Peoples Cooperation Tourism

  • Home
  • Peoples Cooperation Tourism

Peoples Cooperation Tourism We dedicate ourselves to provide the best service to tourists.

Being a travel service provider in Bangladesh we do package tours, event management, filming, businesses advice to your special interest and requirement.

 #সিইএইচআরডিএফ'র  #ঈদ  #শুভেচ্ছামুসলমানদের সবচেয়ে পবিত্র উৎসব মহিমান্বিত ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের সকল অংশের সকল মানুষকে...
10/04/2024

#সিইএইচআরডিএফ'র #ঈদ #শুভেচ্ছা

মুসলমানদের সবচেয়ে পবিত্র উৎসব মহিমান্বিত ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের সকল অংশের সকল মানুষকে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম- সিইএইচআরডিএফ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল, সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের খুশিকে আরো রঙ্গিন করতে আসুন দেশের অধিকার বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই।

মনে রাখুন সমগ্র বিশ্বে এই মুহুর্তে মানুষ নানা সংকটে সময় পার করছে। ফিলিস্তিন, সিরিয়া, ইউক্রেন, ভারত, মিয়ানমার সহ প্রায় বেশিরভাগ দেশ দারিদ্র্যতা, অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা, রাজনৈতিক ব্যর্থতায় দিনাতিপাত করছে। বাংলাদেশসহ নানা দেশে গণতান্ত্রিক বিপর্যয় ঘটেছে। দূর্নীতি, স্বজনপ্রীতি, অধর্মচর্চা ও বিচারহীনতার এক অভিনব ও অভূতপূর্ব সংকট পার করছে বিশ্ব। এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগ যা যেকোন উন্নয়নকে টেকসইতা হতে পিছিয়ে রাখছে। পানি সংকট, চাষাবাদ ও কৃষি, শিল্প ও বাণিজ্য, এনার্জি ও শিক্ষায় অস্থির অবস্থা চলছে।

এর ফলে ২৮১ মিলিয়ন মানুষ নিজ এলাকা বা জন্মস্থান হতে অভ্যন্তরীন বাস্তুচ্যুত হয়েছে। ১১০ মিলিয়ন মানুষ শরণার্থী হয়ে পড়েছে। শুধুমাত্র ফিলিস্তিনে গত ৪ মাসে ইসরাইলি সামরিক আগ্রাসনে ৩৩,০০০ মানুষ শহীদ হয়েছে, ৭০,০০০ মানুষ আহত হয়েছে, ২ লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

এমন নজিরবিহীন সংকটের সময়ে আমাদের কাছে ঈদ এসেছে।

তাই আসুন দারিদ্র্যতা নিরসনে গরীবের হক যাকাত আদায় করে টেকসই উন্নয়নে ভূমিকা রাখি। অধিকারবঞ্চিত মানুষগুলোর জন্য নিজেরা দানের হাত বাড়িয়ে দিই। ফিলিস্তিনের মজলুম, মুক্তিকামী মানুষদের জন্য ত্রাণ সহায়তায় অংশ নিই। আসুন সামাজিক মাধ্যমে পুঁজিবাদী প্রতিযোগিতা না করি।

সঠিক ধর্মচর্চা ও সার্বজনীনতা চিন্তা করে আমাদের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে সকলের মাঝে ছড়িয়ে দিই৷ দেশ হতে সকল অন্যায়, জুলুম, গণতন্ত্রহীনতা ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হই। আসুন তুরস্ক, লেবানন, জর্ডান, ইথিওপিয়া, কঙ্গো, উইঘুর, কাশ্মীরি ও রোহিঙ্গা জনগোষ্ঠীসহ শরণার্থী ও অভিবাসীদের জন্য অধিকারের দাবিতে সোচ্চার হই। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আসুন দেশ ও বিশ্ব গড়ি, বিশ্বের মানুষের জন্য কাজ করি। রুপান্তরমূলক পরিবর্তনে অংশগ্রহণ করি।

ঈদ মোবারক।

#সিইএইচআরডিএফ


 #ফিলিস্তিনের  #জন্য  #দান  #করুন     প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান ও ঈদের শুভেচ্ছা নিবেন।আপনারা সক...
08/04/2024

#ফিলিস্তিনের #জন্য #দান #করুন


প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম।
পবিত্র মাহে রমজান ও ঈদের শুভেচ্ছা নিবেন।

আপনারা সকলেই জামেন যে, ইসরাইলি সন্ত্রাসী গোষ্ঠী ইতিহাসের তৃপ্তভূমি ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হত্যাকান্ড চালাচ্ছে। ফিলিস্তিনের হাসপাতালে আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। যেখানে ইতিমধ্যে শিশু,নারী, বৃদ্ধা সহ ৩০ হাজারের বেশি মানুষ হত্যা করেছে ইসরাইল। প্রায় ১০লাখের বেশি মানুষ আহতাবস্থায় রয়েছে। সমগ্র ফিলিস্তিনকে জলসে দিয়েছে। ইতিহাসের তৃপ্তভূমিকে পরিণত করেছে শশ্বানভূমিতে । গাযা উপত্যকার দক্ষিণে সর্বশেষ সুরক্ষিত রাফা শরণার্থী শিবির যেটি কিনা ফিলিস্তিনিদের জন্য শেষ আশ্রয়স্থল ছিল সেটিতেও বর্বর ইসরাইলিরা সিরিজ বোমা নিক্ষেপ করে ঝর্ঝরিত করে ফেলেছে।

এমন অবস্থায় মজলুম ও নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও চিকিৎসা সহযোগিতা সরবরাহ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আপনাদের প্রতি আহবান নিজেদের সকল প্রকার আনুষাঙ্গিক খরচ থেকে অল্প অল্প বাঁচিয়ে। হাজার দুয়েক টাকা করে প্যালেস্টাইনের অভুক্ত শিশু ও ক্ষুধায় ঝর্ঝরিত মহিলাদের জন্য সহযোগিতা পাঠানোর জন্য সিদ্ধান্ত নিন।

একজন মানবিক ও মনুষ্যত্ববান মানুষ হিসাবে ফিলিস্তিনিদের জন্য সহযোগিতা পাঠানো এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজে রূপ নিয়েছে। ফিলিস্তিনিরা আমাদের ভাই-বোন। সত্যি যদি আমরা মুসলিম ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করি তবে ভেবে দেখুনতো আজ যদি আমার ভাই হাসপাতালে আইসিওতে অবস্থান করতেন। তবে আমার অস্থিরতা কেমন হতো? এ বিষয়ে রাসূল (সাঃ) বলেন, সম্প্রীতি, সৌহার্দ্য ও সহানুভূতির ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত এক দেহের ন্যায়, যার একটি অঙ্গ অসুস্থ হলে গোটা দেহ জ¦র ও অনিদ্রায় আক্রান্ত হয়। -সহীহ বুখারী, হাদীস- ৬০১১।

সুতরাং, ফিলিস্তিনিদের কথা ভুলে যাইয়েন না। শেষ বিচারের দিন অন্তত আল্লাহর কাছে এটুকু বলতে পারবেন যে আমি আমার ফিলিস্তিনের মুসলিম নির্যাতিত মা-বোনদের প্রতি সাধ্যের মধ্য সহযোগিতা পাঠিয়েছিলাম।

আমরা সিইএইচআরডিএফ দায়িত্বশীলরা এবারের ঈদের সমস্ত পোশাক পরিচ্ছেদের অর্থ আল- আজহার বিশ্ববিদ্যালয়ের প্যালেস্টাইন রিলিফ সাপোর্ট /হিউম্যান এপিল প্রতিষ্ঠানের মাধ্যমে ফিলিস্তিনবাসীর জন্য ঈদের পূর্ববর্তী সময়ে সহযোগিতা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।

এই মহৎকর্মের সাথে আপনার এবং আপনার বন্ধু মহল, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সকলের নিকট সহযোগিতা কামনা করছি।

আসুন ফিলিস্তিনিদের স্থানে নিজেদের ভেবে দেখি। জলসে যাওয়া ফিলিস্তিনের অভুক্ত ও ক্ষুধার্ত শিশুরা খুলা আকাশের দিকে থাকিয়ে কিসের জন্য আকাঙ্ক্ষা করছে ভাবুন।

ক'দিন পর আমরা সকলেই জরির পোশাকে শরীর ডেকে ঈদের নামাজে যাব। কিন্তু, পৃথিবীর প্রথম কাবা বায়তুল মুকাদ্দাস, পৃথিবীর সবচেয়ে আলোচিত মসজিদ মসজিদুল আকসা তখনও রক্তে রঞ্জিত থাকবে। কেমন হবে তাদের অনূভূতি, কেমন হবে ফিলিস্তিনিদের ঈদ ? বায়তুল মুকাদ্দাসকে রক্তাক্ত রেখে আমরা কোন ঈদগাহে নামাজের জন্য যাব?

সুতরাং, তাদের কথা ভুলে যাইয়েন না। সকলেই সহযোগির হাত বাড়িয়ে দিন। আসুন এই ছোট জিন্দিগির মোহ ত্যাগ করে ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ায়। ভুলে যাবেন না এই মুহূর্তে আপনার সম্পদে ফিলিস্তিনিদের অধিকার সবচেয়ে বেশি।

আসুন ত্যাগের মহিমায় ফিলিস্তিনবাসীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

বিঃদ্রঃ আগামী ৫ শাওয়াল বা ১৬ এপ্রিল পর্যন্ত আমাদের এই ডোনেশন কালেকশন কার্যক্রম চলমান থাকবে। আমরা আল আযহার বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমাদের সহযোগিতা গাজায় পাঠাব।
___

সহযোগিতা পাঠানোর মাধ্যম
01862844547
বিকাশ/নগদ/ রকেট
___

আহবানে-
জিহাদুল ইসলাম
আহবায়ক, ফিলিস্তিন তহবিল উত্তোলন ও
এক্টিং ডিভিশন কো-অর্ডিনেটর (স্পেশাল)
সিইএইচআরডিএফ।




#সিইএইচআরডিএফ

         #জরুরি মানবিক যুদ্ধবিরতি চাই #গাজার জন্য মানবিক সহায়তা নিশ্চিত করুন   #ইসরাঈলের যুদ্ধাপরাধের বিচার চাই  #মানবাধ...
29/10/2023


#জরুরি মানবিক যুদ্ধবিরতি চাই
#গাজার জন্য মানবিক সহায়তা নিশ্চিত করুন
#ইসরাঈলের যুদ্ধাপরাধের বিচার চাই
#মানবাধিকার লঙ্ঘন বন্ধ চাই
Killing Civilians

"It is very clear that the Israeli attack on Gaza has crossed all the lines of barbarity. Hundreds of children, women, elderly and civilians are deprived of essential services, food and drink. That is why we call for an urgent humanitarian ceasefire on all sides."
Md. Ilias Miah, Chief Executive, CEHRDF


#সিইএইচআরডিএফ


22/07/2022

শুভ জন্মদিন।
আজ সিইএইচআরডিএফ এর ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা সবাইকে।

Visit: https://facebook.com/cehrdf

A Bangladesh Based Organization Working on Environment, Climate Change, Human Rights & SDGs.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Peoples Cooperation Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share