IcchebariSiliguri

  • Home
  • IcchebariSiliguri

IcchebariSiliguri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IcchebariSiliguri, Travel Company, .

আমরা সবাই রাজা
26/01/2024

আমরা সবাই রাজা

এই নেতা জী হুজুরবলেন নানেতাজীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা
23/01/2024

এই নেতা জী হুজুর

বলেন না

নেতাজীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা

সূর্যের উত্তরায়ণের সঙ্গে সমৃদ্ধি আসুক ঘরে। শুভ মকর সংক্রান্তি ।
15/01/2024

সূর্যের উত্তরায়ণের সঙ্গে সমৃদ্ধি আসুক ঘরে। শুভ মকর সংক্রান্তি ।

শুধু ভারতের ইতিহাসে নয়, পৃথিবীর সর্বকালের ইতিহাসে এক অত্যাশ্চর্য মানুষের নাম, স্বামী বিবেকানন্দ। তাঁর অধ্যাত্মচেতনা আবর্...
12/01/2024

শুধু ভারতের ইতিহাসে নয়, পৃথিবীর সর্বকালের ইতিহাসে এক অত্যাশ্চর্য মানুষের নাম, স্বামী বিবেকানন্দ। তাঁর অধ্যাত্মচেতনা আবর্তিত হয়েছে মানবপ্রেমকে কেন্দ্র করে। তাঁর কর্ম ও মনন বর্তমান ভারত তথা বিশ্বের চর্চার বিষয় শুধু নয়, জীবনচর্যারও বিষয়। শিকাগো ধর্মমহাসভায় তাঁর অবিস্মরণীয় ভাষণ ভারতবর্ষের ইতিহাসে এক উজ্জ্বলতম ঘটনা। সুদূরপ্রসারী ও কালাতিক্রমী তার প্রভাব। জীবনের সর্বক্ষেত্রে আলোড়ন তুলেছিল তাঁর চিন্তাধারা। দেশকে ভালবেসে, মানুষকে ভালবেসে যে কর্মপ্রেরণা তিনি সঞ্চারিত করেছিলেন ভারতবাসীর মধ্যে, তা আজও আমাদের পাথেয়।

বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবসে আমাদের সশ্রদ্ধ প্রণাম।


‘ভূমণ্ডলের দীপ্যতম সুরগন্ধর্ব’— ঋতুপর্ণ ঘোষ মন্তব্য করেছিলেন উস্তাদ রাশিদ খান সম্পর্কে। প্রথম বার তাঁর গান শুনে ভীমসেন জ...
09/01/2024

‘ভূমণ্ডলের দীপ্যতম সুরগন্ধর্ব’— ঋতুপর্ণ ঘোষ মন্তব্য করেছিলেন উস্তাদ রাশিদ খান সম্পর্কে। প্রথম বার তাঁর গান শুনে ভীমসেন জোশী বলেছিলেন, ‘‘ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তার ভবিষ্যৎ পেয়ে গিয়েছে।’’ সেই ‘ভবিষ্যৎ’ই অকালে অতীত হয়ে গেলেন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করতে করতে।
গানবাজনার একটা দিক যদি হয় ‘রিয়াজ’ অর্থাৎ অনুশীলন, তবে অন্য দিক হল আবেগ। এক সাক্ষাৎকারে রাশিদ এই বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলেন, ‘‘জীবনের যে ছোট ছোট দুঃখ, অপ্রাপ্তি— সেই সব রং আমি গানের মধ্যে আনার চেষ্টা করি।’’ সেই চেষ্টা করেছেন বলেই হয়তো তিনি গলা মেললেই শ্রোতারা বলে উঠতেন ‘‘আহা!’’ তিনি গলা মেললে তৈরি হত কিছু অলৌকিক মুহূর্ত।
মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন, বলিউড এবং টলিউডের ছবিতে বহু গান করেছেন রাশিদ। তার মধ্যে ‘যব উই মেট’-এর ‘আওগে যব তুম ও সাজনা’ অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিল।

গজলের অ্যালবাম করেছেন। রবীন্দ্রনাথের গান গেয়েছেন। তাঁর কণ্ঠে উস্তাদ বড়ে গুলাম আলির ঠুংরি ‘ইয়াদ পিয়া কি আয়ে’ শুনতে চেয়ে অনুরোধ আসত শ্রোতাদের।
শিল্পীর প্রয়াণ হয়। কিন্তু শিল্পের তো হয় না। ফলে দেশবিদেশের অজস্র ভক্তের কাছে অনুরণিত হবে, হতেই থাকবে ‘ভূমণ্ডলের দীপ্যতম সুরগন্ধর্ব’-র ‘ঐশ্বরিক’ কণ্ঠ।

নব আনন্দে জাগো আজি নবরবিকিরণেইংরেজী নববর্ষেরশুভেচ্ছা
01/01/2024

নব আনন্দে
জাগো আজি নবরবিকিরণে

ইংরেজী
নববর্ষের
শুভেচ্ছা

ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে, অনুপ ঘোষালের কণ্ঠে " কোথা যে উধাও হল"গানটি। অল্পশ্রুত গানটি তৎকালীন সময়ে , পরবর্তীতে মোহরদি র...
29/12/2023

ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে, অনুপ ঘোষালের কণ্ঠে " কোথা যে উধাও হল"গানটি। অল্পশ্রুত গানটি তৎকালীন সময়ে , পরবর্তীতে মোহরদি রেকর্ড করেছিলেন।
কিন্তু এই গান দিয়েই তাঁর বেসিক ডিস্কে যাত্রা শুরু ।
ছদ্মবেশী ছবির ড্রাইভার এর মুখে ' আরে ছো ছো " , এক যে আছে কন্যা, অনুপ কুমারের লিপে "হ্যাদে গো পদ্মরানী," অনেক গান ছড়ানো। তরুণ মজুমদার এর নিমন্ত্রণ ছবিতে একটি গান ছিল, মেলার দৃশ্যে , গাজনের।

নজরুল গীতি নিয়ে তাঁর আলাদা কৃতিত্ব ছিল। ইসলামী গান, গজল - পরশ পাথর খুঁজে বের করেছেন, আর একের পর এক বেসিক ডিস্ক বেরিয়েছে এইচ. এম. ভি থেকে।

গুপী-বাঘার গানের জন্য তিনি অবিস্মরণীয় তো থাকবেন ই , কিন্তু এই গানের দলিল গুলো লিখে রাখা দরকার এখনই, যাতে সময়, কাল এর অবহেলা না করে।

প্রণাম

কমলালেবুরোদশীতের টেস্টআবার কমলালেবুকেকএসবের আড়ালে একজন নিভৃতে জাগেনতিনি যীশু খ্রীস্টরবীন্দ্রনাথের কটা লাইন মনে পড়ছে: "আ...
25/12/2023

কমলালেবু
রোদ
শীতের টেস্ট
আবার কমলালেবু
কেক
এসবের আড়ালে একজন নিভৃতে জাগেন
তিনি যীশু খ্রীস্ট
রবীন্দ্রনাথের কটা লাইন মনে পড়ছে:
"আমাদের জীবনে তাঁর জন্মদিন দৈবাৎ আসে, কিন্তু ক্রুশে বিদ্ধ তাঁর মৃত্যু, সে তো আসে দিনের পর দিন।... আজ আমাদের উদ্ধত মাথা ধুলায় নত হোক, চোখ দিয়ে অশ্রু বয়ে যাক। বড়দিন নিজেকে পরীক্ষা করবার দিন, নিজেকে নম্র করবার দিন।"

তাঁর ক্ষমা, ধৈর্য যদি আমাদের একটুও ছুঁয়ে যায়
জীবনের সার্থক রূপ সেখানেই

বড়দিনের শুভেচ্ছা

03/12/2023
আমাদের শক্তি
25/11/2023

আমাদের শক্তি

শুভ ভাই-ফোঁটা
15/11/2023

শুভ ভাই-ফোঁটা

কালীপুজো এবং দীপাবলীর শুভ কামনা সবাইকে
12/11/2023

কালীপুজো এবং দীপাবলীর শুভ কামনা সবাইকে

জমিয়ে খাওয়া দীপাবলীরসাথে থাকুক ইচ্ছেবাড়ি
07/11/2023

জমিয়ে খাওয়া দীপাবলীর
সাথে থাকুক ইচ্ছেবাড়ি

28/10/2023

|| শুভ বিজয়া দশমী ।|  🙏💛🙏💛
24/10/2023

|| শুভ বিজয়া দশমী ।| 🙏💛🙏💛

আজ ধুনুচি নাচের ইচ্ছে পূরণ
23/10/2023

আজ ধুনুচি নাচের ইচ্ছে পূরণ

মহাঅষ্টমীর শুভ কামনা।সব আলো হোক
22/10/2023

মহাঅষ্টমীর শুভ কামনা।
সব আলো হোক

22/10/2023
স্নান সারাসবাইকে মহাসপ্তমীর শুভ কামনা
21/10/2023

স্নান সারা

সবাইকে মহাসপ্তমীর শুভ কামনা

পেট পুজো
20/10/2023

পেট পুজো

উৎসবের দিনগুলো ভালো কাটুকইচ্ছেআকাশ এখন থেকে ইচ্ছেবাড়িআপনারা যেমন আমাদের পাশে এতদিন থেকেছেন তেমনি পাশে থাকুন
20/10/2023

উৎসবের দিনগুলো ভালো কাটুক
ইচ্ছেআকাশ এখন থেকে ইচ্ছেবাড়ি
আপনারা যেমন আমাদের পাশে এতদিন থেকেছেন তেমনি পাশে থাকুন

ইছেবাড়ির পক্ষে একটু খারাপ খবর।আমাদের পেজটিও হ্যাক হয়েছে।আমরা দ্রুত তা উদ্ধার করার চেষ্টা করছি। জানি না তা সম্ভব হবে কিনা...
19/10/2023

ইছেবাড়ির পক্ষে একটু খারাপ খবর।
আমাদের পেজটিও হ্যাক হয়েছে।
আমরা দ্রুত তা উদ্ধার করার চেষ্টা করছি।
জানি না তা সম্ভব হবে কিনা
কিন্তু আমরা নিশ্চই ফিরব নতুন মোড়কে। ততদিন অবধি ইছেবাড়ির সমস্ত পোস্ট আমার ওয়াল থেকেই।
আশা করি পাশে পাবl

This is how Tourism can be promoted...
28/09/2020

This is how Tourism can be promoted...

18/09/2020

ইচ্ছেবাড়ি সব সময়ই বৃত্তের বাইরে গিয়ে কিছু করার কথা ভাবে, ভাবে আমাদের আশে পাশে কি বিষয় নিয়ে সবাইকে একটু সচেতন করা যায়, কি ভাবে কোনও বিষয় আমাদের জীবিকারও উপায় হতে পারে!

আগামীকালের বিষয় এটা নিয়েই। উত্তরবঙ্গে অনেক স্মৃতি আছে। সত্যজিৎ থেকে ঋতুপর্ণ- সবাই এসেছেন পাহাড়-মেঘের দিন আর সবুজকে বার বার ফ্রেম বন্দী করেছেন তাদের ফ্রেমে।

এই নিয়েই আমাদের কালকের আলোচনা। থাকবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শেখর দাশ, জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রদীপ্ত ভট্টাচার্য, অভ্রদীপ ঘটক
গ্রন্থনা-অভিষেক রায় ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when IcchebariSiliguri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share