কক্সবাজার,,,,,
এই গরুটা হলো একটা অসহায় মহিলার,
গত কয়েক দিন আগে এই লোকটি নিজ দায়িত্বে গরুটি নিয়ে যায়, এখনো গরু ও লোকটিকে খুজে পাওয়া যায়নি, যদি কোন হৃদয় মান লোক, এই সাদা সার্ট ও লুঙ্গি পড়া লোকটিকে চিনেন, তাহলে একটা মেসেজ করার জন্য অনুরুধ করা হলো।
কক্সবাজার সমুদ্র সৈকত
নিশি রাতে চাঁদের আলো____
_____ বন্ধু তুই থাকিস
ভাল সন্ধা শেষে রাত আসে _____
_____তোর সৃতি চোখে ভাসে
বন্ধু তুই সুখে থাকিস _____
____ কষ্ট হলেও আমায় তুই মনে রাখিস
কক্সবাজার সমুদ্র সৈকত,,,
তাকে দেখে ঘুচে যেত দুর্ভাবনা মোর, জীবন আমার মনে হতো সুখী দীপ্ত ভোর । তার মিলনে পেতাম প্রীতি তার কুটিরে আশা, তার জীবনে পেতাম জীবন মিটত প্রাণের তৃষা ।
Information
কক্সবাজার
সমুদ্র সৈকতে বেড়াতে আসা সকল কে সাগতম,
পর্যটকদের বীচ ব্যবহারের কিছু নিয়মাবলী,
(১) রাতের বেলা সমুদ্রে নামা থেকে বিরত থাকুন,
(২) রাতে নির্জন এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন,
(৩) রাতে অন্ধকার এলাকায়, অথবা নির্জন বাগানে যাওয়া থেকে বিরত থাকুন
(৪) রাতে, লাবনী, সুগন্ধা কলাতলী পয়েন্টের ( যেখানে নিরাপত্তা কর্মীরা এবং লাইটের আলো থাকে সেখানে বীচে যাওয়া জাবে,
(৫) বীচে কোনো অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাবেন না, এবং অপরিচিত লোকের কাছে আপনার মালামাল জমা রাখবেনা
(৬) অপরিচিত লোকের সাথে কোথাও যাবেন না,
(৭) বীচে কোনো সমস্যা হলে সাথে সাথে যোগাযোগ করুন জেলা প্রশাসকের তথ্য ও অভিযোগ কেন্দ্রে,
যে কোন তথ্য এর জন্য যোগাযোগ করুন,
পর্যটক তথ্য কেন্দ্র
অভিযোগের জন্য যোগাযোগ করুন.
(মোবাইল কোট)
0 1733373127
নির্বাহী ম্যাজিস্ট্রেট
পর্যটন ও প্রটো
Information
সম্মানিত পর্যটকদের বিনিত অনুরোধ
১/ রাতের বেলা সমুদ্রে নামবেন না.
২/ ছোট ছোট বাচ্চাদেরকে হাতে হাতে রাখুন, হাত থেকে ছারবেন না, যদিও হারিয়ে যায় তাহলে জেলা প্রশাসকের তথ্য ও অভিযোগ কেন্দ্রতে জানাবেন.
৩/ অপরিচিত কোনো লোকের কাছ থেকে কিছু খাবেন না,
৪/ অপরিচিত লোকের কাছে ( ক্যামেরা ম্যান, কিটকট ব্যাবসায়ি, টিউব ব্যাবসায়ি, ঘোড়া ও গাড়ি চালক) আপনার মালামাল জমা রাখবেনা, আপনাদের জন্য লকারের ব্যাবস্থা আছে, সেখানে আপনাদের মালামাল রাখতে পারেন.
৫/ আপনাদের যে কোন তথ্য ও অভিযোগ জানাতে যোগাযোগ করুন জেলা প্রশাসকের তথ্য ও অভিযোগ কেন্দ্রে।