Go ToTo Company

  • Home
  • Go ToTo Company

Go ToTo Company "টোটো কোম্পানি"
আপনার বিশ্বস্ত ভ্রমন সঙ্গি।
(1)

কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি করবেন, কোন দিন কোথায় কোন অনুষ্ঠান/প্রোগ্রাম/ইভেন্ট এসব বিষয়ের খুঁটিনাটি তথ্য নিয়ে আপনাদের ভ্রমণকে আরও সহজ করতে "টোটো কোম্পানি" আছে আপনার পাশে।

রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে এক পর্যটককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে সাজেকের সিজকছড়ি এলাকায় দীপিকা চাকম...
06/09/2023

রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে এক পর্যটককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে সাজেকের সিজকছড়ি এলাকায় দীপিকা চাকমা নামে ওই পর্যটককে তুলে নিয়ে যায় তারা।

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে সাজেক যাচ্ছিল। পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ওই পর্যটককে উদ্ধারে কাজ শুরু করেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, বাকি পর্যটকরা সাজেকে সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছে। দীপিকা চাকমাকে উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।

স্থানীয়ভাবে জানা যায়, দীপিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলায়। যে এলাকা থেকে পর্যটককে অপহরণ করা হয়েছে সেটি ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত।

সুত্র: The Beauty of DU campus

ইন্না-লিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!  "BD Travel lover" group এর founder admin Mohammad Ataher Ishraq Rafi   ভাই আর ...
13/08/2023

ইন্না-লিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! "

BD Travel lover" group এর founder admin Mohammad Ataher Ishraq Rafi ভাই আর আমাদের মাঝে নেই। তাহার আত্মার মাগফেরাত কামনা করছি। এক জন পাহাড় প্রেমি মানুষ কে এভাবে হারাবো ভাবি নাই আল্লাহ তাকে জান্নাত দান করুণ আমিন ।

তথ্যসুত্র: আলীকদম উপজেলা।

Winners don't do different things, they do things differently.
13/03/2023

Winners don't do different things,
they do things differently.

লোকেশন?জায়গার নাম কি?ঠিক মনে পড়ছে না 🤔🤔
01/03/2023

লোকেশন?
জায়গার নাম কি?

ঠিক মনে পড়ছে না 🤔🤔

পরের জায়গা পরের জমিনঘর বানাইয়া আমি রইআমি তো সেই ঘরের মালিক নই।
27/07/2022

পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই।

দু চোখ বন্ধ করে হোক না কিছু সময় পার এখানে.. মারায়তং, আলীকদম, বান্দরবান।📷 Jewel Rana
23/07/2022

দু চোখ বন্ধ করে হোক না কিছু সময় পার এখানে..

মারায়তং, আলীকদম, বান্দরবান।

📷 Jewel Rana

21/07/2022

তোমাকে দেখেছি কবে, সেই কবে,
কোন এক বৃহস্পতিবার।
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না

 #ভেলাখুম বাংলাদেশের একটি স্বর্গ বললে ভুল হবে না। আপনি যদি এই স্বর্গে নিঃশ্বাস নিতে চান তাহলে আপনাকে পারি দিতে হবে ৮-৯ ঘ...
04/03/2022

#ভেলাখুম
বাংলাদেশের একটি স্বর্গ বললে ভুল হবে না।

আপনি যদি এই স্বর্গে নিঃশ্বাস নিতে চান তাহলে আপনাকে পারি দিতে হবে ৮-৯ ঘন্টার পাহাড়ি রাস্তা এবং ৭০-৯০ ডিগ্রী খাড়া, ১৩৫০ ফিট দেবতা পাহাড়❤️

📌 ভেলাখুম (সত্যি বাংলাদেশে অবস্থিত একটি স্বর্গের নাম )

পলওয়েল পার্ক এন্ড কটেজ, রাঙ্গামাটিPhoto Credit: Masum Ahmed
03/02/2022

পলওয়েল পার্ক এন্ড কটেজ, রাঙ্গামাটি
Photo Credit: Masum Ahmed

'Crossroad'Bandarban, 2019.Photo credit: Rana Chowdhury
09/01/2022

'Crossroad'
Bandarban, 2019.
Photo credit: Rana Chowdhury

ঢাকায় সাসপেন্সন ব্রীজসারিঘাট,ঢাকাPhoto Credit: Jewel Ahmed
09/01/2022

ঢাকায় সাসপেন্সন ব্রীজ
সারিঘাট,ঢাকা
Photo Credit: Jewel Ahmed

মনের শতাব্দীক পাল উড়িয়ে,দে মাঝি,তুই নাও ছেড়ে দে!!
21/12/2021

মনের শতাব্দীক পাল উড়িয়ে,
দে মাঝি,তুই নাও ছেড়ে দে!!

মেঘের উপরে একটা রাস্তা আছে! ❤️আলীকদম - থানছি রোড 🌸 Peak 69বান্দরবান💖🇧🇩এটি বাংলাদেশের সবচেয়ে উঁচুতে রাস্তা বা উঁচু রোড।
11/10/2021

মেঘের উপরে একটা রাস্তা আছে! ❤️
আলীকদম - থানছি রোড 🌸 Peak 69
বান্দরবান💖🇧🇩
এটি বাংলাদেশের সবচেয়ে উঁচুতে রাস্তা বা উঁচু রোড।

শাপলার রাজ্য!ছবি- Weeding logbook.
09/10/2021

শাপলার রাজ্য!
ছবি- Weeding logbook.

⭕হেমন্তের হিমেল হাওয়ায় "টোটো কোম্পানির" সাথে "বগালেক-কেওক্রাডং" ভ্রমণ⭕আমাদের টোটো কোম্পানি গ্রুপের পক্ষ থেকে এবার ট্যুর ...
06/10/2021

⭕হেমন্তের হিমেল হাওয়ায় "টোটো কোম্পানির" সাথে
"বগালেক-কেওক্রাডং" ভ্রমণ⭕

আমাদের টোটো কোম্পানি গ্রুপের পক্ষ থেকে এবার ট্যুর আয়োজন করা হয়েছে "বগালেক-কেওক্রাডং"।

🚌 যাত্রা শুরুঃ "০৯ নভেম্বর" দিবাগত রাত।
⏰ সময়কালঃ ৪ রাত ৩ দিন। (১ রাত যাওয়া, ১ রাত আসা)।
⏳ ভ্রমনের তারিখঃ ১০ নভেম্বার ২০২১ হতে ১২ নভেম্বার ২০২১।
⌛ ভ্রমণ শেষঃ ১৩ নভেম্বার ভোর ৬ টায় ঢাকা থাকবো।

🔰 ভ্রমণের স্থানঃ
💠 রিঝুক ঝর্ণা
💠 বগালেক
💠 চিংড়ি ঝর্না
💠 দার্জিলিং পাড়া
💠 কেওক্রাডং

🚧 ভ্রমণের রুটঃ 🚥ঢাকা-বান্দরবান-রুমা-বগালেক-দার্জিলিংপাড়া-কেওক্রাডং
কেওক্রাডং-দার্জিলিংপাড়া-বগালেক-রুমা-বান্দরবান-ঢাকা🚦

♦️আসন সংখ্যাঃ ১৫ জন।♦️

⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
🛑কনফার্ম করার শেষ সময় : ২০ অক্টোবর ২০২১🛑
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆

📦📥 যা যা থাকছে এর মধ্যে 📥📦

🚸সকল প্রকার যাতায়াত:
🚌 ঢাকা - বান্দরবান - ঢাকা নন-এসি “বিজনেস ক্লাস“ বাসে যাওয়া-আসা।
🚙বান্দরবান-রুমা-বান্দরবান চাঁদের গাড়িতে আসা যাওয়া।
⛵ রুমা থেকে রিঝুক ঝর্ণা নৌকায় আসা যাওয়া।

🚸 খাবার:
🥣বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩ দিন ৩ বেলা, মোট ৯ বেলা খাবার খরচ। (বাম্বুচিকেন সহ)

🚸 গাইড:
👨‍🦯 একজন অভিজ্ঞ গাইড।

🚸 থাকা:
🛌বগালেকে কটেজ এবং কেওক্রাডং-এ কটেজ।

🚸 টি শার্ট:
👕সবার জন্য একটি করে টি-শার্ট

❎যা যা থাকছে না:❎
⛔যাওয়ার আসার পথে বিরতিতে কোন খাবার খরচ।
⛔ কোন ধরনের ব্যক্তিগত খরচ।
⛔ ইভেন্টের উল্লেখ্য ব্যতীত কোন খরচ।

☢️চলুন জেনে নেই ভ্রমন বিস্তারিতঃ☢️
☣️প্ল্যানঃ

💠(০৯/১১/২১) মঙ্গলবার:
ঢাকা থেকে রাতের বাসে আমরা রওনা হবো বান্দরবানের উদ্দেশ্যে।

🔳১ম দিন:
💠(১০/১১/২১) বুধবার,

★ সকালে বান্দরবান পৌঁছে রিজার্ভ কৃত চাঁদের গাড়িতে করে রুমার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। রুমাবাজারে পৌঁছাতে ঘরিতে সময় হতে পারে ৯.০০/৯.৩০। রুমাবাজারে সকালের নাস্তা সেরে তারপর এইখান থেকে গাইড নিয়ে আর্মির / পুলিশ চেকপোস্টে চেক ইন করবো।
★ রুমা থেকে রুমা বোট ঘাট এসে নৌকায় করে সাঙ্গু নদী দিয়ে রিঝুক ঝর্ণা। ঝর্ণায় কিছুক্ষণ গোসল আর একটু ঝাপা ঝাপি করে আবার বোট ঘাটে ব্যাক এসে চাঁদের গাড়িতে বগালেকের উদ্দেশ্যে রওয়ানা হবো।
★ বগালেক পৌঁছে আমরা কটেজে উঠে ফ্রেশ হয়ে আগে দুপুরের ভোজ সেরে নিবো। বাকি সময়টা লেকের অকৃত্রিম সৌন্দর্য অবলোকন করে কাটাবো। লেক পাড়ের মিষ্টি হাওয়ায় আড্ডা গান। বগালেকে সবাই মিলে গোসল করবো। তবে বগালেকে সাঁতার কাটা একদম নিষেধ। তাই সাঁতার কাটা থেকে সবাই বিরত থাকব অবশ্যই।
★রাতে হবে জম্পেশ আড্ডা গান এবং বার্বিকিউ পার্টি। তারপর ঘুমিয়ে যাবো। কারণ ভোরে উঠে ট্রেকিং শুরু করতে হবে।

🔳২য় দিন:
💠(১১/১১/২১) বৃহস্পতিবার,

★ খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা সকাল ৭ টার ভিতর কটেজ ছেড়ে বেড়িয়ে যাবো। নাস্তা করেই আমরা কেওক্রাডাং জয়ের জন্য কেওক্রাডাংয়ের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করবো। আমাদের রোমাঞ্চকর যাত্রার শুরু হবে এখান থেকেই।
★ প্রায় ৩-৪ ঘন্টা ট্রেকিং করে পাহাড়ী উচু-নিচু পথ বেয়ে উঠবো কেওক্রাডং-এর ।
★ এরমধ্যেই ঘুরে দেখবো চিংড়ি ঝর্ণা। চিংড়ি ঝর্ণায় খুবই অল্প সময় ব্যয় করে দার্জিলিং পাড়ার উদ্দেশ্যে যাত্রা..আস্তে আস্তে প্রকৃতি দেখতে দেখতে আগাবো।
★ তারপর ঘুরে দেখবো বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্নগ্রাম দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়াতেই আইরিন দিদির হাতের বিখ্যাত রান্না পাহাড়ি অন্যতম খাবার ব্যাম্বু চিকেন দিয়ে দুপুরের আহার সেরে নিব।
★ তারপর কেওক্রাডংয়ের চূড়ায় উঠে সেখানে ঠিক করে রাখা কটেজে ব্যাগ রেখে রেষ্ট নিয়ে কটেজ থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে শরীরের ক্লান্তি কাটাবো আর বিকালে ঘুরে দেখবো কেওক্রাডং এর চারিপাশ। মেঘের আনাগোনা গুনতে-গুনতে আর মেঘ ছুঁতে-ছুঁতে বাকি সময়টা পার করবো। বিকেলে চুড়ায় উঠে সূর্যাস্ত দেখবো।
★ আমাদের কটেজ নেয়া হবে একদম চূড়ার দিকে। তাই রাতটাও জমে যাবে বেশ। রাতের খাবার খেয়ে তারার আলোয় আড্ডা আর মজা, আর লক্ষ লক্ষ তারার সাথে রাত কাটাবো।
কেওক্রাডংয়ের চূড়ায় রাতে প্রচণ্ড শীত পড়ে। শীতটাও উপভোগ করা যাবে।
ঘুমানোর প্রস্তুতি নিয়ে ভোরে উঠে হেলিপ্যাডে সূর্যোদয় দেখবো।

🔳৩য় দিন:
💠(১২/১১/২১) শুক্রবার,

★ একদম ভোরে ঘুম থেকে উঠে পাহাড়ের চুড়া থেকে মেঘের সাথে সূর্যোদয় দেখে ফ্রেশ হয়ে আমরা নামার প্রস্তুতি নিয়ে বগালেকের উদ্দেশ্যে ট্রেক শুরু করবো।
★ পথে চিংড়ি ঝর্ণাতে একটু দাপাদাপি হবে এরপর সোজা বগালেক।
★ বগালেক থেকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রিজার্ভ কৃত চাঁদের গাড়ি করে চলে আসবো রুমাবাজার হয়ে বান্দরবান শহরে।
★ সন্ধ্যায় বান্দরবান ফিরে বার্মিজ মার্কেটে চাইলে কেনাকানা করতে পারবেন। আদিবাসীদের ঐতিহ্যময় খাবার মুন্ডি খেতে যাবো সবাই মিলে। তারপর ডিনার সেরে নিবো।
★ রাতের বাসে ঢাকা রওনা দিবো।

🔴সাথে কিছু কিছু জিনিস রাখা বাঞ্ছনীয়:🔴
📌 জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/স্টুডেন্ট আইডি এর ৫ টি ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে।
📌 মাস্ক
📌 ব্যাকপ্যাক-অবশ্যই ভালো মানের ট্রেকিং ব্যাগ
📌 ৩/৪ দিন এর উপযোগী হালকা কাপড়।
📌 ট্রেকিং ক্যাপ/হ্যাট
📌 ট্রেকিং প্যান্ট
📌 ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল।
📌 গামছা নিবেন পাতলা, যেন রোদে মাথা ঢেকে হাঁটা যায়।
📌 সানগ্লাস, সান স্কিন ক্রিম(যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
📌 টুথপেস্ট, ব্রাশ, টয়লেট টিস্যু।
📌 পানির বোতল।
📌 পাওয়ার ব্যাংক।
📌 মনে রাখবেন(ব্যাগ/প্যাক)যত হালকা হবে। আপনার ভ্রমণ ততটাই
সহজ হবে।

⚠️কিছু বিষয় লক্ষ রাখবোঃ⚠️
🔸 প্রথমেই একটি ভ্রমণ পিপাসু এডভেঞ্চার প্রিয় মন থাকতে হবে।
🔸 এটি একটি ট্রেকিং ট্রিপ, আমাদের কে ৩- ৪ ঘন্টা ট্রেকিং করতে হবে। তবুও নতুনদের সুযোগ দেয়া হবে( নতুনরা যদি না যেতে পারে তাহলে শিখবে কিভাবে? সে কথা মাথায় রেখেই আমরা নতুনদেরকে সুযোগ দিবো)
🔸 গ্রুপের সাথে মানিয়ে চলতে পারবে এবং চ্যালেঞ্জ নিতে সক্ষম এমন মানষিকতার হতে হবে।
🔸 মোটামুটি কষ্ট করতে হবে ধরেই নিবেন, তাইলে কষ্ট টা অনাকাঙ্ক্ষিত মনে হবে না।

🚫কিছু নিয়মাবলীঃ🚫
🔹 মজার ছলে টুর মেট দের সাথে খারাপ আচরণ করা যাবে না।
🔹 স্থানীয়দের সাথে কোন রকমের বাজে আচরণ করা যাবে না। (নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে সকলের সহায়তা নিতে হবে।)
🔹 বিপদে আপদে একে অপরের পাশে থাকতে হবে।
🔹 হোস্ট অথবা গাইড এর অনুমতি ব্যতীত গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না।
🔹 ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা যাবে না। প্রতিটি যায়গাই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।

♻️বিঃ দ্রাঃ
♾️ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
♾️ ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাইকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
♾️ আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
♾️ যেন টুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
♾️ অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
♾️ দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।।।

👣স্মৃতি ছাড়া কোন কিছু নিয়ে আসবো না,
আর পদচিহ্ন ছাড়া কোন কিছু ফেলে আসবো না! 👣

💰ট্যুর কস্টঃ ৫৩০০ টাকা/-💰

(আমাদের যাওয়া আসা নন এসি বিজনেস ক্লাস সেন্টমার্টিন পরিবহনের বাস থাকবে)

======বুকিং পলিসি======

✳️আপনাকে ১০০০ টাকা+(খরচ সহ) বিকাশ/নগদে দিয়ে বুকিং দিতে হবে। যা অফেরত যোগ্য। বাকী টাকা যাত্রার দিন পরিশোধ করতে হবে।
✳️কোন ধরনের মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য না। কেবল মাত্র বুকিং মানি জমা দেয়ার পরই আপনার সীট কনফার্ম করা হবে।
✳️বুকিং বাতিল পলিসি নাই, তবে রিপ্লেসমেন্ট পাওয়া গেলে বুকিং ফিরিয়ে দেওয়া হবে।

যোগাযোগঃ
আল আমিনঃ 01720256715
ইমামুর আরমানঃ 01911872561

ভাসমান পেয়ারা বাজার, বরিশালছবি :- Jahidul Islam
03/10/2021

ভাসমান পেয়ারা বাজার, বরিশাল
ছবি :- Jahidul Islam

গন্তব্য সীমাহীনস্হান : আলীকদম , বান্দরবানফটো : আসিফ , মডেল - রবি চন্দ্রবিন্দুঁ
01/10/2021

গন্তব্য সীমাহীন
স্হান : আলীকদম , বান্দরবান
ফটো : আসিফ , মডেল - রবি চন্দ্রবিন্দুঁ

স্বর্ণমন্দির...বান্দরবান বাংলাদেশ© Rabby Ahmed
23/09/2021

স্বর্ণমন্দির...
বান্দরবান বাংলাদেশ
© Rabby Ahmed

শৈলকুঠি,আলীকদম, বান্দরবান ❤
19/09/2021

শৈলকুঠি,আলীকদম, বান্দরবান ❤

আজকের সুন্দরী ন-কাটা!  ❤️বিলাইছড়ি, রাঙ্গামাটি।
03/09/2021

আজকের সুন্দরী ন-কাটা! ❤️
বিলাইছড়ি, রাঙ্গামাটি।

রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ ❤রাঙ্গামাটি শহরের তবলছড়ি হয়ে সড়ক পথে সরাসরি ঝুলন্ত সেতু যাওয়া যায়। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস...
02/09/2021

রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ ❤

রাঙ্গামাটি শহরের তবলছড়ি হয়ে সড়ক পথে সরাসরি ঝুলন্ত সেতু যাওয়া যায়। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। যারা ঢাকা বা চট্টগ্রাম থেকে বাসে করে আসবেন তাদের তবলছড়িতে নেমে অটোরিক্সা রিজার্ভ ভাড়া করে যেতে হবে

02/09/2021

বাংলাদেশের সব চাইতে সুন্দর ঝর্না।।
জাদিপাই 🏞️

প্রশান্তি পার্ক, কাপ্তাই© Saiayadul Alam Kafi
28/08/2021

প্রশান্তি পার্ক, কাপ্তাই
© Saiayadul Alam Kafi

আমাদের টোটো কোম্পানির গ্রুপের পক্ষ থেকে এবার ট্যুর  আয়োজন করা হয়েছে বিলাইছড়ি, রাঙ্গামাটি, সাজেক, খাগড়াছড়ি।❇️ আমরা স...
20/08/2021

আমাদের টোটো কোম্পানির গ্রুপের পক্ষ থেকে এবার ট্যুর আয়োজন করা হয়েছে বিলাইছড়ি, রাঙ্গামাটি, সাজেক, খাগড়াছড়ি।

❇️ আমরা সেপ্টেম্বরের ৪ তারিখ রাতে ঢাকা থেকে গাড়িতে উঠবো।

❇️ আমাদের এবারের ট্যূর টা একটু ভিন্নতা রয়েছে।
যা কিনা ৩টি ধাপে সম্পন্ন হবে।

যে কেও চাইলে ১টি বা ২টি অথবা ৩ টি ধাপ'ই ঘুরতে পারেন।

🔰১ম ধাপ
ভ্রমণের স্থানঃ- রাঙামাটি, বিলাইছড়ি।

💠 কাপ্তাই লেক
💠 ন-কাটা ঝর্না
💠 মুপ্পোছড়া ঝর্না
💠 কাইন কুন ঝর্না
💠 গাছ কাটা ঝর্ণা
💠 ধুপপানি ঝর্না

🔰২য় ধাপ
ভ্রমণের স্থানঃ- রাঙামাটি।

💠 ঝুলন্ত ব্রীজ
💠 চাকমা রাজার বাড়ি,
💠 রাজবন বিহার,
💠 সানসেট পয়েন্ট,
💠 জুমঘর,
💠 শিলার ডাক, ইকোপার্ক
💠 শুভলং ঝর্ণা ১
💠 শুভলং ঝর্ণা ২

🔰৩য় ধাপ
ভ্রমণের স্থানঃ- সাজেক / খাগড়াছড়ি।

💠 দিঘিনালা
💠 তৈদুছড়া ঝর্না
💠 সাজেক ভ্যালি
💠 কংলাক পাহাড়
💠 কংলাক ঝর্ণা
💠 হেলিপ্যাড 1
💠 হেলিপ্যাড 2
💠 বিহার বৌদ্ধ মন্দির
💠 হাজাছড়া ঝর্ণা
💠 জেলা পরিষদ হটিকালচার পার্ক
💠 ঝুলন্ত ব্রিজ
💠 আলুটিলা গুহা
💠 রিসাং ঝর্ণা
💠 আনসার ক্যাম্প পার্ক

(যে কেও চাইলে ১টি বা ২টি অথবা ৩ টি ধাপ'ই ঘুরতে পারেন।)

⭕প্ল্যানঃ

🔰১ম ধাপ শুরু

💠(০৪/০৯/২১) শনিবার:-
ঢাকা থেকে রাতের নন-এসি বাসে ঢাকা ত্যাগ করে আমরা রওনা হবো কাপ্তাইয়ে (রাঙ্গামাটির) উদ্দেশ্যে ৷

💠(০৫/০৯/২১) রবিবার,
🔳১ম দিন:-
সকালে কাপ্তাই নেমে নাস্তা করে আমাদের রিজার্ভ করার টলার নিয়ে আমরা যত সকাল পারি বেরিয়ে যাব বিলাইছড়ির উদ্দেশ্যে। আর্মি কাম্পে রিপোর্ট করে বিলাইছড়ি বাজারে বোর্ডিং এ চেকইন করব। আগে থেকে আমাদের হোটেল এবং দুপুরের খাবার বুকিং দেয়া থাকবে খাবার নিয়ে সময় অপচয় না করে সাথে সাথে আবার টলারে উঠে পড়বো। এর পরে ন-কাটায়, মুপ্পোছড়া, কাইন কুন, গাছ কাটা , ঝর্নায় যাওয়া হবে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধায় আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে বিলাইছড়িতে রাত্রি যাপন।
💠(০৬/০৯/২১) সোমবার,
🔳২য় দিন:-
খুব সকালে উঠে নাস্তা শেষ করে, দুপুরের খাবার সাথে নিয়ে ট্রলারে করে ধুপ্পানি ঝর্ণার জন্য রওনা হব। ধুপ্পানি ঝর্ণা ঘুরে বিকালে কাপ্তাই জেটি ঘাটের জন্য রওনা দেব।

১ম ধাপ শেষ হবে।
যারা ওই রাতে ঢাকাতে ফিরে আসবে, তার কাপ্তাই থেকে রাতে ঢাকার গাড়ী ধরবে।

আর যারা ২য় ধাপে অংশ নিতে চাই, তাদের জন্য ২য় ধাপ প্লান শুরু হবে।

🔰২য় ধাপ শুরু

১ম ধাপ শেষ করে আমারা রাতে রাঙ্গামাটি শহরের উদ্দেশ্যে রওনা দিব। রাঙ্গামাটি এসে রাতের খাবার খেয়ে, হোটেলে রাত্রি যাপন করব।

💠(০৭/০৯/২১) মঙ্গলবার,
🔳৩য় দিন:-
সকালে নাস্তা করে হোটেল থেকে ব্যাগ নিয়ে বের হয়ে যাব। রাঙামাটিতে ঝুলন্ত ব্রিজ দেখে রিজার্ভ বাজার থেকে বোর্ড নিয়ে চাকমা রাজার বাড়ি, রাজবন বিহার সহ যেসকল স্পট আছে সবগুলো কভার করব।

দুপুরে শুভলং ঝর্নায় গোসল করে শুভলং বাজারে দুপুরের খাবার খেয়ে নেব।

২য় ধাপ শেষ যারা রাতের বাসে ঢাকার আসবে তারা শুভলং বাজার থেকে রাঙামাটি এসে ঢাকা উদ্দেশে রওনা দেবে৷

🔰৩য় ধাপ শুরু

আর যারা ২য় ধাপ শেষে ৩য় ধাপের অংশ হবেন।
বিকালে স্পীড বোডে করে শুভলং বাজার থেকে লংগদু হয়ে আমরা বিকালের ভিতর দিঘিনালা এসে রাতের খাবার খাব, তারপর হোটেলে রাত্রি যাপন।

💠(০৮/০৯/২১) বুধবার,
🔳৪র্থ দিন:-
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে পাশেই -তৈদুছড়া ঝর্না দেখে ১০ টার ভিতরে দিঘিনালা থেকে চাঁদে গাড়ি ভাড়া নিয়ে সাজেকের উদ্দেশে রওনা দেব৷

রিসোর্টে যেয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ওই দিন সাজেক ভ্যালি,কংলাক ঝর্ণা, হেলিপ্যাড 1,হেলিপ্যাড 2 ঘুরে, দেখবো রাত্রি যাপন করব।

💠(০৯/০৯/২১) বৃহঃবার,
🔳৫ম দিন:-
সকালে কংলাক পাহাড় ঘুরে খাগড়াছড়ি শহরে উদ্দেশে রওনা দেব এবং হাজাছড়া ঝর্ণা,বৌদ্ধ মন্দির, জেলা পরিষদ হটিকালচার পার্ক,ঝুলন্ত ব্রিজ,আলুটিলা গুহা,আনসার ক্যাম্প পার্ক,রিসাং ঝর্ণা, ঘুরে রাতে খাবার খেয়ে ঢাকা উদ্দেশে রওনা দেব।

💠🔘আনুমানিক ভোর ৬টার দিকে ঢাকা থাকবো।

এভাবে আমাদের প্ল্যান শেষ হবে ইনশা-আল্লাহ। ❤

⚠️ যারা আমাদের সাথে ধাপ১, ধাপ২, ধাপ৩ এর প্লানের অংশ হতে চান তারা যোগাযোগ করেন।

⚠️ যে কেও চাইলে ১টি বা ২টি অথবা ৩ টি ধাপ'ই ঘুরতে পারেন। অথবা শুধু একটি শুধু দুইটি ধাপ ঘুরেও ঢাকায় ব্যাক করতে পারবেন।

⚠️ এটা নন-কমার্শিয়াল ট্যুর। যা খরচ, সবাই সমান ভাগে ভাগ করে দেবো।

⚠️আনুমানিক খরচ
১ম ধাপঃ ২০০০(+-)/-
২য় ধাপঃ ১৫০০(+-)/-
৩য় ধাপঃ ২৫০০(+-)/-
সর্বমোট ৬০০০ + /-

⚠️ আগামী শুক্রবার (২৭/০৮/২১) এর মধ্যে যারা যাবেন কনফার্মেশন/বুকিং দিবেন। এরপরে আর কোন কনফার্মেশন/বুকিং নেওয়া হবে না।

⚠️ কনফার্মেশন/বুকিং এর জন্য ১০০০ টাকা অগ্রিম জমা দিতে হবে।

⭕ যোগাযোগঃ

🛑 Ashik Billal. 01994538904.

🛑 Imamur Kabir.01789395734

ধন্ধতাং ঝর্ণা,বিলাইছড়ি, রাঙ্গামাটি।
19/08/2021

ধন্ধতাং ঝর্ণা,বিলাইছড়ি, রাঙ্গামাটি।

বজরা শাহি মসজিদ, বজরা,নোয়াখালী।ছবিঃ নাদিম নাজমুল
01/08/2021

বজরা শাহি মসজিদ, বজরা,নোয়াখালী।
ছবিঃ নাদিম নাজমুল

বর্ষা ❤ছবিঃ তৌফিক তমাল
01/08/2021

বর্ষা ❤
ছবিঃ তৌফিক তমাল

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Go ToTo Company posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share