা উচিত,যদি সামান্য বয়স বা নামের পরিবর্তন হয় সেটা রানিং ছুটিতে গেলে আসতে সমস্যা হয় না।
🏛️বয়স পরিবর্তন করলে সমস্যা হবে কি?
রানিং ভিসায় যেমন ছুটিতে গিয়ে বা সৌদিতে থাকা কিছু অবস্থায় পাসপোর্ট এর তথ্য পরিবর্তন করলে তেমন সমস্যা না হলেও নতুন ভিসায় আসার সময় সমস্যা হতে পারে।
নতুন ভিসায় আসতে কারো কারো সমস্যা হয়েছে তবে সেটা বয়সের ক্ষেত্রে তেমন সমস্যা হয়নি। ট্রাভেল সংক্রান্ত কোন বিষয় জানতে আমাদের অফিস ভিজিট করুন।

29/10/2024

প্রিয় গ্রাহক,
জান্নাত ট্যুরস এন্ড ট্রাভেলস এর শুভেচ্ছা গ্রহণ করুন!
আকর্ষণীয় মূল্যে জান্নাত ট্যুরস এন্ড ট্রাভেলস এ এয়ার টিকিট করুনোো !!
আমাদের রয়েছে একদল সুদক্ষ ভিসা টীম যাহারা অতি যত্নসহকারে আপনার ভিসা ও এয়ার টিকেট প্রসেস করে থাকে !
✅ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের টিকেট।
✅ গ্রুপিং টিকেট।
✅ টিকিটের তারিখ পরিবর্তন।
✅ ভিসা প্রসেসিং (মিডলইস্ট)।
✅ ফ্যামিলি ভিসা প্রসেসিং।
✅ইন্ডিয়ান টুরিস্ট ভিসা ।
✅উমরাহ্ হজ্ব প্যাকেজ
✅উমরাহ্ গ্রুপ টিকেট
✅ এছাড়াও এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের নতুন এয়ার টিকেট, টিকেট রি-ইস্যু /তারিখ পরিবর্তন.
যেকোন তথ্যের জন্য আমাদের অফিসে আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।
যোগাযোগ: 01751-313234
অফিসের ঠিকানাঃ
গোকর্ণ ঘাট বাজার ব্রাহ্মণ বাড়িয়ার সদর।

28/10/2024

ট্রাভেল সেবাই পাশে আছে জান্নাত ট্যুরস এন্ড ট্রাভেলস।

আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপলোড দিলাম। আমাদের এখানে পাবেন বিশ্বের যে কোন রুটের বিমানের টিকেট সহজ ও সুলভ মূল্য। ট্রাভেল স...
27/10/2024

আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপলোড দিলাম। আমাদের এখানে পাবেন বিশ্বের যে কোন রুটের বিমানের টিকেট সহজ ও সুলভ মূল্য। ট্রাভেল সংক্রান্ত কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সরাসরি আমাদের অফিসে চলে আসুন। 01751-313234

12/10/2024

বিশ্বের যে কোন রুটের বিমানের টিকেট সহজ ও সুলভ মূল্যে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।

26/09/2024

বিশ্বের যেকোনো রুটের বিমানের টিকেট সহজ ও সল্প মূল্যে পেতে আমাদের অফিস ভিজিট করুন। ট্রাভেল সংক্রান্ত কোন পরামর্শের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। মোবাইলে 01751-313234

24/09/2024

ট্রাভেল সংক্রান্ত কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সরাসরি আমাদের অফিসে অথবা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন 01751313234 অথবা 09649313234

Address


Telephone

+8801751313234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat Tours & Travels:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share