03/03/2023
একাকিত্বের সময়টা মানুষকে সবচেয়ে বেশি ম্যাচুয়েড করে। মানুষের রিয়েলাইজেশন বদলে দেয়। সঠিক মানুষকে চিনতে শিখায়।😊
মানুষ বলে একাকিত্বের সময়টা বাজে। আমি বলি এটাই জীবনের সবচেয়ে সেরা সময়। সত্যিকারের আপন মানুষগুলোকে চেনার জন্য। একাকিত্ব মানে এটা না যখন আপনার পাশে কেউ নেই, একাকিত্ব সেটাই যখন আপনি একটা নির্দিষ্ট মানুষকে আপনার পাশে চাচ্ছেন কিন্তু সেই মানুষটা আপনার পাশে নেই। আর ঠিক সেই সময়টায় আপনি শিখবেন নির্দিষ্ট কাউকে ছাড়া জীবনে কিভাবে একা বেঁচে থাকা যায়।😊
আমাদের জীবনটা খুব কঠিন। এখানে টিকে থাকার লড়াইটাও আপনার একার। আপনি যদি মনে করেন কেউ না কেউ সবসময় আপনার পাশে থাকবে তাহলে ভুল ভাবছেন। জীবনের এই লড়াইয়ে কেউই শেষ পর্যন্ত পাশে থাকে না। কেউ আসে কিছু সময় পাশে থাকে সময়ের পালাক্রমে আবার চলে যায়। এটাই চিরচায়িত নিয়ম। তাই ভেঙে পড়লে চলবে না। এমনভাবে ঘুরে দাঁড়াতে হবে যেন আপনার জন্য আপনিই যথেষ্ট।😊
একাকিত্বের সময়টা যেন আপনাকে ভেঙে দিতে না পারে। বরং আরও শক্ত ভাবে ঘুরে দাঁড়ান, ম্যাচুয়েড হোন, নিজেকে ভালোরাখার দায়িত্ব নিজে নিতে শিখুন। ব্যাস নিজের মতো বাঁচুন।😊
লেখক- মেহেদী হাসান