15/05/2024
সার্বিয়া এবং সৌদি আরবে কিছু সংখ্যক দক্ষ ও অদক্ষ পুরুষ এবং মহিলা গৃহকর্মী (সৌদি আরব) নিয়োগ করা হইবে। ✨ সম্মানিত এজেন্ট এবং যাত্রীদেরকে জানানো যাইতেছে যে, যারা সৌদি আরব এবং সার্বিয়া যেতে আগ্রহী তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে ভাবে অনুরোধ করা হইলো। 🔥
সৌদি আরব ওয়ার্ক পারমিট ভিসায় সর্বোচ্ছ ৩ ( তিন) লক্ষ টাকা ব্যাংক লোন পাওয়া যায়।
কাজের ধরন:-
মহিলা হাউজ ক্লিনারঃ- বেতনঃ- ১২(বার শত) রিয়াল+ খাওয়া + থাকা ফ্রী।
রেস্টুরেন্ট ওয়ার্কারঃ- বেতনঃ- ১০০০(এক হাজার) রিয়াল + ওভার টাইম + খাওয়া ও থাকা ফ্রী।
ক্লিনার পুরুষ(ইনডোর) মার্কেট ও অফিসঃ- ১০০০(এক হাজার) রিয়াল + ওভার টাইম + থাকা ফ্রী।
কফিশপঃ ১৭(সতের শত) রিয়াল + ওভার টাইম + থাকা ফ্রী + খাওয়া নিজ (ডিউটিরত অবস্থায় খাওা ফ্রী )।
বাইক ড্রাইভার:- বেতন ২৪৫০ রিয়াল + কমিশন + অতিরিক্ত ডেলিভারীর উপর কমিশন। কোন লাইসেন্স লাগবে না
বলদিয়া ওয়ার্কারঃ বেতন ৭ (সাতশত) রিয়াল + খাওয়া ২(দুইশত) রিয়াল + ওভার টাইম
এয়ারপোর্ট ক্লিনারঃ বেতন ১২(বার শত) রিয়াল + ওভার টাইম + থাকা ফ্রী।
ফার্মেসি ওয়ার্কারঃ বেতনঃ- ১০০০(এক হাজার) রিয়াল + ওভার টাইম + থাকা ফ্রী।
কনস্ট্রাকশন ওয়ার্কারঃ বেতন ১৩(তের শত) রিয়াল + ওভার টাইম + থাকা ফ্রী
ড্রাইভারঃ- লাইট এবং হেভী। বেতনঃ- ২০০০ ( দুই হাজার) থেকে ২২(বাইশ শত) রিয়াল + ওভার টাইম + থাকা ফ্রী।
মসজিদ ক্লিনার এবং হেরাম শরীফ ক্লিনারঃ বেতনঃ- ১০০০(এক হাজার) রিয়াল + ওভার টাইম + খাওয়া ও থাকা ফ্রী।
ফুড ডেলিভারি ম্যানঃ ১৬ (ষোলশত) রিয়াল + কমিশন + থাকা ফ্রী + খাওয়া নিজ।
বিঃ দ্রঃ মাসিক ৩৪০ ডেলিভারী টার্গেট/ প্রতিদিন ১১ ডেলিভারী + ৬ রিয়াল কমিশন।
এসি মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, স্ট্রীল ফিক্সচার। বেতনঃ- ১৪(চৌদ্দ শত) থেকে ২২(বাইশ শত) রিয়াল + ওভার টাইম + থাকা ফ্রী।
এছাড়াও সবচেয়ে কম খরচে সৌদি আরবের আমেল মঞ্জিল, আমেল আইডি, হাউজ ড্রাইভার, লেবার এবং মহিলা/খাদ্দামা ভিসা প্রসেস করা হয়।
এজেন্ট আবশ্যক এবং এজেন্ট এর জন্য স্পেশাল প্যাকেজ।
সার্বিয়া হলো মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। সার্বিয়াতে সব চেয়ে কম সময়ে মাত্র ৪ সপ্তাহে ওয়ার্ক পারমিট পাওয়া যায়। দেশটির উত্তরে হাঙ্গেরি, উত্তর পূর্বে রোমানিয়া, দক্ষিণ পূর্বে বুলগেরিয়া, দক্ষিণে মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া ও বসনিয়া ও হার্জেগোভিনা পশ্চিমে মন্টিনেগ্রো দক্ষিণ পশ্চিমে একটি বির্তকিত অঞ্চলের মাধ্যমে আলবেনিয়ার সাথে সীমান্ত রয়েছে। সার্বিয়ার জনসংখ্যা ৬.৭ মিলিয়ন। বেলগ্রেড দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর। এই ভিসায় সর্বোচ্ছ ৫ লাখ টাকা ব্যাংক লোন পাওয়া যায় এবং মাত্র ২১ দিনে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়।
সার্ভিস সেক্টর:-
রেষ্টুরেন্ট ওয়ার্কার:- বেতন:- ৫৫০ ইউরো থেকে ৭৫০ ইউরো + ওভার টাইম + থাকা ফ্রী
ফ্যাক্টরী ওয়ার্কার:- বেতন:- ৫৫০ ইউরো থেকে ৭৫০ ইউরো + ওভার টাইম + থাকা ফ্রী
কনস্ট্রাকশন ওয়ার্কার: বেতন:- ৫৫০ ইউরো থেকে ৭৫০ ইউরো + ওভার টাইম + থাকা ফ্রী
যা যা লাগবেঃ
১। অরিজিনাল পাসপোর্ট
২। ছবি ১০ কপি(৩৪*৪৫)
৩। পুলিশ ক্লিয়ারেন্স
এজেন্ট আবশ্যক এবং এজেন্ট এর জন্য স্পেশাল প্যাকেজ।
👝যোগাযোগঃ- IFA (আইফা) এসোসিয়েট (ট্রাভেল এজেন্সি)। ৬৪-৬৮ উত্তর কমলাপুর, ইস্টার্ন কমলাপুর কমপ্লেক্স, চতুর্থ তলা, রুম নংঃ ৪০৭, কমলাপুর, মতিঝিল, ঢাকা-১০০০ মোবাইলঃ- +৮৮০১৭১২৯০৪৪১২, +৮৮০১৭১৪৬২২৩০৯, +৮৮০১৭১৭৫৭৯৭০৮ 📞