13/06/2023
শেরপূর নাকুগাঁও পোর্টে বাংলাদেশ ভারত ইমিগ্রেশন চালু 🥰
-ভারতের উত্তরপূর্ব রহস্যময় 7 Sister আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল ভ্রমন করতে পারেন এই রোড হয়ে...
"হেলিকপ্টারে গোয়াহাটি এবং শিলং" ভাড়া মাত্র ১৯০০ রুপি।
প্রথমেই চলে যাবেন ঢাকার মহাখালী থেকে ৪ ঘন্টার দূরত্ব
নালিতাবাড়ী (মহাখালি থেকে সরাসরি নালিতাবাড়ীর বাসে চড়লেই সবচাইতে ভালো, ভাড়া ৪০০ টাকা)। শেরপুর জেলার নালিতাবা়ড়ী উপজেলায় অবস্থিত স্থলবন্দর হচ্ছে নাকুগাও।
এখানে ইমিগ্রেশনও আছে। ভারতীয় ভিসায় By Road
DALU লেখা থাকলেই এ বন্দর দিয়ে ভারতে ঢোকা যায়।
অন্যান্য বন্দরের তুলনায় এ বন্দরে ভীড় একেবারেই নেই।
সারাদিনে মাত্র অল্প কিছু মানুষ যাতায়াত করে। এজন্য নেই কোন ঘুষ কিংবা দালালের প্রবলেম। যাইহোক, বর্ডার ক্রস করেই ২ কিলোমিটার সামনেই ডালু বাসট্যান্ড। সেখান থেকে বাস কিংবা প্রাইভেটকারে ৪৯ কিলোমিটার দুরেই তুরা জেলা। (বাসভাড়াঃ ১০০ রুপী, শেয়ারড প্রাইভটকারেঃ ২৫০ রুপী)। এই তুরা থেকেই প্রতি শুক্র, শনি, সোম এবং বুধবার হেলিকপ্টার সার্ভিস চালু আছে। যা স্থানীয় সময় সকাল ১১.২৫ মিনিটে গোয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে ১২.০৫ এ পৌছায়। সেখানে ২৫ মিনিটের বিরতি দিয় ঠিক ১ টায় পৌছায় শিলং। ভাড়া মাত্র ১৯০০ রুপী।
সংক্ষেপেঃ ঢাকা> বাসে করে নালিতাবাড়ী> অটোতে করে
নাকুগাও বর্ডার> বর্ডার ক্রস করে অটোতে করে বাসট্যান্ড>
বাসে করে তুরা> হেলিকপ্টারে করে গোয়াহাটি/শিলং।
১০০ রুপী (বাস ভাড়া) + ১৯০০ রুপী (হেলিকপ্টার ভাড়া)।
হেলিকপ্টার বুকিং নাম্বারঃ
1) মেঘালয় হেলিকপ্টার সার্ভিস, M.T.C. বাসট্যান্ড, পুলিশ
AIGIK, PTGTR: 0364 222 3129; 08794944764
2) সেবা ট্রাভেলস : 0364 222 7222
3) GTAIS DAT Qy GIy: 0364 222 0075
4) মেঘালয় টুরিস্ট ইনফরমেশন সেন্টার: 0364 222 6220