Wiki Bangladesh

  • Home
  • Wiki Bangladesh

Wiki Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Wiki Bangladesh, Tourist Information Center, .

27/05/2023

হবিগঞ্জ এর পূর্ব নাম কী ছিল?

25/12/2020

#রাজশাহী_বিভাগের_দর্শনীয়_স্পটগুলো

বগুড়া: #মহাস্থানগড়, #ভাসু_বিহার, #গোকুল_মেধ, #শাহ্_সুলতান_বলখি মাহী সাওয়ারের মাজার, #ভবানীপুর_শিবমন্দির, #ভবানী_মন্দির, #খেড়ুয়া_মসজিদ, #মোহাম্মদ_আলী_প্যালেস_মিউজিয়াম, #গ্রায়েন_বাঁধ, #ওয়ান্ডারল্যান্ড, #মহাস্থান_প্রত্নতাত্ত্বিক_জাদুঘর।



#চাঁপাইনবাবগঞ্জ : #ছোট_সোনা_মসজিদ, #বীরশ্রেষ্ঠ_ক্যাপ্টেন_মহিউদ্দিন_জাহাঙ্গীরের_সমাধি, #দারসবাড়ী_মসজিদ ও মাদ্রাসা, দারসবাড়ী মসজিদের প্রস্তরলিপি, #খঞ্জনদীঘির_মসজিদ, #ধনাইচকের_মসজিদ, চামচিকা মসজিদ, #তিন_গম্বুজ মসজিদ ও তাহখানা, #তাহখানা কমপ্লেক্স, শাহ্ নেয়ামতউল্লাহ (রহ.) মাজার, শাহ নেয়ামতউল্লাহর সমাধি, কোতোয়ালি দরওয়াজা, দাফেউল বালা, #বালিয়াদীঘি, #খঞ্জনদীঘি, #কানসাটের জমিদারবাড়ি, #তরতীপুর, #চাঁপাই জামে মসজিদ, মহারাজপুর জামে মসজিদ, মাঝপাড়া জামে মসজিদ, হজরত বুলন শাহর (রহ.) মাজার, সর্ববৃহৎ দুর্গাপূজা, মহারাজপুর মঞ্চ, বারঘরিয়া মঞ্চ, জোড়া মঠ।

#জয়পুরহাট: আছরাঙ্গা দীঘি, নান্দাইল দীঘি, লকমা রাজবাড়ি, পাথরঘাটা নিমাই পীরের মাজার, গোপীনাথপুর মন্দির, দুওয়ানী ঘাট, বারশিবালয় মন্দির, হিন্দা-কসবা শাহী জামে মসজিদ, পাগলা দেওয়ান বধ্যভূমি, কড়ই কাদিপুর বধ্যভূমি, সেভেনথ ডে অ্যাডভেন্টিস মারানাথা সেমিনার খনজনপুর খ্রিস্টান মিশনারি স্মৃতিস্তম্ভ-৭১, শিশু উদ্যান।



#পাবনা: ভাঁড়ারা শাহী মসজিদ, জোড়বাংলার মন্দির, তাড়াশ বিল্ডিং, পাবনা ক্যাডেট কলেজ, প্রশান্তি ভুবন বিনোদন পার্ক, অনুকূল ঠাকুর টেম্পল, পাবনা মানসিক হাসপাতাল, সমন্বিত লাগসই কৃষি প্রযুক্তি জাদুঘর, চাটমোহর শাহী মসজিদ, সমাজ শাহী মসজিদ, হান্ডিয়াল জগন্নাথ মন্দির, হরিপুর জমিদারবাড়ি পুকুর, মথুরাপুর মিশন, চলনবিলের সূর্যাস্ত, বড়াল ব্রিজ রেলসেতু, বৃদ্ধমরিচ শাহী মসজিদ, জমিদার রানীর পুকুরঘাট, শেখ শাহ্? ফরিদ (রহ.) মসজিদ, লর্ড হার্ডিঞ্জ রেল সেতু, লালন শাহ সেতু, ঈশ্বরদী রেলজংশন, ঈশ্বরদী ইপিজেড, ঈশ্বরদী বিমানবন্দর, কৃষি গবেষণা ইন্সটিটিউট, শহীদনগর স্মৃতিস্তম্ভ, বেঙ্গল মিট, সুজানগর আজিম চৌধুরীর জমিদারবাড়ি, গাজনার বিল, হজরত মাহতাব উদ্দিন শাহ আউলিয়ার মাজার, তাঁতীবন্দ জমিদারবাড়ি, নাজিরগঞ্জ ফেরিঘাট, কৈটোলা নিষ্কাশন পাম্প হাউস, বেড়া পাম্প হাউস ও স্লুইসগেট, হুরাসাগর নদীর তীরে বেড়া পোর্ট।



#নওগাঁ: কুশুম্বা মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, পতিসর রবীন্দ্র কাচারিবাড়ি, দিব্যক জয়সত্মম্ভ, মাহি সমেত্মাষ, বলিহার রাজবাড়ি, আলতাদীঘি, জগদলবাড়ি, হলুদবিহার, দুবলহাটি জমিদারবাড়ি।



#নাটোর: উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ি, লুর্দের রানী ধর্মপল্লী, বোর্নি মারিয়াবাদ ধর্মপল্লী।



#রাজশাহী: হজরত শাহ মখদুম রূপোষের (রহ.) দরগা, পুঠিয়া রাজবাড়ি, পুঠিয়া বড় আহ্নিক মন্দির, পুঠিয়া বড় শিবমন্দির, পুঠিয়া দোলমন্দির, পুঠিয়া গোবিন্দ মন্দির, বাঘা মসজিদ, দুই গম্বুজবিশিষ্ট কিসমত মাড়িয়া মসজিদ, এক গম্বুজবিশিষ্ট রুইপাড়া (দুর্গাপুর) জামে মসজিদ, বাগধানী মসজিদ (পবা), তিন গম্বুজবিশিষ্ট ভাগনা (তানোর) জামে মসজিদ, হজরত শাহ্ সুলতান (র.)-এর মাজার, চতুর্দশ শতাব্দী), দেওপাড়া প্রশস্তি, বড়কুঠি (অষ্টাদশ শতাব্দী), তালোন্দ শিব মন্দির, রাজশাহী বড়কুঠি, বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী কলেজ, বাংলাদেশ পুলিশ একাডেমী, রাজশাহী।



#সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু, মখদুম শাহের মাজার, রবীন্দ্র কাচারিবাড়ি, চলনবিল, যাদব চক্রবর্তী নিবাস, ইলিয়ট ব্রিজ, শাহজাদপুর মসজিদ, জয়সাগর দীঘি, নবরত্ন মন্দির, ছয়আনি পাড়া দুই গম্বুজ মসজিদ, ভিক্টোরিয়া স্কুল, হার্ড পয়েন্ট, ইকো পার্ক, মিল্কভিটা, রাউতারা বাঁধ ও স্লুইসগেট, বাঘাবাড়ি নদীবন্দর।

22/12/2020

রংপুর বিভাগের

দর্শনীয় স্থান

ক্রমিকনামকিভাবে যাওয়া যায়অবস্থান
১ #তাজহাট_জমিদার_বাড়ি

তাজহাট রাজবাড়ীবাতাজহাট জমিদারবাড়ীবাংলাদেশের রংপুর শহরের অদূরেতাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটিজাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান।রাজবাড়ীটি রংপুর শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৩ কিলোমিটার দূরে

২ #বেগম_রোকেয়া_স্মৃতি_কেন্দ্র:

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

৩ #স্বপ্নপুরী

বদিনাজপুর শহর থেকে ৫২ কিমি দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী অবস্থিত। বাসযোগে যাওয়া যেতে পারে অথবা রেলযোগে ফুলবাড়ী রেল স্টেশনে নেমে অটোরিক্সায় যাওয়া যায়।

৪ #বড়পুকুরিয়া কয়লা খনি

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

৫ #কান্তজীউ মন্দির

দিনাজপুর শহর থেকে প্রায় ১২ মাইল উত্তরে এবং দিনাজপুর-তেতঁলিয়া সড়কের প্রায় এক মাইল পশ্চিমে ঢেপা নদীর পারে এক শান্ত নিভৃতগ্রাম কান্তনগরে এ মন্দিরটি স্থাপিত।

৬ #রামসাগর:

দিনাজপুর সদর থেকে অটো/রিক্সা যোগে।

৭ #তিন বিঘা করিডোর ও দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল

লালমনিরহাট জেলা সদর থেকে বাস যোগে পাটগ্রাম উপজেলা হয়ে তিন বিঘা করিডোর যাওয়া যায়।

৮ #তিস্তা ব্যারেজ

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

৯ #চা বাগান

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

১০ #রক মিউজিয়াম:

পঞ্চগড় সদর উপজেলার মহিলা কলেজ সংলগ্ন।

১১ #চান্দামারী মসজিদ

বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে কুড়িগ্রাম বাস স্ট্যান্ড এ নেমে অটো রিক্সা যোগে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কাছে গিয়ে খোঁজ করলে পাওয়া যাবে মসজিদটি

১২ #উত্তরা ইপিজেড

রিক্সা,অটোরিক্সা, প্রাইভেট কার,মাইক্রোবাস সহযোগে যাওয়া যায়।

১৩ #নীলসাগর

গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গায় অবস্থিত নীলসাগরে নীলফামারী থেকে সড়কপথে বাস, ইজিবাইকযোগে যাওয়া যায়।

22/12/2020

সিলেট বিভাগের দর্শণীয় স্থানসমূহ

1. #সিলেট_জেলা:

(ক) াহজালাল (রঃ) এবং াহপরাণ (রঃ) এর মাজার, সিলেট।

(খ) #জাফলং, শ্রীপুর, #তামাবিল, ভোলাগঞ্জ পাথর কোয়ারী, লাক্কাতুরা চা বাগান, বিছনাকান্দি, #খাসিয়াপুঞ্জি,

(গ) #জৈন্তার_রাজবাড়ী, জৈন্তাপুর, সিলেট।

(ঘ) #শ্রী_চৈতন্যের_জন্মস্থান, গোলাপগঞ্জ, সিলেট।

(ঙ) #রাতারগুল, গোয়াইনঘাট, সিলেট।

2. #সুনামগঞ্জ

(ক) #টেকেরঘাট, সুনামগঞ্জ।

(খ) #টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ।

(গ) #হাছন রাজার বাড়ী, সুনামগঞ্জ।

(ঘ) #দেখার হাওর

3. #মৌলভীবাজার

(ক) #মাধবকুন্ড জলপ্রপাত, বড়লেখা, মৌলভীবাজার।

(খ) #হামহাম জলপ্রপাত, কমলগঞ্জ, মৌলভীবাজার।

(গ) বাংলাদেশ #চা_গবেষণা ইনস্টিটিউট, শ্রীমঙ্গল টি রিসোর্ট, মৌলভীবাজার।

(ঘ) #লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট, কমলগঞ্জ, মৌলভীবাজার।

4. #হবিগঞ্জ

(ক) #সাতছড়ি জাতীয় উদ্যান, চুনারুঘাট, হবিগঞ্জ।

মুক্তিযুদ্ধের স্মৃতি

(ক) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়াল টাওয়ার, মৌলভীবাজার।

(খ) জেনারেল এম এ জি ওসমানীর কবরস্থান, সিলেট।

(গ) মেজর জেনারেল এম এ রব-এর কবরস্থান, হবিগঞ্জ।

(ঘ) সুনামগঞ্জ জেলার ডলুরা নামক স্থান।

(ঙ) তেলিয়াপাড়া চা বাগান সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, মাধবপুর, হবিগঞ্জ।

অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ:

(ক) মনিপুরী ললিতকলা একাডেমী, মৌলভীবাজার।

(খ) বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, মৌলভীবাজার।

(গ) ওসমানী জাদুঘর, সিলেট।

(ঘ) বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট, খাদিমনগর, সিলেট।

(ঙ) কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, সিলেট।

(চ) স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিক্স, সিলেট।

(ছ) এম,এ,জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর, সিলেট

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Wiki Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share