14/11/2023
কাংগাল হরিনাথ মজুমদারের জাদুঘর দেখে রওনা দিয়েছিলাম ফকির লালন শাহ এর মাজার দেখতে। গেট দিয়ে প্রবেশ করে দূর থেকেই দেখতে পেলাম শ্বেত শুভ্র সাদা মাজার। আখড়ার পাশেই বেশ কয়েকজন বাউল গানের আসর জমিয়েছে। একজন বাউল ফকির নাম তার স্বপন ফকির তার সাথে কথা হলো। বাড়ি কোথায় জিজ্ঞেস করাতে বললো এখানেই তার বাড়ি এখানেই তার ঘর। গত ১০ বছর এখানেই সে বসবাস করে আসতেছে। দেখে মনে হলো পার্থিব সব লোভ লালসা থেকে মুক্ত স্বপন ফকির।আসলে এ বড় কঠিন সাধনার পথ। স্বপন ফকির এর সাথে কথা শেষ করে আখড়ার ভিতরে ১০ টাকা টিকিট কেটে লালন মিউজিয়াম এ প্রবেশ করলাম। সেখানে লালনের ঘরের যে দরজা তা সংরক্ষিত করা আছে। দরজার সামনে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। ভাবতেই গায়ে শিহরণ জাগছিলো যে এই দরজা দিয়েই একসময় ফকির লালন শাহ তার ঘরে যাতায়াত করতেন।
এরপরে সেখান থেকে বের হয়ে রওনা দিলাম কুঠিবাড়ির পথে।