02/04/2023
Explore 1:(Coffee House Newtown)
বেশ কয়েক মাস আমাদের প্লানিং হচ্ছিল, সবাই কফিহাউস নিউটাউন এ গেছে তো এবার আমাদের পালা। তো প্লান করতে একমাস গেল(😆)
তো গত 06/08/2022 এ সকালে ভাবলাম আজ যাব। দুপুর বেলার দিকে বৃষ্টি পড়া শুরু (🫠) তাও ভাবছি যাই ই হয়ে যাক আজ তো যাবই(😆).. তো প্লান হল লাঞ্চ করেই বেরিয়ে যাব, এদিকে মনে মনে দুয়া করে যাচ্ছি বৃষ্টি যেন থেমে যায়(😑)।
ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়েই ছাতা ছাড়াই দুপুর তিনটে নাগাদ বার হলাম বাসা থেকে। অটো করে প্রথমে গেলাম কৈখালি। ওখান থেকে ইকো স্পেস দিয়ে যে বাসগুলো যায় ওটা করে আলিয়া ইউনিভার্সিটি এর সামনে নামলাম।
ততক্ষনে বৃষ্টি থেমেছে। ওখান থেকে আবার অটো করে কফি হাউসের সামনে নামলাম।তার ঠিক বিপরীতে এ্যামিটি ইউনিভার্সিটি ।(আলিয়া থেকে কফি হাউসের দুরত্ব দশ মিনিট হাঁটা কিন্তু জানতাম না বলে ওইটুকু আবার অটো করে যেতে হল😑)
যাই হোক, গিয়ে প্রথমে কিছু ছবি তুললাম, জায়গাটা সত্যি খুব সুন্দর । বৃষ্টি হয়ে আ্যম্বিয়েন্স টা আরো দারুণ হয়ে উঠেছিল। তারপর চারটে নাগাদ ভিতরে গিয়ে ফুড অর্ডার করলাম।আর খাবারের কোয়ালিটি নাইন আউট অফ টেন দেব। সত্যিই খুব সুস্বাদু ছিল।
তারপর পাঁচটা নাগাদ বেরিয়ে পরলাম। হাঁটতে হাঁটতে আলিয়া ইউনিভার্সিটি এর সামনে থেকে বাস ধরে কৈখালি এসে তারপর অটো ধরে বাসায় পৌছালাম।দিনটা আমাদের জন্য সত্যিই ভীষণ স্মরনীয় হয়ে থাকবে।
নীচে আমাদের টোটাল কস্ট টা দেওয়া রইল, আজ্ আ্য স্টুডেন্ট বাজেটের মধ্যে কিভাবে নিজের ছোট ছোট শখ পূরণ করবেন তার একটা সামান্য ধারণা এর জন্য।
Our total cost:-
*Total transport fare: 140
* Food price:: 500 something
(Hakkaa noodles,Cold coffee,Cappuccino,Fish Kabirazi)
That's for today.. Bye bye.. Keep in touch for our new explore 😃❤