Remittance Army

  • Home
  • Remittance Army

Remittance Army Our vision is to help Remittance fighter of Bangladesh by providing authentic news and update information.

হায়রে প্রবাসীমালায়শিয়ায় হাই কমিশনের ভিতরেই মারা _______ গেলেন এক প্রবাসী ভাই, ________                               ...
20/05/2022

হায়রে প্রবাসী
মালায়শিয়ায় হাই কমিশনের ভিতরেই মারা _______ গেলেন এক প্রবাসী ভাই, ________ সূত্রে জানা যায় এই প্রবাসী ভাই ট্রাভেল পাস এর জন্য বাংলাদেশ হাইকমিশনে তিন চার বার গেলেও তাদের হয়রানি শিকার হন তিনি, একবার বলে পাসপোর্ট ফটোকপি লাগবে, আরেকবার বলে জন্ম নিবন্ধন এর কাগজ লাগবে, এই ভাবে হয়রানি করতে থাকে, এরপর আজকে সকালে পুলিশি রিপোর্ট নিয়ে গেলে ও কোন কাজ হয়নি, তারপর তিনি এম্বাসির ভিতরে ইন্তেকাল করেন, এই প্রবাসী ভাই অনেক অসুস্থ ছিল তাই তিনি দেশে যাওয়ার জন্য বাংলাদেশ এম্বাসির কাছে যায় ট্রাভেল পাস নিতে, কিন্তু বাংলাদেশ হাই কমিশন তাকে কোন ধরনের সাহায্য করে না, লক্ষ লক্ষ প্রবাসী অবৈধ রয়েছে মালায়শিয়াতে, আর বাংলাদেশ এম্বাসি তাদের কোন ধরনের সাহায্য সহযোগিতা করে না তারা হল চোর অফিসে বসে বসে এসির বাতাস খায় হাই কমিশন শহিদুল ইসলাম।

13/05/2022

আরব আমিরাতের রাষ্ট্রপতি আধুনিক আমিরাতের জনপ্রিয় ও আবুধাবির শাসক মহামান্য শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

Ramadan Kareem 2022
31/03/2022

Ramadan Kareem 2022

15/03/2022
02/02/2022

মাল্টা ভিসা এপ্লিকেশন আপডেইট।
অদ্য ১/২/২২ তারিখ VFS একটি সুন্দর আপডেইট প্রকাশ করেছে।
আপডেইট টি হলো Malta Identity থেকে ইস্যু হওয়া কারো পারমিট এর মেয়াদ যদি শেষ হয়ে যাওয়ার পথে থাকে। মানে যদি কারো পারমিট এর মেয়াদ ১৫ দিন বাকি থাকে। তাহলে সেই ব্যাক্তি VFS থেকে যে কোন মাসের একটা এপয়েনমেন্ট ডেইট বুক দিয়ে সেটা নিয়ে VFS এ চলে গেলে তারা ফাইল জমা দিতে পারবে, তবে সেটা জমা দিতে হবে প্রিমিয়াম সার্ভিস এ। যার জন্য আলাদা পেয়েমেন্ট করতে হবে।
অর্থাৎ এর মানে দাঁড়ায় পারমিট এর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন বাকি থাকতে, যে কোন মাসের একটা ভ্যালিড ডেইট নিয়ে VFS এ চলে গিয়ে প্রিমিয়াম এ ফাইল জমা দিতে পারবেন। আর যে কোন মাসের একটা ভ্যালিড ডেইট নিতে VFS কে অনলাইনে মাত্র ২৫০০ টাকা পেয়েমেন্ট দিতে হয়।
আর একটা বিষয় তারা একটা লিষ্ট ও প্রকাশ করেছে যে এই প্রিমিয়াম সার্ভিস টা সপ্তাহের কোন কোন বার( দিন) কোন কোন সিটি তে জমা করা যাবে।

এর দ্বাড়া বুঝা যায় মাল্টা কর্তৃপক্ষ ওয়ার্কার নেওয়ার ব্যাপারে যথেষ্ট নমনীয়। এবং আমরা যারা ক্লাইন্ট আছি তাদের ও একটা ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হলো মাল্টা কর্তৃপক্ষ আরো শ্রমিক নিয়োগ দিবে, তাই লাখ লাখ টাকা দিয়ে ব্ল্যাকে ডেইট নেওয়ার চেষ্টা না করে ধৈর্যের পরিচয় দিলে, আর্থিক অনেক লাভবান হওয়া যাবে।
সবকিছুর পর সবার জন্য অনেক অনেক শুভ কামনা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেল্ট থেকেই লাগেজ ও সাড়ে ৭ লাখ টাকা চুরি হওয়ায় দিশেহারা সৌদি প্রবাসী রাকিব। তিনি...
28/01/2022

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেল্ট থেকেই লাগেজ ও সাড়ে ৭ লাখ টাকা চুরি হওয়ায় দিশেহারা সৌদি প্রবাসী রাকিব। তিনি কি ফিরে পাবেন তার মূল্যবান লাগেজ ও টাকা? বিমানবন্দরে নাকি কিছুই চুরি হয় না,হারায় না? ঘটনাটি গত বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩ টার সময় ঘটে, প্রবাসী রাকিবের দু-চোখ বলে দেই সে কি হারিয়েছে, ৪ বছরের জমানো শেষ সম্বল ছিল এটি , এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতিদ্রুত প্রবাসী রাকিবের চুরি হওয়া লাগেজ উদ্ধার করুন।

নৌকায় ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অতি ঠান্ডায় জমে অন্তত ৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাসীর মৃত্যু হয়েছে। অবৈ...
25/01/2022

নৌকায় ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অতি ঠান্ডায় জমে অন্তত ৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাসীর মৃত্যু হয়েছে। অবৈধভাবে লিবিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের উদ্দেশে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানানো হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ল্যাম্পে-দুসার মেয়র সালভাদর মার্টিওলো। নৌকাটিতে ২৮০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ ও মিশরের নাগরিক। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে ইতালির আগ্রিজেন্তোর প্রসিকিউটর লুইগি প্যাত্রোনাজিও জানিয়েছেন, অতি ঠান্ডায় দ্রুত শরীরের তাপমাত্রা কমে আসায় প্রাণ হারিয়েছেন তারা। তবে যারা বেঁচে আছেন তাদের কতজন বাংলাদেশি সেটি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলে জানান তিনি।

উপকূলরক্ষীরা রাতে নৌকাটিকে ল্যাম্পেডুসার কাছে ল্যাম্পোনি উপকূলে দেখতে পেয়েছিলেন। পরে লামপিওনের উপকূল থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে কোস্টগার্ডের সদস্যরা ওই নৌকার সন্ধান পান। এরপর সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের প্রধান গন্তব্য ইতালি। তাদের প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয় ইতালির উপকূলকে। গত কয়েক মাসে নৌকাযোগে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের প্রবণতা বেড়েছে। চলতি বছরে ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী উপকূল থেকে ইতালির বিভিন্ন বন্দরে পৌছেছেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Remittance Army posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share