26/08/2019
এই আইনগুলো করলে দেশ ঘন সবুজ হতে বড়জোর ২-৩ বছর লাগবেঃ
যেকোনো প্রকার (মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, কাউন্সিলর, মেয়র, এমপি, যেকোনো ইউনিয়ন বা সমিতির যেকোনো পদ, ছাত্র সংগঠন, সহযোগী সংগঠন) নির্বাচনে অংশগ্রহণ করতে হলে প্রত্যেক প্রার্থীকে মোট ভোটার সংখ্যার (কমপক্ষে) ২০% গাছ লাগাতে হবে।
শুভেচ্ছা, শ্রদ্ধাঞ্জলি, মুক্তি চাই ইত্যাদি যেকোনো প্রকার এবং পণ্য ও সেবার পোস্টার বা ব্যানার লাগাতে হলে, মোট পোস্টার বা ব্যানার সংখ্যার (কমপক্ষে) ২০% গাছ লাগাতে হবে। (যত্রতত্র পোস্টার, ব্যানার লাগানো নিষিদ্ধ করা উচিত)
জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, ই-টিন, ভ্যাট, পাসপোর্ট, ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ত, ফেসবুক, গুগোল, ইউটিউব, ইন্সটাগ্রাম, টুইটার ইত্যাদি অ্যাকাউন্ত এবং সকল প্রকার গাড়ি ও মোটর সাইকেল নিবন্ধন ইত্যাদি পেতে হলে (কমপক্ষে) ৫টি গাছ লাগাতে হবে।
এসএসসি, এইচএসসি, বিসিএস, শিক্ষক নিবন্ধন, বার, মেডিক্যাল, মাদ্রাসা, ইমাম, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইত্যাদি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে (কমপক্ষে) ৫টি গাছ লাগাতে হবে।
ব্যাচেলরস, মাস্টার্স, পিএইচডি এবং যেকোনো প্রকার ট্রেইনিং এর সনদ পেতে হলে (কমপক্ষে) ৫টি গাছ লাগাতে হবে।
বিদেশ ভ্রমণ করতে হলে, দেশ প্রতি (কমপক্ষে) ৫টি গাছ লাগাতে হবে।
যেকোনো সংস্থার যেকোনো পদ ও পেশায় নিয়োগ এবং পদোন্নতি পেতে হলে (কমপক্ষে) ৫টি গাছ লাগাতে হবে।
প্রত্যেক বাড়ির ছাদে বাগান করা বাধ্যতামূলক করতে হবে।
প্রত্যেক বারান্দায় (কমপক্ষে) ৫টি গাছ লাগাতে হবে।