12/05/2021
আনুমানিক ৭৬০ খ্রিস্টাব্দের কথা। মান্যখেতের সিংহাসনে তখন রাজা দন্তিদুর্গ। রাজ্যের এক কিনারায় এলাপুর তখন এক ঘন জঙ্গলের পার্বত্য ভূমি। শিকারের খোঁজে রাজা গিয়েছেন পরিষদ সহ। অমাবস্যার অমানিশা ছেয়ে রয়েছে প্রান্তরে। রাত্রি তৃতীয় প্রহরে রাজা নিজ তাঁবুতে গভীর নিদ্রামগ্ন। পাশেই শয়নরতা প্রিয় রাণী। গর্ভিণী স্ত্রীকে এমন অবস্থায় সঙ্গিনী করবার স্পৃহা মোটেই ছিল না রাজার। কিন্তু এক দুর্বল মুহূর্তে প্রেয়সীকে দেওয়া কথা ফেরাতেও মন চায়নি তাঁর। শোনা যাচ্ছে হিংস্র পশুর ডাক। আকাশে একপ্রান্তে জ্বলজ্বল করছে ধ্রুবতারা। বাতাসে একটা অমঙ্গলের গন্ধ। রাণী একটা দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে জেগে উঠলেন। কিছু ক্ষণ সব চুপচাপ। হঠাৎ জঙ্গলের ওই নৈঃশব্দ্য আর ঝিঁ ঝিঁ পোকার ডাক চিরে এক অপার্থিব জান্তব আর্তনাদ ছুটে এল রাজ শিবিরের দিকে। আর তার সাথে এক অশরীরী কান্নার আওয়াজ। অস্ফুট আওয়াজ করে স্তব্ধ হয়ে গেলেন রাণী।
ধীরে ধীরে রাতের অন্ধকার কেটে ফুটে উঠতে শুরু করেছে সূর্যের রক্তিমাভা। রাজা ঘুম ভেঙে উঠে দেখলেন রাণী স্থানুর মত বসে রয়েছেন পাশের কেদারায়। চোখেমুখে রাত্রি জাগরণের ছাপ স্পষ্ট। পলক নির্নিমেষ। রাজা বিস্মিত হলেন। উঠে গিয়ে দাঁড়ালেন স্ত্রীর পাশে। কোনো প্রশ্ন না করে হাত রাখলেন মাথায়। রাণী চমকে তাকালেন । তারপর অবরূদ্ধ স্বরে বললেন রাতের ঘটনা। রাজার দুই ভ্রুর মাঝে মেঘ জমল। এই জঙ্গল সম্পর্কে এর আগেও বহু রটনা এসেছে তাঁর কানে। ফু্ৎকারে উড়িয়ে দিয়েছেন সেসব তিনি। কিন্তু আর তো অবহেলা করা উচিত নয়।
পরবর্তী পরিকল্পনা মুলতবি রেখে রাজা রাণীকে নিয়ে ফিরে এলেন রাজধানীতে। তলব পড়ল রাজগণকের। গণনাকালে চিন্তার কুঞ্চন পড়তে লাগলো তাঁর মুখে। ক্ষণকাল পর গণক বললেন, "ওই অশুভ স্থানে আপনার যাত্রা করা উচিত হয়নি মহারাজ। শীঘ্র এর প্রতিকার প্রয়োজন। আপনি এক মন্দির তৈরী করবার আদেশ দিন। আরাধনা করুন দেবাদিদেব এর। নীলকন্ঠ ই কেবল পারেন আপনাকে বিপন্মুক্ত করতে।" রাজার মাথায় বজ্রপাত হল। ওই পার্বত্য ভূমিতে মহাদেবের অধিষ্ঠানের উপযুক্ত মন্দির!
এরপর ইতিহাস। পাহাড়ের উপর থেকে শুরু হয়ে ধাপে ধাপে নেমে এল মন্দিরের গঠন। কৈলাস পর্বতের আদলে তৈরী এই মন্দির তৎকালীন এলাপুর অর্থাৎ বর্তমান ইলোরার এক বিস্ময়। অসাধারণ স্থাপত্য, নৈপুণ্য, মন্দির গাত্রের অলঙ্করণ প্রশংসাতীত। ইলোরার কৈলাস মন্দির দাক্ষিণাত্যের মধ্যযুগীয় সভ্যতার এক অপরূপ নিদর্শন।
বিশেষ দ্রষ্টব্য: শুরুর গল্পাংশ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনোরকম সাদৃশ্য একেবারেই কাকতালীয় ও অনিচ্ছাকৃত।
https://trottingindia.wordpress.com/2021/05/12/%e0%a6%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%b2%95%e0%b3%88%e0%b2%b2%e0%b2%be%e0%b2%b6%e0%b3%8d-%e0%b2%a6%e0%b3%87%e0%b2%b5%e0%b2%b8%e0%b3%8d%e0%b2%a5%e0%b2%be%e0%b2%a8-kailash-temple/
It is a story from around 760 A.D. King Dantidurga of Rashtrakutas was then ruling Manyakhet. Elapur was a suburban forest sanctuary at a corner of the reign. Kailash Temple statue The king was out…