25/02/2024
পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করুন আমাদের সাথে।
*যাওয়া :১৭ মার্চ ২০২৪ ফিরতি ফ্লাইট ৩১ মার্চ ২০২৪
* মক্কা হোটেল : (৮০০-১০০০ মিটার), (রুম: শেয়ার) ।
* মদিনা হোটেল: Out of Markazia ( ৮০০-১০০০ মিটার) (রুম: শেয়ার) ।
----------------------------------------
প্যাকেজের আওতাভুক্ত
=================
১) টিকেট: ট্রান্সজিট বিমান (Gulf Airlines)
(ঢাকা - জেদ্দা, জেদ্দা - ঢাকা) ।
২) ওমরা ভিসা।
৩) হোটেল : মক্কা ও মদিনা দুই জায়গার হোটেলেই রুম শেয়ার থাকবে।
৪) জিয়ারা (এসি বাস) = (মক্কা এবং মদিনা)।
৫) ট্রান্সপোর্ট (এসি বাস) = (জেদ্দা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা - জেদ্দা এয়ারপোর্ট)।
৬) রিয়াজুল জান্নাহ।
৭) মক্কার যিয়ারত সমূহ >
==================
প্যাকেজের আওতাভুক্ত>>> জাবালে নূর, জাবালে সাউর, জাবালে রহমত, মসজিদে নামিরা, মসজিদে মাশাআারে আল হারাম, মসজিদে আল খাইফ, মসজিদে জীন, আরাফাহ, মুজদালিফা, মিনা, ইসমাইল (আঃ) এর কুরবানীর স্থান, রাসুল (সাঃ) এর বাড়ী, জান্নাতুল মু’আল্লা কবরস্থান। (এছাড়া হাজীরা মক্কা থেকে বদর প্রান্তর, জেদ্দা ও তায়েফের আরো দর্শনীয় স্থানসমূহ দেখতে চাইলে ট্রাভেলস কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাজীদের নিজ খরচে যেতে হবে)
মদিনার যিয়ারত সমূহ>
≠===============
প্যাকেজের আওতাভুক্ত>>> মসজিদে কুবা, মসজিদে জুম্মা, মসজিদে কিবলাতাইন, খন্দক, মসজিদে গামামা, জাবালে ওহুদ, জান্নাতুল বাকি, খেজুরের বাগান। (এছাড়া হাজীরা মদিনা থেকে ওয়াদিয়ে জীন, বদর প্রান্তর, জেদ্দা ও তায়েফের আরো দর্শনীয় স্থানসমূহ দেখতে চাইলে ট্রাভেলস কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাজীদের নিজ খরচে যেতে হবে)।