14/09/2022
মনের ক্ষুধা মেটাতে চলুন ঘুরে আসি "শৈল শহরের রানী” নামে পরিচিত দার্জিলিং+মিরিক। জন প্রতি মাত্র ১৮,৫০০ টাকায় (৫ রাত/৪ দিন) ঘুরে আসতে ফোন করুন এখনি। +8801312133665
============ ট্যুর প্ল্যান============
১ম রাত : ঢাকা - বুড়িমারী
ঢাকা থেকে আমরা এসি বাসে বুড়িমারী এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ।
১ম দিন : শিলিগুড়ি-দার্জিলিং
সকালে আমরা বুড়িমারী পৌঁছে ব্রেকফাস্ট (নিজ) সেরে ফেলবো এবং বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে দার্জিলিংয়ের দিকে যাত্রা শুরু করবো । পথিমধ্যে শিলিগুড়িতে দুপুরের খাবার(নিজ) খেয়ে বিকালে দার্জিলিংয়ে পৌঁছাবো । রাত্রি যাপন দার্জিলিংয়ে ।
২য় দিন : দার্জিলিং
হোটেলে সকালের নাস্তা(নিজ) সেরে রক গার্ডেন, হিমালয় মাউন্টেন ইন্সটিটিউট, চিড়িয়াখানা (বৃহস্পতিবার বন্ধ), তেনজিং রক, চা-বাগান, দার্জিলিং রুপয়/ক্যাবল কার (নিজ খরচে টিকিট ক্রয়), জাপানিজ টেম্পল এবং পেস প্যাগোডা এ ঘুরে বেড়ানো। রাতে দার্জিলিং এ হোটেলে অবস্থান।
৩য় দিন : দার্জিলিং
ভোর সকাল ৪ টার মধ্যে উঠতে হবে টাইগার হিলে সূর্য উদয়ের দৃশ্যাবলী অবলোকন করার জন্যে। বিশ্বজুড়ে স্থানটি এর জন্যে বিখ্যাত। এখান থেকে ভাগ্যে সুপ্রসন্ন আর আকাশ পরিষ্কার থাকলে তবেই কেবল পৃথিবীর তৃতীয় সরবোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পাওয়া়। ফেরার পথে ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ দেখা।
৪র্থ দিন :
সকালের নাস্তা সেরে আমরা মিরিক থেকে পশুপতি নগর (নেপাল সীমান্ত) দিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো । সারাদিন মিরিক লেকে আমরা নৌভ্রমণ এবং টাট্টু রাইডিং উপভোগ করবো । তারপরে আমরা শিলিগুড়িতে দুপুরের খাবার খেয়ে বুরিমাড়ি এর উদ্দেশ্যে রওনা দিব । বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে ঢাকার দিকে যাত্রা শুরু করবো ।
৫ম রাত :
রাতে আমরা ঢাকায় পৌঁছে যাব ইনশআল্লাহ্ ।
=========== প্যাকেজের অন্তর্ভুক্ত ========
★ ঢাকা থেকে শিলিগুড়ি-শিলিগুড়ি থেকে ঢাকা রির্টান এসি বাস টিকেট
★ ৩ রাত হোটেলে থাকার ব্যবস্হা (ডাবল শেয়ারিং)
★ সাইটসীয়িং
★ শিলিগুড়ি থেকে দার্জিলিং টাটা সুম জীপে ভ্রমণ
★ অভিজ্ঞ গাইড সুবিধা
======== প্যাকেজের অন্তর্ভুক্ত নয় =========
★ প্রতিদিন সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার
★ ভিসা ফি
★ ট্রাভেল ট্যাক্স
★ বর্ডার টিপস
★ ব্যক্তিগত খরচসমুহ
======শিশু পলিসি======
# ০-২ বছর কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে বাসে আলাদা সিটের ভাড়া ব্যতীত)
# ৩ থেকে ০৭ বছর বয়সের শিশুদের জন্য ৫০% খরচ বহন করতে হবে (আলাদা বেড এবং বাস / বিমানের চাইল্ড পলিসি হিসেবে ভাড়া ব্যতীত )।
# ০৭ বছরের উপরে সকলকে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে গণ্য করা হবে।
========== #বুকিং_পলিসি==============
বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫০% টাকা জমা দিতে হবেঃ-
★ অফিস পেমেন্ট করতে পারেন।
=====ভিসার ডকুমেন্টের জন্য লাগবে=====
০১. ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে।
০২. ভিসাসহ (যদি থাকে) পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
০৩. দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাইজের ল্যাব প্রিন্ট ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা।
০৪. ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট। ব্যালেন্স কমপক্ষে ৩০,০০০/= টাকা। ব্যাংক হিসাব না থাকলে ১৫০ ডলার এন্ডোর্সমেন্ট ।
০৫. বর্তমান ঠিকানা নিশ্চিতকরণের জন্য ইলেক্ট্রিক/গ্যাস/পানি বিলের মূল ও ফটোকপি।
০৬. ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৬. হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭. নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৮. ভিজিটিং কার্ড।
০৯. অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১০. স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
============ সাথে যা বহন করতে হবে ==========
* পাহাড়ি পথে হাটার জন্য কেডস।
* দার্জিলিংয়ে ঢাকার চেয়ে ঠাণ্ডা হওয়ায় হালকা ও ভারী শীতের কাপড়।
*বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা/ রেইনকোট।
*রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস, সানক্যাপ।
* বাইনোকুলার, ক্যামেরা।
* টুথপেস্ট, টুথব্রাশ, তাওয়েল, স্লিপার।
* জরুরি ঔষধ। ফার্স্ট এইড ব্যান্ডেজ।
===== যোগাযোগের ঠিকানা =====
হেড অফিসঃ
৩০০, স্বাধীনতা স্মরণী, উত্তর বাড্ডা ঢাকা-১২১২
বুড়িমারী অফিসঃ
বড়খাতা বাজার, হাতীবান্ধা, লালমনিরহাট