Travel & travel

  • Home
  • Travel & travel

Travel & travel Best Tour place,
Travel Information,
Beautiful place Photos & Story
(1)

09/06/2020
Bakkhali
09/06/2020

Bakkhali

06/06/2020

কম খরচে কোন কোন দেশ ঘুরে আসতে পারেন তার কিছু বিবরণ এই video তে

পাহাড় প্রেমী পর্যটকদের কাছে দার্জিলিং খুবই প্রিয় স্থান।
27/05/2020

পাহাড় প্রেমী পর্যটকদের কাছে দার্জিলিং খুবই প্রিয় স্থান।

Beautiful 3 Piece Set Of Gautam Buddha PaintingsMaterial: Wood & PlasticSize:(L x W)- Frame 1-31 cm x 13 cm, Frame 2- 31...
25/05/2020

Beautiful 3 Piece Set Of Gautam Buddha Paintings
Material: Wood & Plastic
Size:(L x W)- Frame 1-31 cm x 13 cm, Frame 2- 31 cm x 24 cm, Frame 3- 31 cm x 13 cm
Description: It Has 3 Piece Set Of Gautam Buddha Paintings
Work: Printed
Just : 499 ( Cash on delivery available)
Order : massage on whatsapp 8647933374

Khecheopalri Lake, Pelling
18/05/2020

Khecheopalri Lake, Pelling

Khecheopalri Lake, PellingKhecheopalri Lake সিকিমএর ওয়েস্ট সিকিম জেলার পেলিং শহর থেকে ৩৪ কিলোমিটার দূরত্বে ও গ্যাংটক থেক...
17/05/2020

Khecheopalri Lake, Pelling
Khecheopalri Lake সিকিমএর ওয়েস্ট সিকিম জেলার পেলিং শহর থেকে ৩৪ কিলোমিটার দূরত্বে ও গ্যাংটক থেকে ১৪৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত। পেলিং শহরের অন্যতম পর্যটন স্থান গুলির মধ্যে এটি অন্যতম।

Khecheopalri Lake ৫৬০০ ফুট উচ্চতায় অবস্থিত, লেকটি ঘন গাছপালা দ্বারা ঘেরা হলেও লেকটিৱ জলে কোনো পাতা পড়ে থাকতে দেখা যায়না। অনেক পৌরাণিক গল্প আছে এই লেকের।

কাঠের জেটি আপনাকে Khecheopalri Lake এৱ তীরে নিয়ে যায়। অসংখ্য তিব্বতীয় প্রার্থনা পতাকা বাতাসে ঝাপটায় এবং আপনাৱ মনে হবে যেন আপনি কোনও যাদুবিদ্যায় প্রবেশ করেছেন। বৌদ্ধ এবং হিন্দু উভয়েরই জন্য Khecheopalri Lake একটি তীর্থস্থান এবং বিশ্বাস কৱা হয় ইচ্ছা পূৱণ লেক হিসাবেও। এই লেকটির স্থানীয় নাম sho dzo sho, জাৱ মানে ''হে ভগবান, এখানে বসো''।
হ্রদ অঞ্চলের মৌসুমী জলবায়ু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যা ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড এবং ৪ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওঠানামা করে,

আপনি যদি হ্রদে কোনও ধর্মীয় মেলা দেখতে চান তবে ফেব্রুয়ারি / মার্চ মাসে আপনার ভ্রমণের পরিকল্পনা করা উচিত।
ফেব্রুয়ারী থেকে মার্চ হল খেচোপাল্রি হ্রদে দেখার জন্য উপযুক্ত সময়।

আমরা প্রকৃতিপ্রেমী আমরা ভালবাসি প্রকৃতিকে, তাই পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের।

Rabdentse Ruins, sikkim
15/05/2020

Rabdentse Ruins, sikkim

সুন্দরবন
15/05/2020

সুন্দরবন

Kanchanjanga Waterfall কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত সিকিমের সুন্দর পাহাড়ি শহর পেলিংএ অবস্থিত একটি অত্যাশ্চর্য জলপ্রপাত। এটি সিক...
14/05/2020

Kanchanjanga Waterfall
কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত সিকিমের সুন্দর পাহাড়ি শহর পেলিংএ অবস্থিত একটি অত্যাশ্চর্য জলপ্রপাত। এটি সিকিমের অন্যতম প্রধান জলপ্রপাত এবং প্রধান পেলিং পর্যটন স্থানগুলির মধ্যে একটি। পেলিং ভ্রমণে গেলে অবশ্যই এখানে আসা দরকার।

পেলিং থেকে কয়েক ঘন্টা দূরে অবস্থিত এবং যাত্রাপথ খুবই মনোরম। জলপ্রপাতের দিকে যত এগোবেন পাথুরে পথ ঝর্ণার জলের পতনের শব্দ মনমুগ্ধকর এবং বর্ষার সময় এই অঞ্চলটি স্বর্গ।

১০০ ফুট উচ্চতা থেকে পড়া জলপ্রপাতটির ৯০ দশকের আগে মানুষের জানা ছিলনা, টপজোৱ ভুটিয়া নামক স্থানীয় একটি ট্যুর অপারেটর আবিষ্কার করে জলপ্রপাতটি। আজ এই আশ্চর্য জলপ্রপাত পশ্চিম সিকিমের অন্যতম পর্যটন স্পট হয়ে উঠেছে।
আমরা প্রকৃতিপ্রেমী আমরা ভালবাসি প্রকৃতিকে, তাই পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের।

ঝর্ণার সৌন্দর্য উপভোগের মোক্ষম স্থান মেঘালয় কিন্তু আপনাদের আজ একটি ঝর্ণার বিবরণ দেবো তা সিকিমএ অবস্থিত।এই ঝর্ণার নাম Ri...
11/05/2020

ঝর্ণার সৌন্দর্য উপভোগের মোক্ষম স্থান মেঘালয় কিন্তু আপনাদের আজ একটি ঝর্ণার বিবরণ দেবো তা সিকিমএ অবস্থিত।
এই ঝর্ণার নাম Rimbi waterfall পেলিং এর সৌন্দর্যের তুলনা হয়না তার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে এই ঝর্না।

পেলিংএ এটি একটি মাত্র ঝর্ণা নয় আরো কটি ঝর্ণার উপস্থিতি এখানে আছে সেগুলির মধ্যে এটি একটি।
Khecheopalri Lake ও yuksom যাবার পথে Rimbi waterfall টি Rimbi নদীর উপর গঠিত। এখানকার স্থানীয়রা মাছধরা ও স্নান করার মত ক্রিয়া-কলাপ করে থাকেন, যদিও বা পর্যটকেরা মাছ ধরে না কিন্তু এই জলপ্রপাতে একটি সুন্দর স্মৃতি মনের মধ্যে রেখে দেওয়ার জন্য অনেক পর্যটক এখানে স্নান করে থাকেন। তাই সম্ভব হলে ১সেট জামাকাপড় নিয়ে গিয়ে এখানে স্নান করে পরিবার বা বন্ধুদের সাথে ভ্রমণকালটি সুন্দর করে তুলতে পাৱেন।

বর্ষার সময় Rimbi waterfall জলের স্রোত দ্বিগুণ হয়ে যায় তাই এই সময়টা এই অঞ্চলে আসা বারণ, তাই বর্ষার সময় no plan। যদিওবা বর্ষার সময় খুব বেশি পর্যটক সিকিমে আসেন না।
Rimbi waterfall নিকটে অবস্থিত সিকিমের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র গুলির মধ্যে একটি, ৭০এৱ দশকে গঠিত এই জলবিদ্যুৎ পশ্চিম সিকিমের Geyzing এবং Pelling এৱ বৈদ্যুতিক শক্তির উৎস।

পেলিং সাইডসিন করবার প্রধান আকর্ষণ গুলির মধ্যে এই ঝর্না, তাই খুব সহজেই ঘুরে আসা যায় এই ঝর্না।
প্রকৃতির মাঝে আপনার প্রিয়জনের সাথে কিছু স্মরণীয় মুহূর্ত কাটাতে এটি সেরা জায়গা তাই Pelling এলে মিস করবেন না রিম্বি ওয়াটারফল।
Darap Village থেকে ৫ কিলোমিটার ও Pelling থেকে ১৮ কিলোমিটার দূরত্বে এই ঝর্ণা।

আমরা প্রকৃতিপ্রেমী আমরা ভালবাসি প্রকৃতিকে, তাই পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের।

চারিদিকে পাহাড়ে🏞️ ঘেরা, পাহাড়ের পাদতলে নদীর🌊 স্রোত স্থির পাথরের মধ্য দিয়ে নিজের রাস্তা বানাচ্ছে স-স শব্দ করে এবং পাখি...
10/05/2020

চারিদিকে পাহাড়ে🏞️ ঘেরা, পাহাড়ের পাদতলে নদীর🌊 স্রোত স্থির পাথরের মধ্য দিয়ে নিজের রাস্তা বানাচ্ছে স-স শব্দ করে এবং পাখির🕊️ গুঞ্জন ঠিক এইরকম মনোরম প্রকৃতির দৃশ্য যে সকল পর্যটকেরা পছন্দ করেন তাদের ১বার অন্তত ভ্রমণ করা দরকার এই Sewaro rock gardenএ।

বন্ধুবান্ধব👬 বা পরিবারকে👨‍👩‍👧‍👦 সাথে নিয়ে এই প্রাকৃতিক হেরিটেজে এসে আড্ডা, এই গার্ডেনের চারিপাশ পর্যবেক্ষণ করতে করতে কিছু ফটোগ্রাফির📸 শখ মেটানো, পরিবার বা বন্ধু-বান্ধবদের সাথে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি🤳 করে রাখা, নদীর শীতল জল স্পর্শ করা আরও নানান ভাবে এখানে সময় কাটানো যায়।
পেলিং থেকে সাইডসিন করবার জন্য গাড়ির🚖 ড্রাইভারকে বললেই এই গার্ডেনে🎍 নিয়ে আসবে, বেশ কিছু সময় এখানে লাগবে তাই হাতে একটু সময়⏳ নিয়ে রাখবেন।
ক্যাফেটেরিয়া☕, নানান প্রকার ফুলের💐 গাছ ও বিভিন্ন ভিউ পয়েন্ট এই সবকিছুর বিকাশ ও রক্ষণাবেক্ষণ করে সিকিম পর্যটন দফতর।
পেলিং শহর থেকে Sewaro rock garden এর দূরত্ব ১২ কিলোমিটার। সঠিক সময়ে এখানে ভ্রমণের জন্য মার্চ - মে মাস।

আমরা প্রকৃতিপ্রেমী আমরা ভালবাসি প্রকৃতিকে, তাই পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের।

Sangachoeling Monastery, Pelling40 মিনিট ছোট্ট ট্রেক ঘন জঙ্গল ও পর্বত অঞ্চলের মধ্য দিয়ে, মঠেৱ প্রাঙ্গণে পৌঁছালে চারদিকে...
09/05/2020

Sangachoeling Monastery, Pelling

40 মিনিট ছোট্ট ট্রেক ঘন জঙ্গল ও পর্বত অঞ্চলের মধ্য দিয়ে, মঠেৱ প্রাঙ্গণে পৌঁছালে চারদিকে প্রার্থনা পতাকা, খুব শান্ত পরিবেশ, চারিপাশে উকি মাৱছে তুষারাবৃত পর্বতশৃঙ্গ।
পাহাড়ের চূড়ায় এই মঠটি অবস্থানের কারণে মঠটিৱ ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশের দৃশ্য তুলনা করা যায় না, তাই পেলিং এৱ পর্যটকদের আনাগোনা হয়ে থাকে।
মঠটি ১৬৯৭ সালে নির্মিত হয়েছিল, এই মঠটি বৌদ্ধতীর্থযাত্রীদের মূল মোট গুলির মধ্যে অন্যতম।
চমৎকার মঠের অভ্যন্তরে দেওয়ালে হাতে আঁকা চিত্র, মূর্তি, কাদা মাটির তৈরি মূর্তি এবং ধর্মগ্রন্থ সুসজ্জিত ভাবে রাখা আছে।
মার্চ থেকে জুন মাস অব্দি ভ্রমণের জন্য নির্ভুল সময় এই মঠ।

আমরা প্রকৃতিপ্রেমী আমরা ভালবাসি প্রকৃতিকে, তাই পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের।

Darap Village, Pellingচারিদিক পাহাড়ে ঘেরা⛰️, শান্ত নিরিবিলি গ্রাম হল কিছুদিনের ছুটি নিয়ে হাওয়া বদল করবার একমাত্র স্থা...
07/05/2020

Darap Village, Pelling
চারিদিক পাহাড়ে ঘেরা⛰️, শান্ত নিরিবিলি গ্রাম হল কিছুদিনের ছুটি নিয়ে হাওয়া বদল করবার একমাত্র স্থান।
গ্রামটির নাম Darap, পেলিং থেকে মাত্র ৮ কিলোমিটার দূরত্বে🛣️।
Darap মানে সমতল ভূমি, কিন্তু সিকিমের বাকি গ্রামগুলির মতো একটু ঢালু।
থাকার জন্য অনেক হোমস্টে আছে🏡।
পেলিং এর খুবই কাছে অবস্থানের কারণে পর্যটকদের আনাগোনা খুব একটা কম বলা চলেনা।
এখানে একটি ২০০ বছরের পুরনো লিম্বু বাড়ি🏚️ আছে ঘুরে দেখার মত, হাইকিং করতে পারেন এখানে, নানা প্রজাতির পাখির দেখা মেলে, তাই যে সকল পর্যটক পাখি পর্যবেক্ষণ🐦 করতে ভালোবাসেন ১বাৱ না ১০বাৱ আসতে মন চাইবে।
যদি ভালো ক্যামেরা📸 থাকে সবুজে ঘেরা প্রকৃতি উপভোগ করতে করতে ফটোগ্রাফির শখ অনায়াসে পূরণ করা যায়।
এই গ্রামে ভুটিয়া, তামাং, ছেএেস ও গুৱুংস গোষ্ঠীর মানুষের বসবাস করেন। তাদের কালচার একটু আলাদা এক নতুনত্বের মাঝে থেকে আরাম🧘‍♂️🧘‍♀️ করে সময় কাটানো ভ্রমণে বাঙালির মন জয় করে নেবে সহজেই। পেলিং শহরের বেশি দূর না হওয়ায় যাতায়াত ব্যবস্থা বেশ খারাপ নয়, তাই পেলিং কেন গোটা সিকিমের বিখ্যাত ভ্রমণ স্থান গুলির মধ্যে জায়গা করে নিয়েছে এই ছোট্ট গ্রামটি।

আমরা প্রকৃতিপ্রেমী আমরা ভালবাসি প্রকৃতিকে🤗, তাই পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের।

Singshore Bridge, Pelling:দুটি পাহাড়ের মাঝে ১০০ মিটার উচ্চতা এবং ২৪০ মিটার লম্বা সেতুটি🌉 এশিয়ার দ্বিতীয়  উচ্চতম সেতু ...
06/05/2020

Singshore Bridge, Pelling:

দুটি পাহাড়ের মাঝে ১০০ মিটার উচ্চতা এবং ২৪০ মিটার লম্বা সেতুটি🌉 এশিয়ার দ্বিতীয় উচ্চতম সেতু ও সিকিমের সর্বোচ্চ সেতু।

অসংখ্য পাথরের মধ্য দিয়ে প্রবাহিত নদীর🏞️ শব্দ, প্রবল হওয়া🌀 এই সেতুটি কে মোক্ষম স্থান করেছে অ্যাডভেঞ্চার প্রেমীদের।
অনেকটা উচ্চতার থাকায় প্রবল বাতাস, চারিদিকে সবুজ পাহাড়ে⛰️ ঘেরা এবং নিচে প্রবাহিত নদীর জলের শব্দ এসব মিলিয়ে সেতুটি পর্যটকদের খুব সহজেই মন😊 জয় করে নেয়।
বহু পর্যটকদের আনাগোনাৱ ফলে সিকিমের ভ্রমণ স্থান গুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে এই সেতু, তাই আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রকল্পকে কাজে লাগিয়ে এই সেতুটি নির্মাণ কৱা বিজয়ী প্রকল্প গুলির মধ্যে একটি বলা চলে।
আমরা প্রকৃতিপ্রেমী আমরা ভালবাসি প্রকৃতিকে, তাই পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের।❤️

লেকটির নাম কি????
05/05/2020

লেকটির নাম কি????

Hanuman temple, kalimpong :একদিকে তিস্তা নদী বয়ে চলেছে আর অপরদিকে  পাহাড়সমূহ ঠিক তারই মাঝে এই    মন্দির স্থাপন করা হয়...
04/05/2020

Hanuman temple, kalimpong :
একদিকে তিস্তা নদী বয়ে চলেছে আর অপরদিকে পাহাড়সমূহ ঠিক তারই মাঝে এই মন্দির স্থাপন করা হয়েছে।

এখান থেকে যেদিকে তাকাবেন সেদিকেই হিমালয় পর্বতমালার অপরূপ দৃশ্য পাবেন।
মন্দিরের শান্ত পরিবেশ ভক্তদের আনাগোনা, পাহাড়ের লোভণীয় দৃশ্য এসব মিলিয়ে বেশ কিছুটা সময় কাটানোর জন্য এই মন্দিরটি অন্যতম স্থান হয়ে উঠেছে কালিংপং এৱ।

দূরত্ব কালিম্পং থেকে মাত্র ৮ কিলোমিটার, Deolo hill এৱ কাছাকাছি স্থানে অবস্থিত এই মন্দির, কালিম্পং এর অন্যতম সুন্দর তীর্থস্থান এবং কালিম্পং এর সেরা দর্শনীয় স্থান গুলির মধ্যে একটি।

মন্দিরে যাওয়ার জন্য বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় এবং এই জায়গাটি থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের মনমুগদ্ধকর দর্শন পাওয়া যায়।

হনুমান মন্দির টি হনুমান দেব কে উৎসর্গ করে ২০০৪ সালে কর্ম ওয়াংচুক উদ্বোধন করেছিলে।মন্দিরটিতে প্রায় ৩০ ফুট উচ্চতা সম্পন্ন হনুমান দেবৱ একটি বিশাল আকার মূর্তি রয়েছে, প্রবেশ দ্বারের কাছে একটি ছোট্ট দুর্গা মন্দির রয়েছে।

আকাশ পরিষ্কার থাকলে প্রতিবেশী রাজ্য সিকিম, লাভা এবং কাফের পাহাড়ের আশেপাশে প্রাকৃতিক দৃশ্য গুলি এখান থেকে স্পষ্ট দেখা যায়।

আমরা প্রকৃতিপ্রেমী আমরা ভালবাসি প্রকৃতিকে, তাই পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের।

ভবিষ্যতের ব্লগ দেখবার জন্য অবশ্যই পেজটিকে লাইক করবেন 👇https://www.facebook.com/Travelandtravel1/

ব্লগটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক👍🏻 ও শেয়ার🤳 করতে ভুলবেননা,আপনার মতামত কমেন্টে জানান 🙏


Deolo park একটি দুর্দান্ত ভিউ পয়েন্ট, ফুলের গাছ সহ বিস্তীর্ণ উদ্যান এবং মনমুগ্ধকর দৃশ্য উপভোগ কৱাৱ জায়গা।এই পার্কটি শহ...
03/05/2020

Deolo park একটি দুর্দান্ত ভিউ পয়েন্ট, ফুলের গাছ সহ বিস্তীর্ণ উদ্যান এবং মনমুগ্ধকর দৃশ্য উপভোগ কৱাৱ জায়গা।

এই পার্কটি শহর থেকে প্রায় ৫৫০০ ফুট উচ্চতায় এবং ৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
Kalimpong শহরটা কিন্তু এই Deolo hill এবং Durpin Hill এর মধ্যে অবস্থিত।

Deolo park সকল দর্শনার্থীদের স্বাগত করে, kalimpong শহরের সাইডসিন করবার মুখ্য স্থান গুলোর মধ্যে এটি একটি। এই পার্কের মধ্যেই একটি বিশাল সুসজ্জিত টুরিস্ট লজ আছে, যারা এই লজের অতিথি তাদের প্রবেশ বিনামূল্যে, আর পার্কের দর্শনার্থীদের প্রবেশ মূল্য ১০ টাকা প্রতি জন।

এই পার্কে অনেকগুলি ভিউ পয়েন্ট আছে সেখান থেকে আপনি কালিম্পং শহর, রেলি উপত্যাকা এবং তিস্তা নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য বসার ব্যবস্থা করা আছে।
সিকিমের পাহাড় পেড়িয়ে উত্তরদিকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এটি সম্ভবত kalimpong এর সেরা জায়গা। ঘন্টাখানেক সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা।

যেসকল পর্যটকেরা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য এখানে প্যারাগ্লাইডিং করারও সুব্যবস্থা আছে।

আমরা প্রকৃতিপ্রেমী আমরা ভালবাসি প্রকৃতিকে, তাই পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের।

ভবিষ্যতের ব্লগ দেখবার জন্য অবশ্যই পেজটিকে লাইক করবেন 👇https://www.facebook.com/Travelandtravel1/

ব্লগটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক👍🏻 ও শেয়ার🤳 করতে ভুলবেননা,আপনার মতামত কমেন্টে জানান 🙏

Mawlynnong, MeghalayaMawlynnong একটি ছোট গ্রাম যা মেঘালয়ের পূর্ব খাসি হিলস জেলার অন্তর্গত, দূরত্ব শিলং থেকে ৯০ কিলোমিটা...
01/05/2020

Mawlynnong, Meghalaya
Mawlynnong একটি ছোট গ্রাম যা মেঘালয়ের পূর্ব খাসি হিলস জেলার অন্তর্গত, দূরত্ব শিলং থেকে ৯০ কিলোমিটার।
এই গ্রামটিকে বলা হয় 'god's own Garden'।

ডিসকভারি ইন্ডিয়ার দ্বারা ২০০৩ সালে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্নতম গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছিল যা অবশ্যই এই গ্রামটিকে ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।

চোখ ধাঁধানো সবুজ উপত্যাকা, নদীর স্বচ্ছ জল অনুর্বর বয়ে চলেছে, আশ্চর্যভাবে গাছের ঝুলিতে ফুলের অর্কিড , ট্রি হাউস, অত্যন্ত পরিষ্কার রাস্তা, কিছুটা ছাড়াছাড়া আবর্জনা ফেলার ব্যবস্থা, সুসজ্জিত ফুলের বাগান ঘেরা বাড়ি আরো নানান মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করার সুবিধা করে দেয় পরিবেশ প্রেমীভ্রমণার্থি দের কাছে এই ছোট্ট গ্রামটি।

Mawlynnong গ্রামটি সারা বছর জুড়ে মনোৱম আবহাওয়া সরবরাহ করে এবং বিশেষত বর্ষার সময় গ্রামটি তার সৌন্দর্য দ্বিগুণ করে তোলে, যা দর্শণার্থীদের পৃথিবীর বুকে স্বর্গের অনুভব করায়।

পরিছন্নতা এছাড়াও এখানকার স্থানীয়রা দর্শনার্থীদের সাথে এমন ব্যবহার থাকে যার কারণে আপনার মনে হতে বাধ্য এক অন্যরকম ভ্রমণ অভিজ্ঞতা জীবনে পেলেন।

আমরা প্রকৃতিপ্রেমী আমরা ভালবাসি প্রকৃতিকে, তাই পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের।

ভবিষ্যতের ব্লগ দেখবার জন্য অবশ্যই পেজটিকে লাইক করবেন 👇https://www.facebook.com/Travelandtravel1/

ব্লগটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক👍🏻 ও শেয়ার🤳 করতে ভুলবেননা,আপনার মতামত কমেন্টে জানান 🙏

Elephant Falls, MeghalayaElephant Falls  শিলংয়ের খুবই পাশে অবস্থিত উত্তর পূর্ব ভারতের বিখ্যাত জলপ্রপাত গুলির মধ্যে অন্য...
30/04/2020

Elephant Falls, Meghalaya

Elephant Falls শিলংয়ের খুবই পাশে অবস্থিত উত্তর পূর্ব ভারতের বিখ্যাত জলপ্রপাত গুলির মধ্যে অন্যতম।

পর্যটকদের স্বর্গ যা আশ্চর্যভাবে তিনটি স্তরে জলপ্রপাত হয়। আশ্চর্যভাবে জলপ্রপাত ও তারি সাথে একটি হাতি আকৃতির পাথর উপস্থিতির কারণে এই ঝর্ণার নাম Elephant Falls, কিন্তু দুঃখের বিষয় ১৮৯৭ সালে ভূমিকম্পের কারণে হাতের আকৃতি পাথরটি বিচ্ছিন্ন হয়ে গেছে।

মনোরম প্রকৃতির মাঝে কিছু সুন্দর সময় কাটানো ও তার সাথে কিছু সময় ক্যামেরাবন্দী করার জন্য Elephant Falls একটি দুর্দান্ত জায়গা।

মেঘালয়ের রাজধানী শিলং থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সুন্দর রাজ্যের মধ্যে এটি একটি সর্বাধিক পরিদর্শন করা ঝর্ণা।
মনে রাখবেন Elephant Falls এর আরেক নাম কিন্তু 'থ্রি স্টেপ ওয়াটারফল'।

আমরা প্রকৃতিপ্রেমী আমরা ভালবাসি প্রকৃতিকে, তাই পরিবেশকে স্বচ্ছ ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের।

ভবিষ্যতের ব্লগ দেখবার জন্য অবশ্যই পেজটিকে লাইক করবেন 👇https://www.facebook.com/Travelandtravel1/

ব্লগটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক👍🏻 ও শেয়ার🤳 করতে ভুলবেননা,আপনার মতামত কমেন্টে জানান 🙏

তুৱা এৱ ইংৱেজি Tura, মেঘালয়ের অপেক্ষাকৃত বড় এই শহরটি পশ্চিম গারো হিলস জেলায় অবস্থিত। এই শহরের প্রধান আকর্ষণ Nokrek Na...
29/04/2020

তুৱা এৱ ইংৱেজি Tura, মেঘালয়ের অপেক্ষাকৃত বড় এই শহরটি পশ্চিম গারো হিলস জেলায় অবস্থিত। এই শহরের প্রধান আকর্ষণ Nokrek National Park এটি শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত, এখানে ভিন্ন প্রাণী দেখা যায় যেমন - Leopard, golden cat, wild buffalo, pheasant ও তাৱি সাথে আরো অনেক রকমের প্রজাতির দেখা মেলে। ঘুরে আসতে পারেন Rongbang Dar Falls।
Sija caves এ যদি আপনি না যান তাহলে কিছুটা হলেও আপনার ভ্রমণ অসম্পূর্ণ হয়ে থাকবে।
গোটা পরিবেশটা সাধারণ প্রাকৃতিক অঞ্চল হলেও, এই পরিবেশ এমন অনেক স্থান লুকিয়ে রেখেছে তার বুকে।

ভবিষ্যতের ব্লগ দেখবার জন্য অবশ্যই পেজটিকে লাইক করবেন 👇https://www.facebook.com/Travelandtravel1/

ব্লগটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক👍🏻 ও শেয়ার🤳 করতে ভুলবেননা,আপনার মতামত কমেন্টে জানান 🙏

মেঘালয়ের কিছু সুন্দর ভ্রমণ স্থান যা হয়ত আপনার পড়ে ভালো লাগবে।  পর্ব 1শিলং:পাইন গাছ দ্বারা বেষ্টিত একটি সুন্দর শহর শিল...
28/04/2020

মেঘালয়ের কিছু সুন্দর ভ্রমণ স্থান যা হয়ত আপনার পড়ে ভালো লাগবে।
পর্ব 1

শিলং:
পাইন গাছ দ্বারা বেষ্টিত একটি সুন্দর শহর শিলং, মেঘালয় রাজধানী শিলং। শহরটি অবস্থিত ১৪৯৬ মিটার উচ্চতায় তাই শিলং শহর আপনাকে গরম থেকে দূরে রাখবে।
এই শহর তার হিল স্টেশনের দৃশ্য এবং ট্রেডিশনাল ঐতিহ্যের জন্য বিখ্যাত।
এখানকার সুন্দর আবহাওয়া প্রতিটা season এ ঘোরার যোগ্য।
হালকা বৃষ্টি এবং শীতল মৃদু বাতাস এই হিল স্টেশনটি দেখাৱ আনন্দকে আরও বাড়িয়ে তোলে। আবার শিলংকে প্রাচ্যের 'স্কটল্যান্ড' নামেও পরিচিত।

মেঘালয়ের রাজধানী শিলং হলো অসংখ্য ঝর্ণার আবাস, পর্বত শৃঙ্গ, সুন্দর গলফ কোর্স, জাদুঘর এবং চিড়িয়াখানা আরো নানান সুন্দর ভ্রমণ স্থান দেখবার জন্য মানুষ ছুটে আছে এখানে।
প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও শিলং মেঘালয় প্রবেশদ্বার হিসাবেও কাজ করে। ভারী বৃষ্টিপাত, গুহা, উঁচু ঝর্ণা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এখানকার মানুষ জন এবং সংস্কৃতির জন্য বিখ্যাত এই শিলং। শিলং ভারতের সংগীতের রাজধানী হিসেবে বিখ্যাত যেহেতু এখানে অনেক নামি সংগীতশিল্পী এই জায়গা থেকে আগত। এখানে নানান সংগীতের উৎসব বছর জুড়ে ঘটে থাকে এই কারণে শিলংকে লাভলি প্লেস বলা চলে।

ভবিষ্যতের ব্লগ দেখবার জন্য অবশ্যই পেজটিকে লাইক করবেন 👇https://www.facebook.com/Travelandtravel1/

চেরাপুঞ্জি:
মেঘালয় চেরাপুঞ্জি sohra নামে পরিচিত।
এটি তার ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ এর জন্য বিখ্যাত। মৌসিয়ারাম পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিবহুল এলাকা কিন্তু এখনো কেউ চেরাপুঞ্জির বৃষ্টিপাতের রেকর্ড ভাঙতে পারেনি।
একরকম আলাদাই জলবায়ু, তার কুয়াশাচ্ছন্ন উপত্যকা এবং এই অঞ্চলের ঝর্নার সাথে চেরাপুঞ্জি হয়ে ওঠে উত্তর পূর্ব ভারতের বিশেষ ভ্রমণ স্থান।

মৌসিয়ারাম:
মৌসিয়ারাম পৃথিবীর সবথেকে বৃষ্টিবহুল স্থান। মৌসিনরাম এর মনমুগ্ধকর গ্রামটি প্রকৃতি প্রেমিকের আনন্দ এবং বৃষ্টির সৌন্দর্য দেখার নিখুঁত গন্তব্য।

এটি বৃষ্টি প্রেমীদের স্বর্গ। এই গ্রামটি প্রচুর পরিমাণে stalagmite গঠনের জন্য পরিচিত যা একটি "শিবলিঙ্গের" আকার ধারণ করে।
মেঘালয়ের পূর্ব খাসি হিলস জেলার অবস্থিত, মৌসিয়ারাম সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪০০ মিটার উচ্চতায়।
মৌসিয়ারাম বৃষ্টিপাত এতটাই শক্তিশালী যে স্থানীয় গ্রামবাসীরা বজ্রপাত ও ঝড় থেকে বাঁচবার জন্য তাদের বাড়ি সাউন্ডপ্রুফ বানান ঘন ঘাস ব্যবহার করে।

ব্লগটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক👍🏻 ও শেয়ার🤳 করতে ভুলবেননা,আপনার মতামত কমেন্টে জানান 🙏

চিল্কা হ্রদ এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলাশয়  এটি পাখি পর্যবেক্ষণ এবং প্রাকৃতিক প্রেমীদের জন্য পৃথিবীর স্বর্গরাজ্য, কয়েকট...
27/04/2020

চিল্কা হ্রদ এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলাশয় এটি পাখি পর্যবেক্ষণ এবং প্রাকৃতিক প্রেমীদের জন্য পৃথিবীর স্বর্গরাজ্য, কয়েকটি ছোট ছোট দ্বীপ আছে তাৱি চারিপাশে মৎস্যজীবীরা থাকে।

পুরী থেকে ৪৪ কিলোমিটার দূরত্বে ওড়িশার সাতাপাদাৱেৱ কাছে অবস্থিত এই লেক ।
দয়া নদীর মুখে অবস্থিত চিলকা হ্রদ ভারতের বৃহত্তম উপকূলীয় জলাশয় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলাশয়।

লেকে অবস্থিত খুবই সুন্দর ছোট ছোট দ্বীপ আছে তার মধ্যে উল্লেখযোগ্য হানিমুন দ্বীপ এবং ব্রেকফাস্ট দ্বীপ। ১১০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত নাশপাতি আকৃতির হ্ৰদ উত্তরেৱ পুরী জেলার ভূসন্দপুৱ থেকে দক্ষিণেৱ গঞ্জাম জেলার ৱম্বা-মালুদ পর্যন্ত বিস্তৃত, একটি ভাগ অংশ মিলিত হচ্ছে বঙ্গোপসাগরে। ১৯৯১ সালে রামসার কনভেনশনের আওতায় চিল্কা হ্রদকে আন্তর্জাতিক স্তরে গুরুত্বে প্রথম ভারতীয় জলাভূমি হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

ভবিষ্যতের ব্লগ দেখবার জন্য অবশ্যই পেজটিকে লাইক করবেন 👇https://www.facebook.com/Travelandtravel1/

চিল্কা হ্রদ এর অভয়ারণ্য নামের সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো ইকোসিস্টেম ঠিক ৱাখতে এৱ ভূমিকা বৃহৎ।
এটি ভারতীয় উপমহাদেশের অভিবাসী পাখিদেৱ বৃহত্তম শীতকালীন স্থল।

White bellied sea eagles, Graylag Geese, Purple Moorhen, Jacana, Herons এবং Flamingos আরো নানা প্রজাতির পাখি এই হ্ৰদেৱ পাখি পর্যবেক্ষকদের বিশেষ স্থান করে তোলে।

আপনি আপনি জানলে হয়তো অবাক হয়ে যাবেন বিশ্বের বৃহত্তম ও অন্যতম ব্লিডিং স্থান flamingo দেৱ। এখানে irrawaddy Dolphin এৱ দেখা মেলে ও অন্যান্য জলজ বন্যজীবনেৱ উপস্থিতির জন্য প্রচুর পরিমাণে বিখ্যাত। এছাড়াও এ অঞ্চলে ব্ল্যাকবাক, গোল্ডেন জাকালস, হরিণ এবং হায়নার মতো বিভিন্ন বন্য প্রাণী কেউ দেখতে পাওয়া যায়, আর তার সাথে এখানকার সূর্যোদয় ও সূর্যাস্ত দর্শনের জন্য অনুকূল ভাবে পরিচিত।

চিলিকা বন্যপ্রাণী অভয়ারণ্যের নিকটবর্তী সর্বাধিক বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র কালীজাই মন্দির, যা কালীজাই দেবীর উপাসনা করে হয়েছে, মকর সংক্রান্তি মন্দিরে প্রচুর আড়ম্বরপূর্ণ এবং উল্লাসিত হয়ে উদযাপিত হয় যা অসংখ্য ভ্রমণকারী এবং ভক্তদের আকর্ষণ করে। চিল্কা হ্রদে নৌকা ছাড়া এখানকার একটি অন্যতম জনপ্রিয়।

ব্লগটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক👍🏻 ও শেয়ার🤳 করতে ভুলবেননা,আপনার মতামত কমেন্টে জানান 🙏

কতদিন পর্যটকদের জন্য দরজা বন্ধ রাখতে পারে সিকিম???ভারতের একমাত্র করোনাহীন রাজ্য সিকিম। গোটা দেশের বাকি সব রাজ্যেই যখন কর...
26/04/2020

কতদিন পর্যটকদের জন্য দরজা বন্ধ রাখতে পারে সিকিম???

ভারতের একমাত্র করোনাহীন রাজ্য সিকিম। গোটা দেশের বাকি সব রাজ্যেই যখন করোনারোগীর সন্ধান মিলেছ, তখন সাত লক্ষ বাসিন্দার এই রাজ্যটি সে সব দিক থেকে একদমই মুক্ত।

গত ১৭ মার্চের পর থেকে সরকারি নির্দেশে সিকিমে পর্যটক ঢোকা পুরোপুরি বন্ধ রয়েছে।
গত ৫ মার্চ করোনা সংক্রমণের প্রাথমিক ধাপেই বিদেশিদের জন্য দরজা বন্ধ করে দিয়েছিল সিকিম।

হয়তো পরিকল্পনা অনেকের ছিল যে লকডাউন (Lockdown) উঠলেই কাছাকাছির মধ্যে সিকিমই ঘুরে আসবেন।
সেই ভ্রমণপ্রেমীরা কিছুটা হতাশ হতেই পারেন।

এমনিতেই মে মাসেৱ পর চার মাস ভরা বর্ষা। বর্ষায় পর্যটক সিকিম বিশেষ যান না, ফলে পর্যটকের সমাগম হতে হতে সেই অক্টোবরই।

অক্টোবর মাসে পুজোর আগে পর্যন্ত দেশীয় পর্যটকদের জন্য দরজা বন্ধ রাখার সিদ্ধান্তই নিতে চলেছে সিকিম।

বিদেশি পর্যটকদের আগামী এক বছর এ রাজ্যে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী।

সিকিমের পর্যটনমন্ত্রী পন্থ বলেছেন,
“আমাদের পাশে চিন। তাই আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। তবে কেন্দ্রকে সব কিছু জানিয়েই আমরা ঘোষণা করব।”

এই খবরটি সিকিমের পর্যটক মন্ত্রীর আলোচনা ছিল আপাতত এখনও সরকারি ভাবে খাতা-কলমে নোটিশ জারি হয়নি।

ভবিষ্যতের ব্লগ দেখবার জন্য অবশ্যই পেজটিকে লাইক করবেন 👇https://www.facebook.com/Travelandtravel1/

ব্লগটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক👍🏻 ও শেয়ার🤳 করতে ভুলবেননা,আপনার মতামত কমেন্টে জানান 🙏

home, sty safe

Derjeeling Town,
25/04/2020

Derjeeling Town,

Rumtek Monastery, Sikkimগ্যাংটক থেকে ২৩ কিলোমিটার দূরত্বে  পাহাড়ের চূড়ায় রুমটেক মঠ সিকিমের অন্যতম ও উল্লেখযোগ্য মঠ। ম...
25/04/2020

Rumtek Monastery, Sikkim

গ্যাংটক থেকে ২৩ কিলোমিটার দূরত্বে পাহাড়ের চূড়ায় রুমটেক মঠ সিকিমের অন্যতম ও উল্লেখযোগ্য মঠ। মূলত ধর্ম চক্র কেন্দ্র হিসেবে পরিচিতি।
মঠ টিকে ঘিৱে রয়েছে ঘন সবুজ পাহাড় এই সুন্দর দৃশ্য প্ৰদান করে এই মোট ও তারি সাথে আধ্যাত্মিক সান্তনার কেন্দ্রবিন্দু প্রদান করে।

মোটের উপরে উঠলে দৃশ্যমান পাহাড়ের বিপরীতে গোটা গ্যাংটক শহরের মনমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন।
এছাড়াও এই মঠের কারিগরি বিশ্বের অন্যতম সেরা।
মহা কাঠামোর চারিপাশে একটি ওয়াকওয়ে রয়েছে সন্ন্যাসী, তীর্থযাত্রীরা এবং দর্শনার্থীৱা মাঠের চারদিক ঘুরে মঠ ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে।
মাঠের মধ্যে স্টোরহাউস আছে যেখানে বিশ্বের কিছু অন্যতম ধর্মীয় ধর্মগ্রন্থ ও অনেক আশ্চর্য জিনিস সংরক্ষণ করা আছে।
মঠের অভ্যন্তরে বিশাল পার্থনা হলটিতে splendid murals, statues & thangkhas এমন সুসজ্জিত তা দেখার মত।



ভবিষ্যতের ব্লগ দেখবার জন্য অবশ্যই পেজটিকে লাইক করবেন 👇https://www.facebook.com/Travelandtravel1/

ব্লগটি পড়ে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক👍🏻 ও শেয়ার🤳 করতে ভুলবেননা,আপনার মতামত কমেন্টে জানান 🙏

Address

Howrah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel & travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel & travel:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share