21/04/2020
মেঘনার অববাহিকায় বঙ্গোপসাগরের কোল ঘেষে জন্ম নেওয়া নোয়াখালী। কয়েকটি পর্বে আপনাদের সামনে নোয়াখালীকে উপস্থান করবো, সেই প্রেক্ষিতে আজ পর্ব :- ৩
★শিক্ষা ব্যবস্থা
নোয়াখালী জেলার সাক্ষরতার হার ৬৯.৫০% ।এ জেলায় রয়েছে:
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ১টি
মেডিকেল কলেজ : ১টি (সরকারি)
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ : ১টি (সরকারি)
কলেজ : ৩৫টি (৮টি সরকারি)
মাদ্রাসা : ১৬১টি
মাধ্যমিক বিদ্যালয় : ২৮৯টি (১২টি সরকারি)
কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান : ৫টি
কৃষি প্রশিক্ষণ কেন্দ্র : ২টি
প্রাথমিক বিদ্যালয় : ১২৪৩টি
★অর্থনীতি
নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আঞ্চলিক জিডিপির প্রায় ৪০% কৃষি খাত থেকে আসে এবং জেলার ৮০ ভাগ লোক এই পেশার সাথে সংশ্লিষ্ট। কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ ও মৎস্য আহরণের সাথে সবচেয়ে বেশি মানুষ জড়িত। বছরজুড়ে নৌকা তৈরি ও মেরামত, মাছ ধরা, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, শুটকি উৎপাদন, জাল মেরামত এর সাথে প্রায় ৬০-৭০ ভাগ শ্রমজীবী জড়িত থাকে। নিম্নভূমি অঞ্চল হওয়াতে এই জেলায় প্রচুর মৎস্য চাষ হয়ে থাকে, যা এই অঞ্চলের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে। ফসল উৎপাদন মূলত বছরে একবারই হয়। শীত মৌসুমে জেলার সর্বত্র বিশেষ করে দক্ষিণের বিস্তীর্ণ চরাঞ্চলে রকমারি ফসলের চাষ হয়। এছাড়াও বিস্তীর্ণ চরাঞ্চলে ও দ্বীপগুলোতে গরু, মহিষ, ছাগল এবং ভেড়া পালন ব্যাপকতা লাভ করেছে।
নোয়াখালী জেলায় শিল্প কারখানা তেমনভাবে গড়ে উঠেনি, কিন্তু নোয়াখালী জেলার অনেক ব্যক্তি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে সুনাম অর্জন করেছেন। তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় শিল্প কারখানা গড়ে তুলেছেন। নোয়াখালীর মানুষ মূলত কাজের জন্য দেশে এবং বিদেশে ব্যাপকভাবে গমন করেন। জেলার বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। বাংলাদেশের শীর্ষ রেমিট্যান্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে।
জেলার মোট আয়ের অন্যান্য খাতে আয়ের উৎসগুলোর মধ্যে অ-কৃষি শ্রম ৩.৪৩%, শিল্প ০.৮৪%, বাণিজ্য ১৪.৭৪%, পরিবহন খাত ৩.৮৩%, চাকুরি ১৬.১১%, নির্মাণখাত ১.৪৯%, রেমিট্যান্স ৭.৯৭% এবং অন্যান্য ১০.৫৮% অবদান রাখছে।
★জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী নোয়াখালী জেলার মোট জনসংখ্যা ৩৩,৭০,২৫১ জন। এর মধ্যে পুরুষ ১৬,১০,৪৪৪ জন এবং মহিলা ১৭,৫৯,৮০৭ জন।[১] মোট জনসংখ্যার ৯৫.৪২% মুসলিম, ৪.৫২% হিন্দু এবং ০.০৬% বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারী।
★উপজেলা সমূহ
নোয়াখালী জেলায় মোট ৯টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল
★কবিরহাট
আয়তন:- ১৮৯.৯৪ বর্গকিলোমিটার।
প্রশাশনিক থানা :- কবিরহাট। পৌরসভা (১টি): কবিরহাট।
ইউনিয়ন (৭টি):
১। নরোত্তমপুর,
২। সুন্দলপুর,
৩। ধানসিঁড়ি,
৪। ঘোষবাগ,
৫। চাপরাশিরহাট,
৬। ধানশালিক এবং
৭। বাটইয়া
★কোম্পানীগঞ্জ
আয়তন:-৩০৫.৩৩ বর্গকিলোমিটার
প্রশাশনিক থানা:-কোম্পানীগঞ্জ
পৌরসভা (১টি): বসুরহাট
ইউনিয়ন (৮টি):
১। সিরাজপুর,
২। চর পার্বতী,
৩। চর হাজারী,
৪। চর কাঁকড়া,
৫। চর ফকিরা,
৬। রামপুর,
৭। মুছাপুর এবং
৮। চরএলাহী
★চাটখিল
আয়তন:- ১৩৩.৮৯ বর্গকিলোমিটার
প্রশাশনিক থানা: চাটখিল
পৌরসভা (১টি): চাটখিল
ইউনিয়ন (৯টি):
১। সাহাপুর,
২। রামনারায়ণপুর,
৩। পরকোট,
৪। বদলকোট,
৫। মোহাম্মদপুর,
৬। পাঁচগাঁও,
৭। হাটপুকুরিয়া ঘাটলাবাগ,
৮। নোয়াখলা এবং
৯। খিলপাড়া
★নোয়াখালী সদর
আয়তন:- ৫৫২.৪৬ বর্গকিলোমিটার
আয়তন:- সুধারাম
পৌরসভা (১টি): নোয়াখালী
ইউনিয়ন (১৩টি):
১। চর মটুয়া,
২। দাদপু্র,
৩। নোয়ান্নই,
৪। কাদির হানিফ,
৫। বিনোদপুর,
৬। নোয়াখালী,
৭। ধর্মপুর,
৮। এওজবালিয়া,
৯। কালাদরপ,
১০। অশ্বদিয়া,
১১। নিয়াজপুর,
১২। পূর্ব চর মটুয়া এবং
১৩। আণ্ডারচর
★বেগমগঞ্জ
আয়তন:- ৪২৬.০৫ বর্গকিলোমিটার
প্রশাশনিক থানা:- বেগমগঞ্জ
পৌরসভা (১টি): চৌমুহনী
ইউনিয়ন (১৬টি):
১। আমানউল্যাপুর,
২। গোপালপুর,
৩। জিরতলী,
৪। আলাইয়ারপুর,
৫। ছয়ানী,
৬। রাজগঞ্জ,
৭। একলাশপুর,
৮। বেগমগঞ্জ,
৯। মিরওয়ারিশপুর,
১০। নরোত্তমপুর,
১১। দুর্গাপুর,
১২। কুতুবপুর,
১৩। রসুলপুর,
১৪। হাজীপুর,
১৫। শরীফপুর এবং
১৬। কাদিরপুর
★সুবর্ণচর
আয়তন:- ৩২৯.২৬ বর্গকিলোমিটার
প্রশাশনিক থানা:- সুবর্ণচর
ইউনিয়ন (৮টি):
১। চর জব্বর,
২। চর বাটা,
৩। চর ক্লার্ক,
৪। চর ওয়াপদা,
৫। চর জুবলী,
৬। চর আমানউল্যা,
৭। পূর্ব চর বাটা এবং
৮। মোহাম্মদপুর
★সেনবাগ
আয়তন:- ১৫৫.৮৩ বর্গকিলোমিটার
প্রশাশনিক থানা:সেনবাগ
পৌরসভা (১টি): সেনবাগ
ইউনিয়ন (৯টি):
১। ছাতারপাইয়া,
২। কেশারপাড়,
৩। ডুমুরুয়া,
৪। কাদরা,
৫। অর্জুনতলা,
৬। কাবিলপুর,
৭। মোহাম্মদপুর,
৮। বিজবাগ এবং
৯। নবীপুর
★সোনাইমুড়ি
আয়তন:-১৭০.৪২ বর্গকিলোমিটার
প্রশাশনিক থানা:- সোনাইমুড়ি
পৌরসভা (১টি): সোনাইমুড়ি
ইউনিয়ন (১০টি):
১। জয়াগ,
২। নদনা,
৩। চাষীরহাট,
৪। বারগাঁও,
৫। অম্বরনগর,
৬। নাটেশ্বর,
৭। বজরা,
৮। সোনাপুর,
৯। দেওটি এবং
১০। আমিশাপাড়া
★হাতিয়া
আয়তন:-১৫০৮.২৩ বর্গকিলোমিটার
প্রশাশনিক থানা:- হাতিয়া
পৌরসভা (১টি): হাতিয়া
ইউনিয়ন (১১টি):
১। হরণী,
২। চানন্দী,
৩। সুখচর,
৪। নলচিরা,
৫। চর ঈশ্বর (ভাসানচর ব্যতীত),
৬। চরকিং,
৭। তমরদ্দি,
৮। সোনাদিয়া,
৯। বুড়িরচর,
১০। জাহাজমারা এবং
১১। নিঝুমদ্বীপ ভাসানচর ইউনিয়ন (১টির অংশ): চর ঈশ্বর ইউনিয়ন এর ভাসানচর।
তথ্যসূত্র :- ইন্টারনেট