10/04/2024
#সিইএইচআরডিএফ'র #ঈদ #শুভেচ্ছা
মুসলমানদের সবচেয়ে পবিত্র উৎসব মহিমান্বিত ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের সকল অংশের সকল মানুষকে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম- সিইএইচআরডিএফ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।
ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল, সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের খুশিকে আরো রঙ্গিন করতে আসুন দেশের অধিকার বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই।
মনে রাখুন সমগ্র বিশ্বে এই মুহুর্তে মানুষ নানা সংকটে সময় পার করছে। ফিলিস্তিন, সিরিয়া, ইউক্রেন, ভারত, মিয়ানমার সহ প্রায় বেশিরভাগ দেশ দারিদ্র্যতা, অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা, রাজনৈতিক ব্যর্থতায় দিনাতিপাত করছে। বাংলাদেশসহ নানা দেশে গণতান্ত্রিক বিপর্যয় ঘটেছে। দূর্নীতি, স্বজনপ্রীতি, অধর্মচর্চা ও বিচারহীনতার এক অভিনব ও অভূতপূর্ব সংকট পার করছে বিশ্ব। এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগ যা যেকোন উন্নয়নকে টেকসইতা হতে পিছিয়ে রাখছে। পানি সংকট, চাষাবাদ ও কৃষি, শিল্প ও বাণিজ্য, এনার্জি ও শিক্ষায় অস্থির অবস্থা চলছে।
এর ফলে ২৮১ মিলিয়ন মানুষ নিজ এলাকা বা জন্মস্থান হতে অভ্যন্তরীন বাস্তুচ্যুত হয়েছে। ১১০ মিলিয়ন মানুষ শরণার্থী হয়ে পড়েছে। শুধুমাত্র ফিলিস্তিনে গত ৪ মাসে ইসরাইলি সামরিক আগ্রাসনে ৩৩,০০০ মানুষ শহীদ হয়েছে, ৭০,০০০ মানুষ আহত হয়েছে, ২ লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
এমন নজিরবিহীন সংকটের সময়ে আমাদের কাছে ঈদ এসেছে।
তাই আসুন দারিদ্র্যতা নিরসনে গরীবের হক যাকাত আদায় করে টেকসই উন্নয়নে ভূমিকা রাখি। অধিকারবঞ্চিত মানুষগুলোর জন্য নিজেরা দানের হাত বাড়িয়ে দিই। ফিলিস্তিনের মজলুম, মুক্তিকামী মানুষদের জন্য ত্রাণ সহায়তায় অংশ নিই। আসুন সামাজিক মাধ্যমে পুঁজিবাদী প্রতিযোগিতা না করি।
সঠিক ধর্মচর্চা ও সার্বজনীনতা চিন্তা করে আমাদের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে সকলের মাঝে ছড়িয়ে দিই৷ দেশ হতে সকল অন্যায়, জুলুম, গণতন্ত্রহীনতা ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হই। আসুন তুরস্ক, লেবানন, জর্ডান, ইথিওপিয়া, কঙ্গো, উইঘুর, কাশ্মীরি ও রোহিঙ্গা জনগোষ্ঠীসহ শরণার্থী ও অভিবাসীদের জন্য অধিকারের দাবিতে সোচ্চার হই। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আসুন দেশ ও বিশ্ব গড়ি, বিশ্বের মানুষের জন্য কাজ করি। রুপান্তরমূলক পরিবর্তনে অংশগ্রহণ করি।
ঈদ মোবারক।
#সিইএইচআরডিএফ