20/08/2021
আমাদের টোটো কোম্পানির গ্রুপের পক্ষ থেকে এবার ট্যুর আয়োজন করা হয়েছে বিলাইছড়ি, রাঙ্গামাটি, সাজেক, খাগড়াছড়ি।
❇️ আমরা সেপ্টেম্বরের ৪ তারিখ রাতে ঢাকা থেকে গাড়িতে উঠবো।
❇️ আমাদের এবারের ট্যূর টা একটু ভিন্নতা রয়েছে।
যা কিনা ৩টি ধাপে সম্পন্ন হবে।
যে কেও চাইলে ১টি বা ২টি অথবা ৩ টি ধাপ'ই ঘুরতে পারেন।
🔰১ম ধাপ
ভ্রমণের স্থানঃ- রাঙামাটি, বিলাইছড়ি।
💠 কাপ্তাই লেক
💠 ন-কাটা ঝর্না
💠 মুপ্পোছড়া ঝর্না
💠 কাইন কুন ঝর্না
💠 গাছ কাটা ঝর্ণা
💠 ধুপপানি ঝর্না
🔰২য় ধাপ
ভ্রমণের স্থানঃ- রাঙামাটি।
💠 ঝুলন্ত ব্রীজ
💠 চাকমা রাজার বাড়ি,
💠 রাজবন বিহার,
💠 সানসেট পয়েন্ট,
💠 জুমঘর,
💠 শিলার ডাক, ইকোপার্ক
💠 শুভলং ঝর্ণা ১
💠 শুভলং ঝর্ণা ২
🔰৩য় ধাপ
ভ্রমণের স্থানঃ- সাজেক / খাগড়াছড়ি।
💠 দিঘিনালা
💠 তৈদুছড়া ঝর্না
💠 সাজেক ভ্যালি
💠 কংলাক পাহাড়
💠 কংলাক ঝর্ণা
💠 হেলিপ্যাড 1
💠 হেলিপ্যাড 2
💠 বিহার বৌদ্ধ মন্দির
💠 হাজাছড়া ঝর্ণা
💠 জেলা পরিষদ হটিকালচার পার্ক
💠 ঝুলন্ত ব্রিজ
💠 আলুটিলা গুহা
💠 রিসাং ঝর্ণা
💠 আনসার ক্যাম্প পার্ক
(যে কেও চাইলে ১টি বা ২টি অথবা ৩ টি ধাপ'ই ঘুরতে পারেন।)
⭕প্ল্যানঃ
🔰১ম ধাপ শুরু
💠(০৪/০৯/২১) শনিবার:-
ঢাকা থেকে রাতের নন-এসি বাসে ঢাকা ত্যাগ করে আমরা রওনা হবো কাপ্তাইয়ে (রাঙ্গামাটির) উদ্দেশ্যে ৷
💠(০৫/০৯/২১) রবিবার,
🔳১ম দিন:-
সকালে কাপ্তাই নেমে নাস্তা করে আমাদের রিজার্ভ করার টলার নিয়ে আমরা যত সকাল পারি বেরিয়ে যাব বিলাইছড়ির উদ্দেশ্যে। আর্মি কাম্পে রিপোর্ট করে বিলাইছড়ি বাজারে বোর্ডিং এ চেকইন করব। আগে থেকে আমাদের হোটেল এবং দুপুরের খাবার বুকিং দেয়া থাকবে খাবার নিয়ে সময় অপচয় না করে সাথে সাথে আবার টলারে উঠে পড়বো। এর পরে ন-কাটায়, মুপ্পোছড়া, কাইন কুন, গাছ কাটা , ঝর্নায় যাওয়া হবে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধায় আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে বিলাইছড়িতে রাত্রি যাপন।
💠(০৬/০৯/২১) সোমবার,
🔳২য় দিন:-
খুব সকালে উঠে নাস্তা শেষ করে, দুপুরের খাবার সাথে নিয়ে ট্রলারে করে ধুপ্পানি ঝর্ণার জন্য রওনা হব। ধুপ্পানি ঝর্ণা ঘুরে বিকালে কাপ্তাই জেটি ঘাটের জন্য রওনা দেব।
১ম ধাপ শেষ হবে।
যারা ওই রাতে ঢাকাতে ফিরে আসবে, তার কাপ্তাই থেকে রাতে ঢাকার গাড়ী ধরবে।
আর যারা ২য় ধাপে অংশ নিতে চাই, তাদের জন্য ২য় ধাপ প্লান শুরু হবে।
🔰২য় ধাপ শুরু
১ম ধাপ শেষ করে আমারা রাতে রাঙ্গামাটি শহরের উদ্দেশ্যে রওনা দিব। রাঙ্গামাটি এসে রাতের খাবার খেয়ে, হোটেলে রাত্রি যাপন করব।
💠(০৭/০৯/২১) মঙ্গলবার,
🔳৩য় দিন:-
সকালে নাস্তা করে হোটেল থেকে ব্যাগ নিয়ে বের হয়ে যাব। রাঙামাটিতে ঝুলন্ত ব্রিজ দেখে রিজার্ভ বাজার থেকে বোর্ড নিয়ে চাকমা রাজার বাড়ি, রাজবন বিহার সহ যেসকল স্পট আছে সবগুলো কভার করব।
দুপুরে শুভলং ঝর্নায় গোসল করে শুভলং বাজারে দুপুরের খাবার খেয়ে নেব।
২য় ধাপ শেষ যারা রাতের বাসে ঢাকার আসবে তারা শুভলং বাজার থেকে রাঙামাটি এসে ঢাকা উদ্দেশে রওনা দেবে৷
🔰৩য় ধাপ শুরু
আর যারা ২য় ধাপ শেষে ৩য় ধাপের অংশ হবেন।
বিকালে স্পীড বোডে করে শুভলং বাজার থেকে লংগদু হয়ে আমরা বিকালের ভিতর দিঘিনালা এসে রাতের খাবার খাব, তারপর হোটেলে রাত্রি যাপন।
💠(০৮/০৯/২১) বুধবার,
🔳৪র্থ দিন:-
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে পাশেই -তৈদুছড়া ঝর্না দেখে ১০ টার ভিতরে দিঘিনালা থেকে চাঁদে গাড়ি ভাড়া নিয়ে সাজেকের উদ্দেশে রওনা দেব৷
রিসোর্টে যেয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ওই দিন সাজেক ভ্যালি,কংলাক ঝর্ণা, হেলিপ্যাড 1,হেলিপ্যাড 2 ঘুরে, দেখবো রাত্রি যাপন করব।
💠(০৯/০৯/২১) বৃহঃবার,
🔳৫ম দিন:-
সকালে কংলাক পাহাড় ঘুরে খাগড়াছড়ি শহরে উদ্দেশে রওনা দেব এবং হাজাছড়া ঝর্ণা,বৌদ্ধ মন্দির, জেলা পরিষদ হটিকালচার পার্ক,ঝুলন্ত ব্রিজ,আলুটিলা গুহা,আনসার ক্যাম্প পার্ক,রিসাং ঝর্ণা, ঘুরে রাতে খাবার খেয়ে ঢাকা উদ্দেশে রওনা দেব।
💠🔘আনুমানিক ভোর ৬টার দিকে ঢাকা থাকবো।
এভাবে আমাদের প্ল্যান শেষ হবে ইনশা-আল্লাহ। ❤
⚠️ যারা আমাদের সাথে ধাপ১, ধাপ২, ধাপ৩ এর প্লানের অংশ হতে চান তারা যোগাযোগ করেন।
⚠️ যে কেও চাইলে ১টি বা ২টি অথবা ৩ টি ধাপ'ই ঘুরতে পারেন। অথবা শুধু একটি শুধু দুইটি ধাপ ঘুরেও ঢাকায় ব্যাক করতে পারবেন।
⚠️ এটা নন-কমার্শিয়াল ট্যুর। যা খরচ, সবাই সমান ভাগে ভাগ করে দেবো।
⚠️আনুমানিক খরচ
১ম ধাপঃ ২০০০(+-)/-
২য় ধাপঃ ১৫০০(+-)/-
৩য় ধাপঃ ২৫০০(+-)/-
সর্বমোট ৬০০০ + /-
⚠️ আগামী শুক্রবার (২৭/০৮/২১) এর মধ্যে যারা যাবেন কনফার্মেশন/বুকিং দিবেন। এরপরে আর কোন কনফার্মেশন/বুকিং নেওয়া হবে না।
⚠️ কনফার্মেশন/বুকিং এর জন্য ১০০০ টাকা অগ্রিম জমা দিতে হবে।
⭕ যোগাযোগঃ
🛑 Ashik Billal. 01994538904.
🛑 Imamur Kabir.01789395734