Vagabond tour & travels / ভ্যাগাবন্ড ট্যুর এবং ট্রাভেল

  • Home
  • Vagabond tour & travels / ভ্যাগাবন্ড ট্যুর এবং ট্রাভেল

Vagabond  tour & travels / ভ্যাগাবন্ড ট্যুর এবং ট্রাভেল ভ্রমন মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে ।

ভ্রমণ পিপাসুদের জন্য উন্মোচন হচ্ছে নতুন দিগন্ত
29/09/2023

ভ্রমণ পিপাসুদের জন্য উন্মোচন হচ্ছে নতুন দিগন্ত

কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। মহাপরিকল্পনার অংশ হিসেবে এই পর্যটন নগর.....

27/05/2023

সিলেট ট্যুর
রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠাপানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে।[১][২][৩] তবে পরবর্তীতে জুগিরকান্দি মায়াবন, বুজির বন ও লক্ষ্মী বাওড় জলাবন নামে আরও জলাবন বাংলাদেশে খুঁজ মিলে।[৪][৫][৬] পৃথিবীতে মিঠাপানির যে ২২টি মাত্র জলাবন আছে, “রাতারগুল জলাবন” তার মধ্যে অন্যতম।[তথ্যসূত্র প্রয়োজন] এই জলাবনের আয়তন ৩,৩২৫.৬১ একর। একে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসাবেও অভিহিত করা হয়ে থাকে..... সুত্রঃ উইকিপিডিয়া

23/05/2023

সেন্টমার্টিন ট্যুর ২০১৪ ❤️

ফিনহরসে চরিলাম....
23/05/2023

ফিনহরসে চরিলাম....

নিদ্রার চরনিদ্রা চর নামটি শুনলেই প্রথমেই আপনার মনে হতে পারে,‌এখানকার লোকজন গুলো কেবল ঘুমিয়ে দিন রাত কাটিয়ে থাকে, তেমনট...
22/05/2023

নিদ্রার চর
নিদ্রা চর নামটি শুনলেই প্রথমেই আপনার মনে হতে পারে,‌এখানকার লোকজন গুলো কেবল ঘুমিয়ে দিন রাত কাটিয়ে থাকে, তেমনটা ভাববেন না, কোন এক গল্পে পড়েছিলাম এমন একটি দেশ ছিল, যেখানে মানুষ নিদ্রা স্বপ্নে বিভোর থাকতো, সে দেশের মানুষ গুলো ঘুমের ঘোরে হাঁটতে থাকে ।
গ্রামে মৃতদের সংখ্যা ধীরে ধীরে বেড়েছে। গোড়ায় শুধু কতিপয় বৃদ্ধ-বৃদ্ধাই আত্মহত্যা করেছিলেন। কিন্তু ক্রমে রোগের প্রাদুর্ভাব ঘটল, সংক্রমণ ছড়াল মহামারির মত। রোগের লক্ষণ? ঘুমন্ত অবস্থায় ঘুরে বেড়ানো। চারিদিকে নিদ্রাচর মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে।

গ্রামের মানুষ যদিও এখনও মন শক্ত করে চোখ খোলা রেখে রাস্তায় হাঁটছে, দেখে বোঝা যায় তারা থেকেও নেই। তারা কথা ছুঁড়ে দেয় শূন্যে। অচিরেই রাস্তা ভরে যায় বিভ্রান্তচিত্ত জনগণে যাঁরা সকলেই মৃত্যুচিন্তায় আচ্ছন্ন। এই বিকারগ্রস্ত, প্রলাপী মানুষেরা সকলে চলেছে কাজে, হয়ত আসন্ন ঝড়ঝঞ্ঝার ভবিষ্যৎবাণী শুনে চাষের ক্ষেতে ছুটছে ফসল তুলতে অথবা প্রতিদ্বন্দ্বী কোনও নাপিতের চুল কাটার সেলুনে ডাকাতি করতে। জীবনের দৈনিক ঘটনা প্রবাহ এখনও তাঁদের উদ্বিগ্ন করলেও বোঝা যায় যে “জাগ্রত অবস্থায় তাঁরা যা করতে পারতেন না, তাই যেন স্বপ্নের বশে সম্ভব হচ্ছে”।
ঔপন্যাসিক ইয়াং লিয়াংকে-র (Yan Lianke) সাম্প্রতিক অনূদিত উপন্যাস ‘যেদিন সূর্য গেল অস্তাচলে’-র গল্প। ইয়াং লিয়াং এর গল্পের বাস্তবতা এভাবেই লিখেছেন তার গল্পে।
আমার গল্পে নিদ্রাচরের মানুষ গুলো একেবারে ভিন্ন তারা তাদের জীবিকা নির্বাহ করে মাছ শিকার করে।তারা ঘুময়ের ঘোরে স্বপ্ন দেখেন না, তারা বাস্তবতার সাথে যুদ্ধ করে জীবিকা নির্বাহ করে। তাঁরা জেগে স্বপ্ন দেখেন না। নিদ্রা চরের কিশোর,বালক-বালিকা, যুবক- যুবতী, বয়স্ক বৃদ্ধ - বৃদ্ধি সবাই তাদের আপন কাজে ব্যস্ত।

আপনি যদি নিদ্রা ভ্রমনে যান আপনার কাছে প্রথমেই মনে হতে পারে, আপনি চিটাগাং এর গুলিয়াখালি চলে আসছেন । দেখতে ঠিক গুলিয়াখালির মত তবে ভিন্নতা আছে অনেক, এখানকার মানুষ মাছ এবং কাঁকড়া শিকারের ব্যস্তায় মগ্ন থাকেন। নিদ্রার বেলাভূমি এক মনোরম রোমান্সোকর দৃশ্যপট। যেখানে বড় গাছেরা কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ,দেখলে মনে হবে যেন কত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার স্বাক্ষী হয়েছে তাঁরা। সাগরের ঢেউ খেলে নিজ আনন্দে, পাখিদের কিচিরমিচির শব্দে নিদ্রা হারিয়ে যাবে, ঘাসের ফাঁকে ফাঁকে শাঁস গুলো হাতের আঙুলগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

যেভাবে আসতে পারেন নিদ্রা চরে।
দুই ভাবে যেতে পারেন , ঢাকা সায়দাবাদ থেকে বাসে করে বরগুনা সদরে, সেখান থেকে বাইকে করে নিদ্রা চরে চলে যেতে পারেন , বাইকে জন প্রতি ৩০০ করে নিবে, এছাড় নিজের প্রাইভেট কার করে যেতে পারেন।
নতুন জায়গায় নতুন অনুভূতি

আপনি বাংলাদেশের কোন কোন জেলায় ভ্রমণ করেছেন
20/05/2023

আপনি বাংলাদেশের কোন কোন জেলায় ভ্রমণ করেছেন

07/05/2023

একদিন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে

শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, সমুদ্রের এক মনোরম রোমান্সোকর পরিবেশ, যেখানে সবুজের বিভিন্ন প্রজাতির গাছে বেষ্টনী জুড়ে ছড়িয়ে রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের পাড়,যেখানে দাঁড়িয়ে দেখা যায় দক্ষিণের বিস্তৃত সমুদ্র । পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মিলনস্থলের বৈচিত্র বাড়িয়ে তুলেছে প্রায় ৪ কিলোমিটার লম্বা বেলাভূমির শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত । আর দূরে পাহাড়ের মতো সারিবেঁধে দাঁড়িয়ে সুন্দরবন, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত নিরিবিলি নির্জন কোলাহল মুক্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের অভয়রন্য এক মনোরম স্থান..............

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Vagabond tour & travels / ভ্যাগাবন্ড ট্যুর এবং ট্রাভেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share